সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

ঘরে ঘরে পরিচর্যার প্রতিদ্বন্দ্বিতাগুলো কাটিয়ে ওঠা

ঘরে ঘরে পরিচর্যার প্রতিদ্বন্দ্বিতাগুলো কাটিয়ে ওঠা

ঘরে ঘরে পরিচর্যার প্রতিদ্বন্দ্বিতাগুলো কাটিয়ে ওঠা

“আমরা আমাদের ঈশ্বরে সাহসী হইয়া অতিশয় প্রাণপণে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচারের কথা বলিয়াছিলাম।”—১ থিষল. ২:২.

১. যিরমিয় কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়েছিলেন আর কীভাবে তিনি সেগুলো কাটিয়ে উঠতে পেরেছিলেন?

 যিরমিয় আমাদের মতোই অনুভূতিসম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। যিহোবা যখন তাকে “জাতিগণের কাছে ভাববাদী” হওয়ার বিষয়ে তার দায়িত্ব সম্বন্ধে জানিয়েছিলেন, তখন তিনি আর্তনাদ করে বলেছিলেন: “হায় হায়, হে প্রভু সদাপ্রভু, দেখ, আমি কথা কহিতে জানি না, কেননা আমি বালক।” তা সত্ত্বেও, যিহোবার ওপর নির্ভর করে তিনি সেই কার্যভার গ্রহণ করেছিলেন। (যির. ১:৪-১০) ৪০ বছরেরও বেশি সময় ধরে যিরমিয় উদাসীনতা, প্রত্যাখ্যান, উপহাস ও এমনকি শারীরিক নির্যাতনের সঙ্গে লড়াই করেছিলেন। (যির. ২০:১, ২) মাঝে মাঝে, তিনি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। তারপরও, তিনি এক বিরাট সংখ্যক অসংবেদনশীল লোকের কাছে অপ্রিয় এক বার্তা ঘোষণা করায় অধ্যবসায়ী ছিলেন। ঈশ্বরের শক্তিতে যিরমিয় সেই বিষয়টা করতে পেরেছিলেন, যা তিনি কখনো নিজের শক্তিতে করতে পারতেন না।—পড়ুন, যিরমিয় ২০:৭-৯.

২, ৩. কীভাবে আজকে ঈশ্বরের দাসেরা যিরমিয়ের মতো একই প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয়?

ঈশ্বরের অনেক দাস আজকে যিরমিয়ের মতো একই অনুভূতি সম্বন্ধে বলতে পারে। ঘরে ঘরে প্রচার করার সম্ভাবনা নিয়ে চিন্তা করার সময়, আমাদের মধ্যে কেউ কেউ একসময় ভেবেছিলাম, ‘এই কাজ আমি কখনো করতে পারব না।’ কিন্তু, আমরা যখন উপলব্ধি করতে পেরেছিলাম যে, আমাদের সুসমাচার প্রচার করাটা যিহোবারই ইচ্ছা, তখন আমরা আমাদের ভয় কাটিয়ে উঠেছিলাম এবং প্রচার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তারপরও, আমাদের মধ্যে অনেকেই জীবনে এমন পরিস্থিতিগুলোর মুখোমুখি হয়েছি, যেগুলো প্রচার করে যাওয়াকে, অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হলেও, কঠিন করে তুলেছিল। এটা অস্বীকার করার কিছু নেই যে, ঘরে ঘরে প্রচার করতে শুরু করা এবং শেষ পর্যন্ত প্রচার করা চালিয়ে যাওয়া একটা প্রতিদ্বন্দ্বিতা।—মথি ২৪:১৩.

আপনি যদি যিহোবার সাক্ষিদের সঙ্গে অধ্যয়ন করে থাকেন এবং কিছু সময় ধরে মণ্ডলীর সভাগুলোতে যোগদান করেন কিন্তু ঘরে ঘরে প্রচার শুরু করতে দ্বিধা করে থাকেন, তা হলে? অথবা আপনি যদি এমন একজন বাপ্তাইজিত সাক্ষি হয়ে থাকেন, যিনি ঘরে ঘরে প্রচার কাজে অংশ নেওয়াকে কঠিন বলে মনে করেন, যদিও আপনি শারীরিকভাবে তা করতে সমর্থ আছেন, তাহলেই বা কী? এই বিষয়ে নিশ্চিত থাকুন যে, সমস্ত পটভূমির লোকেরা ঘরে ঘরে পরিচর্যার প্রতিদ্বন্দ্বিতাগুলো কাটিয়ে উঠছে। যিহোবার সাহায্যে আপনিও পারবেন।

সাহসী হওয়া

৪. কী প্রেরিত পৌলকে সাহসের সঙ্গে সুসমাচার বলতে সমর্থ করেছিল?

