সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনাদের সন্তানদের যিহোবাকে ভালবাসতে শিক্ষা দিন

আপনাদের সন্তানদের যিহোবাকে ভালবাসতে শিক্ষা দিন

আপনাদের সন্তানদের যিহোবাকে ভালবাসতে শিক্ষা দিন

“যেমন বীরের হস্তে বাণ সকল, তেমনি যৌবনের সন্তানগণ।”—গীতসংহিতা ১২৭:৪.

১, ২. কীভাবে সন্তানরা ‘বীরের হস্তে বাণের’ মতো?

 একজন তিরন্দাজ একটা নির্দিষ্ট লক্ষ্যে একটা তির ছোঁড়ার জন্য প্রস্তুত হন। তিনি সতর্কতার সঙ্গে সেটাকে ধনুকের গুণের মধ্যে স্থাপন করেন এবং পেশি সংকুচিত করে তার ধনুকটাকে বাঁকান। সর্বাধিক প্রচেষ্টা চালানো সত্ত্বেও, তিনি সেই তিরটাকে লক্ষ্যে স্থাপন করার জন্য কিছুটা সময় নেন। এরপর তিনি সেটা লক্ষ্যের দিকে ছোঁড়েন! সেই তির কি লক্ষ্যভেদ করবে? এর উত্তর বেশ কয়েকটা বিষয়ের ওপর নির্ভর করে, যেগুলোর মধ্যে রয়েছে তিরন্দাজের দক্ষতা, বাতাসের প্রভাব এবং তিরের অবস্থা।

রাজা শলোমন সন্তানদেরকে “বীরের হস্তে বাণ” বা তিরের সঙ্গে তুলনা করেছেন। (গীতসংহিতা ১২৭:৪) কীভাবে এই দৃষ্টান্ত প্রয়োগ করা যেতে পারে, তা বিবেচনা করুন। একজন তিরন্দাজের ধনুকের মধ্যে তুলনামূলকভাবে কেবল অল্পসময়ের জন্য তির থাকে। লক্ষ্যভেদ করার জন্য তাকে খুব তাড়াতাড়ি সেটা ছুঁড়তে হবে। একইভাবে, বাবামাদের হাতেও তাদের সন্তানদের মধ্যে যিহোবার প্রতি আন্তরিক ভালবাসা গড়ে তোলার জন্য তুলনামূলকভাবে কেবল অল্পসময় থাকে। দেখতে দেখতে সন্তানরা বড় হয়ে যায় এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার মতো যথেষ্ট পরিপক্ব হয়। (মথি ১৯:৫) তারা কি লক্ষ্যভেদ করবে—অর্থাৎ সন্তানরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেওয়ার মতো যথেষ্ট পরিপক্ব হওয়ার পরও কি ক্রমাগত ঈশ্বরকে ভালবাসবে এবং তাঁকে সেবা করবে? বেশ কিছু বিষয়ের ওপর এর উত্তর নির্ভর করে। এগুলোর মধ্যে তিনটে হল, বাবামার দক্ষতা, সন্তানরা যে-পরিবেশে মানুষ হয়ে ওঠে সেই পরিবেশ এবং “বাণ” বা সন্তান যে-প্রশিক্ষণ লাভ করে, সেটার প্রতি সে যেভাবে সাড়া দেয়। আসুন আমরা প্রত্যেকটা বিষয় আরও বিস্তারিতভাবে পরীক্ষা করি। প্রথমে, আমরা একজন দক্ষ বাবা অথবা মায়ের কিছু বৈশিষ্ট্য বিবেচনা করব।

দক্ষ বাবামারা এক উত্তম উদাহরণ স্থাপন করে

৩. কেন একজন বাবা অথবা মায়ের কথার সঙ্গে কাজের মিল থাকতে হবে?

যিশু এই অর্থে বাবামাদের জন্য উদাহরণ স্থাপন করেছেন যে, তিনি যা প্রচার করতেন, সেই অনুযায়ী কাজ করতেন। (যোহন ১৩:১৫) অন্যদিকে, তিনি ফরীশীদের নিন্দা করেছিলেন, যারা ‘বলিত’ কিন্তু ‘করিত না।’ (মথি ২৩:৩) তাদের সন্তানদের যিহোবাকে ভালবাসতে অনুপ্রাণিত করার জন্য বাবামাদের কথা ও কাজের মধ্যে মিল থাকতে হবে। কথার সঙ্গে কাজের মিল না থাকলে, তা ঠিক গুণহীন একটা ধনুকের মতোই অকেজো।—১ যোহন ৩:১৮.

