শমূয়েল সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যান
শমূয়েল সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যান
একজন ভাববাদী তার সেই সহবিশ্বাসীদের তিরস্কার করেন, যারা একজন মানব রাজা চেয়েছিল আর তাদেরকে তিনি ঈশ্বরের বাধ্য হতে জোরালো পরামর্শ দেন। তিনি যে ঈশ্বরের একজন ভাববাদী, সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যিহোবার কাছ থেকে ঝড়ের আকারে একটা চিহ্ন দেখাতে বলেন। বছরের এই সময়ে, অর্থাৎ গম কাটার সময়ে ইস্রায়েলে ঝড়বৃষ্টি বলতে গেলে একদমই হয় না। তা সত্ত্বেও, ঈশ্বর মেঘগর্জন ও বৃষ্টি পাঠান। এর ফলে, লোকেরা যিহোবা ও তাঁর প্রতিনিধি শমূয়েলের ব্যাপারে প্রচণ্ড ভীত হয়ে পড়ে।—১ শমূয়েল ১২:১১-১৯.
ভাববাদী শমূয়েল একজন লেখকও ছিলেন। বিভিন্ন রোমাঞ্চকর ঘটনাকে বর্ণনা করে তার এমন ঐতিহাসিক বিবরণগুলোতে প্রায় ৩৩০ বছরের ঘটনা লিপিবদ্ধ রয়েছে আর এগুলোতে ইস্রায়েলের বিচারকদের কৃতিত্ব অন্তর্ভুক্ত রয়েছে। উদাহরণস্বরূপ, সর্বকালের সবচেয়ে বলবান ব্যক্তি শিম্শোনের বাস্তব জীবনকাহিনি, কবিতা ও নাটকে এবং সেইসঙ্গে মঞ্চ ও চলচ্চিত্রে উপস্থাপনের বিষয় হয়ে উঠেছে। (বিচারকর্ত্তৃগণের বিবরণ ১৩–১৬ অধ্যায়) এ ছাড়া, রূৎ ও তার শাশুড়ি নয়মীর বিষয়েও শমূয়েল লিখেছিলেন, যারা দুজনেই বিধবা ও দরিদ্র অবস্থার মধ্যে ছিল। সুখময় সমাপ্তির এই সত্য কাহিনি শিম্শোনের কাহিনির মতোই আগ্রহজনক।—রূতের বিবরণ ১–৪ অধ্যায়।
শমূয়েলের লিখিত বিবরণ ও তার জীবন থেকে আমরা কী শিখতে পারি? কীভাবে তিনি সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন?
তার শৈশবকাল
শমূয়েলের বাবা ইল্কানা যিহোবার একজন উপাসক ও একজন প্রেমময় স্বামী ছিলেন। ইল্কানার স্ত্রী হান্না আধ্যাত্মিকভাবে দৃঢ় এক নারী ছিলেন। শীলোতে যিহোবার গৃহে বন্ধ্যা হান্না ঐকান্তিকভাবে এই প্রার্থনা ও মানত করেছিলেন: “হে বাহিনীগণের সদাপ্রভু, যদি তুমি তোমার এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত কর, আমাকে স্মরণ কর, ও আপন দাসীকে ভুলিয়া না গিয়া আপন দাসীকে পুত্ত্রসন্তান দেও, তবে আমি চিরদিনের জন্য তাহাকে সদাপ্রভুর উদ্দেশে নিবেদন করিব; তাহার মস্তকে ক্ষুর উঠিবে না।” (১ শমূয়েল ১:১-১১) এর অর্থ ছিল, সেই সন্তানকে যিহোবার সেবার জন্য আলাদা করে রাখা হবে।
হান্না নীরবে প্রার্থনা করছিলেন। “কেবল তাঁহার ওষ্ঠাধর নড়িতেছিল,” সেই বিবরণ বলে। মহাযাজক এলি ভুলবশত মনে করেছিলেন যে, তিনি মত্তা ছিলেন আর সেইজন্য তাকে ভর্ৎসনা করেছিলেন। কিন্তু, হান্না সম্মানপূর্বক তার অবস্থা সম্বন্ধে বুঝিয়ে বলেছিলেন আর তা শুনে এলি বলেছিলেন: “তুমি শান্তিতে যাও; ইস্রায়েলের ঈশ্বরের কাছে যাহা যাচ্ঞা করিলে, তাহা তিনি তোমাকে দিউন।” যিহোবা তা দিয়েছিলেন কারণ সেই বিবরণ বলে চলে: “নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ব্ভধারণ করিয়া পুত্ত্র প্রসব করিলেন; আর ‘আমি সদাপ্রভুর কাছে ইহাকে যাচ্ঞা করিয়া লইয়াছি’ এই বলিয়া তাহার নাম শমূয়েল রাখিলেন।”—১ শমূয়েল ১:১২-২০.
