‘শস্য কাটিবার মত শ্বেতবর্ণ’ এক ক্ষেত্র
‘শস্য কাটিবার মত শ্বেতবর্ণ’ এক ক্ষেত্র
দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে গুয়াহিরা উপদ্বীপ অবস্থিত। এটা উত্তর কলম্বিয়া এবং উত্তর-পশ্চিম ভেনেজুয়েলার মাঝামাঝি অবস্থানে রয়েছে। তীব্র সূর্যালোক এবং স্বল্প বৃষ্টিপাত এই ছোট্ট মরুতুল্য এলাকার দুঃখের কারণ, যেখানকার তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এমন আবহাওয়া থাকা সত্ত্বেও, এখানকার লোকেরা ব্যস্ত এবং তারা উৎপাদনশীল কৃষক। সমুদ্রের মৃদুমন্দ বায়ু এবং উত্তরপূর্বাঞ্চলের বিষুবরেখা অভিমুখী প্রবল বায়ু এখানে জীবনযাপন করাকে উপযোগী করে তোলে, পর্যটকদের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য ও সুন্দর সৈকত উপভোগ করার সুযোগ প্রদান করে।
ওয়াইউ আদিবাসীদের দেশে স্বাগতম। ওয়াইউ আদিবাসীদের সংখ্যা প্রায় ৩,০৫,০০০ জন, যাদের মধ্যে ১,৩৫,০০০ জন কলম্বিয়াতে বাস করে। এখানে স্প্যানিশ উপনিবেশ গড়ে ওঠার বহু আগে থেকেই এই গোষ্ঠীর লোকেরা এই জায়গায় বাস করত।
ওয়াইউ লোকেদের প্রধান জীবিকা হচ্ছে পশুপালন এবং কৃষিকাজ করা। এ ছাড়া, তারা মাছ ধরে এবং পার্শ্ববর্তী দেশগুলোতে ব্যাবসাবাণিজ্য করে। মহিলারা দক্ষতা সহকারে উজ্জ্বল বর্ণের কাপড় বোনার কাজ করে এবং তাদের উৎপাদিত জিনিসগুলো পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
ওয়াইউ লোকেরা তাদের আন্তরিকতা এবং আতিথেয়তার জন্য পরিচিত। কিন্তু, তারাও ‘শেষ কালের বিষম সময়ে’ বাস করছে। (২ তীমথিয় ৩:১) দরিদ্রতা তাদের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটা, যা অন্যান্য সমস্যার দিকে চালিত করে যেমন, নিরক্ষরতা, শিশু অপুষ্টি, অপর্যাপ্ত চিকিৎসা সেবা এবং কিছু এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডও ঘটে থাকে।
অনেক বছর ধরে, খ্রিস্টীয়জগতের গির্জাগুলো ওয়াইউ লোকেদের মধ্যে মিশনারিদের প্রেরণ করেছে। এর ফলে, শিক্ষকদের প্রশিক্ষণদানের অধিকাংশ স্কুল এবং বোর্ডিং স্কুলগুলো গির্জার নিয়ন্ত্রণাধীনে রয়েছে। অনেক ওয়াইউ লোক তথাকথিত খ্রিস্টীয় রীতিনীতি গ্রহণ করেছে যেমন, প্রতিমাপূজা এবং শিশুদের বাপ্তিস্ম দেওয়া কিন্তু তারা পরম্পরাগত পৌরাণিক কাহিনি ও কুসংস্কারগুলোর ওপর ভিত্তি করে গড়ে ওঠা বিভিন্ন বিশ্বাস ও আচারঅনুষ্ঠান পরিত্যাগ করতে পারেনি।