নিঃসন্দেহে আপনি উপলব্ধি করেন যে, পৃথিবীব্যাপী যে-প্রচার কাজ সম্পাদিত হচ্ছে, তা মানুষের শক্তি বা প্রজ্ঞার সাহায্যে নয় কিন্তু ঈশ্বরের আত্মার সাহায্যে। (সখ. ৪:৬) এটা আলাদা আলাদাভাবে প্রত্যেক খ্রিস্টানের পরিচর্যার ক্ষেত্রেও সত্য। (২ করি. ৪:৭) প্রেরিত পৌলের কথা বিবেচনা করুন। তিনি ও তার মিশনারি সঙ্গীরা যখন বিরোধীদের কাছ থেকে অপব্যবহার সহ্য করেছিলেন, সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন: “ফিলিপীতে পূর্ব্বে দুঃখভোগ ও অপমান ভোগ করিলে পর, . . . আমরা আমাদের ঈশ্বরে সাহসী হইয়া অতিশয় প্রাণপণে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচারের কথা বলিয়াছিলাম।” (১ থিষল. ২:২; প্রেরিত ১৬:২২-২৪) এটা কল্পনা করা হয়তো আমাদের পক্ষে কঠিন যে, পৌলের মতো উদ্যোগী প্রচারকেরও এমন সময় ছিল, যখন তার জন্য প্রচার করা এক কষ্টকর বিষয় ছিল। তবুও, আমাদের সকলের মতো পৌলেরও সাহসের সঙ্গে সুসমাচার বলার জন্য যিহোবার ওপর নির্ভর করতে হয়েছিল। (পড়ুন, ইফিষীয় ৬:১৮-২০.) কীভাবে আমরা পৌলের উদাহরণ অনুকরণ করতে পারি?

৫. কোন একটা উপায়ে আমরা প্রচার করার জন্য সাহসী হতে পারি?

একটা যে-উপায়ে আমরা প্রচার করার জন্য সাহসী হতে পারি, তা হল প্রার্থনার মাধ্যমে। একজন অগ্রগামী বলেছিলেন: “আমি প্রার্থনা করি যেন আমি আস্থা সহকারে কথা বলতে পারি, প্রার্থনা করি যেন লোকেদের হৃদয়ে পৌঁছাতে পারি এবং প্রার্থনা করি যেন পরিচর্যায় আনন্দ খুঁজে পেতে পারি। সর্বোপরি, এটা হল যিহোবার কাজ, আমাদের নিজেদের কাজ নয়, তাই তাঁর সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারি না।” (১ থিষল. ৫:১৭) আমরা যেন সাহসের সঙ্গে প্রচার করতে পারি, সেইজন্য ঈশ্বরের পবিত্র আত্মার সাহায্য চেয়ে আমাদের সকলের ক্রমাগত প্রার্থনা করতে হবে।—লূক ১১:৯-১৩.

৬, ৭. (ক) যিহিষ্কেল কোন দর্শন লাভ করেছিলেন আর এর অর্থ কী ছিল? (খ) যিহিষ্কেলের দর্শন আজকে ঈশ্বরের দাসদের জন্য কোন শিক্ষা জোগায়?

