সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

জীবনজলের উনুইয়ের নিকটে গমন করার জন্য যোগ্য বলে গণ্য

জীবনজলের উনুইয়ের নিকটে গমন করার জন্য যোগ্য বলে গণ্য

জীবনজলের উনুইয়ের নিকটে গমন করার জন্য যোগ্য বলে গণ্য

“মেষশাবক ইহাদিগকে পালন করিবেন, এবং জীবন-জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন।” —প্রকা. ৭:১৭.

১. ঈশ্বরের বাক্য অভিষিক্ত খ্রিস্টানদের কীভাবে শনাক্ত করে এবং যিশু তাদের কোন দায়িত্ব দিয়েছিলেন?

 পৃথিবীতে যারা খ্রিস্টের বিষয়গুলোর যত্ন নিচ্ছে, সেই অভিষিক্ত খ্রিস্টানদেরকে ঈশ্বরের বাক্য “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” হিসেবে শনাক্ত করে। খ্রিস্ট যখন ১৯১৮ সালে ‘দাসকে’ পরীক্ষা করেছিলেন, তখন তিনি পৃথিবীতে সেই অভিষিক্ত ব্যক্তিদের “উপযুক্ত সময়ে” আধ্যাত্মিক “খাদ্য” জোগানোর বিষয়ে বিশ্বস্ত দেখেছিলেন। তাই, প্রভু যিশু এতে খুশি হয়ে তাদেরকে “আপন সর্ব্বস্বের” অধ্যক্ষ করেছিলেন। (পড়ুন, মথি ২৪:৪৫-৪৭.) এভাবে অভিষিক্ত ব্যক্তিরা স্বর্গীয় উত্তরাধিকার লাভ করার আগে এই পৃথিবীতে যিহোবার অন্য উপাসকদের পরিচর্যা করে।

২. যিশুর সর্বস্ব সম্বন্ধে বর্ণনা করুন।

একজন প্রভুর তার সর্বস্ব অথবা বিষয়সম্পত্তির ওপর অধিকার রয়েছে এবং সেগুলোকে তিনি যেভাবে চান, সেভাবে ব্যবহার করতে পারেন। যিহোবার অধিষ্ঠিত রাজা যিশু খ্রিস্টের সর্বস্বের অন্তর্ভুক্ত হল, পৃথিবীতে রাজ্যের সমস্ত বিষয়। এর অন্তর্ভুক্ত “বিস্তর লোক,” যাদের প্রেরিত যোহন দর্শনে দেখেছিলেন। বিস্তর লোককে যোহন এভাবে বর্ণনা করেছেন: “দেখ, প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক, তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না; তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষ শাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে; তাহারা শুক্লবস্ত্র পরিহিত, ও তাহাদের হস্তে খর্জ্জুর-পত্র।”—প্রকা. ৭:৯.

৩, ৪. কীভাবে বিস্তর লোক বিশেষ সুযোগপ্রাপ্ত?

সেই বিস্তর লোকের সদস্যরা তাদের মধ্যে রয়েছে, যাদেরকে যিশু তাঁর “আরও মেষ” হিসেবে উল্লেখ করেছেন। (যোহন ১০:১৬) তাদের আশা হল পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকা। তারা এই বিষয়ে আস্থা আছে যে, যিশু তাদেরকে “জীবন-জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন” এবং “ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন।” এই প্রত্যাশায় তারা “মেষশাবকের রক্তে আপন আপন বস্ত্র ধৌত করিয়াছে, ও শুক্লবর্ণ করিয়াছে।” (প্রকা. ৭:১৪, ১৭) তারা যিশুর বলিদানে বিশ্বাস দেখিয়ে চলে আর তাই ঈশ্বরের চোখে তাদের ‘শুক্লবস্ত্র’ রয়েছে। অব্রাহামের মতো তারা ঈশ্বরের বন্ধু হিসেবে ধার্মিক গণিত হয়।