শমূয়েল “প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা” পেয়ে বড় হয়ে উঠেছিলেন। (ইফিষীয় ৬:৪) শমূয়েল স্তন্যপান ত্যাগ করার সঙ্গে সঙ্গে হান্না তাকে শীলোতে ঈশ্বরের গৃহে নিয়ে গিয়েছিলেন আর মহাযাজক এলির হাতে তুলে দিয়েছিলেন। তার তত্ত্বাবধানে সেই বালক “সদাপ্রভুর পরিচর্য্যা করিতে লাগিলেন।” হান্না যে প্রচুর আনন্দ পেয়েছিলেন সেটা তার ধন্যবাদদানের প্রেরণাদায়ক কথাগুলোর মধ্যে প্রকাশিত হয়েছিল, যেগুলো পরে শমূয়েল নিজে লিপিবদ্ধ করেছিলেন।—১ শমূয়েল ২:১-১১.
আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, তা হলে আপনি কি আপনার সন্তানদের যিহোবার সেবাকে এক কেরিয়ার হিসেবে গ্রহণ করতে উৎসাহ দেন? সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক উৎকৃষ্ট উপায়, যার মাধ্যমে একজন ব্যক্তি তার শক্তিকে সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারেন।
শমূয়েল ধর্মধামের জীবনের সঙ্গে খুব ভালভাবে মানিয়ে নিয়েছিলেন। তিনি “সদাপ্রভুর সাক্ষাতে বাড়িয়া উঠিতে লাগিলেন” এবং “সদাপ্রভুর কাছে ও মনুষ্যদের কাছে অনুগ্রহ প্রাপ্ত হইতেন।” তিনি ঈশ্বরীয় গুণাবলি প্রদর্শন করেছিলেন, যেগুলো তাকে অন্যদের কাছে প্রিয়পাত্র করে তুলেছিল।—১ শমূয়েল ২:২১, ২৬.
এলির দুই পাষণ্ড ছেলে হফ্নি ও পীনহসের বিষয়ে একই কথা বলা যায় না, যারা “সদাপ্রভুকে জানিত না” বা স্বীকার করত না। তারা যৌন অনৈতিকতায় জড়িত হতো এবং লোকেরা ধর্মধামে ১ শমূয়েল ২:১২, ১৫-১৭, ২২-২৫, ২৭, ৩০-৩৪) যিহোবা আরেকটা বিচারের বার্তা জানাতে শমূয়েলকে ব্যবহার করবেন।
উৎসর্গ করার জন্য যা নিয়ে আসত, সেটার সর্বোৎকৃষ্ট অংশ নিজেদের জন্য নিয়ে নিত। ঈশ্বর ইতিমধ্যেই একজন ভাববাদীকে প্রেরণ করে এলি যে-শাস্তি আশা করতে পারেন, তা ঘোষণা করিয়েছিলেন আর এর মধ্যে তার দুই ছেলের মৃত্যুর বিষয়টাও অন্তর্ভুক্ত ছিল। (শমূয়েল একজন ভাববাদী হিসেবে সেবা করেন
ঈশ্বর শমূয়েলকে বলেছিলেন: “বস্তুতঃ আমি [এলিকে] বলিয়াছি, সে যে অপরাধ জানে, সেই অপরাধের জন্য আমি যুগানুক্রমে তাহার কুলকে দণ্ড দিব; কেননা তাহার পুত্ত্রেরা আপনাদিগকে শাপগ্রস্ত করিতেছে, তথাপি সে তাহাদিগকে নিবৃত্ত করে নাই।” শমূয়েলের পক্ষে এটা অনায়াসে বলার মতো কোনো বার্তা ছিল না আর এলি জোরাজুরি করেছিলেন যে, শমূয়েল যেন তার কাছে কোনো কথা গোপন না করেন। তাই যিহোবা যা যা বলেছিলেন, শমূয়েল তার সমস্তই বর্ণনা করেছিলেন। এর জন্য সাহসের প্রয়োজন ছিল!—১ শমূয়েল ৩:১০-১৮.