যিহিষ্কেলের বই আরও একটা বিষয় সম্বন্ধে প্রকাশ করে, যা আমাদের সাহসের সঙ্গে কথা বলতে সাহায্য করতে পারে। একটা দর্শনে যিহোবা যিহিষ্কেলকে একটা গুটানো পুস্তক দিয়েছিলেন, যার উভয় পাশেই “বিলাপ, খেদোক্তি ও সন্তাপের কথা” লেখা ছিল আর তিনি এই বলে তাকে সেটা খেতে বলেছিলেন: “হে মনুষ্য-সন্তান, আমি তোমাকে যে পুস্তক দিলাম, উহা জঠরে গ্রহণ করিয়া উদর পরিপূর্ণ কর।” এই দর্শনের অর্থ কী ছিল? যিহিষ্কেলকে সেই বার্তা পূর্ণরূপে আত্মভূত করতে হয়েছিল, যা তাকে ঘোষণা করতে হবে। এটাকে তার অংশ করতে হয়েছিল অর্থাৎ রূপকভাবে বললে এটা যেন তার অন্তরের অনুভূতিগুলোকে প্রভাবিত করেছিল। ভাববাদী বর্ণনা করেই চলেন: “আমি তাহা ভোজন করিলাম; আর তাহা আমার মুখে মধুর ন্যায় মিষ্ট লাগিল।” জনসাধারণ্যে ঈশ্বরের বার্তা ঘোষণা করা যিহিষ্কেলের জন্য আনন্দদায়ক ছিল—সুস্বাদু মধুর ন্যায় ছিল। যিহোবাকে প্রতিনিধিত্ব ও ঈশ্বরদত্ত এই কার্যভার পরিপূর্ণ করাকে তিনি বিশেষ সম্মান বলে মনে করেছিলেন, যদিও এর অর্থ ছিল অসংবেদনশীল লোকেদের কাছে এক জোরালো বার্তা ঘোষণা করা।—পড়ুন, যিহিষ্কেল ২:৮–৩:৪, ৭-৯.

আজকে ঈশ্বরের দাসদের জন্য এই দর্শনে এক মূল্যবান শিক্ষা রয়েছে। সেই লোকেদের কাছে ঘোষণা করার জন্য আমাদের কাছেও এক জোরালো বার্তা রয়েছে, যারা আমাদের প্রচেষ্টার প্রতি সবসময় উপলব্ধি দেখায় না। আমরা যদি খ্রিস্টীয় পরিচর্যাকে ক্রমাগত ঈশ্বরদত্ত এক বিশেষ সুযোগ হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের আধ্যাত্মিক দিক দিয়ে ভালভাবে পুষ্ট হতে হবে। ঈশ্বরের বাক্য পূর্ণরূপে আত্মভূত করার জন্য ওপর ওপর অথবা পরিকল্পনাহীন অধ্যয়নের অভ্যাস যথেষ্ট হবে না। আপনি কি আপনার ব্যক্তিগত বাইবেল পাঠ ও বাইবেল অধ্যয়নের গুণগত মানকে অথবা তা নিয়মিত করার বিষয়টাকে উন্নত করতে পারেন? আপনি যা পড়েন, সেটা নিয়ে কি আপনি প্রায়ই ধ্যান করতে পারেন?—গীত. ১:২, ৩.

বাইবেল আলোচনা শুরু করা

৮. কোন পদ্ধতি কিছু রাজ্য প্রকাশককে ঘরে ঘরে পরিচর্যায় বাইবেল আলোচনা শুরু করতে সাহায্য করেছে?

অনেক প্রকাশকের জন্য ঘরে ঘরে পরিচর্যার সবচেয়ে কঠিন কাজটা হল, গৃহকর্তার সঙ্গে প্রথম কথা বলা। এটা ঠিক যে, কিছু কিছু এলাকায় আলোচনা শুরু করাটাই এক প্রতিদ্বন্দ্বিতাস্বরূপ। কিছু প্রকাশক দরজায় লোকেদের সঙ্গে কথা বলার সময় আরও স্বস্তি বোধ করে থাকে, যদি তারা তাদের উপস্থাপনা ভেবেচিন্তে বাছাই করা কিছু শব্দ দিয়ে শুরু করে এবং এরপর গৃহকর্তাকে একটি ট্র্যাক্ট প্রদান করে, যেমনটা সঙ্গে দেওয়া বাক্সে তুলে ধরা হয়েছে। ট্র্যাক্টের শিরোনাম অথবা এর রঙিন চিত্র হয়তো গৃহকর্তাদের মনোযোগ আকর্ষণ করতে পারে আর তা আমাদের সাক্ষাতের উদ্দেশ্য সম্বন্ধে সংক্ষেপে বলার ও একটা প্রশ্ন উত্থাপন করার সুযোগ করে দেয়। আরেকটা ভিন্ন পদ্ধতি হল গৃহকর্তাকে তিনটি অথবা চারটি আলাদা ট্র্যাক্ট দেখানো এবং তার কাছে আগ্রহজনক এমন একটি ট্র্যাক্ট বাছাই করার জন্য আমন্ত্রণ জানানো। অবশ্য, আমাদের লক্ষ্য কেবল ট্র্যাক্ট বিতরণ করা অথবা প্রতিটা দরজায় তা ব্যবহার করাই নয় কিন্তু সেইসঙ্গে বাইবেল নিয়ে আলোচনা শুরু করা, যা বাইবেল অধ্যয়নের দিকে পরিচালিত করে।

৯. কেন উত্তম প্রস্তুতি গুরুত্বপূর্ণ?

