সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এক ‘দুর্ব্বল পাত্রের’ মূল্য

এক ‘দুর্ব্বল পাত্রের’ মূল্য

এক ‘দুর্ব্বল পাত্রের’ মূল্য

 প্রেরিত পিতর লিখেছিলেন, “হে স্বামিগণ, স্ত্রীলোক অপেক্ষাকৃত দুর্ব্বল পাত্র বলিয়া [তোমাদের স্ত্রীদের সহিত] জ্ঞানপূর্ব্বক বাস কর, তাহাদিগকে আপনাদের সহিত জীবনের অনুগ্রহের সহাধিকারিণী জানিয়া সমাদর কর।” (১ পিতর ৩:৭) শাস্ত্রে একজন স্ত্রীলোককে “দুর্ব্বল পাত্র” বলে উল্লেখ করা কি কোনোভাবে স্ত্রীদের মর্যাদাহানি করে? আসুন আমরা দেখি যে, অনুপ্রাণিত লেখক মূলত কী বোঝাতে চেয়েছিলেন।

“সমাদর” হিসেবে অনুবাদিত গ্রিক বিশেষ্যপদের অর্থ হচ্ছে, “দাম, মূল্য, . . . সম্মান।” তাই, একজন খ্রিস্টান স্বামীর তার স্ত্রীকে এক নাজুক, মূল্যবান পাত্রের মতো করে দেখে কোমলভাবে ব্যবহার করতে হবে, তার প্রতি উপযুক্ত বিবেচনা দেখাতে হবে। এটা কোনোভাবেই তাকে ছোট করা নয়। উদাহরণ হিসেবে, টিফ্যানি লোটাস ল্যাম্পের বিষয় বিবেচনা করুন। সত্যিই, এই অপূর্ব সুন্দর ল্যাম্পটাকে নাজুক বলে বিবেচনা করা যেতে পারে। ল্যাম্পটা ভঙ্গুর বলে কি এর মূল্য কমে যায়? একেবারেই না! ১৯৯৭ সালে, আসল টিফ্যানি লোটাস ল্যাম্পটা নিলামে ২৮ লক্ষ মার্কিন ডলারে (প্রায় ১২ কোটি ৬০ লক্ষ টাকায়) বিক্রি হয়েছিল! নাজুক গঠনের জন্য এর মূল্য বেড়ে গিয়েছিল, কমে যায়নি।

একইভাবে একজন স্ত্রীকে এক দুর্বল পাত্র হিসেবে বিবেচনা করে সমাদর করা, তার মূল্যকে কমিয়ে দেয় না বা তাকে ছোট করে না। তার স্ত্রীর সঙ্গে “জ্ঞানপূর্ব্বক” বাস করার অর্থ হচ্ছে, একজন স্বামী তার স্ত্রীর শক্তি ও দুর্বলতা, পছন্দ-অপছন্দ, দৃষ্টিভঙ্গি এবং অনুভূতি বিবেচনা করেন। একজন যত্নশীল স্বামী, তার ও তার স্ত্রীর মধ্যে যে-ব্যক্তিত্বের পার্থক্য রয়েছে তা উপলব্ধি করেন ও সেটার প্রতি বিবেচনা দেখান। তিনি তার স্ত্রীর প্রতি উপযুক্ত বিবেচনা দেখান, “যেন [তাহার] প্রার্থনা রুদ্ধ না হয়।” (১ পিতর ৩:৭) যে-স্বামী তার স্ত্রীর স্ত্রীসুলভ গুণগুলোর প্রতি সম্মান দেখাতে ব্যর্থ হন, তিনি ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ককে ঝুঁকির মুখে ফেলেন। তাই এটা স্পষ্ট যে, ঈশ্বরের বাক্য নারীদের মর্যাদাহানি করে না। এর পরিবর্তে, এটি তাদেরকে মর্যাদা দেয় ও সমাদর করে।

[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

© Christie’s Images Limited ১৯৯৭