সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“দয়া করে আমার এই সামান্য উপহারটা গ্রহণ করুন”

“দয়া করে আমার এই সামান্য উপহারটা গ্রহণ করুন”

“দয়া করে আমার এই সামান্য উপহারটা গ্রহণ করুন”

 এই কথাগুলো একটা চিঠিতে লেখা ছিল, যেটা রাশিয়ার যিহোবার সাক্ষিদের শাখা অফিস পেয়েছিল। চিঠিটার সঙ্গে উলের মোজা ভর্তি একটা বড় বাক্স ছিল।

সেই উপহারটা আলা নামে ৬৭ বছর বয়সি একজন যিহোবার সাক্ষি পাঠিয়েছিলেন, যিনি রাশিয়ার একেবারে পূর্ব দিকে অবস্থিত একটা মণ্ডলীতে সেবা করছেন। আলা দশ বছরেরও বেশি সময় ধরে যিহোবাকে সেবা করছেন, উদ্যোগের সঙ্গে রাজ্যের সুসমাচার প্রচার করে চলেছেন। কিন্তু, একটা স্ট্রোক হঠাৎ করেই তাকে আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত করে দিয়েছে। তা সত্ত্বেও, প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে আলা প্রথম শতাব্দীর খ্রিস্টান নারী দর্কার মতো একই পথ অনুসরণ করেছিলেন, যিনি সহবিশ্বাসীদের জন্য বস্ত্র প্রস্তুত করেছিলেন।—প্রেরিত ৯:৩৬, ৩৯.

আলা তার চিঠিতে লিখেছিলেন: “আমি আমার পা দুটো নাড়াতে পারি না কিন্তু আমি আমার হাত দুটো এখনও নাড়াতে পারি। তাই আমি চিঠি লেখার মাধ্যমে প্রচার করি।” তিনি আরও বলেছিলেন: “আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, যেহেতু আমি আমার হাত দুটো এখনও নাড়াতে পারি, তাই আমি কয়েক জোড়া উলের মোজা বুনব। আমি এই মোজাগুলো সেই ভাইবোনদের দিতে চাই, যারা ঠাণ্ডা এলাকাগুলো যেমন, একেবারে পূর্ব দিকের এলাকাগুলোতে এবং সাইবেরিয়ায় কিংডম হল নির্মাণ করতে যাবে।”

তাঁর প্রকৃত অনুসারীদের সম্বন্ধে যিশু খ্রিস্ট বলেছিলেন: “তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।” (যোহন ১৩:৩৫) আলা যেধরনের প্রেম প্রদর্শন করেছিলেন, তা হল যিশুর প্রকৃত শিষ্যদের এক শনাক্তিকরণ চিহ্ন।