সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল

 প্রেরিত পৌল বলেছিলেন, “সমস্ত ইস্রায়েল পরিত্রাণ পাইবে।” (রোমীয় ১১:২৬) তিনি কি এটা বুঝিয়েছিলেন যে, এক সময়ে সমস্ত যিহুদি খ্রিস্টধর্মে ধর্মান্তরিত হবে?

না, পৌল তা বলছিলেন না। একটা জাতি হিসেবে, অব্রাহামের বংশধররা যিশুকে মশীহ হিসেবে প্রত্যাখ্যান করেছিল। আর যিশুর মৃত্যুর পরবর্তী বছরগুলোতে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছিল যে, যিহুদিদেরকে একাধারে খ্রিস্টধর্মে ধর্মান্তরিত করা হবে না। তবুও, “সমস্ত ইস্রায়েল পরিত্রাণ পাইবে,” পৌলের বলা এই কথাগুলো সত্য ছিল। কীভাবে?

যিশু তাঁর দিনের যিহুদি ধর্মীয় নেতাদের বলেছিলেন: “তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লওয়া যাইবে, এবং এমন এক জাতিকে দেওয়া হইবে, যে জাতি তাহার ফল দিবে।” (মথি ২১:৪৩) যেহেতু পুরো এক জাতি হিসেবে ইস্রায়েল যিশুকে প্রত্যাখ্যান করেছিল, তাই যিহোবা এক নতুন জাতি, এক আত্মিক জাতির প্রতি তাঁর মনোযোগ সরিয়ে নিয়েছিলেন। পৌল এই জাতিকে ‘ঈশ্বরের ইস্রায়েল’ বলেছিলেন।—গালা. ৬:১৬.

খ্রিস্টান গ্রিক শাস্ত্রের অন্যান্য অংশ প্রমাণ করে যে, ‘ঈশ্বরের ইস্রায়েল’ ১,৪৪,০০০ জন আত্মায় অভিষিক্ত খ্রিস্টানকে নিয়ে গঠিত। (রোমীয় ৮:১৫-১৭; প্রকা. ৭:৪) এই দলে যে ন-যিহুদিরা যুক্ত হবে, তা প্রকাশিত বাক্য ৫:৯, ১০ পদের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, যেটি দেখায় যে, অভিষিক্ত খ্রিস্টানরা “সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে” আসে। আত্মিক ইস্রায়েলের সদস্যদের “রাজ্য ও যাজক” করার জন্য বিশেষভাবে বাছাই করা হয়েছে “আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে।” যদিও যিহোবা ইস্রায়েলকে মনোনীত এক জাতি হিসেবে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু আলাদা আলাদা ব্যক্তি হিসেবে তারা তাঁর সঙ্গে পুনরায় সম্মিলিত হতে পারত। প্রেরিতদের এবং অনেক প্রাথমিক খ্রিস্টানের বেলায় তা-ই হয়েছিল। অবশ্য, অন্য সমস্ত মানুষের মতো এই যিহুদিদেরকেও যিশু খ্রিস্টের রক্তের দ্বারা ক্রয় করতে হতো।—১ তীম. ২:৫, ৬; ইব্রীয় ২:৯; ১ পিতর ১:১৭-১৯.

প্রথম শতাব্দীর অধিকাংশ মাংসিক যিহুদির যিশুর সঙ্গে সহশাসক হওয়ার সুযোগ হারানোর বিষয়টা ঈশ্বরের উদ্দেশ্যকে ব্যাহত করেনি। তা কখনো ব্যাহত হবেও না, কারণ যিহোবা তাঁর ভাববাদীর মাধ্যমে বলেছিলেন: “আমার মুখনির্গত বাক্য তেমনি হইবে; তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি, তাহা সম্পন্ন করিবে, এবং যে জন্য তাহা প্রেরণ করি, সে বিষয়ে সিদ্ধার্থ হইবে।”—যিশা. ৫৫:১০, ১১.

এটা ১,৪৪,০০০ জন সহশাসককে স্বর্গে তাঁর পুত্রের পাশে অধিষ্ঠিত করার ব্যাপারে ঈশ্বরের উদ্দেশ্যের বেলায়ও সত্য। বাইবেল স্পষ্ট করে যে, ঈশ্বর ১,৪৪,০০০ জনের পূর্ণ সংখ্যাকে অভিষিক্ত করবেন। একজনও বাদ যাবে না!—প্রকা. ১৪:১-৫.

তাই, পৌল যখন লিখেছিলেন “সমস্ত ইস্রায়েল পরিত্রাণ পাইবে,” তখন তিনি যিহুদিদেরকে খ্রিস্টধর্মে এক গণধর্মান্তরিতকরণের বিষয় ভবিষ্যদ্বাণী করছিলেন না। বরং তিনি বোঝাতে চেয়েছিলেন যে, ঈশ্বরের পুত্র যিশু খ্রিস্টের সঙ্গে ১,৪৪,০০০ জন আত্মিক ইস্রায়েলীয় ব্যক্তির স্বর্গে শাসন করার বিষয়ে ঈশ্বরের উদ্দেশ্য পরিপূর্ণ হবে। ঈশ্বরের নিরূপিত সময়ে পূর্ণ সংখ্যা—“সমস্ত ইস্রায়েল”—পরিত্রাণ লাভ করবে, অবশেষে মশীহ রাজ্যে রাজা ও যাজক হিসেবে শাসন করবে।—ইফি. ২:৮.

[২৮ পৃষ্ঠার চিত্রগুলো]

অভিষিক্ত ব্যক্তিরা “সমুদয় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে” আসে