সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আপনি কি নামের মাধ্যমে ঈশ্বরকে জানেন?”

“আপনি কি নামের মাধ্যমে ঈশ্বরকে জানেন?”

“আপনি কি নামের মাধ্যমে ঈশ্বরকে জানেন?”

 এই প্রশ্নটি মধ্য এশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একজন ভদ্রমহিলার আগ্রহকে জাগিয়ে তুলেছিল। প্রশ্নটি ২০০৪ সালের ২২শে জানুয়ারি সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার প্রচ্ছদে প্রকাশিত হয়েছিল, যেটি আমাদের সহযোগী পত্রিকা। ভদ্রমহিলা প্রকাশকদের কাছে লিখেছিলেন: “একেবারে শুরু থেকেই, আমি আপনাদের পত্রিকাটির প্রতি আকৃষ্ট হয়েছিলাম আর এটি আমাকে নৈতিক নীতিগুলোর প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করেছে। জীবন সম্বন্ধে আমার দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হয়ে উঠছে। আমি সকলকে আমাদের ঈশ্বর সম্বন্ধে এবং এই জ্ঞান যে-শান্তি নিয়ে আসে সেই সম্বন্ধে জানাচ্ছি।”

অনেক জায়গায়, বস্তুতপক্ষে “পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত” লোকেরা ঐশিক নাম যিহোবার সঙ্গে পরিচিত হয়ে উঠছে। (প্রেরিত ১:৮) উদাহরণস্বরূপ, টার্কম্যান ভাষায় এই নাম ইহোয়া, পবিত্র শাস্ত্রের টার্কম্যান অনুবাদে সহজেই পাওয়া যেতে পারে। গীতসংহিতা ৮:১ পদে এভাবে পড়া হয়: “হে আমাদের প্রভু যিহোবা, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত!”

যিহোবা ঈশ্বর সম্বন্ধে আরও জানার জন্য, আপনি হয়তো একজন যিহোবার সাক্ষির কাছ থেকে বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইটির জন্য অনুরোধ করতে পারেন।