সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“এটাই সর্বোত্তম সমাপ্তি বলে আমি মনে করি”

“এটাই সর্বোত্তম সমাপ্তি বলে আমি মনে করি”

“এটাই সর্বোত্তম সমাপ্তি বলে আমি মনে করি”

 স্পেনের একটা হাইস্কুলের একজন শিক্ষক লিখেছিলেন: “যিহোবার সাক্ষিরা, একশো বছরেরও বেশি সময় ধরে প্রকৃত সংহতি, অনিন্দ্য সততা এবং সর্বোপরি অক্ষয় বিশ্বাস প্রদর্শন করেছে।” কোন বিষয়টা এই শিক্ষককে—নিজেকে নাস্তিক বলে দাবি করেন, এমন একজন ব্যক্তিকে—এই ধরনের একটা বিবৃতি দিতে পরিচালিত করেছিল?

এই সমস্তকিছু হয়েছিল, যখন সেই হাইস্কুলের একজন যিহোবার সাক্ষি ছাত্রী নোয়িমিকে তার স্কুল জীবনের শেষ পরীক্ষার অংশ হিসেবে, একটা রচনা লিখতে দেওয়া হয়েছিল। সে “নাৎসি শাসনের অধীনে বেগুনি ত্রিভুজ,” এই মূলভাবের ওপর রচনা লিখবে বলে ঠিক করেছিল।

কেন সে এই মূলভাবটাই বেছে নিয়েছিল? নোয়িমি ব্যাখ্যা করে: “আমার রচনাটা যেহেতু একজন শিক্ষক দেখবেন, তাই আমি ভেবেছিলাম যে, তার কাছে সাক্ষ্য দেওয়ার জন্য আমি এই সুযোগটার সদ্ব্যবহার করতে পারি। নাৎসি জার্মানিতে যিহোবার সাক্ষিরা যেভাবে তাদের নীতিনিষ্ঠা বজায় রেখেছিল, সেই বিবরণ আমার হৃদয়কে স্পর্শ করেছিল। আমি মনে করেছিলাম যে, তা অন্যদের ওপরও একইরকম ছাপ ফেলবে।”

নোয়িমির রচনাটা, সে যতটা ভেবেছিল তার চেয়েও আরও অনেক বেশি লোকের ওপর ছাপ ফেলেছিল। ২০০২ সালের ৫ই অক্টোবর, বিজ্ঞান ও মানবিক বিষয়ের ওপর গবেষণার সঙ্গে যুক্ত একটা জাতীয় প্রতিযোগিতায় তার রচনাটা পুরস্কার পেয়েছিল। সেই প্রতিযোগিতার পুরস্কারগুলো স্পেনের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ২০ জন অধ্যাপককে নিয়ে গঠিত এক জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রদান করা হয়।

নোয়িমি, স্পেনের শিক্ষামন্ত্রী পিলার দেল কাস্তিয়োর হাত থেকে তার পুরস্কার গ্রহণ করেছিল। নোয়িমি সেই মন্ত্রীকে নাৎসি আক্রমণের বিরুদ্ধে যিহোবার সাক্ষিরা দৃঢ় থাকে (ইংরেজি) ভিডিওক্যাসেটের একটা কপি দেওয়ার জন্য সেই সুযোগের সদ্ব্যবহার করেছিল। মন্ত্রী সানন্দে সেই উপহার গ্রহণ করেছিলেন।

নোয়িমির নিজ শহর মানরাসার এক স্থানীয় খবরের কাগজ, তার শিক্ষাগত অর্জনের বিষয়ে প্রকাশ করেছিল এবং তার রচনার সারমর্ম পর্যালোচনা করেছিল। এর মধ্যে, নোয়িমির স্কুলের প্রধান শিক্ষক, হাইস্কুলের ৭৫তম বার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তার রচনাটা যুক্ত করার জন্য তার কাছে এর একটা কপি চেয়েছিলেন।

“আমার হাইস্কুল জীবনে এটাই সর্বোত্তম সমাপ্তি বলে আমি মনে করি,” নোয়িমি বলে। “আমার শিক্ষক মি. হরহে টোমাস কালোটের সেই মন্তব্যটা পড়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম, যা তিনি আমার রিপোর্টের ভূমিকায় লিখেছিলেন:

“‘যদিও আমি নাস্তিক কিন্তু এই সর্বোচ্চ সত্তার অস্তিত্বের প্রতি আমি পুরোপুরি বিশ্বাস দেখাতে চাই, যিনি তাঁর উপাসকদের “প্রতিবেশীর প্রতি” সবচেয়ে অকৃত্রিম “প্রেম” দেখাতে অনুপ্রাণিত করেন।’”