সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

 আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• বার বার অনুরোধ করেন এমন নিমন্ত্রণকর্তা সম্বন্ধীয় যিশুর দৃষ্টান্ত থেকে আমরা কী শিখতে পারি? (লূক ১১:৫-১০)

এই দৃষ্টান্তটি দেখায় যে, আমরা যখন প্রার্থনা করি, তখন আমাদের মনোভাব কেমন হওয়া উচিত। আমাদের বার বার চাওয়া অথবা যাচ্ঞা করে চলা উচিত, বিশেষ করে ঈশ্বরের পবিত্র আত্মার জন্য। (লূক ১১:১১-১৩)—১২/১৫, পৃষ্ঠা ২০-২.

• একজন বিধবা ও একজন বিচারকর্তা সম্বন্ধীয় যিশুর দৃষ্টান্তে আমাদের জন্য কোন শিক্ষা রয়েছে? (লূক ১৮:১-৮)

এটা প্রার্থনার প্রয়োজনীয়তার বিষয়ে জোর দেয়। এই বিচারকর্তার বিপরীতে, যিহোবা হলেন ধার্মিক এবং তিনি আমাদের সাহায্য করতে চান। অধিকন্তু, আমাদের সেই দৃষ্টান্তের বিধবার মতো বিশ্বাস থাকা উচিত।—১২/১৫, পৃষ্ঠা ২৬-৮.

• কেন প্রেরিত পৌল করিন্থীয়ের খ্রিস্টানদের “প্রশস্ত” হতে বলেছিলেন? (২ করিন্থীয় ৬:১১-১৩)

এইরকম মনে করা হয় যে, করিন্থে কারো কারো তাদের সহবিশ্বাসীদের প্রতি উপলব্ধিবোধের অভাব ছিল, অর্থাৎ তারা হৃদয়ে সংকীর্ণ ও অনুদার ছিল। সহবিশ্বাসীদের জন্য অকৃত্রিম উপলব্ধিবোধ গড়ে তোলা আর এমনকি নতুন বন্ধু তৈরি করার জন্য আমাদের কঠোর প্রচেষ্টা করতে হবে।—১/১, পৃষ্ঠা ৯-১১.

প্রকাশিত বাক্য ৭:৩ পদে উল্লেখিত মুদ্রাঙ্কিতকরণ কী?

ঈশ্বর যখন পবিত্র আত্মার দ্বারা খ্রিস্টানদের অভিষিক্ত করেন, তখন সেটা হল প্রাথমিক মুদ্রাঙ্কিতকরণ। কিন্তু, প্রকাশিত বাক্য ৭:৩ পদ এক চূড়ান্ত মুদ্রাঙ্কিতকরণ সম্বন্ধে উল্লেখ করে, যখন এই অভিষিক্ত ব্যক্তিরা এটা নিশ্চিত করেছে যে, তারা পুরোপুরিভাবে তাদের আনুগত্য প্রদর্শন করেছে।—১/১, পৃষ্ঠা ৩০-১.

• শমূয়েলের সম্বন্ধে বাইবেলের বিবরণ থেকে বাবামায়েরা কী শিখতে পারে?

একটা বিষয় হল, শমূয়েলের বাবামা যেমন তাকে নিশ্চিতভাবে ঈশ্বরের বাক্য শিক্ষা দিয়েছিল, বাবামাদেরও তেমনই তাদের সন্তানদের বেলায় তা-ই করা উচিত। এ ছাড়া, যিহোবার সেবাকে সন্তানদের কেরিয়ার করার জন্য বাবামাদের তাদেরকে উৎসাহ দেওয়া উচিত।—১/১৫, পৃষ্ঠা ১৬.

• কীভাবে আমরা দেখাতে পারি যে, যিহোবার জন্য অপেক্ষা করার সময় আমরা সুখী?

আমরা ‘ঈশ্বরের দিনের অপেক্ষা ও আকাঙ্ক্ষা করিতেছি,’ স্বস্তির জন্য সানন্দে প্রতীক্ষা করছি, যখন তিনি ভক্তিহীন মানুষদের দূর করবেন। (২ পিতর ৩:৭, ১২) তবে, যিহোবা নিজেও সমস্ত মন্দতা বিনাশ করার জন্য উদ্‌গ্রীব কিন্তু তিনি সংযম দেখাচ্ছেন, যাতে এমন এক উপায়ে খ্রিস্টানদের পরিত্রাণ করা যায়, যা তাঁর নামকে গৌরবান্বিত করবে। আমাদের এই নির্ভরতা রাখা উচিত যে, পদক্ষেপ গ্রহণের উপযুক্ত সময় যিহোবা জানেন আর সেই সময়ের মধ্যে আমাদের সক্রিয়ভাবে তাঁর প্রশংসা করা উচিত। (গীতসংহিতা ৭১:১৪, ১৫)—৩/১, পৃষ্ঠা ১৭-১৮.

• নোহ জাহাজের মধ্যে প্রত্যেকটা শুচি পশু কি সাতটা করে, নাকি সাত জোড়া করে নিয়েছিলেন?

নোহকে প্রত্যেক শুচি পশুর ‘সাত সাত যোড়া লইতে’ বলা হয়েছিল। (আদিপুস্তক ৭:১, ২) ইব্রীয় ভাষায়, “সাত সাত যোড়া” অভিব্যক্তিটির আক্ষরিক অর্থ “সাতটা সাতটা।” যেভাবে বলা হয়েছে তার মাধ্যমে সাত জোড়া বা ১৪টাকে বোঝায় না, যেমনটা অন্য বাইবেল পদগুলো ইঙ্গিত করে। নোহ স্পষ্টতই প্রতিটা শুচি পশু সাতটা করে নিয়েছিলেন, অর্থাৎ তিন জোড়া এবং সঙ্গে অতিরিক্ত একটা, যেটা তিনি পরে উৎসর্গ করার জন্য ব্যবহার করতে পেরেছিলেন। (আদিপুস্তক ৮:২০)—৩/১৫, পৃষ্ঠা ৩১.

• যারা নেতৃত্ব নিচ্ছে, সেই প্রাচীনদের বিশ্বাসের শেষগতি কেন খ্রিস্টানদের ‘আলোচনা করা’ উচিত?

প্রেরিত পৌল আমাদেরকে প্রাচীনদের বিশ্বস্ত আচরণের ফলাফল “আলোচনা করিতে” অথবা মনোযোগের সঙ্গে বিবেচনা করতে এবং এই ধরনের বিশ্বাসের উদাহরণ অনুসরণ করতে আমন্ত্রণ জানান। (ইব্রীয় ১৩:৭) আমরা তা করি কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে তা করার জন্য নির্দেশ দেয়। সেইসঙ্গে আমরা এই বিষয়েও দৃঢ়প্রত্যয়ী যে, প্রাচীনরা ঈশ্বরের রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় এবং ব্যক্তি বিশেষ হিসেবে আমাদের শারীরিক ও আধ্যাত্মিক মঙ্গলের বিষয় কোনটা সবচেয়ে উত্তম, সেটা চায়।—৪/১, পৃষ্ঠা ২৮.