সত্যবাদী হওয়া কেবল অন্যদের কাছ থেকেই আশা করি?
সত্যবাদী হওয়া কেবল অন্যদের কাছ থেকেই আশা করি?
“আমি মিথ্যা ঘৃণা করি এবং অন্যেরা আমাকে মিথ্যা বলবে, সেটাও ঘৃণা করি!” ১৬ বছর বয়সি একটি মেয়ে এই কথাগুলো বলেছিল। আমাদের মধ্যে বেশির ভাগই এইরকম মনে করে থাকি। আমরা ভাবতে পছন্দ করি যে, আমাদেরকে যে-তথ্য জানানো হয়েছে—তা সেটা মুখে বা বইপত্রের মাধ্যমে যেভাবেই হোক না কেন—তা সত্য। কিন্তু আমরা যখন অন্যদের কোনো তথ্য জানাই, তখন আমরা কি সত্য বলি?
জার্মানিতে করা এক সমীক্ষায় উত্তরদাতাদের অধিকাংশই মনে করেছিল যে, “নিজেকে বা অন্যদেরকে ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য ছোটোখাটো বিষয়ে মিথ্যা বলা অনুমোদনযোগ্য, হ্যাঁ এমনকি অত্যাবশ্যকও, যাতে লোকেরা একে অন্যের সঙ্গে মানিয়ে চলতে পারে।” আর একজন সাংবাদিক লিখেছিলেন: “সত্য বলা এবং সবসময়ই কেবল সত্য বলা এক মহৎ আদর্শ ঠিকই কিন্তু তা একঘেয়েমি।”
এমনটা কি হতে পারে যে, আমরা চাই অন্যেরা সত্য বলুক কিন্তু মাঝে মাঝে আমরা এইরকমটা মনে করে থাকি যে, আমাদের নিজেদের সত্য না বলার পিছনে উপযুক্ত কারণ রয়েছে? আমরা সত্য বলি বা না বলি, তাতে কি কিছু যায় আসে? যা সত্য নয়, তা বলার পরিণতিগুলো কী?
অসত্য বলার দরুন যে-ক্ষতি হয়
অসত্য বলার দরুন যে-ক্ষতি হতে পারে, তা বিবেচনা করুন। মিথ্যা বলা বিবাহ সাথি ও পরিবারের সদস্যদের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয়। ভিত্তিহীন গুজব একজন ব্যক্তির সুনাম নষ্ট করতে পারে। কর্মচারীরা ঠকানোর ফলে ব্যাবসা চালানোর খরচ বেড়ে যায় আর এর ফলে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আয়করের বিবরণে মিথ্যা বিবৃতি সরকারকে জনসেবার সুযোগসুবিধাগুলো জোগানোর ক্ষেত্রে প্রয়োজনীয় রাজস্ব থেকে বঞ্চিত করে। গবেষকদের দেওয়া বিকৃত তথ্য সম্ভাবনাময় কেরিয়ারকে এবং সম্মাননীয় প্রতিষ্ঠানগুলোর সুনামকে নষ্ট করে দেয়। অসৎ উপায়ে দ্রুত ধনী হওয়ার বিভিন্ন প্রকল্প সরলমনা বিনিয়োগকারীদের জীবনের সঞ্চয় কেড়ে নেয় অথবা তাদেরকে এর চেয়েও ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়। তাই, এতে অবাক হওয়ার কিছু নেই যে বাইবেল আমাদেরকে বলে, যিহোবা ঈশ্বর যে-বিষয়গুলোকে ঘৃণা করেন, সেগুলোর অন্তর্ভুক্ত “মিথ্যাবাদী জিহ্বা” এবং “যে মিথ্যাসাক্ষী অসত্য কথা কহে”!—হিতোপদেশ ৬:১৬-১৯.
ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মিথ্যা, ব্যক্তি বিশেষদের ও সমগ্র সমাজ উভয়েরই ক্ষতির কারণ হতে পারে। এ বিষয়টা নিয়ে খুব কম লোকই দ্বিমত পোষণ করবে। তা হলে, কেন লোকেরা জেনেশুনে অসত্য বলে? আর প্রতিটা অসত্যই কি একটা মিথ্যা? পরের প্রবন্ধে আমরা এগুলো এবং অন্যান্য প্রশ্নের উত্তরগুলো বিবেচনা করব।
[৩ পৃষ্ঠার চিত্র]
মিথ্যা বলা বিবাহ সাথিদের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয়