সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সহজ বটে কিন্তু নির্ভুল কি?

সহজ বটে কিন্তু নির্ভুল কি?

সহজ বটে কিন্তু নির্ভুল কি?

 চার্চ অভ্‌ ইংল্যান্ড ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে ১০০ মিনিট বাইবেল (ইংরেজি) এর প্রকাশকে সানন্দে অনুমোদন করেছিল। ১০০ মিনিটে পড়া যাবে এমনভাবে তৈরি নতুন এই সংস্করণটিতে ইব্রীয় শাস্ত্রকে ১৭টি এক পৃষ্ঠার বিভাগে এবং গ্রিক শাস্ত্রকে ৩৩টি এক পৃষ্ঠার বিভাগে সারাংশ করা হয়েছে আর তাই একজন সমালোচক যেমন বলেন, সেই সমস্ত “বিরক্তিকর অংশকে” বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটি পড়া সহজ বটে কিন্তু নির্ভুল কি?

ঐশিক নাম যিহোবা বাদ দেওয়া ছাড়াও, আরও বেশ কিছু অসংগতিকে বাইবেলের ঐকান্তিক ছাত্ররা শনাক্ত করতে পারবে। (যাত্রাপুস্তক ৩:১৫) উদাহরণস্বরূপ, ১ম বিভাগ বর্ণনা করে যে, ঈশ্বর “ছয় দিনে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছিলেন।” কিন্তু, আদিপুস্তক ১:১ পদ সহজভাবে বলে: “আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন।” এই কথার পর মূল বিবরণ, পৃথিবীর সঙ্গে সম্পর্কযুক্ত সৃষ্টির আরও অন্যান্য কাজকর্ম সম্পর্কে বর্ণনা করে, যা ছয় “দিবস” বা সময়কাল স্থায়ী হয়েছিল। তারপর, আদিপুস্তক ২:৪ পদ সৃষ্টির পুরো সময়কালকে এই বলে সারাংশ করে, “যে দিন সদাপ্রভু ঈশ্বর পৃথিবী ও আকাশমণ্ডল নির্ম্মাণ করিলেন।”

১০০ মিনিট বাইবেল অনুসারে, একজন নীতিনিষ্ঠ ব্যক্তি ইয়োব “ঈশ্বরের দাসদের মধ্যে একজন, শয়তানের” দ্বারা আক্রমণের শিকার হয়েছিলেন, “যার দায়িত্বই ছিল মানবজাতির অভিযোগকারী হিসেবে কাজ করা।” আপনি কি এখানে অসংগতিটা দেখতে পাচ্ছেন? শয়তান শব্দের অর্থ হল “বিপক্ষ।” ঈশ্বরের দাস হওয়ার পরিবর্তে, বস্তুতপক্ষে শয়তান হল ঈশ্বরের প্রধান শত্রু এবং মানবজাতির স্বনিযুক্ত অভিযোগকারী।—প্রকাশিত বাক্য ১২:৭-১০.

আর ১০০ মিনিট বাইবেল এর খ্রিস্টান গ্রিক শাস্ত্রের অংশটুকু সম্বন্ধেই বা কী বলা যায়? মেষ ও ছাগের দৃষ্টান্ত সম্বন্ধে নতুন সংস্করণটি বলে যে, যিশু সেই ব্যক্তিদের অনুগ্রহ প্রদান করেন, যারা “অতি নগণ্য যেকোনো ব্যক্তিকে” সাহায্য করেছিল অথচ যিশু আসলে বলেছিলেন যে, তিনি সেইসমস্ত ব্যক্তিকে আশীর্বাদ করেন, যারা তাঁর পদচিহ্ন অনুসরণকারী—তাঁর “ভ্রাতৃগণের”—প্রতি সৎকর্ম করে। (মথি ২৫:৪০) প্রকাশিত বাক্যের সারাংশ এর পাঠকদের বলে যে, “মহতী বাবিল রোম, সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে।” কিন্তু, বাইবেল ছাত্ররা জানে যে, মূল পুস্তকে ‘মহতী বাবিলের’ শনাক্তিকরণ সম্বন্ধে এই ধরনের কোনো উল্লেখ নেই।—প্রকাশিত বাক্য ১৭:১৫–১৮:২৪.

যারা আমাদের সৃষ্টিকর্তা ও তাঁর উদ্দেশ্য সম্বন্ধে জানার চেষ্টা করে, তাদের জন্য সম্পূর্ণ বাইবেলের কোনো বিকল্পই থাকতে পারে না। এটা ঠিক যে, বাইবেল পড়তে ১০০ মিনিটের চেয়ে বেশি সময় লাগবে কিন্তু তা করা অপরিমেয় পুরস্কার নিয়ে আসে। (যোহন ১৭:৩) আপনি যেন এই কঠিন কাজটাকে গ্রহণ করেন এবং পুরস্কার লাভ করেন।—২ তীমথিয় ৩:১৬, ১৭.