সাফল্য আপনি কীভাবে এটাকে পরিমাপ করেন?
সাফল্য আপনি কীভাবে এটাকে পরিমাপ করেন?
কারো কারো কাছে ওয়াল স্ট্রিটের সর্বসময়ের সবচেয়ে সফল শেয়ার ব্যবসায়ী বলে বিবেচিত জেসি লিভারমোর, বিভিন্ন বিজ্ঞ বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সুপরিচিত ছিলেন। এর ফলস্বরূপ, তিনি প্রচুর ধনসম্পদ সঞ্চয় করেছিলেন। তিনি মিহি সুতোয় বোনা কাপড় দিয়ে দর্জির তৈরি স্যুট পরতেন, ২৯টা রুমবিশিষ্ট একটা বিশাল বাড়িতে থাকতেন এবং একটা কালো রোল্স্ রয়সে চড়তেন, যেটা তার ব্যক্তিগত চালক চালাতেন।
ডেভিড * একই পথ অনুসরণ করছিলেন। একটা বড় গ্র্যাফিক্স্ প্রতিষ্ঠানের সহসভাপতি ও মহাব্যবস্থাপক হিসেবে তার সেই কোম্পানির একজন বিভাগীয় সভাপতি হওয়ার মতো সম্ভাবনা ছিল। ধনসম্পদ ও প্রতিপত্তি তাকে হাতছানি দিয়েছিল। কিন্তু, ডেভিড নিজে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। “আমি জানি যে আমি আর কখনো নির্বাহী কর্মকর্তা হিসেবে এতটা লাভজনক এক কেরিয়ার গড়ে তুলতে পারব না,” ডেভিড বলেছিলেন। আপনি কি মনে করেন যে ডেভিড ভুল করেছিলেন?
অনেকে মনে করে যে, সাফল্যের অন্তর্ভুক্ত ধনসম্পদ, জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন। কিন্তু, যারা বস্তুগত সমৃদ্ধি উপভোগ করছে, তারাও হয়তো ভিতরে ভিতরে শূন্যতা অনুভব করে এবং জীবনের অর্থ ও উদ্দেশ্য তারা জানে না। মি. লিভারমোরের পরিস্থিতিও ঠিক সেইরকমই ছিল। ধনসম্পদ থাকা সত্ত্বেও, তিনি হতাশা, বেদনাদায়ক ঘটনা ও দুঃখকষ্টে ভরা এক জীবন অতিবাহিত করেছিলেন। তিনি বিষণ্ণতায় ভুগছিলেন, একাধিক বিবাহিত জীবনে ব্যর্থ হয়েছিলেন এবং তার ছেলেদের সঙ্গে তার সম্পর্ক ভাল ছিল না। অবশেষে, তার বেশির ভাগ ধনসম্পদ হারানোর পর, একদিন মি. লিভারমোর একটা বিলাসবহুল হোটেলের বারে বসেছিলেন এবং তার লোকসানের জন্য দুঃখ করেছিলেন। তিনি মদের
অর্ডার দিয়েছিলেন, চামড়ায় বাঁধাই করা তার নোটবুকটা বের করেছিলেন এবং তার স্ত্রীর উদ্দেশে বিদায়ি নোট লিখেছিলেন। মদটা শেষ করার পর তিনি মৃদু আলোর একটা কক্ষে ঢুকে গিয়েছিলেন এবং মর্মান্তিকভাবে আত্মহত্যা করেছিলেন।যদিও এটা স্বীকার করতেই হবে যে, আত্মহত্যা করার পিছনে কারণগুলো জটিল কিন্তু এই অভিজ্ঞতা বাইবেলের এই বিবৃতির সত্যতা প্রমাণ করে: “যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা . . . অনেক যাতনারূপ কন্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে।”—১ তীমথিয় ৬:৯, ১০.
এমনটা কি হতে পারে যে, যারা ধনসম্পদ, পদমর্যাদা বা খ্যাতি লাভ করার দ্বারা সাফল্যকে পরিমাপ করে, তারা এক ত্রুটিপূর্ণ মানদণ্ড ব্যবহার করছে? আপনি কি নিজেকে সফল বলে মনে করেন? কেন তা মনে করেন? এই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য আপনি কোন মানদণ্ড ব্যবহার করছেন? কোন বিষয়টা সাফল্য সম্বন্ধে আপনার ধারণাকে প্রভাবিত করে থাকে? পরবর্তী প্রবন্ধটি সেই সময়োপযোগী পরামর্শকে পরীক্ষা করে, যা লক্ষ লক্ষ লোককে সাফল্য অর্জন করতে সমর্থ করেছে। আসুন আমরা লক্ষ করি যে, আপনিও কীভাবে সফল হতে পারেন।
[পাদটীকা]
^ নাম পরিবর্তন করা হয়েছে।