আপনি যে-পদ্ধতিই ব্যবহার করুন না কেন, উত্তম প্রস্তুতি আপনাকে ঘরে ঘরে পরিচর্যায় ভারসাম্যপূর্ণ ও উদ্যমী হতে সাহায্য করবে। একজন অগ্রগামী বলেছিলেন: “আমি যদি ভালভাবে প্রস্তুতি নিই, তাহলে আমি আরও বেশি আনন্দিত থাকি। এর ফলে আমি আমার উপস্থাপনা তুলে ধরতে অনুপ্রাণিত হই।” আরেকজন অগ্রগামী বলেছিলেন: “আমি যখন সেই প্রকাশনাদি সম্বন্ধে ভাল করে জানি, যেগুলো আমি তুলে ধরব, তখন সেগুলো ব্যবহার করার ব্যাপারে আমি উদ্যমী হয়ে উঠি।” আপনি যা বলতে যাচ্ছেন, সেই সম্বন্ধে মনে মনে পুনর্বিবেচনা করা যদিও কিছুটা উপকারজনক কিন্তু অনেকে দেখতে পেয়েছে যে, তাদের উপস্থাপনা জোরে জোরে মহড়া দেওয়া আরও উপকারী। তা করা যিহোবাকে তাদের সর্বোত্তমটা দিতে সাহায্য করেছে।—কল. ৩:২৩; ২ তীম. ২:১৫.

১০. ক্ষেত্রের পরিচর্যার জন্য সভাগুলো ব্যবহারিক ও উপকারী করার ক্ষেত্রে কী করা যেতে পারে?

১০ ক্ষেত্রের পরিচর্যার জন্য ব্যবহারিক সভাগুলো ঘরে ঘরে পরিচর্যায় আমাদের কার্যকারিতায় এবং আনন্দে অবদান রাখে। প্রতিদিনের শাস্ত্রপদ যদি সরাসরি প্রচার কাজের সঙ্গে সম্পর্কযুক্ত থাকে, তাহলে সেটা হয়তো পাঠ করা ও সংক্ষেপে আলোচনা করা যেতে পারে। কিন্তু, যে-ভাই ক্ষেত্রের পরিচর্যার জন্য সভা পরিচালনা করছেন, তার এলাকার জন্য খুবই উপযুক্ত এমন এক সহজ-সরল উপস্থাপনা আলোচনা করার বা তা নমুনা হিসেবে তুলে ধরার জন্য যথেষ্ট সময় নেওয়া উচিত অথবা এমন অন্য কোনো ব্যবহারিক তথ্য বিবেচনা করা উচিত, যা সেই দিন পরিচর্যায় ব্যবহার করা যেতে পারে। এটা সেই ব্যক্তিদের আরও সুসজ্জিত করবে, যারা এক কার্যকারী সাক্ষ্যদান করার জন্য উপস্থিত হয়। যে-প্রাচীনরা ও অন্যান্য ব্যক্তি এই সভাগুলো পরিচালনা করে, তারা আগে থেকেই ভালভাবে প্রস্তুতি নেওয়ার দ্বারা তা সম্পাদন করতে এবং একইসঙ্গে নির্ধারিত সময়ে সভা শেষ করতে পারে।—রোমীয় ১২:৮.

মনোযোগ দিয়ে শোনার ক্ষমতা

১১, ১২. সমবেদনার সঙ্গে শোনা কীভাবে আমাদেরকে লোকেদের কাছে সুসমাচার নিয়ে পৌঁছাতে সাহায্য করে? উদাহরণ দিন।

