সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রিস্টানদের যখন গমের মতো চালা হয়

খ্রিস্টানদের যখন গমের মতো চালা হয়

খ্রিস্টানদের যখন গমের মতো চালা হয়

 তাঁর মৃত্যুর কিছু সময় আগে, যিশু তাঁর শিষ্যদের সাবধান করেছিলেন: “দেখ, গমের ন্যায় চালিবার জন্য শয়তান তোমাদিগকে আপনার বলিয়া চাহিয়াছে।” (লূক ২২:৩১) এই কথাগুলোর দ্বারা তিনি কী বুঝিয়েছিলেন?

যিশুর দিনে, গম কাটার জন্য অনেক সময় এবং প্রচেষ্টার প্রয়োজন ছিল। প্রথমে, শস্যচ্ছেদনকারীরা জমি থেকে গমের আঁটি সংগ্রহ করত। তারপর তারা দানাগুলো আলাদা করতে আঁটিগুলোকে শক্ত কোনোকিছুর ওপর আছাড় মারত অথবা আঁটিগুলোর ওপর দিয়ে মাড়াই যন্ত্র চালানোর জন্য গবাদিপশু ব্যবহার করত। এই প্রক্রিয়া দানাগুলোকে এর শিষ ও তুষ থেকে আলাদা করত। এরপর, কৃষকরা ওই মিশ্রণটাকে বাতাসে ঝাড়ত। এর ফলে, শস্যের দানাগুলো মাড়াই করার জায়গায় ঝরে পড়ত কিন্তু বাতাস তুষকে উড়িয়ে নিয়ে যেত। সবশেষে, দানাগুলো থেকে যেকোনো অবাঞ্ছিত উপাদান দূর করার জন্য সেগুলোকে সতর্কতার সঙ্গে চালা হতো।

যিশুর কথার সত্যতাস্বরূপ, শয়তান সেই সময়ে যিশুর শিষ্যদের অবিরতভাবে আক্রমণ করেছিল এবং সে আজকে আমাদের আক্রমণ করে চলেছে। (ইফি. ৬:১১) এটা সত্য যে, আমরা জীবনে যে-সমস্যাগুলোর মুখোমুখি হই, সেগুলোর প্রত্যেকটাই সরাসরি শয়তান ঘটায় না। (উপ. ৯:১১) তবুও, আমাদের নীতিনিষ্ঠাকে ভেঙে ফেলার জন্য শয়তান তার ক্ষমতার মধ্যে থাকা যেকোনো উপায়কে ব্যবহার করতে উন্মুখ হয়ে রয়েছে। উদাহরণ হিসেবে, সে হয়তো আমাদেরকে এক বস্তুবাদিতাপূর্ণ জীবনধারা অনুসরণ করতে, ক্ষতিকর আমোদপ্রমোদ বেছে নিতে অথবা যৌন অনৈতিকতায় লিপ্ত হতে প্রলুব্ধ করতে পারে। সে হয়তো পড়াশোনা ও কেরিয়ারের ক্ষেত্রে এই জগৎ যে-প্রস্তাবগুলো দিতে পারে, সেগুলোর পিছনে পূর্ণমাত্রায় ছোটার জন্য আমাদের ওপর চাপ প্রয়োগ করতে স্কুলের অথবা কর্মক্ষেত্রের সঙ্গীসাথি এবং অবিশ্বাসী আত্মীয়স্বজনকে ব্যবহার করতে পারে। অধিকন্তু, ঈশ্বরের প্রতি আমাদের নীতিনিষ্ঠা ভেঙে ফেলার চেষ্টায় শয়তান হয়তো সরাসরি তাড়নাকে ব্যবহার করতে পারে। অবশ্য, অন্যান্য অনেক উপায় রয়েছে, যেগুলো রূপকভাবে আমাদের চালার জন্য শয়তান ব্যবহার করে থাকে।

কীভাবে আমরা এই শক্তিশালী শত্রুর প্রতিরোধ করতে পারি? আমরা আমাদের নিজেদের শক্তিতে তা করতে পারি না। শয়তান আমাদের চেয়ে বেশি শক্তিশালী; কিন্তু, আমরা জানি যে, যিহোবা শয়তানের চেয়ে অতুলনীয়ভাবে শক্তিশালী। আমরা যদি যিহোবার ওপর পূর্ণ আস্থা রাখি, প্রজ্ঞা ও সহ্য করার সাহসের জন্য আন্তরিকভাবে তাঁর কাছে প্রার্থনা করি এবং তাঁর নির্দেশনার ওপর পূর্ণরূপে নির্ভর করি, তাহলে তিনি শয়তানের আক্রমণগুলোকে প্রতিরোধ করার জন্য আমাদেরকে শক্তিশালী করবেন।—গীত. ২৫:৪, ৫.

পরীক্ষার মধ্যে, আমাদের ‘সদসৎ বিষয়ের বিচারণের’ বা সঠিক ও ভুল পৃথক করার ক্ষমতা থাকতে হবে আর এভাবে আমরা শয়তানের কলাকৌশলের দ্বারা ভ্রান্ত হওয়া এড়াতে পারি। (ইব্রীয় ৫:১৩, ১৪) যিহোবা আমাদেরকে সেই ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করতে পারেন। এরপর, যা-ই ঘটুক না কেন, আমাদের সঠিক পথে লেগে থাকতে হবে। আমরা যদি যিহোবার নির্দেশনা মেনে চলি, তাহলে যা সঠিক তা করার জন্য আমাদের সাহসী সিদ্ধান্তকে তিনি সবসময় সমর্থন করবেন।—ইফি. ৬:১০.

শয়তান হয়তো আমাদেরকে গমের মতো চালার চেষ্টা করতে পারে। কিন্তু, যিহোবার শক্তিতে আমরা বিশ্বাসে অটল থেকে তার প্রতিরোধ করতে পারি। (১ পিতর ৫:৯) হ্যাঁ, যিহোবার বাক্য আমাদের আশ্বাস দেয়: “দিয়াবলের প্রতিরোধ কর, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে।”—যাকোব ৪:৭.