ওয়াইউ লোকেরা সাধারণত ঈশ্বরকে ভয় করে এবং যিহোবার সাক্ষিরা বাইবেলের যে-সত্যগুলো শিক্ষা দেয়, সেগুলোর প্রতি তারা অনুকূলভাবে সাড়া দেয়। ১৯৮০-র দশকের শুরুর দিকে, গুয়াহিরাতে শুধুমাত্র সাতজন যিহোবার সাক্ষি ছিল, যাদের মধ্যে তিনজন রাজধানী রিওয়াচাতে বাস করত। স্থানীয় সাক্ষিরা ছাড়া আরও ২০ জন প্রকাশক স্প্যানিশ ভাষায় রাজ্যের সুসমাচার প্রচার করত।
তাদের নিজস্ব ভাষায় বার্তা
রিওয়াচাতে বাসকারী অধিকাংশ ওয়াইউ লোক তাদের নিজের ভাষা ওয়াইউনাইকি ছাড়াও অল্প স্প্যানিশ ভাষায় কথা বলে। প্রথম প্রথম, রাজ্যের বার্তা প্রচারে তেমন একটা সাফল্য লাভ করা যায়নি। স্থানীয় অধিবাসীরা আরিহুনাস ব্যক্তিদের এড়িয়ে চলত, ন-ওয়াইউ ব্যক্তিদের তারা এভাবেই ডেকে থাকে। যখন সাক্ষিরা তাদের ঘরে সাক্ষাৎ করতে আসত, তখন বেশির ভাগ ওয়াইউ তাদের নিজের ভাষায় সাড়া দিত, স্প্যানিশ ভাষায় নয়। তাই, সাক্ষিরা পরবর্তী ঘরে চলে যেত।
কিন্তু, ১৯৯৪ সালের শেষের দিকে যিহোবার সাক্ষিদের শাখা অফিস বিশেষ অগ্রগামী বা পূর্ণসময়ের বাইবেল শিক্ষকদের একটা দলকে রিওয়াচা মণ্ডলীতে সেবা করার জন্য প্রেরণ করেছিল। অগ্রগামীরা তাদেরকে ওয়াইউনাইকি ভাষা শেখানোর জন্য একজন ওয়াইউ সাক্ষিকে বলেছিল। কয়েকটা সহজ-সরল উপস্থাপনা মুখস্থ করার পর, এই পরিচারকরা প্রচারের এলাকায় গিয়েছিল এবং শীঘ্রই লোকেদের সাড়া দেওয়ার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ করেছিল। যদিও সেই বাইবেল শিক্ষকরা সাবলীলভাবে ওয়াইউনাইকি বলতে পারেনি, তবুও গৃহকর্তারা ভীষণ অবাক হয়েছিল এবং শুনতে ইচ্ছুক হয়েছিল আর মাঝেমধ্যে তাদের নিজেদের সীমিত স্প্যানিশ ভাষায় প্রাণবন্ত আলোচনা চালিয়ে গিয়েছিল!
‘শস্য কাটিবার মত শ্বেতবর্ণ’
প্রেরিত পৌল খ্রিস্টান শিষ্য তৈরির কাজকে জমি চাষ করার সঙ্গে তুলনা করেছিলেন, যে-তুলনাটা কৃষিকাজে যুক্ত ওয়াইউরা সহজেই বুঝতে পারে। (১ করিন্থীয় ৩:৫-৯) রূপক অর্থে, ওয়াইউ ক্ষেত্র বাস্তবিকই ‘শস্য কাটিবার মত শ্বেতবর্ণ’ হয়েছে।—যোহন ৪:৩৫.
