সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

 আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তা হলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• কেন ‘পুরাতন নিয়মের’ স্থায়ী মূল্য রয়েছে?

এর গ্রন্থকার কোনো নিষ্ঠুর দেবতা নয় বরং প্রেমময় ঈশ্বর যিহোবা। যিশু ও তাঁর অনুসারীরা সবসময় ইব্রীয় শাস্ত্রের বিষয়ে উল্লেখ করত। এগুলোর মধ্যে রোজকার জীবনের জন্য ব্যবহারিক পরামর্শ রয়েছে আর এগুলো ভবিষ্যতের জন্য এক অপূর্ব আশা প্রদান করে।—৯/১, পৃষ্ঠা ৪-৭.

• আদম ও হবা পাপ করার পর থেকে সময় অতিবাহিত হওয়ার অনুমতি দেওয়া কী সম্পাদন করেছে?

৬,০০০ বছরেরও বেশি সময়ের মধ্যে শয়তান মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে—আদম ও হবা এবং তাদের লক্ষ লক্ষ বংশধর মারা গিয়েছে। সময় অতিবাহিত হওয়া দেখিয়েছে যে, ঈশ্বরের কাছ থেকে স্বাধীন হয়ে মানুষ আরও উত্তম কিছু পায়নি আর নিজেদের পাদবিক্ষেপ স্থির করার অধিকার বা সামর্থ্য কোনোটাই তাদের নেই।—৯/১৫, পৃষ্ঠা ৬-৭.

• যাকোব নিজেকে এষৌ বলে পরিচয় দেওয়ায় কেন তার সমালোচনা করা হয়নি?

এষৌর কাছ থেকে জ্যেষ্ঠাধিকার ক্রয় করার কারণে যাকোবেরই তার পিতার আশীর্বাদ পাওয়ার অধিকার ছিল। ইস্‌হাক যখন বুঝতে পেরেছিলেন যে তিনি যাকোবকে আশীর্বাদ করেছেন, তখন তিনি তা পরিবর্তন করার চেষ্টা করেননি। আর ঈশ্বর, যিনি কোনো না কোনোভাবে তাতে হস্তক্ষেপ করতে পারতেন, তিনি স্পষ্টতই চেয়েছিলেন যে যাকোব আশীর্বাদপ্রাপ্ত হোক।—১০/১, পৃষ্ঠা ৩১.

• কীভাবে আমাদের এক বিবেক থাকা প্রমাণ দেয় যে, মানুষ ক্রমবিবর্তনের মাধ্যমে আসেনি?

সমস্ত বর্ণের ও সংস্কৃতির লোকেরা অন্যদের সাহায্য করতে ইচ্ছুক, এমনকি যখন তা করার সঙ্গে নিজেদের জীবনের ঝুঁকিও জড়িত থাকে। এই ধরনের নিঃস্বার্থ মনোভাব আশা করা যেত না, যদি মানুষ নিছক পশুপাখি হতো, যারা যেকোনোভাবে টিকে থাকার জন্য লড়াই করে থাকে।—১০/১৫, পৃষ্ঠা ২০.

• কেন আমরা বলতে পারি যে, ঈশ্বর নম্র আর কোন উপায়ে তিনি এই গুণ প্রকাশ করেন?

সার্বভৌম ও সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বরের আমাদের মতো সীমাবদ্ধতাগুলো নেই। কিন্তু, ২ শমূয়েল ২২:৩৬ পদ অনুযায়ী ঈশ্বর এই অর্থে কোমল বা নম্র যে, তুচ্ছ মানুষ যারা তাঁকে সন্তুষ্ট করার চেষ্টা করে, তাদের প্রতি তিনি বিবেচনা দেখান, তাদের ক্ষমা করে থাকেন। ঈশ্বর ভয়শীল লোকেদের সঙ্গে সদয়ভাবে ব্যবহার করার জন্য রূপক অর্থে তিনি নেমে আসেন।—১১/১, পৃষ্ঠা ৪-৫.

• কীভাবে প্রাচীন মৃৎপাত্রের টুকরো বাইবেলের বিবরণকে সুনিশ্চিত করে?

প্রত্নতত্ত্ববিদরা শমরিয়ায় মাটির পাত্রের যে-ভাঙা টুকরোগুলো পেয়েছে, সেগুলোর মধ্যে যিহোশূয়ের পুস্তক ১৭:১-৬ পদে লিপিবদ্ধ সাতটা গোষ্ঠীর নাম রয়েছে। অরাদ থেকে প্রাপ্ত মাটির পাত্রের ভাঙা টুকরো ঈশ্বরের নামসহ যাজকীয় পরিবার সম্বন্ধীয় তথ্যের বিষয়ে নিশ্চিত করে। লাখীশ থেকে প্রাপ্ত মৃৎপাত্রের টুকরো, বাবিলীয়রা যিহূদা আক্রমণ করার আগে সেখানে যে-রাজনৈতিক অবস্থা ও বিশৃঙ্খলা বিরাজমান ছিল, সেই সম্বন্ধে তথ্য জুগিয়ে থাকে।—১১/১৫, পৃষ্ঠা ১২-১৪.

• কী এই উপসংহারে আসতে পরিচালিত করে যে, লূক প্রেরিত বইটি লিখেছিলেন?

লূকের সুসমাচার ও প্রেরিতদের কার্য্য-বিবরণ থিয়ফিলের উদ্দেশে, যা দেখায় যে, এই দুটোই লূক রচনা করেছেন। “আমরা,” “আমাদের” এই সর্বনামগুলোর ব্যবহার দেখায় যে, কিছু ঘটনাতে লূকও জড়িত ছিলেন। (প্রেরিত ১৬:৮-১৫)—১১/১৫, পৃষ্ঠা ১৮.

• শিকার করা ও মাছ ধরাকে একজন খ্রিস্টানের কোন দৃষ্টিতে দেখা উচিত?

নোহের সময় থেকে ঈশ্বর মানুষকে জীবজন্তু হত্যা করতে ও তা খেতে অনুমতি দিয়েছিলেন। কিন্তু, সেগুলো থেকে রক্ত ঝরিয়ে নিতে হবে এই চাহিদা এই বিষয়টার ওপর জোর দেয় যে, জীবজন্তুর জীবনের প্রতি সম্মান দেখানো উচিত কারণ এর উৎস হচ্ছেন ঈশ্বর। খ্রিস্টানদের শুধুমাত্র খেলাধুলা বা মজা করার জন্য জীবজন্তু শিকার বা হত্যা করা উচিত নয়। কৈসরের আইনকানুন মেনে চলা ও অন্যদের বিবেক সম্বন্ধে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। (রোমীয় ১৪:১৩)—১২/১, পৃষ্ঠা ৩১.