সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনার সন্তানকে শান্তিপ্রবণ হতে শিক্ষা দিন

আপনার সন্তানকে শান্তিপ্রবণ হতে শিক্ষা দিন

আপনার সন্তানকে শান্তিপ্রবণ হতে শিক্ষা দিন

আট বছর বয়সি নিকোল, রোমাঞ্চিত হয়ে নিজের পরিবারের সঙ্গে দেশের দূরবর্তী অঞ্চলে চলে যাওয়ার প্রতিটা খুঁটিনাটি বিষয় নিয়মিতভাবে তার ঘনিষ্ঠ বান্ধবী গেব্রিলকে জানাত। একদিন, গেব্রিল হঠাৎ করে নিকোলকে বলেছিল যে, সে চলে যাওয়ায় তার কিছু যায় আসে না। অত্যন্ত কষ্ট পেয়ে এবং রাগান্বিত হয়ে নিকোল তার মাকে বলেছিল, “আমি আর কখনো গেব্রিলের মুখ দেখতে চাই না!”

 নিকোল এবং গেব্রিলের মতো শৈশব অবস্থার সমস্যাগুলোর ক্ষেত্রে প্রায়ই বাবামাকে হস্তক্ষেপ করতে হয়—কেবলমাত্র বেদনাদায়ক অনুভূতিগুলো প্রশমিত করার জন্যই নয় কিন্তু সেইসঙ্গে এটা দেখানোর জন্য যে, কীভাবে বিষয়টা মোকাবিলা করতে হয়। অল্পবয়সি ছেলেমেয়েরা স্বভাবতই “শিশুভাবগুলি” দেখিয়ে থাকে এবং তারা প্রায়ই সেই ক্ষতি সম্বন্ধে জানে না, যা তাদের কথাবার্তা এবং কাজের কারণে হতে পারে। (১ করিন্থীয় ১৩:১১) তাদের সেই গুণাবলি গড়ে তোলার জন্য সাহায্যের দরকার, যা পরিবার এবং অন্যান্য জায়গায় অন্যদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে অবদান রাখতে পারে।

খ্রিস্টান বাবামারা তাদের সন্তানদের ‘শান্তির চেষ্টা করিবার, ও তাহার অনুধাবন করিবার’ জন্য প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে খুবই আগ্রহী। (১ পিতর ৩:১১) একজন শান্তিস্থাপনকারী হওয়ার ফলে যে-সুখ লাভ করা যায়, তার জন্য সেইসমস্ত প্রচেষ্টা করা যথার্থ, যা সন্দেহ, হতাশা এবং বিদ্বেষের অনুভূতি কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন। যদি আপনি একজন বাবা কিংবা মা হয়ে থাকেন, তা হলে কীভাবে আপনি আপনার সন্তানদের শান্তিপ্রবণ হওয়ার জন্য শিক্ষা দিতে পারেন?

‘শান্তির ঈশ্বরকে’ খুশি করার আকাঙ্ক্ষা গড়ে তুলুন

যিহোবাকে “শান্তির ঈশ্বর” বলা হয় এবং তাঁকে এমন একজন হিসেবে শনাক্ত করা হয়, যিনি “শান্তিদাতা।” (ফিলিপীয় ৪:৯; রোমীয় ১৫:৩৩, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন) তাই, বিজ্ঞ বাবামারা তাদের সন্তানদের মধ্যে ঈশ্বরকে খুশি করার এবং তাঁর গুণাবলি অনুকরণ করার আকাঙ্ক্ষা গেঁথে দেওয়ার জন্য দক্ষতার সঙ্গে ঈশ্বরের বাক্য বাইবেল ব্যবহার করে। উদাহরণস্বরূপ, প্রেরিত যোহন একটা দর্শনে যা দেখেছিলেন—যিহোবার সিংহাসনের চারদিকে এক চমৎকার মরকত মণির মতো সবুজাভ বা রংধনু—সেটা কল্পনা করার জন্য আপনার সন্তানদের সাহায্য করুন। * (প্রকাশিত বাক্য ৪:২, ৩) ব্যাখ্যা করুন যে, এই রংধনু শান্তি এবং শান্তভাবকে চিত্রিত করে, যা যিহোবার চারদিকে রয়েছে আর যারা তাঁর বাধ্য এমন সকলের প্রতি এই ধরনের আশীর্বাদ প্রসারিত হবে।

