সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সততার এক উদাহরণ

সততার এক উদাহরণ

সততার এক উদাহরণ

 নেলমা, যিনি ব্রাজিলের ক্রুজেরু ডু সুল শহরে একজন হেয়ারড্রেসার হিসেবে কাজ করেন, তিনি সম্প্রতি খ্রিস্টীয় নীতিনিষ্ঠার এক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। যখন তার এলাকায় বন্যা হয়, তখন নেলমা তার কাস্টমারদের একজনের কাছ থেকে কিছু জামাকাপড় দান পেয়েছিলেন। জামাকাপড় আলাদা করার সময়ে তিনি কয়েকটা প্যান্টের পকেট থেকে ১,০০০ (মার্কিন) ডলারের সমপরিমাণ টাকা খুঁজে পেয়েছিলেন।

নেলমা যে-পরিমাণ টাকা পেয়েছিলেন, সেটা তার প্রায় সাত মাসের বেতনের সমান ছিল আর আসলেই তার টাকার প্রয়োজন ছিল। তার নিজের বাড়ি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল আর তার বাবা ও ভাইবোনেরা তাদের বেশির ভাগ জিনিসপত্র হারিয়েছিল। সেই টাকা দিয়ে তিনি তার ঘরের মেরামত সেরে ফেলতে পারতেন আর এরপরও আত্মীয়স্বজনকে সাহায্য করার মতো কিছু টাকা তার হাতে থাকত। কিন্তু, নেলমার বাইবেল প্রশিক্ষিত বিবেক তাকে সেই টাকাগুলো রেখে দিতে বাধা দেয়।—ইব্রীয় ১৩:১৮.

পরদিন সকাল সকাল তিনি দৈনিক কাজের নির্ধারিত সময়ের আগেই কাজের উদ্দেশে বেরিয়ে গিয়েছিলেন এবং সেই মহিলা ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, যিনি ওই জামাকাপড় দান করেছিলেন। নেলমা জামাকাপড়ের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছিলেন কিন্তু সেইসঙ্গে এও বলেছিলেন যে, এগুলোর মধ্যে তিনি যা পেয়েছিলেন, সেটা রাখতে পারবেন না। সেই মহিলা টাকাগুলো ফেরত পেয়ে খুবই আনন্দিত হয়েছিলেন। তিনি তার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য সেগুলো আলাদা করে রেখেছিলেন। “সততা এমনই কিছু যা খুব কমই দেখা যায়,” সেই মহিলা ব্যবসায়ী বলেছিলেন।

বস্তুতপক্ষে, কেউ কেউ হয়তো মনে করতে পারে যে, সৎ হওয়ার মধ্যে বিশেষ কৃতিত্বের কিছুই নেই। কিন্তু, সততা এমন এক গুণ, যেটাকে সেই ব্যক্তিরা খুবই মূল্যবান বলে মনে করে, যারা সত্য ঈশ্বর যিহোবাকে খুশি করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। (ইফিষীয় ৪:২৫, ২৮) “আমি যদি এর বিপরীত কোনো কাজ করতাম, তা হলে আমি রাতে ঘুমাতে পারতাম না,” নেলমা বলেছিলেন।