সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“নয় বছরের একটা ছেলের কারণে”

“নয় বছরের একটা ছেলের কারণে”

“নয় বছরের একটা ছেলের কারণে”

 যিহোবার সাক্ষিরা যখনই পোল্যান্ডের দক্ষিণাঞ্চলে বসবাসকারী ভিয়েসোয়েভার দরজায় আসত, তখনই তিনি ভদ্রভাবে তাদের ধন্যবাদ জানিয়ে বিদায় করে দিতেন। একদিন স্যামুয়েল নামে নয় বছর বয়সি একটা ছেলে তার মায়ের সঙ্গে ভিয়েসোয়েভার দরজায় আসে। এবার ভিয়েসোয়েভা তাদের বার্তা শোনার সিদ্ধান্ত নেন এবং পরমদেশ পৃথিবী সম্বন্ধে একটা পত্রিকা গ্রহণ করেন।

যেহেতু যিশু খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ সভা এগিয়ে আসছিল, তাই স্যামুয়েল এই বিশেষ অনুষ্ঠানে ভিয়েসোয়েভাকে আমন্ত্রণ জানাতে চায়। অতএব, মাকে সঙ্গে নিয়ে ছেলেটা আবারও তার সঙ্গে দেখা করে আর এবার সে একটা ছাপানো আমন্ত্রণপত্র নিয়ে আসে। পরিপাটি পোশাক পরা ছেলেটাকে দেখে ভিয়েসোয়েভা, তাদের একটু অপেক্ষা করতে বলে ভিতরে যান আর নিজেও ভাল পোশাক পরে আসেন। ফিরে এসে তিনি স্যামুয়েলের কথা শোনেন, সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং জিজ্ঞেস করেন: “আমি একা যাব, নাকি আমার স্বামীকেও সঙ্গে নিয়ে যাব?” এরপর তিনি আরও বলেন: “আমার স্বামী যদি না-ও যায়, আমি অবশ্যই যাব। স্যামুয়েল, তোমার কারণেই আমি যাব।” স্যামুয়েল খুবই আনন্দিত হয়েছিল কারণ ভিয়েসোয়েভা তার প্রতিজ্ঞা রেখেছিলেন।

স্মরণার্থ সভার বক্তৃতার সময়ে, স্যামুয়েল ভিয়েসোয়েভার পাশে বসেছিল এবং যে-শাস্ত্রপদগুলো আলোচনা করা হচ্ছিল, সেগুলো তাকে দেখিয়েছিল। এটা তার ওপর গভীর ছাপ ফেলেছিল। তিনি স্মরণার্থ সভা উপভোগ করেছিলেন আর সেখানে গভীর বিষয়গুলো যেভাবে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছিল, সেটার প্রতি উপলব্ধি প্রকাশ করেছিলেন। এ ছাড়া, মণ্ডলীর ভাইবোনেরা যে-উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল ও দয়া দেখিয়েছিল, সেটাও তার হৃদয়কে স্পর্শ করেছিল। সেই সময় থেকে, ভিয়েসোয়েভা আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি আরও বেশি আগ্রহ দেখিয়েছিলেন এবং যিহোবার সাক্ষিদের সঙ্গে নিয়মিতভাবে মেলামেশা করতে শুরু করেছিলেন। সম্প্রতি তিনি বলেছেন: “আগে আপনারা যখন আমার দরজায় এসেছিলেন, তখন আপনাদের কথা শুনিনি বলে আমি লজ্জিত। আর আমাকে এটা স্বীকার করতেই হবে যে, শুধুমাত্র নয় বছরের একটা ছেলের কারণে, স্যামুয়েলের কারণে আমি আপনাদের বার্তা শুনেছি।”

পোল্যান্ডে স্যামুয়েলের মতো আরও অনেক অল্পবয়সি যিহোবার সাক্ষি, তাদের কথাবার্তা ও চমৎকার আচারব্যবহারের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা করে থাকে। তুমি যদি একজন কিশোর বা কিশোরী হয়ে থাকো, তা হলে তুমিও হয়তো আন্তরিক ব্যক্তিদেরকে উপকারজনক আধ্যাত্মিক মূল্যবোধগুলোর প্রতি আগ্রহ দেখানোর ক্ষেত্রে সাহায্য করতে পারবে।