সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

 হিতোপদেশ ২২:৬ পদ কি নিশ্চয়তা দেয় যে, যদি খ্রিস্টান সন্তানদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তা হলে তারা যিহোবার পথ থেকে সরে যাবে না?

এই পদে লেখা রয়েছে: “বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না।” একটা কচি ডালকে বাঁকা করে দেওয়া যেমন সেই বাড়ন্ত গাছের আকৃতির ওপর প্রভাব ফেলতে পারে, তেমনই যেসব সন্তান সঠিকভাবে শিক্ষা বা প্রশিক্ষণ পায়, তারা বড় হয়ে যিহোবাকে সেবা করে চলার বেশি প্রবণতা দেখায়। প্রত্যেক বাবামা জানে যে, এই ধরনের প্রশিক্ষণের জন্য অনেক সময় ও প্রচেষ্টার দরকার। তাদের সন্তানদেরকে খ্রিস্টান শিষ্য হিসেবে তৈরি করার জন্য বাবামাদের অবশ্যই তাদের সন্তানদের মনোযোগপূর্বক নির্দেশনা, পরামর্শ, উৎসাহ এবং শাসন প্রদানের সঙ্গে সঙ্গে নিজেদেরও এক উত্তম উদাহরণ স্থাপন করতে হবে। তাদের এটা অনেক বছর ধরে সংগতিপূর্ণভাবে এবং প্রেমের সঙ্গে করতে হবে।

কিন্তু এর মানে কি এই যে, যদি কোনো সন্তান যিহোবাকে সেবা করা ত্যাগ করে, তা হলে বাবামার প্রশিক্ষণে কোনো ঘাটতি রয়েছে? কিছু কিছু ক্ষেত্রে সন্তানদেরকে যিহোবার (NW) শাসনে ও চেতনা প্রদানে মানুষ করে তোলায় বাবামার প্রচেষ্টায় ঘাটতি থাকতে পারে। (ইফিষীয় ৬:৪) অন্যদিকে, এই প্রবাদ বাক্যটি এইরকম নিশ্চয়তা দেয় না যে, উত্তম প্রশিক্ষণ এমন সন্তানদের গড়ে তুলবে, যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত। বাবামারা নিজেদের ইচ্ছামতো সন্তানদের গঠন করতে পারে না। বড়দের মতো সন্তানদেরও স্বাধীন ইচ্ছা রয়েছে আর অবশেষে জীবনে তাদের নিজেদের পথ নিজেদেরই বেছে নিতে হবে। (দ্বিতীয় বিবরণ ৩০:১৫, ১৬, ১৯) বাবামাদের সর্বাত্মক আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও, সন্তানদের মধ্যে কেউ কেউ শলোমনের মতো অবিশ্বস্ত হয়ে যায়, যিনি আমরা যে-পদটি বিবেচনা করছি, সেটি লিখেছিলেন। এমনকি যিহোবারও কিছু পুত্র অবিশ্বস্ত হয়ে পড়েছিল।

তাই, এই শাস্ত্রপদের অর্থ এই নয় যে, প্রতিটা ক্ষেত্রেই একটা সন্তান “তাহা ছাড়িবে না” বরং সাধারণভাবে বলতে গেলে ফলাফল তা-ই হতে পারে। বাবামাদের জন্য এটা কতই না উৎসাহের এক বিষয়! বাবামাদের এটা জেনে উৎসাহিত হওয়া উচিত যে, যিহোবার পথে তাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের আন্তরিক প্রচেষ্টা উত্তম ফলাফল নিয়ে আসবে। যেহেতু তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং তাদের প্রভাব মহৎ, তাই বাবামাদের তাদের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে পালন করার জন্য উৎসাহিত করা হচ্ছে।—দ্বিতীয় বিবরণ ৬:৬, ৭.

এমনকি সন্তানরা যিহোবাকে সেবা করা বন্ধ করে দিলেও, যে-বাবামারা তাদের সন্তানদের প্রশিক্ষণ দেওয়ায় অধ্যবসায়ী ছিল, তারা আশা করতে পারে যে, তাদের সন্তানরা চেতনা ফিরে পাবে। বাইবেলের সত্য ক্ষমতাসম্পন্ন আর বাবামাদের প্রশিক্ষণ সহজেই ভুলে যাওয়ার নয়।—গীতসংহিতা ১৯:৭.