৪. নিজেদেরকে বাবামার কোন প্রশ্নগুলো জিজ্ঞেস করা উচিত এবং কেন?

কেন বাবামাদের উদাহরণ এত গুরুত্বপূর্ণ? ঠিক যেমন প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যিশুর উদাহরণ দেখার মাধ্যমে ঈশ্বরকে ভালবাসতে শিখতে পারে, তেমনই সন্তানরা তাদের বাবামার উত্তম উদাহরণ অনুসরণ করার মাধ্যমে যিহোবাকে ভালবাসতে শিখতে পারে। একটা সন্তানের সংসর্গ বা সঙ্গীরা হয় তাকে গড়ে তুলতে পারে নতুবা তার ‘শিষ্টাচার নষ্ট করিতে’ পারে। (১ করিন্থীয় ১৫:৩৩) একটা সন্তানের জীবনের বেশির ভাগ সময়ে এবং নিশ্চিতভাবেই বিকশিত হওয়ার গুরুত্বপূর্ণ বছরগুলোতে, তার সবচেয়ে ঘনিষ্ঠ ও সবচেয়ে প্রভাবশালী সঙ্গী হল তার বাবামা। তাই, নিজেদেরকে বাবামার জিজ্ঞেস করা উচিত: ‘আমি কোন ধরনের সঙ্গী? আমার উদাহরণ কি আমার সন্তানকে শিষ্টাচার গড়ে তুলতে উৎসাহিত করে? প্রার্থনা ও বাইবেল অধ্যয়নের মতো অতীব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্ষেত্রে আমি কোন উদাহরণ স্থাপন করছি?’

দক্ষ বাবামারা তাদের সন্তানদের সঙ্গে প্রার্থনা করে

৫. একজন বাবা অথবা মায়ের প্রার্থনা থেকে সন্তানরা কী শিখতে পারে?

আপনার সন্তানরা আপনার প্রার্থনা মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে যিহোবা সম্বন্ধে অনেক কিছু শিখতে পারে। তারা যদি আপনাকে খাবারের সময় ঈশ্বরকে ধন্যবাদ দিতে এবং বাইবেল অধ্যয়নের সময়গুলোতে প্রার্থনা করতে শোনে, তা হলে তারা কোন উপসংহারে পৌঁছাতে পারে? তারা সম্ভবত শিখবে যে, যিহোবা আমাদের দৈহিক চাহিদাগুলো জুগিয়ে থাকেন—যার জন্য তাঁকে ধন্যবাদ জানানো উচিত—আর তিনি আমাদেরকে আধ্যাত্মিক সত্য সম্বন্ধেও শিক্ষা দেন। এগুলো হল মূল্যবান শিক্ষা।—যাকোব ১:১৭.

৬. কীভাবে বাবামারা সন্তানদের এটা অনুভব করার জন্য সাহায্য করতে পারে যে, ব্যক্তি বিশেষ হিসেবে তাদের প্রতি যিহোবা আগ্রহী?

