সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সাহিত্যকর্ম প্রাচীন ইস্রায়েলে এর গুরুত্ব

সাহিত্যকর্ম প্রাচীন ইস্রায়েলে এর গুরুত্ব

সাহিত্যকর্ম প্রাচীন ইস্রায়েলে এর গুরুত্ব

 আপনি কি কখনো প্রাচীন গ্রিসের দুটো মহাকাব্য ইলিয়াড বা অডিসি থেকে কিছু অংশ পড়েছেন? সেগুলো সা.কা.পূ. অষ্টম শতাব্দীতে রচিত হয়েছিল বলে মনে করা হয়। এই সাহিত্যকর্মগুলোকে কীভাবে বাইবেলের সঙ্গে তুলনা করা যায়, যেটি সেই মহাকাব্যগুলোর চেয়েও বহু শতাব্দী আগে লেখা শুরু হয়েছিল? যিহুদি বাইবেল এবং খ্রিস্টান বাইবেল (ইংরেজি) খণ্ডটি মন্তব্য করে: “বাইবেলে সাহিত্যকর্ম এবং লিখিত দলিলের বিষয়ে কমপক্ষে ৪২৯ বার উল্লেখ রয়েছে। এই বিষয়টা মনে রাখলে এটা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যে, ইলিয়াড-এ শুধুমাত্র একবার সাহিত্যকর্মের বিষয়ে উল্লেখ রয়েছে আর অডিসি-তে একবারও নেই।”

দি অক্সফোর্ড এনসাইক্লোপিডিয়া অভ্‌ আর্কিওলজি ইন দ্যা নিয়ার ইস্ট ব্যাখ্যা করে যে, “প্রাচীন ইস্রায়েলে সাহিত্যকর্ম উপাসনার এক অবিচ্ছেদ্য অংশ ছিল বলে মনে হয়।” উদাহরণস্বরূপ, ব্যবস্থা চুক্তি লিখে রাখা হয়েছিল আর জনসমক্ষে সমস্ত পুরুষ, নারী এবং ছোট বাচ্চাদের সামনে নিয়মিতভাবে সেটি পড়া হতো। দলগত ও ব্যক্তিগত উভয়ভাবেই এটি পড়া এবং অধ্যয়ন করা হতো। ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য বিবেচনা করার পর, লিভারপুল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার আ্যলেন মিলার্ড উপসংহারে বলেন: “স্পষ্টতই, পড়া এবং লেখা সব শ্রেণীর লোকেদের জীবনধারাকেই প্রভাবিত করত বলে মনে হয়।”—দ্বিতীয় বিবরণ ৩১:৯-১৩; যিহোশূয়ের পুস্তক ১:৮; নহিমিয় ৮:১৩-১৫; গীতসংহিতা ১:২.

খ্রিস্টানদের এই পবিত্র সাহিত্যকর্মকে কীভাবে দেখা উচিত, প্রেরিত পৌল এই বলে তা ব্যাখ্যা করেন: “পূর্ব্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল, সে সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই।” আপনি কি নিয়মিতভাবে বাইবেল পড়ার দ্বারা ব্যক্তিগতভাবে এটির প্রতি উপলব্ধি দেখিয়ে থাকেন?—রোমীয় ১৫:৪.