সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

স্মরণ করার মতো এক ঘটনা!

স্মরণ করার মতো এক ঘটনা!

স্মরণ করার মতো এক ঘটনা!

সোমবার, ২রা এপ্রিল

 সময়টা ছিল সা.কা. ৩৩ সালের ১৪ই নিশান। যিশু তাঁর প্রেরিতদের সঙ্গে এক পানপাত্র দ্রাক্ষারস এবং তাড়িশূন্য রুটি ভাগ করে নিচ্ছিলেন। তিনি কী নির্দেশনা দিয়েছিলেন? “ইহা আমার স্মরণার্থে করিও।”—লূক ২২:১৯.

তাই, যিশু যে-রাতে এই নির্দেশনা দিয়েছিলেন সেই অনুসারে পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিরা বছরে একবার তাঁর মৃত্যু স্মরণ করার জন্য একত্রিত হয়। এই বছর ১৪ই নিশান শুরু হবে সোমবার, ২রা এপ্রিল সূর্যাস্তের পর। আপনি সেই সন্ধ্যায় আমাদের সঙ্গে স্মরণার্থ সভায় যোগ দেওয়ার জন্য সাদরে আমন্ত্রিত। সভার সঠিক সময় ও স্থান সম্বন্ধে জানার জন্য দয়া করে স্থানীয় যিহোবার সাক্ষিদের জিজ্ঞেস করুন।