কিন্তু, খাবারের অথবা পারিবারিক বাইবেল অধ্যয়নের সময় ছাড়াও আপনি যদি অন্যান্য সময়েও আপনার পরিবারের সঙ্গে প্রার্থনা করেন এবং নিজেকে ও আপনার সন্তানদের প্রভাবিত করে এমন কিছু নির্দিষ্ট বিষয় সেই প্রার্থনায় উল্লেখ করেন, তা হলে আপনি আরও অধিক কিছু সম্পাদন করবেন। আপনি আপনার সন্তানদের এইরকম অনুভব করতে সাহায্য করবেন যে, যিহোবা আপনার পরিবারের অংশ এবং ব্যক্তি বিশেষ হিসেবে আপনার জন্য তিনি গভীরভাবে চিন্তা করেন। (ইফিষীয় ৬:১৮; ১ পিতর ৫:৬, ৭) একজন বাবা বলেন: “আমাদের মেয়ের জন্মের পর থেকেই আমরা তার সঙ্গে প্রার্থনা করতে শুরু করি। সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অন্যদের সঙ্গে সম্পর্কের বিষয়ে এবং তাকে প্রভাবিত করে এমন বিষয়গুলো নিয়ে প্রার্থনা করতাম। সে বিয়ে হয়ে বাড়ি ত্যাগ করার আগে পর্যন্ত এমন একটা দিনও বাদ ছিল না যে, আমরা একত্রে তার সঙ্গে প্রার্থনা করিনি।” আপনিও কি রোজ আপনার সন্তানদের সঙ্গে প্রার্থনা করতে পারেন? আপনি কি তাদেরকে যিহোবাকে একজন বন্ধু হিসেবে দেখতে সাহায্য করতে পারেন, যিনি কেবল তাদের দৈহিক ও আধ্যাত্মিক চাহিদাগুলোই জোগান না কিন্তু সেইসঙ্গে তাদের আবেগগত চাহিদাগুলোরও যত্ন নিয়ে থাকেন?—ফিলিপীয় ৪:৬, ৭.

৭. প্রার্থনাকে নির্দিষ্ট করে তোলার জন্য বাবামাদের কী জানতে হবে?

অবশ্য, আপনার প্রার্থনাকে নির্দিষ্ট করে তোলার জন্য আপনাকে জানতে হবে যে, আপনার সন্তানের জীবনে কী ঘটছে। দুই মেয়েকে মানুষ করে তুলেছেন এমন একজন বাবার মন্তব্য লক্ষ করুন: “প্রত্যেক সপ্তাহের শেষে আমি নিজেকে দুটো প্রশ্ন জিজ্ঞেস করতাম: ‘এই সপ্তাহে কোন বিষয়গুলো নিয়ে আমার সন্তানরা চিন্তিত ছিল? আর তাদের জীবনে কোন ভাল বিষয়গুলো ঘটেছে?’” বাবামারা, আপনারা কি নিজেদেরকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন আর এরপর কিছু উত্তর আপনার সন্তানদের সঙ্গে আপনি যে-প্রার্থনাগুলো করেন, তাতে অন্তর্ভুক্ত করতে পারেন? আপনি যদি তা করেন, তা হলে আপনি কেবল তাদেরকে যিহোবার—প্রার্থনাশ্রবণকারীর—কাছে প্রার্থনা করতেই নয় কিন্তু সেইসঙ্গে তাঁকে ভালবাসতেও শিক্ষা দেবেন।—গীতসংহিতা ৬৫:২.

দক্ষ বাবামারা অধ্যয়নের উত্তম অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করে

৮. কেন বাবামাদের তাদের সন্তানদেরকে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার অভ্যাস গড়ে তোলার জন্য সাহায্য করতে হবে?

কীভাবে বাইবেল অধ্যয়নের প্রতি একজন বাবা অথবা মায়ের মনোভাব, ঈশ্বরের সঙ্গে একটা সন্তানের সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে? যেকোনো সম্পর্ক গড়ে তোলার ও তা বজায় রাখার জন্য এর সঙ্গে জড়িত ব্যক্তি বিশেষদের কেবল পরস্পরের সঙ্গে কথা বললেই চলবে না বরং সেইসঙ্গে মনোযোগ দিয়ে পরস্পরের কথা শুনতেও হবে। একটা যে-উপায়ে আমরা যিহোবার কথা মনোযোগ দিয়ে শুনতে পারি, সেটা হল ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ দ্বারা জোগানো প্রকাশনার সাহায্যে বাইবেল অধ্যয়ন করা। (মথি ২৪:৪৫-৪৭; হিতোপদেশ ৪:১, ২) তাই, যিহোবার সঙ্গে এক স্থায়ী ও প্রেমময় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সন্তানদের সাহায্য করার জন্য বাবামাদের তাদেরকে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করা উচিত।

৯. কীভাবে অধ্যয়নের উত্তম অভ্যাস গড়ে তোলার জন্য সন্তানদের সাহায্য করা যেতে পারে?