১১ কেবল উত্তম প্রস্তুতিই নয় কিন্তু অন্যদের প্রতি গভীর ব্যক্তিগত আগ্রহ আমাদের বাইবেল আলোচনা শুরু করতে এবং পরিচর্যায় লোকেদের হৃদয়ে পৌঁছাতে সাহায্য করে। একটা যে-উপায়ে আমরা এই ধরনের আগ্রহ দেখাই, তা হল অন্যদের কথা আমরা যেভাবে শুনে থাকি। একজন ভ্রমণ অধ্যক্ষ বলেছিলেন: “লোকেদের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য ধৈর্যশীল হওয়া ও ইচ্ছুক মনোভাব দেখানো, তাদেরকে সুসমাচারের প্রতি আকৃষ্ট করে এবং তা ব্যক্তিগত উষ্ণ আগ্রহের এক অপূর্ব অভিব্যক্তি।” সমবেদনা সহকারে শোনা এমন এক চাবি হতে পারে, যা একজন গৃহকর্তার হৃদয় খুলে দেয়, যেমনটা নীচের অভিজ্ঞতা থেকে দেখা যায়।

১২ ফ্রান্সের সাঁটেটিয়েনের লে প্রোগ্র সংবাদপত্রে প্রকাশিত একটা খোলা চিঠিতে একজন মহিলা দুজন ব্যক্তির সাক্ষাৎ সম্বন্ধে বর্ণনা করেন, যারা তার দরজায় কড়া নাড়ার কিছু দিন আগে তিনি তার তিন মাস বয়সি মেয়েকে মৃত্যুতে মর্মান্তিকভাবে হারানোর কষ্ট ভোগ করছিলেন। “আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারি যে তারা হল যিহোবার সাক্ষি,” তিনি লেখেন। “আমি ভদ্রভাবে তাদের বিদায় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু তখনই আমি একটা ব্রোশার দেখি, যেটি তারা অর্পণ করছিল। সেটি ছিল ঈশ্বর কেন দুঃখকষ্ট থাকার অনুমতি দিয়েছেন সেই সম্বন্ধে। তাই, তাদের যুক্তিগুলোকে ভুল প্রমাণ করার উদ্দেশ্য নিয়ে আমি তাদের ভিতরে আসতে দিই। . . . সাক্ষিরা এক ঘন্টার আরেকটু বেশি সময় ছিল। তারা অত্যন্ত সমবেদনা দেখিয়ে আমার কথাগুলো শুনেছিল আর তাই আমার এত ভাল লেগেছিল যে যখন তারা চলে যাচ্ছিল, তখন আমি তাদের আবারও আসতে বলেছিলাম।” (রোমীয় ১২:১৫) পরবর্তী সময়ে, সেই মহিলা বাইবেল অধ্যয়নের প্রস্তাব গ্রহণ করেছিলেন। এটা দেখায় যে, প্রথম সাক্ষাৎ সম্বন্ধে তিনি যে-বিষয়টা মনে রেখেছিলেন, তা হল বোনেরা যা বলেছিল, সেটা নয় বরং কীভাবে তারা শুনেছিল সেটা।

১৩. কীভাবে আমরা সুসমাচার সম্বন্ধে আমাদের উপস্থাপনা সেই ব্যক্তি বিশেষ অনুযায়ী খাপ খাওয়াতে পারি, যাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়?

১৩ আমরা যখন সমবেদনা সহকারে শুনি, তখন আমরা আসলে লোকেদের এটা বলার সুযোগ করে দিই যে, কেন তাদের রাজ্যের প্রয়োজন রয়েছে। এটা আমাদের তাদেরকে সুসমাচার জানানোর জন্য আরও ভাল অবস্থানে নিয়ে আসে। আপনি সম্ভবত দেখেছেন যে, কার্যকারী সুসমাচার প্রচারকরা সাধারণত দক্ষ শ্রোতা হয়ে থাকে। (হিতো. ২০:৫) তারা পরিচর্যায় যে-লোকেদের দেখা পায়, তাদের প্রতি প্রকৃত আগ্রহ দেখিয়ে থাকে। তারা কেবল তাদের নামঠিকানাই নেয় না কিন্তু সেইসঙ্গে তাদের আগ্রহের বিষয়গুলো ও প্রয়োজন সম্বন্ধে লিখে রাখে। কেউ যখন কোনো নির্দিষ্ট চিন্তা প্রকাশ করেন, তখন তারা গবেষণা করে এবং তারা যা পেয়েছে, তা জানানোর জন্য শীঘ্রই ফিরে যায়। প্রেরিত পৌলের মতো, তারা যে-লোকেদের সঙ্গে সাক্ষাৎ করে, তাদের প্রয়োজন অনুযায়ী রাজ্যের বার্তার উপস্থাপনা খাপ খাইয়ে নেয়। (পড়ুন, ১ করিন্থীয় ৯:১৯-২৩.) এই ধরনের আন্তরিক আগ্রহ লোকেদেরকে সুসমাচারের প্রতি আকৃষ্ট করে এবং অপূর্বভাবে ‘আমাদের ঈশ্বরের কৃপাকে’ প্রতিফলিত করে।—লূক ১:৭৮.