শমূয়েল পরিপক্ব হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত ইস্রায়েল জানতে পেরেছিল যে, তিনি ঈশ্বরের একজন ভাববাদী। (১ শমূয়েল ৩:১৯, ২০) শমূয়েল যে-বিচার সম্বন্ধে ঘোষণা করেছিলেন, তা শুরু হয়েছিল যখন ইস্রায়েল পলেষ্টীয়দের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল। হফ্নি ও পীনহস যুদ্ধে নিহত হয়েছিল আর পলেষ্টীয়রা যিহোবার নিয়ম-সিন্দুক অধিকার করেছিল। তার ছেলেদের মৃত্যু ও সিন্দুক অন্যের অধিকারে চলে যাওয়ার কথা শুনে এলি তার আসন থেকে পিছনে পড়ে যান ও তার ঘাড় ভেঙে যায় আর তিনি মারা যান।—১ শমূয়েল ৪:১-১৮.
কুড়ি বছর পর, শমূয়েল ইস্রায়েলীয়দের মিথ্যা উপাসনাকে ত্যাগ করার জন্য জোরালো পরামর্শ দিয়েছিলেন। তারা তাদের প্রতিমাগুলোকে নির্মূল করে, উপবাস করে ও তাদের পাপ স্বীকার করার মাধ্যমে সাড়া দিয়েছিল। শমূয়েল তাদের পক্ষে প্রার্থনা করেছিলেন ও হোমবলি উৎসর্গ করেছিলেন। এর ফল কী হয়েছিল? পলেষ্টীয়রা যখন আক্রমণ করেছিল, তখন ঈশ্বর পলেষ্টীয়দের ব্যাকুল করেছিলেন বা বিভ্রান্তিতে ফেলে দিয়েছিলেন ও ইস্রায়েলের পালটা আক্রমণ শত্রুদের পরাজিত করেছিল। যিহোবার আশীর্বাদে ইস্রায়েলীয়দের অবস্থায় বেশ উন্নতি হয়েছিল আর তারা সেই নগরগুলো পুনরুদ্ধার করেছিল, যেগুলো পলেষ্টীয়রা তাদের কাছ থেকে হরণ করেছিল।—১ শমূয়েল ৭:৩-১৪.
নিশ্চিতভাবেই শমূয়েল সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। উদাহরণস্বরূপ, তিনি এটা নিশ্চিত করেছিলেন যে, যুদ্ধে লুণ্ঠিত মালপত্রের কিছু অংশ যেন আবাস মেরামতের কাজে ব্যবহৃত হয়। তিনি নিস্তারপর্ব উদ্যাপনের ব্যবস্থা করতে ও লেবীয় দ্বারপালদের সেবার সুযোগকে সংগঠিত করতে সাহায্য করেছিলেন। (১ বংশাবলি ৯:২২; ২৬:২৭, ২৮; ২ বংশাবলি ৩৫:১৮) বিভিন্ন নগরে বিচার করার জন্য শমূয়েল প্রতি বছর রামায় তার বাড়ি থেকে যাত্রা করতেন। তিনি সৎ ও পক্ষপাতশূন্য ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। লোকেরা শমূয়েলকে সম্মান করায় তিনি তাদেরকে আধ্যাত্মিকভাবে সাহায্য করতে সমর্থ ছিলেন। (১ শমূয়েল ৭:১৫-১৭; ৯:৬-১৪; ১২:২-৫) তার সততা ও আধ্যাত্মিকতা নিঃসন্দেহে অনেককে তার উদাহরণ অনুসরণ করতে প্রেরণা দিয়েছিল। আপনার ওপর কি শমূয়েলের কাজ সেইরকম প্রভাব ফেলে?