এ ছাড়া, যিহোবা তাঁর পুত্র যিশুর মাধ্যমেও নির্দেশনা জুগিয়ে থাকেন, যাঁকে “শান্তিরাজ” বলা হয়। (যিশাইয় ৯:৬, ৭) তাই, আপনার সন্তানদের সঙ্গে বাইবেলের সেই বিবরণগুলো পড়ুন ও আলোচনা করুন, যেগুলোতে যিশু ঝগড়া ও বিতর্ক পরিহার করার বিষয়ে মূল্যবান শিক্ষা প্রদান করেছেন। (মথি ২৬:৫১-৫৬; মার্ক ৯:৩৩-৩৫) ব্যাখ্যা করুন যে পৌল, যিনি একসময় “অপমানকারী” ছিলেন, তিনি কী কারণে তার পথ পরিবর্তন করেছিলেন এবং লিখেছিলেন যে, ‘যুদ্ধ করা প্রভুর দাসের উপযুক্ত নহে; কিন্তু সকলের প্রতি কোমল, সহনশীল হওয়া উচিত।’ (১ তীমথিয় ১:১৩; ২ তীমথিয় ২:২৪, ২৫) আপনার সন্তানের প্রতিক্রিয়া হয়তো অবাক করার মতো হবে।

ইভান সেই সময়ের কথা স্মরণ করে, যখন সাত বছর বয়সে সে স্কুল বাসে একটা ছেলের কাছ থেকে বিদ্রূপের শিকার হয়েছিল। “সেই ছেলেটার প্রতি আমি এতটাই ক্ষিপ্ত হয়ে উঠেছিলাম যে, আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম!” সে বলে। “কিন্তু তারপর, যারা ঝগড়া শুরু করার চেষ্টা করে তাদের বিষয়ে আমি একটা শিক্ষার কথা মনে করেছিলাম, যেটা আমি ঘরে শিখেছিলাম। আমি জানতাম, যিহোবা চান যেন আমি ‘মন্দের পরিশোধে কাহারও মন্দ না করি’ এবং ‘মনুষ্যমাত্রের সহিত শান্তিতে থাকি’ বা শান্তিপ্রবণ হই।” (রোমীয় ১২:১৭, ১৮) পরে ইভান শান্তভাবে প্রতিক্রিয়া দেখানোর মাধ্যমে এই উত্তেজক পরিস্থিতিকে প্রশমিত করার জন্য শক্তি ও সাহস পেয়েছিল। সে শান্তির ঈশ্বরকে খুশি করতে চেয়েছিল।

একজন শান্তিপ্রবণ বাবা অথবা মা হোন

আপনার ঘরে কি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে? যদি করে, তা হলে আপনি এমনকি মুখে কিছু না বললেও আপনার সন্তানরা শান্তির বিষয়ে অনেক কিছু শিখতে পারে। আপনার সন্তানদের শান্তিপ্রবণ হওয়ার জন্য আপনার শিক্ষা দেওয়ার কার্যকারিতা, ঈশ্বর এবং খ্রিস্টের শান্তিপূর্ণ পথগুলো আপনি কতটা অনুকরণ করেন, সেটার ওপরই ব্যাপকভাবে নির্ভর করে।—রোমীয় ২:২১.

রাস এবং সিন্ডি তাদের দুই ছেলেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করে আর অন্যেরা যখন তাদের বিরক্ত করে, তখন ছেলেদেরকে প্রেমপূর্ণ উপায়ে আচরণ করতে পরামর্শ দেয়। সিন্ডি বলেন, “সমস্যা দেখা দিলে রাস এবং আমি ছেলেদের ও অন্যদের প্রতি যে-মনোভাব দেখাই, সেটা আমাদের ছেলেরাও একই পরিস্থিতির মুখোমুখি হলে কীভাবে মোকাবিলা করবে, তার ওপর এক বিরাট প্রভাব ফেলে।”

এমনকি আপনি যখন কোনো ভুল করেন—আর কোন বাবামাই বা তা করে না?—তখনও আপনি সেই সুযোগকে মূল্যবান শিক্ষাগুলো প্রদান করার জন্য ব্যবহার করতে পারেন। “এমন সময়ও ছিল, যখন আমার স্ত্রী টেরি এবং আমি সমস্ত ঘটনা জানার আগেই আমাদের তিন সন্তানের প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছি এবং শাসন করেছি,” স্টিভেন স্বীকার করেন। “যখন এমনটা হতো, আমরা দুঃখ প্রকাশ করতাম।” টেরি বলেন: “আমরা আমাদের সন্তানদের বুঝতে দিতাম যে, আমরাও অসিদ্ধ আর তাই আমরাও ভুলত্রুটি করি। আমরা মনে করি যে, এটা কেবলমাত্র আমাদের পরিবারে শান্তির ক্ষেত্রেই অবদান রাখেনি কিন্তু সেইসঙ্গে সন্তানদের কীভাবে শান্তির অনুধাবন করতে হয়, তা শিখতেও সাহায্য করেছে।”

