সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আমি তার অসাধারণ দৃঢ়সংকল্পের প্রশংসা করি”

“আমি তার অসাধারণ দৃঢ়সংকল্পের প্রশংসা করি”

“আমি তার অসাধারণ দৃঢ়সংকল্পের প্রশংসা করি”

 উনিশশো নিরানব্বই সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার বিজয়ী জার্মান গ্রন্থকার গুন্টার গ্রাস, ২০০৬ সালে তার আত্মজীবনী প্রকাশ করেছিলেন। তিনি এই বইয়ে সেই সময় সম্বন্ধে বর্ণনা করেন যখন তাকে জার্মানির সামরিক প্রতিরক্ষা বাহিনীর জন্য বাধ্যতামূলকভাবে নির্বাচন করা হয়েছিল। সেই একই বইয়ে তিনি একজন ব্যক্তি সম্বন্ধে বলেন, যিনি তার ওপর এতটাই ছাপ ফেলেছিলেন যে, প্রায় ৬০ বছরের বেশি সময় পরেও তিনি তাকে মনে রেখেছেন। তিনিই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি তাড়নার মধ্যেও তার বিশ্বাসের পক্ষ সমর্থন করেছিলেন।

ফ্রাঙ্কফুর্টার আলগেমাইন সাইটুং নামক দৈনিক সংবাদপত্রে প্রকাশিত একটা সাক্ষাৎকারে গ্রাস এই অসাধারণ ব্যক্তিকে স্মরণ করেন, যিনি অস্ত্র হাতে নিতে প্রত্যাখ্যান করেছিলেন। গ্রাস বলেছিলেন যে, সেই ব্যক্তি “কোনো জনপ্রিয় মতাদর্শকে সমর্থন করেননি, একজন নাৎসি, সাম্যবাদী অথবা সমাজতন্ত্রবাদী কোনোটাই ছিলেন না। তিনি ছিলেন একজন যিহোবার সাক্ষি।” গ্রাস সেই সাক্ষির নাম মনে করতে পারেননি, যাকে তিনি এই ডাকনাম দিয়েছিলেন, উই-ডোন্ট-ডু-সাচ-থিংস্‌ (আমরা এই ধরনের কাজ করি না)। যিহোবার সাক্ষিদের গবেষকরা সেই ব্যক্তিকে ইয়োয়াকিম আলফাম্যান বলে শনাক্ত করেছেন। তাকে বার বার মারধর ও চরমভাবে অপমান করা হয়েছিল এবং তারপর তাকে নিঃসঙ্গ কারাকক্ষে রাখা হয়েছিল। কিন্তু, আলফাম্যান দৃঢ়সংকল্পবদ্ধ ছিলেন এবং অস্ত্র বহন করতে প্রত্যাখ্যান করেছিলেন।

“আমি তার অসাধারণ দৃঢ়সংকল্পের প্রশংসা করি,” গ্রাস মন্তব্য করেছিলেন। “আমি নিজেকে জিজ্ঞেস করেছিলাম: কীভাবে তিনি এই সমস্তকিছু সহ্য করতে পেরেছিলেন? কীভাবে তিনি এটা করেছিলেন?” ঈশ্বরের প্রতি তার নীতিনিষ্ঠা ভেঙে ফেলার দীর্ঘ প্রচেষ্টা সহ্য করার পর, ১৯৪৪ সালের ফেব্রুয়ারি মাসে আলফাম্যানকে অবশেষে শ্টুট্‌হোফ কনসেনট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল। তিনি ১৯৪৫ সালের এপ্রিল মাসে মুক্তি লাভ করেছিলেন, যুদ্ধের মধ্যেও রক্ষা পেয়েছিলেন এবং ১৯৯৮ সালে তার মৃত্যুর আগে পর্যন্ত যিহোবার একজন অনুগত সাক্ষি ছিলেন।

আ্যলফাম্যান ছিলেন জার্মানি ও নাৎসিদের দ্বারা অধিকৃত দেশগুলোর প্রায় ১৩,৪০০ জন সাক্ষির মধ্যে একজন, যারা তাদের বিশ্বাসের কারণে প্রতিহিংসার শিকার হয়েছিল। রাজনৈতিক ব্যাপারে নিরপেক্ষ থাকার এবং অস্ত্র হাতে নিতে প্রত্যাখ্যান করার মাধ্যমে তারা বাইবেলের নির্দেশনাকে অনুসরণ করেছে। (মথি ২৬:৫২; যোহন ১৮:৩৬) প্রায় ৪,২০০ জন যিহোবার সাক্ষিকে কনসেনট্রেশন ক্যাম্পগুলোতে রাখা হয়েছিল আর ১,৪৯০ জন তাদের জীবন হারিয়েছিল। তারা যে-পদক্ষেপ নিয়েছিল, তা এমনকি আজকেও এমন অনেক ব্যক্তিকে প্রভাবিত করে, যারা যিহোবার সাক্ষি নয় অথচ তাদের দৃঢ়সংকল্পের প্রশংসা করে থাকে।

[৩২ পৃষ্ঠার চিত্র]

ইয়োয়াকিম আলফাম্যান