অধিকন্তু, আরও মেষের বৃদ্ধিরত বিস্তর লোক যেহেতু ঈশ্বরের চোখে ধার্মিক, তাই তারা মহাক্লেশে এই বিধিব্যবস্থার ধ্বংসের সময় রক্ষা পাওয়ার আশা রাখতে পারে। (যাকোব ২:২৩-২৬) তারা যিহোবার নিকটবর্তী হতে পারে এবং একটা দল হিসেবে তাদের আরমাগিদোনে রক্ষা পাওয়ার অপূর্ব আশা রয়েছে। (যাকোব ৪:৮; প্রকা. ৭:১৫) তারা বিচ্ছিন্ন কোনো দল নয় বরং স্বর্গীয় রাজা ও পৃথিবীতে তাঁর অভিষিক্ত ভাইদের নির্দেশনাধীনে কাজ করতে ইচ্ছুক।

৫. কীভাবে বিস্তর লোক খ্রিস্টের অভিষিক্ত ভাইদের সমর্থন করে?

অভিষিক্ত খ্রিস্টানরা শয়তানের জগতের কাছ থেকে চরম বিরোধিতার মুখোমুখি হয়েছে এবং ক্রমাগত মুখোমুখি হবে। তা সত্ত্বেও, তারা তাদের এই বিস্তর লোক সহযোগীদের সমর্থনের ওপর নির্ভর করতে পারে। যদিও অভিষিক্ত খ্রিস্টানরা এখন সংখ্যায় অল্প কিন্তু বিস্তর লোকের সংখ্যা প্রতি বছর হাজার হাজার বৃদ্ধি পাচ্ছে। অভিষিক্ত ব্যক্তিরা ব্যক্তিগতভাবে বিশ্বব্যাপী প্রায় ১,০০,০০০টা খ্রিস্টীয় মণ্ডলীর তত্ত্বাবধান করতে অসমর্থ। তাই, অভিষিক্ত ব্যক্তিরা আরও মেষের কাছ থেকে একটা দিক দিয়ে যে-সমর্থন লাভ করে থাকে, তা হল বিস্তর লোকের যোগ্য ব্যক্তিরা মণ্ডলীর প্রাচীন হিসেবে সেবা করে থাকে। তারা সেইসব লক্ষ লক্ষ খ্রিস্টানের যত্ন নেওয়ায় সাহায্য করে থাকে, যাদেরকে এখন ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ ওপর আস্থা সহকারে দেওয়া হয়েছে।

৬. তাদের আরও মেষ সহযোগীদের দ্বারা অভিষিক্ত খ্রিস্টানদের সমর্থন লাভ করার বিষয়টা কীভাবে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল?

তাদের আরও মেষ সহযোগীরা অভিষিক্ত খ্রিস্টানদেরকে স্বেচ্ছায় যে-সমর্থন প্রদান করছে, সেই বিষয়ে ভাববাদী যিশাইয় ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি লিখেছিলেন: “সদাপ্রভু এই কথা কহেন, মিসরের উপার্জ্জিত সম্পত্তি [“বেতনহীন মজুররা,” NW] ও কূশের বাণিজ্যের লভ্য এবং দীর্ঘকায় সবায়ীয়গণ তোমার কাছে আসিবে, তাহারা তোমারই হইবে; তাহারা তোমার পশ্চাদ্গামী হইবে।” (যিশা. ৪৫:১৪) রূপক অর্থে, পার্থিব আশাসম্পন্ন খ্রিস্টানরা আজকে দাস শ্রেণী ও এর পরিচালক গোষ্ঠীর পশ্চাদ্গামী হচ্ছে, তাদের নেতৃত্ব মেনে নিচ্ছে। ‘বেতনহীন মজুর’ হিসেবে আরও মেষ স্বেচ্ছায় ও সর্বান্তঃকরণে তাদের শক্তি এবং সম্পদ বিশ্বব্যাপী প্রচার কাজে সমর্থন করার জন্য ব্যয় করছে, যা করার জন্য খ্রিস্ট পৃথিবীতে তাঁর অভিষিক্ত অনুসারীদের নিযুক্ত করেছেন।—প্রেরিত ১:৮; প্রকা. ১২:১৭.

৭. কীসের জন্য বিস্তর লোক প্রশিক্ষিত হচ্ছে?