এক ইতিবাচক মনোভাব বজায় রাখুন

১৪. আমাদের পরিচর্যা সম্পন্ন করার সময় কীভাবে আমরা যিহোবার গুণাবলি প্রতিফলিত করতে পারি?

১৪ যিহোবা আমাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়ে আমাদের মর্যাদা দিয়েছেন। যদিও তিনি সর্বশক্তিমান ঈশ্বর, তবুও তিনি তাঁকে সেবা করার জন্য কাউকে জোর করেন না বরং লোকেদেরকে প্রেমের ভিত্তিতে সনির্বন্ধ আবেদন করেন এবং সেই ব্যক্তিদের আশীর্বাদ করেন, যারা তাঁর অপূর্ব ব্যবস্থার প্রতি উপলব্ধিপরায়ণভাবে সাড়া দেয়। (রোমীয় ২:৪) তাঁর পরিচারক হিসেবে প্রতিবার আমাদের সাক্ষ্য দেওয়ার সময় আমাদের করুণাময় ঈশ্বরের যোগ্যরূপে সুসমাচার উপস্থাপন করার জন্য প্রস্তুত থাকা উচিত। (২ করি. ৫:২০, ২১; ৬:৩-৬) আর তা করতে হলে আমাদের এলাকার লোকেদের প্রতি আমাদের এক ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। কী আমাদেরকে এই প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে?

১৫. (ক) লোকেরা যদি বার্তা প্রত্যাখ্যান করে, তাহলে কী করার জন্য যিশু তাঁর প্রেরিতদের নির্দেশ দিয়েছিলেন? (খ) কী আমাদেরকে যোগ্য ব্যক্তিদের খোঁজার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে?

১৫ কেউ যদি বার্তাকে প্রত্যাখ্যান করে, তাহলে যিশু তাঁর শিষ্যদের অযথা উদ্বিগ্ন না হয়ে বরং যোগ্য ব্যক্তিদের খোঁজার ওপর মনোযোগ কেন্দ্রীভূত করার নির্দেশ দিয়েছিলেন। (পড়ুন, মথি ১০:১১-১৫.) ছোটো ও পৌঁছানো যায় এমন লক্ষ্যগুলো স্থাপন করা, আমাদেরকে তা করার জন্য সাহায্য করতে পারে। একজন ভাই নিজেকে একজন খনিজসন্ধানীর সঙ্গে তুলনা করেছিলেন। তার আদর্শবাক্য হল, “আমি আজকে কোনো এক সময় সোনা খুঁজে পাওয়ার অপেক্ষায় আছি।” আরেকজন ভাইয়ের লক্ষ্য হল, “প্রতি সপ্তাহে একজন চমৎকার ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করা এবং আগ্রহ জাগিয়ে তোলার জন্য কয়েক দিনের মধ্যে ফিরে যাওয়া।” কিছু প্রকাশক যদি সম্ভব হয়, তাহলে প্রত্যেক গৃহকর্তাকে অন্ততপক্ষে একটি শাস্ত্রপদ দেখানোর প্রচেষ্টা করে। আপনি নিজের জন্য কোন বাস্তবসম্মত লক্ষ্য স্থাপন করতে পারেন?

১৬. প্রচার করে চলার কোন কারণগুলো আমাদের রয়েছে?