কীভাবে অধ্যয়নের উত্তম অভ্যাস গড়ে তোলার জন্য সন্তানদের সাহায্য করা যেতে পারে? আবারও, বাবা অথবা মায়ের উদাহরণ সবচেয়ে উত্তম শিক্ষা প্রদান করে। আপনার সন্তানরা কি নিয়মিতভাবে আপনাকে ব্যক্তিগত বাইবেল পাঠ অথবা অধ্যয়ন উপভোগ করতে দেখে? এটা ঠিক যে, আপনি সম্ভবত আপনার সন্তানদের যত্ন নেওয়ায় খুবই ব্যস্ত আর আপনি হয়তো ভাবতে পারেন যে, পাঠ ও অধ্যয়ন করার জন্য আপনি কখন সময় পেতে পারেন। কিন্তু, নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমার সন্তানরা কি আমাকে নিয়মিতভাবে টেলিভিশন দেখতে দেখে?’ যদি তা-ই হয়, তা হলে আপনি কি সেই সময় থেকে কিছুটা সময় নিয়ে ব্যক্তিগত অধ্যয়নের ব্যাপারে তাদের জন্য উত্তম উদাহরণ স্থাপন করতে পারেন?

১০, ১১. কেন বাবামাদের নিয়মিত পারিবারিক বাইবেল আলোচনা করা উচিত?

১০ আরেকটা যে-ব্যবহারিক উপায়ে বাবামা সন্তানদের যিহোবার কথা মনোযোগ দিয়ে শুনতে শিক্ষা দিতে পারে, সেটা হল নিয়মিত পারিবারিক বাইবেল আলোচনা করার মাধ্যমে। (যিশাইয় ৩০:২১) তবে, কেউ কেউ হয়তো ভাবতে পারে, ‘বাবামা যদি নিয়মিতভাবে সন্তানদের মণ্ডলীর সভাগুলোতে নিয়ে যায়, তা হলে কেন সন্তানদের পারিবারিক অধ্যয়নের প্রয়োজন রয়েছে?’ বেশ কয়েকটা উত্তম কারণ রয়েছে। যিহোবা আস্থা সহকারে বাবামাদেরকে তাদের সন্তানদের শিক্ষা দেওয়ার মূল দায়িত্ব দিয়েছেন। (হিতোপদেশ ১:৮; ইফিষীয় ৬:৪, NW) পারিবারিক বাইবেল অধ্যয়ন সন্তানদের এই শিক্ষা দেয় যে, উপাসনা এমন কোনো রীতিগত প্রথা নয়, যা কেবল জনসাধারণ্যে করতে হবে বরং এটা পরিবারের ব্যক্তিগত জীবনেরও অংশ।—দ্বিতীয় বিবরণ ৬:৬-৯.

১১ অধিকন্তু, ভালভাবে পরিচালিত পারিবারিক অধ্যয়ন বাবামাদেরকে বিভিন্ন আধ্যাত্মিক ও নৈতিক বিষয়ে সন্তানদের চিন্তাভাবনা জানার সুযোগ করে দিতে পারে। উদাহরণস্বরূপ, সন্তানরা যখন ছোট থাকে, তখন বাবামা আমার বাইবেলের গল্পের বই * এর মতো প্রকাশনা ব্যবহার করতে পারে। এই প্রকাশনায় উল্লেখিত বাইবেলের ঘটনাগুলো পরীক্ষা করার সময় বাবামারা এই তথ্য সম্বন্ধে তাদের সন্তানদের মন্তব্য করার জন্য আমন্ত্রণ জানাতে পারে। পরে তারা উল্লেখিত বাইবেলের পদগুলো ব্যবহার করে তাদের সঙ্গে যুক্তি করতে পারে। তা করার মাধ্যমে, বাবামারা হয়তো তাদের সন্তানদের “সদসৎ বিষয়ের বিচারণে” বা সঠিক ও ভুলকে পৃথক করার জন্য তাদের জ্ঞানেন্দ্রিয় সকল গড়ে তুলতে সাহায্য করতে পারে।—ইব্রীয় ৫:১৪.

১২. কীভাবে বাবামা পারিবারিক অধ্যয়নকে একটা সন্তানের প্রয়োজন অনুযায়ী সম্বন্বয় করতে পারে আর এই ক্ষেত্রে কোন বিষয়টাকে আপনি কার্যকারী হিসেবে দেখেছেন?