মানেয়ুরে বসবাসকারী নিল নামে একজন ওয়াইউ আদিবাসী, জন্মগতভাবে একটা ত্রুটির কারণে কষ্ট পাচ্ছিলেন। এই কারণে ঈশ্বরকে দোষারোপ করে নিল হতাশ হয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। একজন সাক্ষি তার চাকরির কারণে অন্য শহরগুলোতে থাকার সময় ঘরে ঘরে প্রচার করার সুযোগ নিয়েছিলেন আর সেই সময়ে যিহোবার রাজ্য সম্বন্ধে তিনি নিলের সঙ্গে কথা বলেছিলেন। নিলের বয়স তখন ১৪ বছর মাত্র। নিলের আগ্রহ বুঝতে পেরে সেই সাক্ষি তাকে বাইবেল অধ্যয়ন করাতে শুরু করেছিলেন। নিল যিহোবার প্রেমপূর্ণ ব্যক্তিত্ব সম্বন্ধে জানতে পেরে আনন্দিত হয়েছিলেন, যা তাকে এই উপসংহারে পৌঁছাতে পরিচালিত করেছিল যে, ঈশ্বর তাকে কষ্ট দিচ্ছিলেন না। নিল যখন এক পার্থিব পরমদেশের বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে পড়েছিলেন, যেখানে আর কোনো অসুস্থতা থাকবে না, তখন তা তাকে কত গভীরভাবেই না স্পর্শ করেছিল!—যিশাইয় ৩৩:২৪; মথি ৬:৯, ১০.
সেই সময়ে নিলের পরিবার অন্য একটা পরিবারের সঙ্গে কলহে জড়িয়ে পড়ে। তখন নিলের আত্মীয়স্বজন নিজেদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের জাতিগত নির্দিষ্ট আচারঅনুষ্ঠান পালন করেছিল। নিল তখনকার ঘটনা স্মরণ করে বলেন: “প্রথম প্রথম, আমি আমার পরিবারের কাছে আমার নতুন বিশ্বাস সম্বন্ধে কথা বলার ক্ষেত্রে ভয় পেয়েছিলাম, বিশেষ করে পরিবারের বয়স্কদের কাছে, যাদেরকে গভীরভাবে শ্রদ্ধা করা হয়।” নিলের বাবামা এটা শুনে খুবই রাগান্বিত হয়েছিল যে, তিনি অশাস্ত্রীয় বিশ্বাস এবং প্রেতচর্চার সঙ্গে জড়িত রীতিনীতি অনুসরণ করবেন না। এরপর নিল রিওয়াচাতে চলে যান এবং সেখানে মণ্ডলীর সঙ্গে মেলামেশা করতে শুরু করেন। পরে তিনি বাপ্তিস্ম নেন। ১৯৯৩ সালে তিনি একজন পরিচারক দাস হিসেবে নিযুক্ত হন আর এর তিন বছর পর তিনি একজন নিয়মিত অগ্রগামী হন। এরপর ১৯৯৭ সালে তিনি মণ্ডলীর একজন প্রাচীন হিসেবে নিযুক্ত হন। ২০০০ সালে তিনি তার পরিচর্যাকে প্রসারিত করেন, একজন বিশেষ অগ্রগামী হন।
একজন ওয়াইউবাসী টেরিসার ঘটনাও বিবেচনা করুন, যিনি সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন। টেরিসার সঙ্গী ড্যানিয়েল, যার সঙ্গে তিনি বিয়ে না করেই বাস করছিলেন, টেরিসাকে উপহাস করতেন এবং তাকে ও তাদের তিন সন্তানকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এমনকি যদিও তিনি পরে টেরিসার সঙ্গে একত্রে বাইবেল অধ্যয়ন করতে সম্মত হয়েছিলেন কিন্তু প্রায়ই তিনি তার বন্ধুদের সঙ্গে প্রচুর মদ খেতে চলে যেতেন, কখনো কখনো চার পাঁচ দিনের
