সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তার বিশ্বাস অন্যদেরকে উৎসাহিত করে

তার বিশ্বাস অন্যদেরকে উৎসাহিত করে

তার বিশ্বাস অন্যদেরকে উৎসাহিত করে

 উনিশশো বিরানব্বই সালে যখন সিলভিয়ার জন্ম হয়, তখন তাকে পুরোপুরি সুস্থ স্বাভাবিক এক ছোট্ট মেয়ে বলেই মনে হয়েছিল। কিন্তু, দুই বছর বয়সে সিলভিয়ার সিস্টিক ফাইব্রোসিস নামে এক দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে, যার কারণে ক্রমান্বয়ে শ্বাসপ্রশ্বাস ও পরিপাক সংক্রান্ত মারাত্মক সমস্যা দেখা দেয়। অসুস্থতার সঙ্গে মোকাবিলা করার জন্য সিলভিয়া প্রতিদিন ৩৬টা ওষুধ খায়, ইনহেলার গ্রহণ করে ও থেরাপি নেয়। যেহেতু তার ফুসফুসের ক্ষমতা স্বাভাবিকের তুলনায় মাত্র ২৫ শতাংশ, তাই তাকে এমনকি বাইরে গেলেও অক্সিজেন ট্যাঙ্ক ব্যবহার করতে হয়।

“তা সত্ত্বেও, সিলভিয়া যেভাবে তার অসুস্থতার সঙ্গে মোকাবিলা করে, তা সত্যিই বিস্ময়কর,” তার মা টেরেসা বলেন। “শাস্ত্র সম্বন্ধে জ্ঞান থাকায় তার দৃঢ় বিশ্বাস রয়েছে। এই বিশ্বাস তাকে তার প্রচণ্ড দুঃখ ও অস্বস্তির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করে। সে সবসময় নতুন জগৎ সম্বন্ধে যিহোবার প্রতিজ্ঞার কথা স্মরণ করে, যেখানে সমস্ত অসুস্থ ব্যক্তিকে সুস্থ করা হবে।” (প্রকাশিত বাক্য ২১:৪) মাঝে মাঝে তার পরিবার যখন নিরুৎসাহিত হয়ে পড়ে, তখন সিলভিয়ার আত্মবিশ্বাসী হাসি তাদেরকে উৎসাহিত করে। সে তার বাবামা ও ভাইকে বলে: “নতুন জগতে জীবন আমাদের বর্তমানের সমস্ত দুঃখকষ্টের ক্ষতিপূরণ করে দেবে।”

সিলভিয়া নিয়মিতভাবে অন্যদেরকে ঈশ্বরের বাক্যের সুসমাচার সম্বন্ধে জানায় এবং যে-লোকেদের সঙ্গে সে কথা বলে, তারা লক্ষ করে যে তার মুখ আনন্দ ও উল্লাসকে প্রকাশ করে। ক্যানারি দ্বীপপুঞ্জের যে-খ্রিস্টান মণ্ডলীর সভাগুলোতে সে যোগদান করে, সেখানকার সদস্যরাও তার মন্তব্য শুনে ও সভাগুলোতে তাকে অংশগ্রহণ করতে দেখে অত্যন্ত আনন্দিত হয়। আর প্রতিটা সভার পরে, সিলভিয়া তার খ্রিস্টান ভাই ও বোনদের সঙ্গে কথা বলার জন্য বেশি সময় থাকতে পছন্দ করে। তার বন্ধুত্বপূর্ণ ও হাশিখুশি ব্যক্তিত্বের কারণে মণ্ডলীর প্রত্যেকেই তাকে ভালবাসতে অনুপ্রাণিত হয়েছে।

“সিলভিয়া আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শিক্ষা দিয়েছে,” তার বাবা আ্যন্টনিও বলেন। “এমনকি আমাদের যখন বিভিন্ন সমস্যা থাকে, তখনও জীবন হল যিহোবার কাছ থেকে দানস্বরূপ আর এর জন্য আমাদের উপলব্ধি দেখানো উচিত।” সিলভিয়ার মতো ঈশ্বরের সমস্ত দাস—যুবক ও বৃদ্ধ সকলে—আকুলভাবে সেই সময়ের অপেক্ষা করে আছে, যখন “নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত।”—যিশাইয় ৩৩:২৪.

[৩১ পৃষ্ঠার চিত্র]

সিলভিয়া বাইবেল থেকে একটা পদ পড়ার সময়ে তার মা অক্সিজেন ট্যাঙ্ক ধরে আছেন