সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“গালীলের অলংকার”

“গালীলের অলংকার”

“গালীলের অলংকার”

 যিশু যে-শহরে বড় হয়েছিলেন সেই নাসরৎ থেকে মাত্র ৬.৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এমন একটা শহর ছিল, যেটার বিষয়ে সুসমাচারগুলোতে কখনো উল্লেখ করা হয়নি। তা সত্ত্বেও, প্রথম শতাব্দীর বিখ্যাত ইতিহাসবেত্তা ফ্লেভিয়াস জোসিফাস এটাকে “গালীলের অলংকার” বলে সম্ভাষণ করেছিলেন। এটা ছিল সেফরিস শহর। এই শহর সম্বন্ধে আমরা কী জানি?

সম্ভবত সা.কা.পূ. ১ সালে মহান হেরোদের মৃত্যুর পর, সেফরিস শহরের অধিবাসীরা রোমের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, যার ফলে তাদের শহর ধ্বংস হয়ে গিয়েছিল। হেরোদের ছেলে আন্তিপাস গালীল ও পিরিয়ার উত্তরাধিকারী হয়েছিলেন এবং সেফরিসের ধ্বংসাবশেষের স্থানকে তার নতুন রাজধানী হিসেবে বেছে নিয়েছিলেন। শহরটা গ্রিক-রোমীয় নির্মাণকৌশলের ধাঁচে পুনর্নিমিত হয়েছিল কিন্তু এর অধিবাসীরা ছিল মূলত যিহুদি। অধ্যাপক রিচার্ড এ. বেটির মতানুসারে, আন্তিপাস সা.কা. প্রায় ২১ সালে সেফরিসের জায়গায় তিবিরিয়াকে রাজধানী হিসেবে নির্মাণ করার আগে পর্যন্ত, এটা “গালীল ও পিরিয়ার নিয়ন্ত্রণাধীন সরকারের প্রধান কেন্দ্র” হয়ে উঠেছিল। এই সময়েই যিশু এই শহরের কাছাকাছি বাস করছিলেন।

অধ্যাপক জেমস স্ট্রেঞ্জ, যিনি সেফরিস শহরে খনন কাজ করেছেন, তিনি মনে করেন যে, একসময় সেই শহরে দলিলপত্রের সংরক্ষণাগার, একটা ধনাগার, একটা অস্ত্রাগার, ব্যাঙ্ক, সরকারি ভবন এবং বাজারহাট ছিল আর সেই বাজারহাটগুলোতে বিভিন্ন চীনামাটির জিনিস, কাচের জিনিস, ধাতুর তৈরি জিনিস, অলংকার এবং নানান রকমের খাবার বিক্রি হতো। সেখানে তাঁতিরা ও কাপড় বিক্রেতারা ছিল এবং ঝুড়ি, আসবাবপত্র, সুগন্ধি এবং একই রকমের অন্যান্য পণ্য কেনার জন্য দোকানপাট ছিল। অনুমান করা হয় যে, সেই সময়ে জনসংখ্যা ৮,০০০ থেকে ১২,০০০-রের মধ্যে ছিল।

যিশু কি কখনো এই ব্যস্ত মহানগরী পরিদর্শন করেছিলেন, যেটা নাসরৎ থেকে এক ঘন্টা হাঁটার পথ? সুসমাচারগুলো কোনো উত্তর দেয় না। কিন্তু, আ্যংকার বাইবেল ডিকশনারি বলে যে, “নাসরৎ থেকে গালীলের কান্না নগরে যাওয়ার একটা যুক্তিসংগত রাস্তা সেফরিসের মধ্যে দিয়ে চলে গিয়েছে।” (যোহন ২:১; ৪:৪৬) নাসরৎ থেকে, সেফরিসের পাহাড়টা দেখা যায়, যেটা উপত্যকা তল থেকে প্রায় ১২০ মিটার উঁচু। কেউ কেউ মনে করে, যিশু যখন এই দৃষ্টান্ত দিয়েছিলেন যে, “পর্ব্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না,” তখন সম্ভবত তাঁর মনে এই শহরের কথাই ছিল।—মথি ৫:১৪.

সাধারণ কাল ৭০ সালে যিরূশালেম ধ্বংস হওয়ার পর, সেফরিস গালীলের প্রধান শহর এবং পরে যিহুদিদের উচ্চ আদালত, মহাসভার স্থান হয়ে উঠেছিল। কিছুদিনের মধ্যে, এটা যিহুদিদের একটা শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছিল।

[৩২ পৃষ্ঠার মানচিত্র/চিত্র]

(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)

গালীল সমুদ্র

গালীল

কান্না

তিবিরিয়া

সেফরিস

নাসরৎ

পিরিয়া

[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

মাটির পাত্র: Excavated by Wohl Archaeological Museum, Herodian Quarter, Jewish Quarter. Owned by Company for the Reconstruction of the Jewish Quarter in the Old City of Jerusalem, Ltd