জন্য। তার পরিবার দরিদ্রতার মধ্যে ছিল। টেরিসা বিশ্বস্তভাবে নিয়মিত বাইবেল অধ্যয়ন করতেন এবং খ্রিস্টীয় সভাগুলোতে উপস্থিত হতেন। এটা ড্যানিয়েলকে বাইবেল অধ্যয়ন করার গুরুত্ব বুঝতে সাহায্য করেছিল। এরপর তাদের একটা সন্তান দুর্ঘটনাবশত কেতলির ফুটন্ত জলের ওপর পড়ে যায় এবং অত্যধিক পুড়ে যাওয়ার কারণে মারা যায়। সন্তান হারানোর গভীর বেদনা সহ্য করার পাশাপাশি টেরিসাকে তার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার অশাস্ত্রীয় রীতিনীতি পালন করার চাপকেও মোকাবিলা করতে হয়েছিল।এই কঠিন সময়ে, এই দম্পতি কাছাকাছি মণ্ডলীগুলোর সদস্যদের কাছ থেকে উৎসাহজনক সাহায্য এবং সান্ত্বনা লাভ করেছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার পর, স্থানীয় ওয়াইউ ভাষার মণ্ডলীর সাক্ষিরা তাদের সঙ্গে ক্রমাগত সান্ত্বনাদায়ক সাক্ষাৎ করেছিল। খ্রিস্টীয় প্রেমকে কার্যরত দেখে ড্যানিয়েল আধ্যাত্মিকভাবে উন্নতি করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তিনি মদ খাওয়া এবং টেরিসার সঙ্গে খারাপ ব্যবহার করা বন্ধ করেছিলেন। ড্যানিয়েল এবং টেরিসা বিয়ে করেছিল এবং ড্যানিয়েল তার পরিবারকে সমর্থন করার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করেছিলেন। তারা আধ্যাত্মিকভাবে উন্নতি করেছিল এবং ২০০৩ সালে বাপ্তিস্ম নিয়েছিল। উভয়েই এখন অনেকগুলো বাইবেল অধ্যয়ন পরিচালনা করে। টেরিসা তার পরিবারের কাছে চমৎকার সাক্ষ্যদান করার কারণে তার আত্মীয়স্বজন এখন যিহোবার সাক্ষিদের সাক্ষাতের সময়ে তাদের কথা আগ্রহ সহকারে শুনে থাকে। ড্যানিয়েলের একজন বোনপো অবাপ্তাইজিত প্রকাশক হয়েছে এবং তার এক বোনঝি ও এক ভাইঝি বাইবেল অধ্যয়ন করছে ও মণ্ডলীর সভাগুলোতে উপস্থিত থাকছে। এ ছাড়া, টেরিসার ননদ যিনি নিজেও দুর্ঘটনায় তার একটা সন্তানকে হারিয়েছিলেন, তার পরিবার বাইবেল অধ্যয়নের প্রতি আগ্রহ দেখিয়েছে।
ওয়াইউনাইকি ভাষায় আধ্যাত্মিক খাদ্য
পৃথিবীতে অনন্তজীবন উপভোগ করুন! * পুস্তিকাটি ১৯৯৮ সালে ওয়াইউনাইকি ভাষায় প্রকাশিত হয়েছিল। ওয়াইউ ক্ষেত্রের বৃদ্ধি ও গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করার জন্য এটি এক মূল্যবান হাতিয়ার হয়ে উঠেছিল। যিহোবার সাক্ষিদের প্রকাশনাগুলো ওয়াইউনাইকি ভাষায় অনুবাদ করার জন্য ২০০৩ সালে অনেক ভাইবোনকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। রিওয়াচায় একদল অনুবাদকের কঠোর পরিশ্রমের ফলে আরও অনেক ব্রোশার পাওয়া গিয়েছে, যা ওয়াইউনাইকিভাষী শিষ্যদের আধ্যাত্মিক বৃদ্ধিতে অবদান রাখে।
২০০১ সাল থেকে, জেলা সম্মেলনের কার্যক্রমের কিছু কিছু অংশ ওয়াইউনাইকি ভাষায় অনুবাদ করা হয়েছে। বাইবেল ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের ভাষায় কার্যক্রম শুনে আধ্যাত্মিকভাবে উদ্দীপিত হয়। তারা সেই দিনের অপেক্ষায় রয়েছে, যেদিন ওয়াইউনাইকি ভাষাতে বাইবেলের নাটকগুলোও উপস্থাপনা করা হবে।
