সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আজ আমার এই বিশ্বাস হল যে, ঈশ্বর বলে কেউ একজন আছেন”

“আজ আমার এই বিশ্বাস হল যে, ঈশ্বর বলে কেউ একজন আছেন”

“আজ আমার এই বিশ্বাস হল যে, ঈশ্বর বলে কেউ একজন আছেন”

 চেক প্রজাতন্ত্রের প্রাগে বসবাসরত আলিকস্যান্ড্রা নামে ইউক্রেনের একজন মহিলা কাজ থেকে বাড়ি ফিরছিলেন। একটা বাসস্টপে, মাটিতে পড়ে থাকা একটা পার্সের ওপর তার নজর যায়, যেটার ওপর দিয়ে লোকেরা হেঁটে যাচ্ছিল। তিনি পার্সটা তুলে ভিতরে কী রয়েছে, তা যখন দেখেছিলেন, তখন তার নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না। সেখানে এক একটা ৫,০০০ কোরুনা নোটের একটা বান্ডিল ছিল! তার আশেপাশে এমন কাউকে দেখা যায়নি, যিনি সেই পার্সটা খুঁজছিলেন। চেক প্রজাতন্ত্রে একজন বিদেশি হিসেবে বসবাসরত আলিকস্যান্ড্রার জন্য ভরণপোষণ জোগানো খুব সহজ ছিল না। তিনি এখন কী করবেন?

বাড়িতে ফিরে আসার পর, আলিকস্যান্ড্রা তার মেয়ে ভিক্টরিয়াকে সেই পার্সটা দেখান। তারা সেই পার্সের মধ্যে মালিকের নাম ও ঠিকানা খুঁজেছিল কিন্তু কিছুই পায়নি। তবে, সেই পার্সের মধ্যে এক টুকরো কাগজ পাওয়া যায়, যেটাতে কিছু নম্বর লেখা ছিল। কাগজের এক পাশে একটা আ্যকাউন্ট নম্বর লেখা ছিল এবং অন্য পাশে আরও কিছু নম্বর ছিল। এ ছাড়া, সেই পার্সে একটা স্থানীয় ব্যাঙ্কে যাওয়ার পথ নির্দেশনা ছিল এবং একটা ছোট্ট কাগজে লেখা ছিল “৩,৩০,০০০ কোরুনি” (প্রায় ১০,০০০ মার্কিন ডলার)। সেই পার্সে ঠিক এই পরিমাণ টাকাই ছিল।

সেই নম্বরটা একটা ফোন নম্বর ভেবে ব্যাঙ্কে ফোন করার চেষ্টায় আলিকস্যান্ড্রা ব্যর্থ হন। তাই, তিনি ও তার মেয়ে সেই ব্যাঙ্কে যান এবং পুরো ঘটনা খুলে বলেন। তারা সেই পার্সে পাওয়া আ্যকাউন্ট নম্বরটা সম্বন্ধে জিজ্ঞেস করে। কিন্তু, ব্যাঙ্কে সেই নম্বরের কোনো আ্যকাউন্ট ছিল না। পরের দিন, আলিকস্যান্ড্রা সেই পার্সে পাওয়া অন্য নম্বরটা নিয়ে ফিরে আসেন। বস্তুত, এই আ্যকাউন্ট নম্বরে একজন মহিলা গ্রাহকের নাম ছিল। আলিকস্যান্ড্রা ও ভিক্টরিয়া সেই মহিলার সঙ্গে যোগাযোগ করে এবং সেই মহিলা স্বীকার করেন যে, তার পার্সটা হারিয়ে গিয়েছে। পরিশেষে, তাদের যখন দেখা হয় তখন সেই মহিলা তাদেরকে ধন্যবাদ জানান এবং সদয়ভাবে জিজ্ঞেস করেন, “এই টাকাগুলোর বিনিময়ে আমাকে কী দিতে হবে?”

ভিক্টরিয়া উত্তর দেন: “কিছুই দিতে হবে না। আমরা যদি চাইতাম, তা হলে টাকাটা রেখেই নিতে পারতাম।” ভাঙা ভাঙা চেক ভাষায়, ভিক্টরিয়া ব্যাখ্যা করেন: “আমরা যিহোবার সাক্ষি বলে আপনাকে টাকাগুলো ফেরত দিচ্ছি। আমাদের বাইবেল শিক্ষিত বিবেক আমাদের এমন কিছু রাখার অনুমতি দেয় না, যেটা আমাদের নয়।” (ইব্রীয় ১৩:১৮) সেই মহিলা খুব আনন্দিত হয়ে বলেন, “আজ আমার এই বিশ্বাস হল যে, ঈশ্বর বলে কেউ একজন আছেন।”