সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রহরীদুর্গ পত্রিকার নতুন অধ্যয়ন সংস্করণ

প্রহরীদুর্গ পত্রিকার নতুন অধ্যয়ন সংস্করণ

প্রহরীদুর্গ পত্রিকার নতুন অধ্যয়ন সংস্করণ

 আপনি যে-পত্রিকাটি পড়ছেন, সেটি প্রহরীদুর্গ পত্রিকার অধ্যয়ন সংস্করণের প্রথম সংখ্যা। আমরা এই পত্রিকার নতুন বিন্যাসের কিছু বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে চাই।

অধ্যয়ন সংস্করণটি যিহোবার সাক্ষি ও অগ্রগতিশীল বাইবেল ছাত্রদের জন্য প্রকাশ করা হয়েছে। এটি মাসে একটি করে বের হবে এবং এখানে চারটে অথবা পাঁচটা করে অধ্যয়ন প্রবন্ধ থাকবে। এই অধ্যয়ন প্রবন্ধগুলো আলোচনা করার তালিকা পত্রিকার প্রচ্ছদ পৃষ্ঠায় ছাপানো রয়েছে। প্রহরীদুর্গ পত্রিকার জনসাধারণের সংস্করণটির মতো অধ্যয়ন সংস্করণের প্রতিটি সংখ্যার জন্য ভিন্ন ভিন্ন প্রচ্ছদচিত্র থাকবে না, যেহেতু এটি ক্ষেত্রের পরিচর্যায় অপর্ণ করা হবে না।

এই পত্রিকার ২য় পৃষ্ঠাতে আপনি প্রত্যেক অধ্যয়ন অথবা ধারাবাহিক প্রবন্ধের উদ্দেশ্য সম্বন্ধে সাহায্যকারী সংক্ষিপ্ত সারাংশ ও সেইসঙ্গে গৌণ প্রবন্ধগুলোর তালিকা পাবেন। যিনি প্রহরীদুর্গ অধ্যয়ন পরিচালনা করেন, তিনি মণ্ডলীর সভাতে প্রবন্ধগুলো ব্যবহারিকভাবে আলোচনার জন্য প্রস্তুতি নেওয়ার সময় এই বৈশিষ্ট্যকে অনেক সাহায্যকারী হিসেবে দেখতে পাবেন।

আপনি লক্ষ করবেন যে, অধ্যয়ন প্রবন্ধগুলো আগের চেয়ে একটু ছোট। এর ফলে প্রহরীদুর্গ অধ্যয়নের সময় মূল শাস্ত্রপদগুলো বিবেচনার জন্য আরও সময় পাওয়া যাবে। আমরা আপনাদেরকে প্রতি সপ্তাহে সমস্ত উল্লেখিত শাস্ত্রপদ দেখার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। কিছু উল্লেখিত শাস্ত্রপদে “পড়ুন” কথাটা রয়েছে আর সেগুলো প্রহরীদুর্গ অধ্যয়নের সময় পড়া ও আলোচনা করা উচিত। সময় থাকলে অন্যান্য শাস্ত্রপদও পড়া যেতে পারে। কিছু প্রবন্ধে আপনি হয়তো শাস্ত্রপদের সঙ্গে “তুলনা করুন” কথাগুলো দেখতে পাবেন। যেহেতু এই শাস্ত্রপদগুলো অনুচ্ছেদের মূল বিষয়গুলোকে প্রত্যক্ষভাবে প্রমাণ করে না, তাই সেগুলো মণ্ডলীর সভাতে সাধারণত পড়া হবে না। তা সত্ত্বেও, “তুলনা করুন” শাস্ত্রপদগুলোর মধ্যে আগ্রহজনক আনুষঙ্গিক তথ্য রয়েছে অথবা সেগুলো হয়তো আলোচ্য বিষয়গুলোর জন্য পরোক্ষ সমর্থন জোগাতে পারে। আমরা আপনাকে প্রহরীদুর্গ অধ্যয়নের জন্য প্রস্তুতি নেওয়ার সময় সেগুলো পড়ে দেখতে উৎসাহিত করছি। আপনি হয়তো আপনার মন্তব্যের সময় সেগুলো উল্লেখ করতে পারেন।

এখন থেকে আর প্রহরীদুর্গ পত্রিকায় বার্ষিক রিপোর্ট দেওয়া হবে না। ২০০৮ সাল থেকে শুরু করে এটি আমাদের রাজ্যের পরিচর্যা-য় ইনসার্ট হিসেবে ও সেইসঙ্গে বর্ষপুস্তক (ইংরেজি)-তে ছাপানো হবে। কিন্তু, ওপরে যেমন উল্লেখ করা হয়েছে, অধ্যয়ন সংস্করণে গৌণ প্রবন্ধগুলোও থাকবে। যদিও এই ধরনের অনেক প্রবন্ধ মণ্ডলীর সভাতে আলোচনা করা হবে না, তবে আপনাকে সেগুলো মনোযোগের সঙ্গে পড়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই প্রবন্ধগুলোতেও ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ কাছ থেকে আধ্যাত্মিক খাদ্য রয়েছে।—মথি ২৪:৪৫-৪৭.

সবশেষে, প্রহরীদুর্গ পত্রিকার অধ্যয়ন সংস্করণ ও জনসাধারণের সংস্করণ দুটি ভিন্ন ধরনের পত্রিকা নয়। দুটি পত্রিকাই প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে। এগুলোর ২য় পৃষ্ঠাতে প্রহরীদুর্গ পত্রিকার উদ্দেশ্য ব্যাখ্যা করে এক অভিন্ন অনুচ্ছেদ রয়েছে। দুটিকেই বার্ষিক খণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আর দুটি পত্রিকার বিষয়বস্তুই “আপনি কি মনে করতে পারেন?” বিভাগের মধ্যে পাওয়া যাবে, যা অধ্যয়ন সংস্করণে প্রকাশ করা হবে।

সেই ১৮৭৯ সাল থেকে যুদ্ধ, অর্থনৈতিক মন্দা ও তাড়নার মধ্যে প্রহরীদুর্গ পত্রিকা বিশ্বস্ততার সঙ্গে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ঘোষণা করে চলেছে। আমরা প্রার্থনা করি যে, যিহোবার আশীর্বাদে এটি যেন নতুন আঙ্গিকেও তা করে চলে। আর আমরা এও প্রার্থনা করি যে, আপনারা যখন পাঠক-পাঠিকা হিসেবে প্রহরীদুর্গ পত্রিকার নতুন অধ্যয়ন সংস্করণ উত্তমভাবে ব্যবহার করেন, তখন যিহোবা যেন আপনাদেরকে আশীর্বাদ করেন।