এক উন্নতিশীল ক্ষেত্র
রিওয়াচার প্রায় ১০০ কিলোমিটার উত্তরপূর্ব দিকে ইউরিবিয়া নামে একটা শহর রয়েছে। ইউরিবিয়া ওয়াইউ মণ্ডলীতে ১৬ জন রাজ্য প্রকাশক রয়েছে, যাদের অনেকেই তাদের পরিচর্যাকে সেই আদিবাসী লোকেদের কাছে প্রসারিত করার প্রচেষ্টা করে, যারা গ্রামাঞ্চলে বাস করে। মণ্ডলীর প্রাচীনদের মধ্যে একজন সাক্ষ্যদানের এই ধরনের এক যাত্রার বিষয়ে বলেন: “নিচু ছাদ এবং ছোট ছোট জানালা রয়েছে এমন প্রায় এক ডজন বাড়ি নিয়ে তৈরি প্রাচীরে ঘেরা একটা খামার এলাকা আমরা পরিদর্শন করেছিলাম। প্রত্যেকটা বাড়ির সামনে ইয়োটোহোলো দিয়ে তৈরি একটা সমতল ছাদ রয়েছে, যেটা হল এক ধরনের ক্যাকটাসের ভিতরের কাষ্ঠময় কাণ্ড। সেখানে পরিবারের লোকেরা এবং পরিদর্শনকারীরা উতপ্ত সূর্যের তাপ থেকে রক্ষা পায়। আমরা এটা দেখে আনন্দিত হয়েছি যে, অনেকে যথেষ্ট আগ্রহ দেখিয়েছিল আর তাই আমরা সেখানে আবার ফিরে আসার ব্যবস্থা করি এবং বাইবেল অধ্যয়ন শুরু করি। ফিরে এসে আমরা লক্ষ করি যে, অনেকেই নিরক্ষর। তারা আমাদের বলে যে, একটা স্কুল ছিল কিন্তু যথেষ্ট অর্থ তহবিল না থাকায় সেটা বন্ধ হয়ে গিয়েছে। একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আমাদেরকে সদয়ভাবে একটা ক্লাসরুম ব্যবহার করার অনুমতি দেন, যাতে আমরা সেখানে সাক্ষরতার ক্লাস ও বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে পারি। ছয়জন ওয়াইউ ব্যক্তি পড়তে ও লিখতে শিখেছে এবং তাদের বাইবেল অধ্যয়নে উন্নতি করছে। তাদের উপলব্ধি আমাদের গভীরভাবে স্পর্শ করেছে, তাই আমরা সেই খামার এলাকায় সভা করার সিদ্ধান্ত নিই।”
ওয়াইউনাইকি ভাষা জানে না এমন বেশ কয়েক জন সাক্ষি সেই ভাষা শিখেছে আর তাদের সহযোগিতাকে অত্যন্ত মূল্যবান বলে গণ্য করা হয়। গুয়াহিরা উপদ্বীপে এখন আটটা মণ্ডলী এবং দুটো দল এই ভাষা ব্যবহার করছে।
এই প্রচেষ্টাগুলোতে যিহোবার আশীর্বাদ স্পষ্ট দেখা যায়। নিঃসন্দেহে, ওয়াইউ লোকেদের মধ্যে সুসমাচার প্রচারে আরও কিছু সম্পাদন করা যেতে পারে। সেই ব্যক্তিদের কাছ থেকে উত্তম ফল প্রত্যাশা করা যায়, যারা খ্রিস্টান শিষ্য হওয়ার জন্য তাদের আধ্যাত্মিক চাহিদা সম্বন্ধে সচেতন। যিহোবা যেন ‘শস্য কাটিবার মত শ্বেতবর্ণ’ সেই ক্ষেত্রে কাজ করার জন্য আরও পরিচারক প্রেরণ করেন।—মথি ৯:৩৭, ৩৮.
[পাদটীকা]
^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।
[১৬ পৃষ্ঠার মানচিত্রগুলো]
(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)
ভেনেজুয়েলা
কলম্বিয়া
লা গুয়াহিরা
মানেয়ুর
রিওয়াচা
ইউরিবিয়া
[১৬ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
নীচে ওয়াইউ শিবির: Victor Englebert