বিশ্ব একতা কি সম্ভব?
বিশ্ব একতা কি সম্ভব?
আমাদের বিশ্ব কি শান্তির দোরগোড়ায় নাকি দুর্যোগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে? উভয় দৃষ্টিভঙ্গির পক্ষেই দৃঢ়প্রত্যয়জনক যুক্তিতর্ক রয়েছে বলে মনে হয়।
একদিকে, বিশ্বের কিছু নেতা বেশ আস্থার সঙ্গে বিশ্বশান্তিকে অর্জনীয় এক লক্ষ্য হিসেবে উল্লেখ করে—কারণ যদি বিশ্বশান্তি অর্জিত না হয়, তা হলে বিশ্বের সম্ভাব্য পরিস্থিতি ধারণাতীতভাবে আতঙ্কজনক হবে। অন্যদিকে, অনেকে এই ধরনের প্রশ্নগুলোর বিষয়ে ভেবে শিউরে ওঠে, যেমন: কোন দেশগুলোর কাছে ব্যাপক ধ্বংসের অস্ত্রগুলো রয়েছে? তারা কি সেগুলো ব্যবহার করার মতো দুঃসাহস দেখাবে? তারা যদি সেগুলো ব্যবহার করে, তা হলে কী হবে?
ইতিহাস দেখায় যে, প্রতিদ্বন্দ্বিতা এবং ভেদাভেদ একতার যেকোনো আশার ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়িয়েছে আর ধর্ম প্রায়ই সংঘর্ষকে বন্ধ করার পরিবর্তে সেটাকে আরও উসকে দিয়েছে। “লোকেদের বিভক্ত করে থাকে এমন যেকোনো কিছুই শত্রুতা উৎপন্ন করতে পারে আর ধর্ম হল একটা জোরালো কারণ, যেটার জন্য লোকেরা বিভক্ত হয়,” সাংবাদিক জেমস এ. হট লেখেন। “ধর্ম লোকেদেরকে ‘ভাল ব্যক্তিতে’ পরিণত করে, এই সার্বজনীন বিশ্বাস থাকা সত্ত্বেও, এই বিষয়টা একেবারে স্পষ্ট যে, এটা কিছু লোককে জঘন্য কাজ করতে পরিচালিত করে।” গ্রন্থকার স্টিভেন ওয়াইনবার্গও একই মতামত পোষণ করেন। তিনি লেখেন, “একমাত্র ধর্মই ভাল লোকেদের মন্দ কাজগুলো করার জন্য উসকে দিতে পারে।”
আমাদের বিশ্ব কখনো একতাবদ্ধ হবে, সেইরকম কোনো আশা কি রয়েছে? নিশ্চয় রয়েছে! কিন্তু, বিশ্ব একতার উৎস মানুষ অথবা মানুষের তৈরি ধর্মগুলোর কোনোটাই নয়, যা আমরা এখন দেখব।
[৩ পৃষ্ঠার ব্লার্ব]
বিশ্ব কি যেকোনো সময় বিস্ফোরিত হবে এমন একটা গ্রেনেডের মতো?