সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

একজন মায়ের বিশ্বাস এক মর্মান্তিক ঘটনাকে জয় করে

একজন মায়ের বিশ্বাস এক মর্মান্তিক ঘটনাকে জয় করে

একজন মায়ের বিশ্বাস এক মর্মান্তিক ঘটনাকে জয় করে

“তোমরা যখন এই চিঠিটা পড়ছ, তখন এর অর্থ হচ্ছে অপারেশনের পর আমি বেঁচে নেই এবং আমি আর তোমাদের মাঝে নেই।”

 এগুলো হচ্ছে, কারমেন নামে একজন খ্রিস্টান মায়ের লেখা চিঠির প্রথম কথা, যা তিনি তার তিন মেয়ের উদ্দেশে লিখেছিলেন, যাদের বয়স ছিল যথাক্রমে ২৫, ১৯ এবং ১৬ বছর। যেমনটা উল্লেখ করা হয়েছে, তার অপারেশন সফল হয়নি আর দুঃখের বিষয় হচ্ছে, কারমেন মারা গিয়েছেন।

তিন মেয়েকে এই ধরনের এক শোচনীয় অবস্থায় রেখে যাওয়া যেকারো জন্যই অত্যন্ত দুঃখজনক। কিন্তু, যিহোবার এবং তাঁর প্রতিজ্ঞাগুলোর ওপর এই মায়ের দৃঢ় বিশ্বাস স্পষ্টতই সেই মর্মান্তিক ঘটনাকে জয় করেছিল, তাকে প্রচুর মনের শান্তি প্রদান করেছিল, যা তার এই মর্মস্পর্শী চিঠি থেকে বোঝা যায়। তিনি তার মেয়েদের উদ্দেশে কী বলেছিলেন, তা লক্ষ করুন।

“সবচেয়ে প্রথমে আমি তোমাদের বলতে চাই যে, আমি তোমাদের মনপ্রাণ দিয়ে ভালবাসি। . . . একজন মায়ের কাছে তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ মেয়ে আর তোমাদের নিয়ে আমি খুবই গর্বিত।

“আমি ঈশ্বরের প্রতিজ্ঞাত নতুন জগৎ আসার আগে পর্যন্ত তোমাদের সঙ্গেই থাকতে চেয়েছিলাম . . . কিন্তু যেহেতু তা সম্ভব হয়নি, তাই তোমাদেরকে সাহায্য করার জন্য আমি তাঁর কাছে প্রার্থনা করেছি, যাতে তোমরা বিশ্বস্ত থাকতে পারো, যেমনটা তোমরা থেকে এসেছ। আমরা একসঙ্গে অনেক পরীক্ষা সহ্য করেছি আর যিহোবা কখনোই আমাদের পরিত্যাগ করেননি। . . . তাই, তিনি তাঁর সংগঠনের মাধ্যমে যে-নির্দেশনাগুলো জোগান, সেগুলোর ওপর নির্ভর করে চলবে এবং মণ্ডলী ও প্রাচীনদের সমর্থন করে যাবে। যত বেশি সম্ভব প্রচার করবে এবং সমস্ত ভাইবোনকে ভালবাসবে।

“আমাদের এই বিচ্ছেদ সাময়িক। . . . আমি যেসমস্ত ভুল করেছি, সেগুলোর জন্য এবং যে-সময়গুলোতে আমি তোমাদের বুঝতে পারিনি বা তোমাদের বলিনি যে আমি তোমাদের কতটা ভালবাসি, সেজন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। . . . আমি জানি যে, তোমাদের প্রত্যেকেরই নিজস্ব কিছু চাহিদা রয়েছে। যিহোবা সেই বিষয়ে তোমাদের চেয়ে আরও ভাল জানেন এবং তিনি তোমাদের প্রয়োজনীয় সমস্তকিছু জোগাবেন আর তোমরা যা কিছু সহ্য করেছ, তার জন্য তোমাদের পুরস্কৃত করবেন।

“তোমাদের লক্ষ্যকে—নতুন জগতে জীবন লাভ করাকে—কখনো ভুলে যেও না আর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচেষ্টা করে চলবে। যিহোবা যেন তোমাদের আশীর্বাদ করেন ও শক্তি দেন, যাতে তোমরা শেষ পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারো। . . . আমার প্রিয় মেয়েরা, দুঃখিত হোয়ো না। আমি তোমাদের ভালবাসি!”

মর্মান্তিক ঘটনা যেকোনো সময়ে যেকাউকে আঘাত করতে পারে। “সকলের প্রতি কাল ও দৈব ঘটে,” প্রাচীন রাজা শলোমন লিখেছিলেন। (উপদেশক ৯:১১) কিন্তু, ঈশ্বরের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে, তারা প্রেরিত পৌলের মতো একই আশ্বাস পেতে পারে, যিনি বলেছিলেন: “আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, . . . কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক্‌ করিতে পারিবে না।”—রোমীয় ৮:৩৮, ৩৯; ইব্রীয় ৬:১০.