১২ আপনার সন্তানরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রয়োজন অনুযায়ী অধ্যয়নকে সম্বন্বয় করুন। এক দম্পতি কীভাবে তাদের কিশোর বয়সি মেয়েদের স্কুলে একটা নাচের আসরে যোগ দেওয়ার অনুরোধ নিয়ে যুক্তি করতে সাহায্য করেছিল, তা লক্ষ করুন। বাবা বলেন: “আমরা আমাদের সন্তানদের বলেছিলাম যে, আগামী সপ্তাহের পারিবারিক অধ্যয়নের বিষয়বস্তুতে আমি ও আমার স্ত্রী সন্তানদের ভূমিকায় অভিনয় করব এবং আমাদের মেয়েরা বাবামা হিসেবে অভিনয় করতে পারে। যেকোনো সন্তানই হয় বাবা অথবা মায়ের ভূমিকায় অভিনয় করতে পারে, তবে সেই বিষয়বস্তু নিয়ে গবেষণা করার ও স্কুলে নাচের আসর সম্বন্ধে নির্দেশনা দেওয়ার জন্য সন্তানদের একসঙ্গে কাজ করতে হবে।” ফল কী হয়েছিল? “আমরা এটা দেখে খুবই বিস্মিত হয়ে গিয়েছিলাম যে, কেন নাচের আসরে যাওয়া বিজ্ঞতার কাজ হবে না, সেই সম্বন্ধে তাদের বাইবেলভিত্তিক যুক্তিগুলো আমাদের কাছে (সন্তান হিসেবে ভূমিকা পালন করার সময়) ব্যাখ্যা করতে গিয়ে আমাদের মেয়েরা (বাবামা হিসেবে তাদের ভূমিকা পালন করার সময়) কতটা দায়িত্ববান ছিল,” বাবা বলে চলেন। “যে-বিষয়টা আমাদের আরও প্রভাবিত করেছিল, সেটা ছিল এই বিষয়ে গ্রহণযোগ্য বিকল্প হিসেবে দেওয়া তাদের প্রস্তাবগুলো। এটা আমাদেরকে তাদের চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষা সম্বন্ধে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছিল।” এটা ঠিক যে, পারিবারিক অধ্যয়নকে নিয়মিত ও প্রাসঙ্গিক রাখার জন্য অধ্যবসায় ও কল্পনাশক্তির প্রয়োজন রয়েছে কিন্তু এর পুরস্কারগুলো প্রচেষ্টাকে সার্থক করে তোলে।—হিতোপদেশ ২৩:১৫.

এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন

১৩, ১৪. (ক) কীভাবে বাবামারা ঘরের মধ্যে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে? (খ) বাবা অথবা মা যখন তার কোনো ভুল স্বীকার করেন, তখন কোন উপকারজনক ফল আসতে পারে?

১৩ একটা তির খুব সম্ভবত সেই সময় লক্ষ্যভেদ করবে, যদি তিরন্দাজ শান্তিপূর্ণ অবস্থার মধ্যে সেটাকে লক্ষ্যে স্থাপন করেন এবং ছোঁড়েন। একইভাবে, সন্তানরাও খুব সম্ভবত যিহোবাকে আরও ভালবাসতে শেখে, যদি বাবামা ঘরের মধ্যে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করেন। “যাহারা শান্তি-আচরণ করে, তাহাদের জন্য শান্তিতে ধার্ম্মিকতা-ফলের বীজ বপন করা যায়,” যাকোব লিখেছিলেন। (যাকোব ৩:১৮) কীভাবে বাবামারা ঘরের মধ্যে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারেন? বিবাহিত দম্পতিদের এক দৃঢ় বিবাহবন্ধন বজায় রাখতে হবে। যে-স্বামী ও স্ত্রী পরস্পরকে ভালবাসে এবং সম্মান করে, তাদের সন্তানদেরকে যিহোবাসহ অন্যদেরও ভালবাসতে ও সম্মান দেখাতে শিক্ষা দেওয়ার আরও ভাল সম্ভাবনা থাকে। (গালাতীয় ৬:৭; ইফিষীয় ৫:৩৩, NW) ভালবাসা ও সম্মান শান্তি বৃদ্ধি করে। আর যে-দম্পতি পরস্পরের সঙ্গে শান্তিতে থাকে, তারা পরিবারের মধ্যে দেখা দিতে পারে এমন দ্বন্দ্বগুলোকে আরও ভালভাবে মোকাবিলা করতে পারে।

