সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

অল্পবয়সিদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা

অল্পবয়সিদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা

অল্পবয়সিদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা

 গ্লাদিস আর্জেন্টিনার মেন্ডোজাতে একটা স্কুলে কাজ করেন। একদিন একটা ক্লাসরুমের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি লক্ষ করেন যে, একজন শিক্ষিকা তার চতুর্থ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আমার বাইবেলের গল্পের বই থেকে পড়ে শোনাচ্ছেন। * গ্লাদিস সেই শিক্ষিকার কাছে নিজেকে একজন যিহোবার সাক্ষি হিসেবে পরিচয় দেন এবং কীভাবে সেই বইটি থেকে সবচেয়ে বেশি উপকৃত হওয়া যায়, তা তাকে দেখাতে চান। গ্লাদিস তাকে যা বলেছিলেন, তা শুনে অভিভূত হয়ে সেই শিক্ষিকা ওই বইটিকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে চান। কিন্তু, তা করার জন্য স্কুল কর্তৃপক্ষের কাছে তার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। আর আনন্দের বিষয় ছিল যে, তিনি সেই অনুমতি পেয়েছিলেন।

পরবর্তী সময়ে, বই পড়া দিবস হিসেবে নির্ধারিত স্কুলের একটা দিনে সেই শিক্ষিকা তার ছাত্র-ছাত্রীদেরকে তাদের সহপাঠীদের সামনে বইটি থেকে একটা করে অধ্যায় পড়তে নির্দেশ দেন। সেই নির্ধারিত দিনে ভাল সাড়া পাওয়ায়, সেই শিক্ষিকাকে স্থানীয় এক টেলিভিশন শো-তে একজন অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। স্কুলগামী ছেলেমেয়েদের আচরণের বিষয়টা যখন উল্লেখ করা হয়, তখন সেই শো-র উপস্থাপক তাকে জিজ্ঞেস করেন, “কীভাবে আপনি আপনার ক্লাসের ছেলেমেয়েদের নিয়ন্ত্রণে রাখেন?” সেই শিক্ষিকা ব্যাখ্যা করেন যে, তিনি আমার বাইবেলের গল্পের বই নামক একটি প্রকাশনা ব্যবহার করেন। তিনি বুঝিয়ে বলেন যে, যদিও তিনি তার ক্লাসে ধর্ম শিক্ষা দেন না কিন্তু এই বইটির দ্বারা তিনি সম্মান, সহিষ্ণুতা, একতা, সহযোগিতা, বাধ্যতা এবং ভালবাসার মতো নৈতিক মূল্যবোধগুলো গেঁথে দিচ্ছেন। সকলেই একমত হয় যে, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ শিক্ষা, যা অল্পবয়সিদের শিখতে হবে।

আপনি কি আপনার সন্তানদের মধ্যে এই ধরনের মূল্যবোধগুলো গেঁথে দিতে চান? তা হলে, আপনি হয়তো একজন যিহোবার সাক্ষিকে আমার বাইবেলের গল্পের বই নামক এই চমৎকার প্রকাশনাটির একটি কপি দেওয়ার জন্য বলতে পারেন।

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।