বিস্তর লোকের সদস্যরা তাদের অভিষিক্ত ভাইদের সমর্থন জোগানোর সঙ্গে সঙ্গে নতুন মানবসমাজের ভিত্তি হিসেবে প্রশিক্ষিত হচ্ছে, যা আরমাগিদোনের পর বিদ্যমান থাকবে। সেই ভিত্তিকে অবশ্যই মজবুত ও দৃঢ় হতে হবে আর এর সদস্যদের অবশ্যই প্রভুর নির্দেশনা পালন করার জন্য ইচ্ছুক ও সমর্থ হতে হবে। প্রত্যেক খ্রিস্টানকে এটা দেখানোর জন্য সুযোগ দেওয়া হচ্ছে যে, তিনি রাজা খ্রিস্ট যিশুর দ্বারা ব্যবহৃত হতে পারেন কি না। এখনই বিশ্বাস দেখিয়ে চলে ও আনুগত্য প্রদর্শন করার মাধ্যমে তিনি দেখান যে, রাজা যখন নতুন জগতে তাকে নির্দেশনা দেবেন, তখন তিনি ইচ্ছুক মনে সাড়া দেবেন।

বিস্তর লোক তাদের বিশ্বাসের প্রমাণ দেয়

৮, ৯. কীভাবে বিস্তর লোক তাদের বিশ্বাসের প্রমাণ দিচ্ছে?

অভিষিক্ত খ্রিস্টানদের মণ্ডলীর আরও মেষ সহযোগীরা বিভিন্ন উপায়ে তাদের বিশ্বাসের প্রমাণ দেয়। প্রথমত, তারা ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করায় অভিষিক্তদের সমর্থন করে। (মথি ২৪:১৪; ২৮:১৯, ২০) দ্বিতীয়ত, তারা পরিচালক গোষ্ঠীর দ্বারা জোগানো নির্দেশনার প্রতি স্বেচ্ছায় বশীভূত থাকে।—ইব্রীয় ১৩:১৭; পড়ুন, সখরিয় ৮:২৩.

তৃতীয়ত, বিস্তর লোকের সদস্যরা যিহোবার ধার্মিক নীতি অনুযায়ী জীবনযাপন করার মাধ্যমে তাদের অভিষিক্ত ভাইদের সমর্থন করে। তারা “প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয়দমন” গড়ে তোলার প্রচেষ্টা করে। (গালা. ৫:২২, ২৩) আজকে, “মাংসের কার্য্য সকল” উৎপন্ন না করে বরং এই ধরনের গুণ প্রদর্শন করা হয়তো এতটা জনপ্রিয় নয়। তা সত্ত্বেও, বিস্তর লোকের সদস্যরা “বেশ্যাগমন, অশুচিতা, স্বৈরিতা, প্রতিমাপূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য্য, মত্ততা, রঙ্গরস ও তৎসদৃশ অন্য অন্য দোষ” এড়িয়ে চলার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ।—গালা. ৫:১৯-২১.

১০. বিস্তর লোকের সদস্যদের দৃঢ়সংকল্প কী?

১০ যেহেতু আমরা অসিদ্ধ, তাই আত্মার ফল উৎপন্ন করা, মাংসের কার্যসকল এড়িয়ে চলা এবং শয়তানের জগতের কাছ থেকে আসা চাপ প্রতিরোধ করা কঠিন হতে পারে। তা সত্ত্বেও, আমরা ব্যক্তিগত দুর্বলতা, সাময়িক ব্যর্থতা অথবা শারীরিক সীমাবদ্ধতার ফলে আসা নিরুৎসাহিতার দ্বারা আমাদের বিশ্বাসের জোরকে প্রভাবিত হতে না দেওয়ার অথবা যিহোবার প্রতি আমাদের প্রেমকে হ্রাস হতে না দেওয়ার ব্যাপারে দৃঢ়সংকল্পবদ্ধ। আমরা জানি যে, যিহোবা ঠিক তা-ই করবেন, যেমনটা তিনি প্রতিজ্ঞা করেছেন—মহাক্লেশের মধ্যে দিয়ে বিস্তর লোককে তিনি বাঁচিয়ে রাখবেন।

১১. খ্রিস্টানদের বিশ্বাসকে দুর্বল করে দেওয়ার জন্য শয়তান তার প্রচেষ্টায় কোন কৌশলগুলো ব্যবহার করেছে?