১৪ অবশ্য, ঠিক যেমন বর্তমান পৃথিবীতে কোনো নিখুঁত বিয়ে নেই, তেমনই কোনো নিখুঁত পরিবারও নেই। বাবামারা হয়তো মাঝেমধ্যে তাদের সন্তানদের সঙ্গে আচরণের সময় আত্মার ফল প্রদর্শন করতে ব্যর্থ হয়। (গালাতীয় ৫:২২, ২৩) যখন এইরকম হয়, তখন বাবামাদের কী করা উচিত? তারা যদি তাদের ভুল স্বীকার করে, তা হলে সেটা কি তাদের প্রতি সন্তানদের সম্মান কমিয়ে দেবে? প্রেরিত পৌলের উদাহরণ বিবেচনা করুন। অনেকের কাছে তিনি আধ্যাত্মিক পিতার মতো ছিলেন। (১ করিন্থীয় ৪:১৫) অথচ, তিনি খোলাখুলিভাবে স্বীকার করেছিলেন যে, তিনিও ভুল করেন। (রোমীয় ৭:২১-২৫) তা সত্ত্বেও, তার নম্রতা ও সততা তার প্রতি আমাদের সম্মানকে কমিয়ে দেওয়ার পরিবর্তে বরং তা আরও বাড়িয়ে তোলে। তার ভুলগুলো সত্ত্বেও পৌল আস্থা সহকারে করিন্থ মণ্ডলীকে এই কথা লিখতে পেরেছিলেন: “যেমন আমিও খ্রীষ্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও।” (১ করি. ১০:৩৪) আপনিও যদি আপনার ভুলগুলো স্বীকার করেন, তা হলে আপনার সন্তানরাও সম্ভবত আপনার ভুলগুলোকে উপেক্ষা করবে।

১৫, ১৬. কেন বাবামাদের তাদের সন্তানদেরকে তাদের খ্রিস্টান ভাই ও বোনদের ভালবাসতে প্রশিক্ষণ দেওয়া উচিত আর কীভাবে তা করা যেতে পারে?

১৫ বাবামা এমন একটা পরিবেশ তৈরি করার জন্য আর কী করতে পারে, যেখানে তাদের সন্তানরা যিহোবার প্রতি ভালবাসা গড়ে তুলতে পারে? প্রেরিত যোহন লিখেছিলেন: “যদি কেহ বলে, আমি ঈশ্বরকে প্রেম করি, আর আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে মিথ্যাবাদী; কেননা যাহাকে দেখিয়াছে, আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে, সে যাঁহাকে দেখে নাই, সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না।” (১ যোহন ৪:২০, ২১) তাই, আপনি যখন আপনার সন্তানদের তাদের খ্রিস্টান ভাই ও বোনদের ভালবাসতে প্রশিক্ষণ দেন, তখন আপনি তাদেরকে ঈশ্বরকে ভালবাসতে শিক্ষা দিচ্ছেন। বাবামাদের নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত: ‘মণ্ডলী সম্বন্ধে আমার আলাপআলোচনার প্রধান বিষয়বস্তু কি গঠনমূলক নাকি সমালোচনামূলক?’ কীভাবে আপনি তা জানতে পারেন? আপনার সন্তানরা সভা ও মণ্ডলীর সদস্যদের সম্বন্ধে কীভাবে কথা বলে, তা মনোযোগ দিয়ে শুনুন। আপনি সম্ভবত আপনার চিন্তাভাবনা তাদের মন্তব্যের মধ্যে প্রতিফলিত হতে শুনবেন।