আপনার সন্তানদের সঙ্গে আপনি যেভাবে আচরণ করেন, তা দেখে কি তারা শিখছে যে কীভাবে শান্তিপ্রবণ হতে হয়? যিশু উপদেশ দিয়েছিলেন: “অতএব সর্ব্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও।” (মথি ৭:১২) আপনার যেকোনো ভুলত্রুটি থাকা সত্ত্বেও নিশ্চিত থাকুন যে, আপনি আপনার সন্তানদের প্রতি যে-ভালবাসা এবং স্নেহ দেখান, তা উত্তম ফলাফল উৎপন্ন করবে। যখন ভালবাসার সঙ্গে নির্দেশনা দেওয়া হয়, তখন আপনার অল্পবয়সি সন্তানরা আরও দ্রুত সাড়া দেবে।

ক্রোধে ধীর হোন

হিতোপদেশ ১৯:১১ পদ বলে: “মানুষের বুদ্ধি তাহাকে ক্রোধে ধীর করে।” আপনি কীভাবে আপনার সন্তানদের এই ধরনের বুদ্ধি বা অন্তর্দৃষ্টি গড়ে তুলতে সাহায্য করতে পারেন? ডেভিড এক ব্যবহারিক পরামর্শ সম্বন্ধে বলেন, যা তিনি এবং তার স্ত্রী মেরিয়ান তাদের ছেলে ও মেয়ের ক্ষেত্রে সাহায্যকারী হিসেবে দেখেছিলেন। তিনি বলেন: “কেউ আঘাতদায়ক কিছু বলার বা করার কারণে তারা যখন সেই ব্যক্তির প্রতি বিরক্ত হয়, তখন আমরা তাদেরকে সহানুভূতিশীল হতে সাহায্য করি। আমরা তাদেরকে এই ধরনের সাধারণ প্রশ্ন করে থাকি: ‘সেই ব্যক্তির দিনটা কি খুবই খারাপ গিয়েছে? তিনি কি ঈর্ষান্বিত হতে পারেন? তাকে কেউ কি দুঃখ দিয়েছে?’” মেরিয়ান আরও বলেন, “এটা করা সন্তানদেরকে নেতিবাচক চিন্তাভাবনা করে চলার অথবা কে সঠিক বা কে ভুল, সেই বিষয়ে তর্ক করার পরিবর্তে শান্ত করে।”

এই ধরনের প্রশিক্ষণ চমৎকার ফলাফল উৎপন্ন করতে পারে। লক্ষ করুন যে, এই প্রবন্ধের শুরুতেই উল্লেখিত নিকোল কীভাবে তার মা মিশেলের কাছ থেকে এমন উপায়ে সাহায্য পেয়েছিল, যা তার বান্ধবী গেব্রিলের সঙ্গে বন্ধুত্ব পুনর্স্থাপন করার চাইতেও আরও বেশি কিছু করেছিল। “নিকোল এবং আমি মহান শিক্ষকের কাছ থেকে শেখো (ইংরেজি) বইয়ের ১৪ অধ্যায়টি পড়ি,” মিশেল বলেন। * “এরপর আমি ব্যাখ্যা করি যে, যিশু যখন বলেছিলেন আমাদের কাউকে ‘সত্তর গুণ সাত বার পর্য্যন্ত’ ক্ষমা করা উচিত, তখন তিনি কী বুঝিয়েছিলেন। নিকোল যখন তার অনুভূতিগুলো প্রকাশ করেছিল, তখন তা মনোযোগ দিয়ে শোনার পর, আমি তাকে গেব্রিলের দুঃখ ও হতাশা অনুভব করতে সাহায্য করেছিলাম, কারণ গেব্রিলের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী অনেক দূরে চলে যাচ্ছিল।”—মথি ১৮:২১, ২২.

যে-বিষয়টা হয়তো গেব্রিলকে এমনটা করতে পরিচালিত করেছিল, সেই বিষয়ে নিকোলের নতুন অন্তর্দৃষ্টি তাকে সহানুভূতি গড়ে তুলতে সাহায্য করেছিল এবং দুঃখ প্রকাশ করার জন্য গেব্রিলকে ফোন করতে অনুপ্রাণিত করেছিল। “সেই সময় থেকে,” মিশেল বলেন, “নিকোল অন্যদের অনুভূতির প্রতি বিবেচনা দেখিয়ে এবং তাদেরকে আরও ভাল বোধ করানোর জন্য তাদের প্রতি উত্তম কাজগুলো করে আনন্দ খুঁজে পায়।”—ফিলিপীয় ২:৩, ৪.

