সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“হে প্রভু, কেন তুমি নীরব ছিলে?”

“হে প্রভু, কেন তুমি নীরব ছিলে?”

“হে প্রভু, কেন তুমি নীরব ছিলে?”

 এই কথাগুলো পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছিলেন, যিনি ২০০৬ সালের ২৮শে মে পোল্যান্ডের আউশভিটসে অবস্থিত প্রাক্তন কনসেনট্রেশন ক্যাম্প পরিদর্শন করেছিলেন। নাৎসিরা যেখানে হাজার হাজার যিহুদি ও অন্যান্যদের হত্যা করেছিল, সেই জায়গায় গিয়ে তিনি আরও বলেছিলেন: “এই জায়গাতে কত প্রশ্নই না উত্থাপিত হয়েছে! এই প্রশ্নগুলো উঠেই চলেছে: সেই দিনগুলোতে ঈশ্বর কোথায় ছিলেন? কেন তিনি নীরব ছিলেন? কীভাবে তিনি এই অবিরাম হত্যাকাণ্ড, মন্দের ওপর জয়লাভ করাকে অনুমতি দিলেন? . . . আমাদের ঈশ্বরের কাছে নম্রতার সঙ্গে কিন্তু অবিরত প্রার্থনা করে যেতে হবে: জেগে ওঠো! তোমার সৃষ্ট মানুষদের ভুলে যেও না!”

পোপের দেওয়া ভাষণ উত্তেজনাকর প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। কেউ কেউ লক্ষ করেছিল যে, পোপ উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বিষয়ে কথা বলা এড়িয়ে গিয়েছিলেন যেমন, যিহুদি বিদ্বেষ যেটা আউশভিটসে ঘটা নৃশংসতার সঙ্গে সম্পর্কযুক্ত ছিল। অন্যেরা পোপের কথাগুলোর মধ্যে, গির্জা যে-পাপগুলো করেছিল সেগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য পোপ জন পল ২য়-র অনুরোধকে ছোট করে দেখার প্রচেষ্টা লক্ষ করেছিল। একজন ক্যাথলিক সাংবাদিক, ফিলিপ্পো জেনটিলোনি, বলেছিলেন: “তাই এটা যুক্তিযুক্ত যে, অনেক মন্তব্যকারী, যখন ঈশ্বর কোথায় ছিলেন—উত্তরবিহীন এক প্রশ্নের—মুখোমুখি হয়েছিল, তখন এর উত্তর চাওয়ার পরিবর্তে এই সহজ প্রশ্নের উত্তর চেয়েছিলেন: দ্বাদশ পায়াস কোথায় ছিলেন?” মন্তব্যকারীরা ব্যাপক হত্যাকাণ্ডের সময় পোপ দ্বাদশ পায়াসের নীরব থাকাকে উল্লেখ করছিল।

সমগ্র মানব ইতিহাস জুড়ে ঘটা ব্যাপক হত্যাকাণ্ড এবং সাম্প্রদায়িক বিলোপসাধনের অন্যান্য ঘটনা প্রমাণ করে যে, “এক জন অন্যের উপরে তাহার অমঙ্গলার্থে কর্ত্তৃত্ব করে।” (উপদেশক ৮:৯) অধিকন্তু, মানুষের সৃষ্টিকর্তা এত এত নৃশংসতা দেখে নীরব নন। বাইবেলের পাতায় পাতায় তিনি দুষ্টতাকে অনুমোদন করার পিছনে কারণগুলো প্রকাশ করেছেন। এ ছাড়া, ঈশ্বর আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি মানবজাতিকে ভুলে যাননি। প্রকৃতপক্ষে, ঈশ্বর মানুষকে নিজেদের ওপর শাসন করার জন্য যে-সময় দিয়েছেন, তা খুব শীঘ্রই শেষ হবে। (যিরমিয় ১০:২৩) আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য কী, সেই সম্পর্কে কি আপনি আরও জানতে চান? যিহোবার সাক্ষিরা আপনাকে বাইবেল থেকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে খুশি হবে, যেগুলো পোপ ষোড়শ বেনেডিক্টকে ভাবিয়ে তুলেছিল।

[৩২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]

Oświęcim Museum