১৬ সন্তানদেরকে তাদের আধ্যাত্মিক ভাইবোনদেরকে ভালবাসতে সাহায্য করার জন্য বাবামারা কী করতে পারে? দুজন কিশোর বয়সি ছেলের বাবা পিটার বলেন: “আমাদের ছেলেরা একেবারে ছোট থাকতেই, আমরা নিয়মিতভাবে আধ্যাত্মিক দিক দিয়ে পরিপক্ব ভাইবোনদের আমাদের বাড়িতে আমাদের সঙ্গে খাওয়ার ও সময় কাটানোর জন্য বলতাম আর আমরা তা অনেক উপভোগ করতাম। আমাদের ছেলেরা সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করে বড় হয়ে উঠেছে, যারা যিহোবাকে ভালবাসে আর তারা এখন দেখতে পাচ্ছে যে, ঈশ্বরকে সেবা করা হল জীবনকে উপভোগ করার এক উপায়।” পাঁচ মেয়ের বাবা ডেনিস বলেন, “আমরা আমাদের মেয়েদেরকে মণ্ডলীর বয়স্ক অগ্রগামীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে উৎসাহিত করেছিলাম আর যখনই সম্ভব হতো, তখনই আমরা ভ্রমণ অধ্যক্ষদের ও তাদের স্ত্রীদের প্রতি আতিথেয়তা দেখাতাম।” আপনিও কি মণ্ডলীকে আপনার পরিবারের এক অংশ হিসেবে দেখতে আপনার সন্তানদেরকে সাহায্য করার জন্য পদক্ষেপ নিতে পারেন?—মার্ক ১০:২৯, ৩০.

একজন সন্তানের দায়িত্ব

১৭. একসময় সন্তানদের কোন সিদ্ধান্ত নিতে হবে?

১৭ আবারও, তিরন্দাজের দৃষ্টান্তটা বিবেচনা করুন। যদিও তিনি দক্ষ হতে পারেন কিন্তু তিনি হয়তো লক্ষ্যভেদ করতে পারবেন না, যদি তিনি যে-তির ছুঁড়বেন, সেটা বাঁকা বা বিকৃত থাকে। অবশ্য, রূপকভাবে বললে বাবামারা সেই তিরকে সোজা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে আর তা করবে একটা সন্তানের ভুল চিন্তাভাবনাকে রদবদল করার মাধ্যমে। কিন্তু, একসময় সন্তানদেরই সিদ্ধান্ত নিতে হবে যে, তারা এই জগৎকে এর মতো করে তাদেরকে প্রভাবিত করতে দেবে, নাকি তাদের “পথ সকল সরল” করার জন্য তারা যিহোবাকে সুযোগ দেবে।—হিতোপদেশ ৩:৫, ৬; রোমীয় ১২:২.

১৮. সন্তানের বাছাই অন্যদের ওপর কোন প্রভাব ফেলতে পারে?

১৮ যদিও বাবামাদের তাদের সন্তানদের “প্রভুর [“যিহোবার,” NW] শাসনে ও চেতনা প্রদানে” মানুষ করে তোলার গুরু দায়িত্ব রয়েছে কিন্তু বড় হয়ে সন্তান কী ধরনের ব্যক্তি হবে, সেটা সন্তানের ওপরই নির্ভর করে। (ইফিষীয় ৬:৪) তাই সন্তানরা, তোমরা নিজেদেরকে জিজ্ঞেস করো, ‘আমি কি আমার বাবামার দ্বারা জোগানো প্রেমময় প্রশিক্ষণ গ্রহণ করব?’ যদি করো, তা হলে তুমি জীবনের সর্বোত্তম পথ বেছে নেবে। তুমি তোমার বাবামাকে অত্যন্ত আনন্দিত করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, তুমি যিহোবার হৃদয়কে আনন্দিত করবে।—হিতোপদেশ ২৭:১১.

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।

আপনি কি মনে করতে পারেন?

• কীভাবে বাবামারা প্রার্থনা ও বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে এক উত্তম উদাহরণ স্থাপন করতে পারে?

• কীভাবে বাবামারা ঘরের মধ্যে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে?

• সন্তানরা কোন বাছাইয়ের মুখোমুখি হয় আর তারা যা বাছাই করে, তা কীভাবে অন্যদেরকে প্রভাবিত করবে?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[২৮ পৃষ্ঠার চিত্র]

ব্যক্তিগত অধ্যয়নের ব্যাপারে আপনারা কি আপনাদের সন্তানের জন্য উত্তম উদাহরণ স্থাপন করেন?

[২৯ পৃষ্ঠার চিত্র]

এক শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ সুখের ক্ষেত্রে অবদান রাখে