আপনার সন্তানদেরকে ভুল করার এবং ভুল বোঝাবুঝির কারণে উত্তেজিত হওয়া পরিহার করতে সাহায্য করুন। তা হলে, সম্ভবত আপনার অল্পবয়সি সন্তানদেরকে অন্যদের প্রতি অকৃত্রিম বন্ধুত্বের মনোভাব এবং কোমল স্নেহ প্রকাশ করতে দেখার পরিতৃপ্তি আপনার থাকবে।—রোমীয় ১২:১০; ১ করিন্থীয় ১২:২৫.

ক্ষমার শোভা দেখাতে উৎসাহিত করুন

“দোষ ছাড়িয়া দেওয়া . . . শোভা,” হিতোপদেশ ১৯:১১ পদ বলে। যিশু নিজের চরম যন্ত্রণাদায়ক মুহূর্তে, তাঁর পিতাকে অনুকরণ করেছিলেন এবং ক্ষমার এক মনোভাব প্রদর্শন করেছিলেন। (লূক ২৩:৩৪) আপনার সন্তানরাও ক্ষমার শোভা সম্বন্ধে শিখতে পারে, যখন তারা আপনার ক্ষমা করা থেকে ব্যক্তিগতভাবে স্বস্তি অনুভব করে।

উদাহরণ হিসেবে, পাঁচ বছর বয়সি উইলি তার দিদিমার সঙ্গে বসে ছবি রং করতে ভালবাসে। একবার, দিদিমা হঠাৎ করে রং করা বন্ধ করে দিয়ে উইলিকে বকাবকি করেছিলেন এবং হেঁটে চলে গিয়েছিলেন। উইলি খুবই কষ্ট পেয়েছিল। তার বাবা স্যাম বলেছিলেন: “উইলির দিদিমা আ্যলজেইমারস্‌ রোগে ভুগছেন। তাই, আমরা উইলির কাছে এমনভাবে বিষয়টা ব্যাখ্যা করেছিলাম, যাতে সে বুঝতে পারে।” তাকে যে অনেক বার ক্ষমা করা হয়েছে এবং তারও যে অন্যদের প্রতি একই কাজ করা উচিত, তা উইলিকে মনে করিয়ে দেওয়ার পর, স্যাম উইলির প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছিলেন। “আপনি কি কল্পনা করতে পারেন যে, আমার স্ত্রী এবং আমি কেমন অনুভব করেছিলাম,” স্যাম বলেন, “যখন আমরা আমাদের ছোট্ট ছেলেকে তার ৮০ বছর বয়সি দিদিমার কাছে গিয়ে তার সঙ্গে দুঃখ প্রকাশের স্বরে কথা বলতে এবং তারপর তাকে হাত ধরে টেবিলের কাছে নিয়ে আসতে দেখেছিলাম?”

সন্তানরা যখন অন্যদের ভুলত্রুটির প্রতি ‘সহনশীল হইতে’ এবং তাদেরকে ক্ষমা করতে শেখে, তখন তা বাস্তবিকই শোভা হয়ে ওঠে। (কলসীয় ৩:১৩) এমনকি লোকেরা যখন ইচ্ছাকৃতভাবে বিরক্তিকর উপায়ে আচরণ করে, তখনও আপনার সন্তানকে এই আশ্বাস দিন যে, এক শান্তিপূর্ণ প্রতিক্রিয়া জোরালো হতে পারে, কারণ “মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, তখন তিনি তাহার শত্রুদিগকেও তাহার প্রণয়ী করেন [“তার সংগে শান্তিতে বাস করান,” বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন]।”—হিতোপদেশ ১৬:৭.