ইস্রায়েল একজন রাজার জন্য অনুরোধ করে
বৃদ্ধ বয়সে শমূয়েল তার ছেলে যোয়েল ও অবিয়কে বিচারকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। তারা “তাঁহার পথে চলিত না; তাহারা ধনলোভে বিপথে গেল, উৎকোচ লইত, ও বিচার বিপরীত করিত।” তাদের আচরণ ইস্রায়েলের প্রাচীনবর্গকে একজন রাজার জন্য অনুরোধ করতে পরিচালিত করেছিল। (১ শমূয়েল ৮:১-৫) এটা শমূয়েলের চোখে খুবই খারাপ বলে মনে হয়েছিল। কিন্তু, তিনি যখন এই বিষয় নিয়ে প্রার্থনা করেছিলেন, তখন যিহোবা বলেছিলেন: “তাহারা তোমাকে অগ্রাহ্য করিল, এমন নয়, আমাকেই অগ্রাহ্য করিল, যেন আমি তাহাদের উপরে রাজত্ব না করি।” (১ শমূয়েল ৮:৬, ৭) ঈশ্বর শমূয়েলকে লোকেদের ইচ্ছা পূরণ করতে বলেন ও তাদের সতর্ক করে দেন যে, রাজার অধীনে তারা নির্দিষ্ট কিছু স্বাধীনতা হারাবে। লোকেরা যখন এরপরও অনুরোধ করে চলে, তখন যিহোবা ব্যবস্থা করেছিলেন যেন শমূয়েল শৌলকে রাজা হিসেবে অভিষিক্ত করেন।—১ শমূয়েল ৮:৬-২২; ৯:১৫-১৭; ১০:১.
শমূয়েল কিছুটা দ্বিধান্বিত হওয়া সত্ত্বেও, এই ব্যবস্থাকে সমর্থন করেছিলেন। অম্মোনীয়দের ওপর ইস্রায়েলীয়রা বিজয়ী হওয়ার পর তিনি শৌলের রাজপদকে নিশ্চিত করার জন্য লোকেদের গিল্গলে সমবেত করেছিলেন। (১ শমূয়েল ১০:১৭-২৪; ১১:১১-১৫) শমূয়েল ইস্রায়েলের ইতিহাস পুনরাবৃত্তি করেছিলেন এবং রাজা ও লোকেদের যিহোবার বাধ্য হতে পরামর্শ দিয়েছিলেন। ঈশ্বর অসময়ে মেঘগর্জনের মাধ্যমে শমূয়েলের প্রার্থনার উত্তর দিয়েছিলেন, যা শুরুতেই উল্লেখ করা হয়েছে। সেই ঝড় লোকেদেরকে যিহোবাকে প্রত্যাখ্যান করার বিষয়ে তাদের অপরাধ স্বীকার করতে পরিচালিত করেছিল। যখন তারা শমূয়েলকে তাদের জন্য প্রার্থনা করতে বলেছিল, তখন তিনি উত্তর দিয়েছিলেন: “আমিই যে তোমাদের জন্য প্রার্থনা করিতে বিরত হইয়া সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করিব, তাহা দূরে থাকুক; আমি তোমাদিগকে উত্তম ও সরল পথ শিক্ষা দিব।” যিহোবা ও তাঁর লোকেদের প্রতি অনুগত প্রেমের কী এক উদাহরণ! (১ শমূয়েল ১২:৬-২৪) আপনিও কি ঈশতান্ত্রিক ব্যবস্থাগুলোকে সমর্থন ও সহবিশ্বাসীদের পক্ষ হয়ে প্রার্থনা করতে এইরকমভাবে ইচ্ছুক?
ইস্রায়েলের প্রথম দুজন মানব রাজা
শৌল ছিলেন ঈশ্বরের দ্বারা অনুমোদিত একজন বিনয়ী রাজা। (১ শমূয়েল ৯:২১; ১১:৬) কিন্তু, একসময় তিনি ঐশিক নির্দেশনাকে উপেক্ষা করেছিলেন। উদাহরণস্বরূপ, তাকে যেমন আদেশ দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী অপেক্ষা করার পরিবর্তে অধৈর্য হয়ে বলি উৎসর্গ করায় শমূয়েল শৌলকে তিরস্কার করেছিলেন। (১ শমূয়েল ১৩:১০-১৪) যখন শৌল অবাধ্য হয়ে অমালেকের রাজা অগাগকে জীবিত রেখেছিলেন, তখন শমূয়েল তাকে বলেছিলেন: “সদাপ্রভু অদ্য তোমা হইতে ইস্রায়েলের রাজ্য টানিয়া ছিঁড়িলেন, এবং তোমা হইতে উত্তম তোমার এক প্রতিবাসীকে তাহা দিলেন।” স্বয়ং শমূয়েল অগাগকে হত্যা করেছিলেন ও শৌলের জন্য শোক করেছিলেন।—১ শমূয়েল ১৫:১-৩৫.
