সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি!”

“আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি!”

“আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি!”

 একশো উনিশ গীত হল ঈশ্বরের অনুপ্রাণিত বার্তা বা বাক্যের প্রতি এর রচয়িতার অনুভূতি সম্বন্ধে একটি গীত। গীতরচক গান করেন: “তোমার বচন আমি হৃদয়মধ্যে সঞ্চয় করিয়াছি।” “আমি তোমার বিধিকলাপে হর্ষিত [“আসক্ত,” NW] হইব।” “আমার প্রাণ আকাঙ্ক্ষায় ক্ষুণ্ণ হয় তোমার শাসনকলাপের জন্য, সর্ব্ব সময়ে।” “তোমার সাক্ষ্যকলাপ আমার হর্ষজনক [“আসক্তিজনক,” NW]।” “আমি তোমার নিদেশ সকলের আকাঙ্ক্ষা করিয়া আসিতেছি।” “আমি তোমার আজ্ঞাসমূহে আমোদ করিব [“আসক্ত হব,” NW], সে সকল আমি ভালবাসি।” “আমি তোমার বিধিকলাপ ধ্যান করিব।” “আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি! তাহা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।”—গীতসংহিতা ১১৯:১১, ১৬, ২০, ২৪, ৪০, ৪৭, ৪৮, ৯৭.

ঈশ্বরের প্রকাশিত বার্তার প্রতি গীতরচকের কত আন্তরিক উপলব্ধিবোধই না ছিল! ঈশ্বরের বাক্য বাইবেলের বার্তা সম্বন্ধে আপনিও কি এইরকম বোধ করেন? আপনি কি এর প্রতি এই ধরনের এক আসক্তি গড়ে তুলতে চান? যদি চান, তা হলে প্রথমত আপনাকে নিয়মিতভাবে, সম্ভব হলে প্রতিদিন বাইবেল পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। যিশু খ্রিস্ট বলেছিলেন: “মনুষ্য কেবল রুটীতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, তাহাতেই বাঁচিবে।” (মথি ৪:৪) দ্বিতীয়ত, আপনি যা পড়েন, তা নিয়ে ধ্যান করা উচিত। ঈশ্বর, তাঁর গুণাবলি, তাঁর ইচ্ছা এবং তাঁর উদ্দেশ্য সম্বন্ধে সত্যটা নিয়ে চিন্তা করা বাইবেলের প্রতি আপনার উপলব্ধিবোধকে বৃদ্ধি করবে। (গীতসংহিতা ১৪৩:৫) আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল, রোজকার জীবনে বাইবেলের নির্ভরযোগ্য পরামর্শগুলো কাজে লাগান।—লূক ১১:২৮; যোহন ১৩:১৭.

বাইবেল যা বলে, সেটার প্রতি এক আসক্তি গড়ে তোলা কীভাবে আপনাকে উপকৃত করবে? “ধন্য [“সুখী,” বাংলা জুবিলী বাইবেল] তাহারা, যাহারা [ঈশ্বরের] সাক্ষ্যকলাপ পালন করে,” গীতসংহিতা ১১৯:২ পদ বলে। বাইবেলে যে-সাক্ষ্যকলাপ বা অনুস্মারক রয়েছে, সেগুলো আপনাকে জীবনের সমস্যাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে সাহায্য করবে। (গীতসংহিতা ১:১-৩) আপনি প্রজ্ঞা, জ্ঞান বা অন্তর্দৃষ্টি এবং বুদ্ধি বা বোধগম্যতা অর্জন করবেন, যেগুলো ‘সমস্ত কুপথ হইতে আপনার চরণ নিবৃত্ত করিতে’ আপনাকে সাহায্য করবে। (গীতসংহিতা ১১৯:৯৮-১০১) ঈশ্বর সম্বন্ধে এবং পৃথিবীর জন্য তাঁর উদ্দেশ্য সম্বন্ধে সত্যটি জানা আপনার জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলবে এবং ভবিষ্যতের জন্য আপনার আশাকে আরও উজ্জ্বল করবে।—যিশাইয় ৪৫:১৮; যোহন ১৭:৩; প্রকাশিত বাক্য ২১:৩, ৪.

বাইবেল সম্বন্ধে আরও ভালভাবে জানতে এবং এটির বার্তার প্রতি ভালবাসা গড়ে তুলতে অন্যদের সাহায্য করার ব্যাপারে যিহোবার সাক্ষিরা অনেক আগ্রহী। আমরা আপনাকে নীচের প্রস্তাবের প্রতি সাড়া দিতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।