আপনার সন্তানকে শান্তিপ্রবণ হওয়ার জন্য সাহায্য করে চলুন

যখন বাবামারা তাদের সন্তানদের “শান্তিতে” বা শান্তিপূর্ণ অবস্থায় এবং “যাহারা শান্তি-আচরণ করে” বা শান্তিস্থাপন করে এমন ব্যক্তিদের মতো নির্দেশনা দেওয়ার জন্য ঈশ্বরের বাক্য ব্যবহার করে, তখন তারা তাদের সন্তানদের জন্য প্রকৃত আশীর্বাদের এক উৎস হয়। (যাকোব ৩:১৮) এই ধরনের বাবামারা তাদের সন্তানদের বিভেদ মীমাংসা করার এবং শান্তিপ্রবণ হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় বিষয় দিয়ে সজ্জিত করছে। এটা জীবনভর তাদের আনন্দে ও পরিতৃপ্তিতে অপরিমেয় অবদান রাখে।

ড্যান এবং ক্যাথির কিশোরবয়সি তিনটে সন্তান রয়েছে, যারা সকলেই আধ্যাত্মিক দিক দিয়ে ভাল করছে। “যদিও ছোটবেলায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার সময়ে বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা এসেছিল,” ড্যান বলেন, “কিন্তু আমরা রোমাঞ্চিত যে, আমাদের সন্তানরা যিহোবার সেবায় ভাল করছে। তারা এখন অন্যদের সঙ্গে মানিয়ে চলে এবং কোনোকিছু যদি শান্তির জন্য হুমকিস্বরূপ হয়, তা হলে তারা সহজেই অন্যদের ক্ষমা করতে পারে।” ক্যাথি বলেন, “এটা আমাদের বিশেষভাবে উৎসাহিত করে কারণ শান্তি ঈশ্বরের আত্মার ফলের একটা অংশ।”—গালাতীয় ৫:২২, ২৩.

অতএব, উপযুক্ত কারণেই খ্রিস্টান বাবামা হিসেবে আপনাদের সন্তানদের শান্তিতে থাকতে প্রশিক্ষণ দেওয়ায় “নিরুৎসাহ” বা “ক্লান্ত” হবেন না—এমনকি এক্ষেত্রে যদিও উন্নতি প্রথমে ধীর বলে মনে হয়। তা করার সময়ে নিশ্চিত থাকুন যে, ‘প্রেমের ও শান্তির ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকিবেন।’—গালাতীয় ৬:৯; ২ করিন্থীয় ১৩:১১.

[পাদটীকাগুলো]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত, প্রকাশিত বাক্য—তার মহান পরিপূর্ণতা সন্নিকট! (ইংরেজি) বইয়ের ৭৫ পৃষ্ঠার ছবিটি দেখুন।

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।

[২০ পৃষ্ঠার বাক্স/চিত্র]

এক ইতিবাচক প্রভাব?

মিডিয়া আ্যওয়ারনেস নেটওয়ার্ক দ্বারা প্রকাশিত “প্রচারমাধ্যমের বিনোদনে দৌরাত্ম্য” শিরোনামের একটা প্রবন্ধ বলে: “সমস্যা সমাধানের উপায় হিসেবে দৌরাত্ম্যের ধারণাকে বিনোদনের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেখানে ভিলেন এবং নায়ক উভয়েই অনবরত দৌরাত্ম্যের আশ্রয় নিয়ে থাকে।” টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠান, চলচ্চিত্র এবং মিউজিক ভিডিওগুলোর কেবলমাত্র যে-দশ শতাংশ বিশ্লেষণ করা হয়েছিল সেগুলো দৌরাত্ম্যের খারাপ পরিণতি তুলে ধরেছিল। বিপরীতে, সেই প্রবন্ধ বলে, “দৌরাত্ম্যকে একেবারে ন্যায্য, স্বাভাবিক এবং অপরিহার্য—সমস্যা সমাধানের সবচেয়ে সহজ উপায়—হিসেবে উপস্থাপন করা হয়েছিল।”

আপনি কি আপনার ঘরে টেলিভিশন দেখার ক্ষেত্রে বিভিন্ন রদবদল করার প্রয়োজনীয়তা বুঝতে পারেন? আপনার সন্তানদের শান্তিপ্রবণ হওয়ার জন্য শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার বিভিন্ন প্রচেষ্টাকে দুর্বল করে দিতে প্রচারমাধ্যমের বিনোদনকে সুযোগ দেবেন না।

[১৭ পৃষ্ঠার চিত্র]

আপনার সন্তানদের মধ্যে ‘শান্তির ঈশ্বরকে’ খুশি করার আকাঙ্ক্ষা গেঁথে দিন

[১৮ পৃষ্ঠার চিত্র]

আঘাতদায়ক কথাবার্তা ও কাজগুলো সংশোধন করার জন্য সময় করে নিন

[১৯ পৃষ্ঠার চিত্র]

আপনার সন্তানদের দুঃখ প্রকাশ করতে এবং ক্ষমা করতে শেখা উচিত