১১ তা সত্ত্বেও, আমরা সবসময় সতর্ক থাকি, কারণ আমরা জানি যে আমাদের প্রকৃত শত্রু হচ্ছে দিয়াবল আর সে সহজেই হাল ছেড়ে দেয় না। (পড়ুন, ১ পিতর ৫:৮.) আমাদেরকে এটা বিশ্বাস করানোর জন্য সে ধর্মভ্রষ্ট ব্যক্তি ও অন্যদের ব্যবহার করেছে যে, আমরা যে-শিক্ষাগুলো অনুসরণ করি, সেগুলো মিথ্যা। কিন্তু, এই কৌশল সাধারণত ব্যর্থ হয়েছে। একইভাবে, যদিও তাড়না মাঝে মাঝে প্রচার কাজকে ধীর করে দিয়েছে কিন্তু প্রায়ই এটা সেই ব্যক্তিদের বিশ্বাসকে প্রকৃতপক্ষে শক্তিশালী করেছে, যারা তাড়িত হয়েছে। তাই, শয়তান ক্রমাগত এমন এক পদ্ধতি ব্যবহার করে, যেটাকে সে সম্ভবত আমাদের বিশ্বাসকে দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে অনেক কার্যকারী বলে মনে করে। সে নিরুৎসাহিতার অনুভূতিকে স্বীয়স্বার্থে কাজে লাগায়। প্রথম শতাব্দীর খ্রিস্টানদের এই বিপদ সম্বন্ধে সাবধান করে দেওয়া হয়েছিল, যখন তাদের বলা হয়েছিল: “[খ্রিস্টকেই] আলোচনা কর, যিনি আপনার বিরুদ্ধে পাপিগণের . . . প্রতিবাদ সহ্য করিয়াছিলেন।” কেন? “যেন প্রাণের ক্লান্তিতে অবসন্ন না হও।”—ইব্রীয় ১২:৩.

১২. কীভাবে বাইবেলের পরামর্শ সেই ব্যক্তিদের শক্তিশালী করে, যারা নিরুৎসাহ বোধ করে?

১২ আপনি কি কখনো হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন? আপনি কি মাঝে মাঝে এইরকম মনে করেন যে, আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন? যদি তা-ই হয়, তাহলে যিহোবাকে সেবা করার ক্ষেত্রে বাধা হতে দেওয়ার জন্য শয়তানকে সেই অনুভূতিগুলোকে ব্যবহার করার সুযোগ দেবেন না। গভীর বাইবেল অধ্যয়ন, আন্তরিক প্রার্থনা এবং নিয়মিত সভায় উপস্থিতি ও সহখ্রিস্টানদের সঙ্গে মেলামেশা আপনাকে শক্তিশালী করবে এবং আপনাকে ‘প্রাণের ক্লান্তিতে অবসন্ন হওয়া’ থেকে দূরে রাখবে। যিহোবা সেই ব্যক্তিদের পুনরায় শক্তি অর্জন করতে সাহায্য করার প্রতিজ্ঞা করেছেন, যারা তাঁর সেবা করে আর তাঁর প্রতিজ্ঞা নিশ্চিত। (পড়ুন, যিশাইয় ৪০:৩০, ৩১.) রাজ্যের সঙ্গে সম্পর্কযুক্ত সেবার ওপর মনোযোগ দিন। সময় অপচয়কারী বিক্ষেপগুলো এড়িয়ে চলুন এবং অন্যদের সাহায্য করার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করুন। তাহলেই আপনি নিরুৎসাহিতা সত্ত্বেও সহ্য করার শক্তি পাবেন।—গালা. ৬:১, ২.

ক্লেশের মধ্যে থেকে রক্ষা পেয়ে এক নতুন জগতে

১৩. যারা আরমাগিদোনে রক্ষা পাবে, তাদের জন্য কোন কাজ অপেক্ষা করছে?

