সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিকলাঙ্গ অথচ সেবা করতে উৎসুক

বিকলাঙ্গ অথচ সেবা করতে উৎসুক

বিকলাঙ্গ অথচ সেবা করতে উৎসুক

 আপনি যখন প্রথমবার লেওনার্ডোর সঙ্গে মিলিত হবেন, তখন আপনি তাকে হয়তো একজন নির্মাণকর্মী হিসেবে ভাবতেই পারবেন না। তার দুটো হাতের একটাও তিনি ব্যবহার করতে পারেন না কারণ তিনি সেগুলো আগেই কাজের সঙ্গে যুক্ত এক দুর্ঘটনায় হারিয়েছেন। কিন্তু, তার এই বিকলাঙ্গতা সত্ত্বেও, লেওনার্ডো এল সালভাদরের আকাহুট্‌লায় এক নির্মাণস্থলে কঠোর পরিশ্রম করছিলেন, যেমনটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন।

নির্মাণ প্রকল্পে অংশগ্রহণ করার জন্য লেওনার্ডো তার নিজের যন্ত্রপাতির নকশা করেছিলেন। তিনি তার ডান কব্জি একটা ধাতব হাতলের মধ্যে ঢোকান, যেটার এক প্রান্তে একটা বেলচা লাগানো থাকে আর সেটা দিয়ে তিনি দক্ষতার সঙ্গে আলগা মাটি তুলে একটা হাতলযুক্ত ঠেলাগাড়িতে রাখেন। হাতলের আঁকড়ে ধরার জায়গায় তিনি রিং যুক্ত করেছিলেন, যাতে ঠেলাগাড়িটা তিনি নিজেই ঠেলে নিয়ে যেতে পারেন। কী তাকে এই নির্মাণ প্রকল্পে অংশ নিতে পরিচালিত করেছিল?

লেওনার্ডো একটা কিংডম হল অথবা যিহোবার সাক্ষিদের স্থানীয় মণ্ডলীর জন্য উপাসনার স্থান নির্মাণ কাজে অংশ নিতে চেয়েছিলেন। এই নির্মাণ কাজ থেকে বিরত থাকার জন্য তিনি বিভিন্ন অজুহাত দেখাতে পারতেন। তিনি পূর্ণসময়ের চাকরি করতেন, বিকলাঙ্গ ছিলেন এবং ইতিমধ্যেই তিনি তার মণ্ডলীতে একজন পরিচারক দাস হিসেবে সেবা করছিলেন। তা সত্ত্বেও, তিনি নির্মাণস্থলে ঈশ্বরকে সেবা করার জন্য তার যথাসাধ্য করতে চেয়েছিলেন।

ঈশ্বরকে সেবা করার জন্য আপনারও কি একইরকম মনোভাব রয়েছে? তার বিকলাঙ্গতাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করার পরিবর্তে, লেওনার্ডো তার মানসিক দক্ষতাকে তার নিজের ব্যবহার্য যন্ত্রপাতির নকশা করার জন্য ব্যবহার করেছিলেন, যাতে তিনি সেই কাজ করতে পারেন, যা এই যন্ত্রপাতিগুলো না থাকলে তার পক্ষে করা অসম্ভব হতো। তিনি ‘তাহার সমস্ত মন দিয়া’ ঈশ্বরকে সেবা করছিলেন। (মথি ২২:৩৭) বিকলাঙ্গ বা সক্ষম যা-ই হোক না কেন, পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষিদের কিংডম হল নির্মাণ কাজে অংশগ্রহণকারী কর্মীদের এক ইচ্ছুক মনোভাব রয়েছে। তাদের সভাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত আর আপনাকে সেখানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।