যিহোবা শেষ পর্যন্ত শমূয়েলকে বলেছিলেন: “তুমি কত কাল শৌলের জন্য শোক করিবে? আমি ত তাহাকে অগ্রাহ্য করিয়া ইস্রায়েলের রাজ্যচ্যুত করিয়াছি।” এরপর যিহোবা শমূয়েলকে যিশয়ের এক ছেলেকে রাজা হিসেবে অভিষিক্ত করতে বৈৎলেহমে পাঠিয়েছিলেন। শমূয়েল একে একে যিশয়ের সব ছেলেকে দেখেছিলেন, যতক্ষণ পর্যন্ত না যিহোবা সবচেয়ে ছোট ছেলে দায়ূদকে অভিষিক্ত করার জন্য তাঁর সম্মতি জানিয়েছিলেন। সেদিন শমূয়েল একটা গুরুত্বপূর্ণ শিক্ষা শিখেছিলেন: “মনুষ্য যাহা দেখে, তাহা কিছু নয়; যেহেতু মনুষ্য প্রত্যক্ষ বিষয়ের প্রতি দৃষ্টি করে, কিন্তু সদাপ্রভু অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন।”—১ শমূয়েল ১৬:১-১৩.
যেহেতু শৌলের অবাধ্যতা শমূয়েলকে কষ্ট দিয়েছিল, তাই দায়ূদের প্রতি শৌলের ঘৃণা পোষণ করা শমূয়েলকে নিশ্চয়ই আরও কত দুঃখ দিয়েছিল! এই ধরনের পরীক্ষা সত্ত্বেও, শমূয়েল তার বৃদ্ধ বয়সে সক্রিয় ছিলেন এবং যিহোবার সেবায় তার যথাসাধ্য করেছিলেন।—১ শমূয়েল ১৯:১৮-২০.
শমূয়েলের উত্তরাধিকার
শমূয়েল যখন মারা যান, তখন ইস্রায়েল এই নম্র ও সাহসী ভাববাদীর জন্য শোক করেছিল, যিনি অনেকের জীবনকে স্পর্শ করেছিলেন। (১ শমূয়েল ২৫:১) শমূয়েল অসিদ্ধ ছিলেন আর মাঝে মাঝে তিনি বিচারে ভুল করেছিলেন। কিন্তু তার সীমাবদ্ধতা সত্ত্বেও, শমূয়েল যিহোবাকে একাগ্র ভক্তি প্রদান করেছিলেন এবং অন্যদেরও একই বিষয় করতে সাহায্য করার জন্য তিনি অক্লান্তভাবে কাজ করেছিলেন।
শমূয়েলের দিনের পর থেকে অনেক কিছু বদলে গিয়েছে কিন্তু তার জীবনের নথি আমাদের বিভিন্ন মূল্যবান শিক্ষা প্রদান করে। সর্বোপরি, শমূয়েল যিহোবার সত্য উপাসনা করতেন ও তা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আপনিও কি তা-ই করছেন?
[১৬ পৃষ্ঠার বাক্স]
শমূয়েলের জীবন নিয়ে চিন্তা করুন
• শমূয়েলের বাবামা যেমন তাকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিয়েছিল, তেমনই আপনারা আপনাদের সন্তানদের “যিহোবার শাসনে ও চেতনা প্রদানে” বড় করে তুলুন।—ইফিষীয় ৬:৪.
• যিহোবার সেবাকে তাদের কেরিয়ার করার দ্বারা আপনাদের সন্তানদের শমূয়েলের মতো হতে উৎসাহ দিন।
• শমূয়েলের প্রদর্শিত ঈশ্বরীয় গুণাবলি তাকে অন্যদের কাছে প্রিয়পাত্র করে তুলেছিল আর এভাবে তিনি আমাদের জন্য এক উত্তম উদাহরণ স্থাপন করেছেন।
• শমূয়েল সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যেতে তার যথাসাধ্য করেছিলেন, আমাদেরও তা-ই করা উচিত।
[১৫ পৃষ্ঠার চিত্র]
শমূয়েল সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং স্বেচ্ছায় আধ্যাত্মিক সাহায্য প্রদান করেছিলেন