১৩ আরমাগিদোনের পর, অসংখ্য অধার্মিক পুনরুত্থিত ব্যক্তিদের যিহোবার পথানুযায়ী নির্দেশনার প্রয়োজন হবে। (প্রেরিত ২৪:১৫) তাদেরকে যিশুর মুক্তির মূল্যরূপ বলিদান সম্বন্ধে জানতে হবে; এ ছাড়াও তাদেরকে শেখাতে হবে যে, এর উপকারগুলো লাভ করার জন্য তাদের সেই বলিদানে বিশ্বাস দেখিয়ে চলতে হবে। তাদেরকে আগের মিথ্যা ধর্মীয় মতবাদগুলো প্রত্যাখ্যান করতে ও পূর্বের জীবনধারা ত্যাগ করতে হবে। তাদেরকে অবশ্যই সেই নতুন মনুষ্য বা ব্যক্তিত্ব পরিধান করতে শিখতে হবে, যা সত্য খ্রিস্টানদের শনাক্ত করে। (ইফি. ৪:২২-২৪; কল. ৩:৯, ১০) আরমাগিদোনে রক্ষাপ্রাপ্ত সেই আরও মেষের অনেক কাজ থাকবে। যিহোবার জন্য এই ধরনের সেবা করা কতই না আনন্দদায়ক হবে, যা বর্তমান দুষ্ট জগতের চাপ ও বিক্ষেপগুলো থেকে মুক্ত!

১৪, ১৫. মহাক্লেশ থেকে রক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের ও পুনরুত্থিত ধার্মিক ব্যক্তিদের মধ্যে তথ্যের যে-আদান-প্রদান হবে, তা বর্ণনা করুন।

১৪ যিহোবার যে-বিশ্বস্ত দাসেরা যিশুর পার্থিব পরিচর্যার আগে মারা গিয়েছে, তাদেরও সেই সময়ে অনেক কিছু শেখার থাকবে। তারা প্রতিজ্ঞাত মশীহের পরিচয় সম্বন্ধে শিখবে, যাঁর জন্য তারা প্রত্যাশা করে ছিল কিন্তু কখনো দেখতে পারেনি। তাদের পূর্বের জীবনে তারা ইতিমধ্যেই যিহোবার দ্বারা নির্দেশনা লাভ করার ইচ্ছুক মনোভাব সম্বন্ধে ইঙ্গিত দিয়েছে। কল্পনা করে দেখুন যে, তাদেরকে সাহায্য করা—উদাহরণস্বরূপ, দানিয়েল যে-ভবিষ্যদ্বাণীগুলো লিখেছিলেন কিন্তু বুঝতে পারেননি, সেগুলোর পরিপূর্ণতা তার কাছে ব্যাখ্যা করা—কত আনন্দদায়ক ও বিশেষ সুযোগই না হবে!—দানি. ১২:৮, ৯.

১৫ যদিও পুনরুত্থিত ব্যক্তিদের আমাদের কাছ থেকে অনেক কিছু শেখার থাকবে কিন্তু আমাদেরও তাদেরকে জিজ্ঞেস করার মতো অনেক প্রশ্ন থাকবে। তারা হয়তো সেই ঘটনাগুলো আমাদেরকে বিস্তারিত বলবে, যেগুলো বাইবেলে উল্লেখ করা আছে কিন্তু বিস্তারিতভাবে বলা নেই। তাঁর মাসতুতো ভাই যোহন বাপ্তাইজকের কাছ থেকে যিশুর বিষয়ে ব্যক্তিগত বর্ণনা জানা কতই না রোমাঞ্চকর হবে! এই বিশ্বস্ত সাক্ষিদের কাছ থেকে আমরা যা জানব, তা নিঃসন্দেহে বর্তমানে ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের যে-উপলব্ধি আছে, তার চেয়ে বেশি উপলব্ধি প্রদান করবে। যিহোবার যে-বিশ্বস্ত দাসেরা মারা গিয়েছে—ও সেইসঙ্গে বিস্তর লোকের সেই ব্যক্তিরা, যারা শেষকালে মারা যায়—তারা ‘শ্রেষ্ঠ পুনরুত্থান’ লাভ করবে। তারা শয়তানের দ্বারা শাসিত এক জগতে যিহোবার সেবা করতে শুরু করেছিল। নতুন জগতের আরও অনুকূল পরিস্থিতিতে ক্রমাগত সেবা করা তাদের জন্য আরও কত আনন্দেরই না হবে!—ইব্রীয় ১১:৩৫; ১ যোহন ৫:১৯.

১৬. ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বিচার-দিন কীভাবে এগিয়ে যাবে?

