ড্যানিয়েল ও তার সম্মেলন ব্যাজ
ড্যানিয়েল ও তার সম্মেলন ব্যাজ
যিশু সেই আত্মধার্মিক ধর্মীয় নেতাদের তিরস্কার করেছিলেন, যারা বালকদের জনসাধারণ্যে ঈশ্বরের প্রশংসা করতে দেখে ক্রুদ্ধ হয়েছিল। উপযুক্তভাবেই, যিশু তাদের জিজ্ঞেস করেছিলেন: “তোমরা কি কখনও পাঠ কর নাই যে, ‘তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে স্তব সম্পন্ন করিয়াছ’?”—মথি ২১:১৫, ১৬.
ছয় বছর বয়সি ড্যানিয়েল, যে জার্মানিতে রুশভাষী এক মণ্ডলীর সঙ্গে মেলামেশা করে, সে দেখায় যে আমাদের দিনেও অল্পবয়স্করা যিহোবার প্রশংসা করছে। তার মা ও দিদির সঙ্গে সে ডুইসবার্গে যিহোবার সাক্ষিদের একটা সম্মেলনে যোগদান করেছিল। এই প্রথমবারের মতো, তারা এইরকম একটা বড় সম্মেলনে যোগদান করেছিল। সমস্তকিছুই নতুন ছিল: হোটেল, বিরাটসংখ্যক শ্রোতা, তিনদিন ধরে একভাবে বসে থাকা, বাপ্তিস্ম ও সেইসঙ্গে নাটক। আর ড্যানিয়েলের আচরণই বা কেমন ছিল? তার আচরণ ছিল উদাহরণযোগ্য।
সম্মেলনের পর সোমবারে, ড্যানিয়েল কিন্ডারগার্টেনে যাওয়ার জন্য বাড়িতে আবারও খুব সকালে ঘুম থেকে উঠেছিল। কিন্তু তখনও তার জ্যাকেটে কী লাগানো ছিল? সেই ব্যাজ যেটা তাকে একজন সম্মেলনের প্রতিনিধি হিসেবে শনাক্ত করেছিল! তার মা তাকে বলেছিলেন: “সম্মেলন তো হয়ে গিয়েছে। আজ ব্যাজটা তুমি খুলে রাখতে পারো।” কিন্তু ড্যানিয়েল বলেছিল: “আমি চাই প্রত্যেকেই দেখুক যে, আমি কোথায় গিয়েছিলাম আর জানুক যে, আমি কী শিখেছি।” তাই কিন্ডারগার্টেনে সারাদিন সে গর্বের সঙ্গে তার ব্যাজটা পরেছিল। তার শিক্ষিকা যখন এই বিষয়ে তাকে জিজ্ঞেস করেছিলেন, তখন সে তার কাছে সম্মেলনের কার্যক্রম সম্বন্ধে বর্ণনা করেছিল।
তা করার মাধ্যমে, ড্যানিয়েল সেই হাজার হাজার বালক-বালিকার উদাহরণ অনুসরণ করছিল, যারা বহু শতাব্দী ধরে জনসাধারণ্যে যিহোবার প্রশংসা করেছে।