সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

“আপনার বহুমূল্য উপহারটি”

“আপনার বহুমূল্য উপহারটি”

“আপনার বহুমূল্য উপহারটি”

 বেলজিয়ামের একজন প্রাক্তন প্রধানমন্ত্রী, সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন * বইটি সম্বন্ধে এভাবেই বর্ণনা করেছিলেন। একজন প্রতিবেশী তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ করেছিলেন আর তিনি ওই বইটির একটি কপি নিয়েছিলেন। পরে, তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে একটা চিঠি লিখেছিলেন: “আপনার বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ সত্যিই আমাকে স্পর্শ করেছে আর আপনার বহুমূল্য উপহারটি: ‘সর্বমহান পুরুষের’ প্রতি উৎসর্গীকৃত বইটি আমাকে এমনকি আরও বেশি প্রভাবিত করেছে।”

সেই প্রাক্তন প্রধানমন্ত্রী বইটি বিশ্লেষণ করেছিলেন আর এই উপসংহারে পৌঁছেছিলেন: “লোকেরা যদি সুসমাচারের বার্তার প্রতি আরও বেশি আগ্রহী হতো এবং যিশু খ্রিস্টের নীতিগুলোর সঙ্গে মিল রেখে কাজ করত, তা হলে আজকের পৃথিবীটা পুরোপুরি অন্যরকম হতো। তখন আমাদের কোনো নিরাপত্তা পরিষদের প্রয়োজন হতো না; অথবা কোনো সন্ত্রাসী হামলাগুলোও হতো না আর দৌরাত্ম্যকে পৃথিবী থেকে নিষিদ্ধ ঘোষণা করা হতো।” যদিও তিনি স্বীকার করেছিলেন যে, এই বিষয়টাকে স্বপ্নচারিতা বলেই মনে হয় কিন্তু তিনি তার প্রতিবেশীর ইতিবাচক কাজের জন্য সম্মান প্রকাশ করেছিলেন।

সেই চিঠিটি আরও বলে: “আপনি বন্ধুত্বপরায়ণ লোকেদের এমন এক প্রশংসাযোগ্য দলের মধ্যে আছেন, যারা আশাবাদী নয় কিংবা নিরাশাবাদীও নয় বরং এমন ব্যক্তি যারা মানুষ এবং অন্যান্য বস্তু উভয়ের উন্নতিসাধনে বিশ্বাস করে।”

যিহোবার সাক্ষিরা বিশ্বাস করে যে, মানুষের প্রচেষ্টা নয় কিন্তু ঐশিক হস্তক্ষেপই শেষপর্যন্ত আরও সুন্দর এক পৃথিবী নিয়ে আসবে। তারা সর্বমহান পুরুষ যিশু খ্রিস্টকে অনুকরণ করার চেষ্টা করে থাকে। যিহোবার সাক্ষিরা কি সম্প্রতি আপনার সঙ্গে দেখা করেছে? আপনি সম্ভবত তাদের সঙ্গে সর্বমহান পুরুষ যিনি কখনো জীবিত ছিলেন, তাঁর সম্বন্ধে কথা বলা উপভোগ করবেন। আর তারাও আপনাকে সেই বইটি দিতে পেরে খুশি হবে যেটি সেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে এতটা প্রভাবিত করেছিল।

[পাদটীকা]

^ যিহোবার সাক্ষিদের দ্বারা প্রকাশিত।