১৬ বিচার-দিন চলাকালে কোনো এক পর্যায়ে পুস্তকগুলো খোলা হবে। বাইবেলের সঙ্গে সঙ্গে এই পুস্তকগুলোও সমস্ত জীবিত ব্যক্তিদের অনন্তজীবন লাভ করার যোগ্যতা সম্বন্ধে বিচার করার ভিত্তি জোগাবে। (পড়ুন, প্রকাশিত বাক্য ২০:১২, ১৩.) বিচার-দিনের শেষে প্রত্যেক ব্যক্তির এটা দেখানোর প্রচুর সুযোগ থাকবে যে, সর্বজনীন সার্বভৌমত্ব সংক্রান্ত বিচার্য বিষয়ে তার অবস্থান কোথায়। তিনি কি রাজ্যের ব্যবস্থাকে সমর্থন করবেন এবং মেষশাবককে “জীবন-জলের উনুইয়ের” নিকটে গমন করানোর সুযোগ দেবেন? নাকি তিনি বিরোধিতা করবেন, ঈশ্বরের রাজ্যের বশীভূত থাকাকে প্রত্যাখ্যান করবেন? (প্রকা. ৭:১৭; যিশা. ৬৫:২০) সেই সময় পৃথিবীর সকলের এক ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে আর তারা উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পাপ অথবা দুষ্ট পরিবেশের দ্বারা প্রভাবিত হবে না। কেউই যিহোবার চূড়ান্ত বিচারের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারবে না। একমাত্র দুষ্ট ব্যক্তিদের চিরকালের জন্য ধ্বংস করে দেওয়া হবে।—প্রকা. ২০:১৪, ১৫.

১৭, ১৮. কোন আনন্দপূর্ণ প্রত্যাশা নিয়ে অভিষিক্ত খ্রিস্টান ও আরও মেষ বিচার-দিনকে দেখে থাকে?

১৭ আজকে অভিষিক্ত খ্রিস্টানরা, রাজ্য লাভ করার যোগ্য বলে গণ্য হওয়ায় বিচার-দিন চলাকালে শাসন করার জন্য প্রতীক্ষা করে আছে। তারা কত মহান সুযোগই না লাভ করবে! এই প্রত্যাশা তাদেরকে সেই পরামর্শ অনুসরণ করতে অনুপ্রাণিত করে, যা পিতর প্রথম শতাব্দীর ভাইদের দিয়েছিলেন: “তোমরা যে আহূত ও মনোনীত, তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন কর, কেননা এ সকল করিলে তোমরা কখনও উছোট খাইবে না; কারণ এইরূপে আমাদের প্রভু ও ত্রাণকর্ত্তা যীশু খ্রীষ্টের অনন্ত রাজ্যে প্রবেশ করিবার অধিকার প্রচুররূপে তোমাদিগকে দেওয়া যাইবে।”—২ পিতর ১:১০, ১১.

১৮ আরও মেষ তাদের অভিষিক্ত ভাইদের সঙ্গে আনন্দ করে। তারা তাদেরকে সমর্থন করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ। আজকে ঈশ্বরের বন্ধু হিসেবে ঈশ্বরের সেবায় তারা তাদের যথাসাধ্য করার জন্য অনুপ্রাণিত হয়। বিচার-দিন চলাকালে তারা ঈশ্বরের ব্যবস্থাগুলোকে সর্বান্তঃকরণে সমর্থন করার জন্য রোমাঞ্চিত হবে, যখন যিশু তাদেরকে জীবনজলের নিকটে গমন করাবেন। এরপর—অবশেষে—তারা চিরকালের জন্য যিহোবার পার্থিব দাস হওয়ার যোগ্য বলে গণ্য হবে!—রোমীয় ৮:২০, ২১; প্রকা. ২১:১-৭.

আপনার কি মনে আছে?

• যিশুর সর্বস্বের অন্তর্ভুক্ত কী?

• কীভাবে বিস্তর লোক তাদের অভিষিক্ত ভাইদের সমর্থন করে?

• বিস্তর লোক কোন কোন বিশেষ সুযোগ ও প্রত্যাশা উপভোগ করে?

• বিচার-দিনকে আপনি কীভাবে দেখেন?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[২৫ পৃষ্ঠার চিত্র]

বিস্তর লোক মেষশাবকের রক্তে তাদের বস্ত্র ধৌত ও শুক্লবর্ণ করেছে

[২৭ পৃষ্ঠার চিত্র]

পুনরুত্থিত বিশ্বস্ত ব্যক্তিদের কাছ থেকে আপনি কী জানার জন্য আশা করেন?