১৬ ঘরে ঘরে পরিচর্যার সাফল্য কেবল এলাকায় লোকেদের সাড়া দেওয়ার ওপরই নির্ভর করে না। এটা ঠিক যে, প্রচার কাজ সৎহৃদয়ের লোকেদের পরিত্রাণে অতীব গুরুত্বপূর্ণ এক ভূমিকা পালন করে কিন্তু এটা অন্যান্য গুরুত্বপূর্ণ উদ্দেশ্যও সম্পন্ন করে থাকে। খ্রিস্টীয় পরিচর্যা আমাদেরকে যিহোবার প্রতি আমাদের ভালবাসা দেখানোর একটা সুযোগ করে দেয়। (১ যোহন ৫:৩) এটা আমাদেরকে রক্তের দায় এড়াতে সমর্থ করে। (প্রেরিত ২০:২৬, ২৭) এটা ভক্তিহীন লোকেদের এই সাবধানবাণী দেয় যে, “[ঈশ্বরের] বিচার-সময় উপস্থিত।” (প্রকা. ১৪:৬, ৭) সর্বোপরি, সুসমাচার প্রচার করার মাধ্যমে যিহোবার নাম সমস্ত পৃথিবীতে প্রশংসিত হচ্ছে। (গীত. ১১৩:৩) তাই, লোকেরা শুনুক বা না-ই শুনুক, আমাদের রাজ্যের বার্তা প্রচার করে যেতে হবে। বস্তুতপক্ষে, সুসমাচার প্রচার করার বিষয়ে আমাদের সমস্ত প্রচেষ্টা যিহোবার চোখে মনোরম।—রোমীয় ১০:১৩-১৫.

১৭. শীঘ্রই লোকেরা কী স্বীকার করতে বাধ্য হবে?

১৭ যদিও আজকে অনেকে আমাদের প্রচার কাজকে অবজ্ঞা করে কিন্তু শীঘ্রই তারা এটাকে ভিন্ন আলোকে দেখতে শুরু করবে। (মথি ২৪:৩৭-৩৯) যিহোবা যিহিষ্কেলকে নিশ্চয়তা দিয়েছিলেন যে, তার দ্বারা ঘোষিত বিচার যখন সত্য হবে, তখন ইস্রায়েলের বিদ্রোহীকুল “জানিতে পাইবে, তাহাদের মধ্যে এক জন ভাববাদী উপস্থিত হইল।” (যিহি. ২:৫) একইভাবে, ঈশ্বর যখন বর্তমান বিধিব্যবস্থার বিরুদ্ধে বিচার নিয়ে আসবেন, তখন লোকেরা এটা স্বীকার করতে বাধ্য হবে যে, যিহোবার সাক্ষিরা জনসাধারণ্যের স্থানগুলোতে ও ঘরে ঘরে যে-বার্তা প্রচার করেছে, তা আসলে সত্য ঈশ্বর যিহোবারই কাছ থেকে ছিল আর সাক্ষিরা প্রকৃতই তাঁর প্রতিনিধি হিসেবে কাজ করেছে। এই অতি গুরুত্বপূর্ণ সময়ে তাঁর নাম বহন করার ও তাঁর বার্তা ঘোষণা করার কী এক বিশেষ সুযোগই না আমাদের রয়েছে! তাঁর শক্তিতে আমরা যেন ঘরে ঘরে পরিচর্যার প্রতিদ্বন্দ্বিতাগুলো ক্রমাগত কাটিয়ে উঠতে পারি।

আপনি কীভাবে উত্তর দেবেন?

• কীভাবে আমরা প্রচার করার জন্য সাহসী হতে পারি?

• কী আমাদেরকে ঘরে ঘরে পরিচর্যায় বাইবেল আলোচনা শুরু করতে সাহায্য করতে পারে?

• কীভাবে আমরা অন্যদের প্রতি আন্তরিক আগ্রহ দেখাতে পারি?

• কী আমাদেরকে নিজেদের এলাকার লোকেদের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করতে পারে?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[৯ পৃষ্ঠার বাক্স/চিত্র]

বাইবেল আলোচনা শুরু করার একটা উপায়

শুরু করার জন্য:

◼ গৃহকর্তাকে অভিবাদন জানানোর পর, আপনি হয়তো তাকে একটি ট্র্যাক্ট দিয়ে বলতে পারেন, “আজকে আমার সাক্ষাৎ করার একটা উদ্দেশ্য হল, এই গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আপনাকে উৎসাহমূলক এক ধারণা সম্বন্ধে জানানো।”

◼ অথবা আপনি একটি ট্র্যাক্ট দিয়ে বলতে পারেন, “আজকে আমি অল্পসময়ের জন্য সাক্ষাৎ করতে এসেছি কারণ আমি জানতে আগ্রহী যে, এই বিষয়ে আপনি কী চিন্তা করেন।”

যদি ট্র্যাক্টটি গ্রহণ করা হয়ে থাকে:

◼ দীর্ঘ সময় বিরতি না দিয়ে, ট্র্যাক্টটির শিরোনামের ওপর ভিত্তি করে এক সহজ দৃষ্টিভঙ্গিমূলক প্রশ্ন করুন।

◼ মনোযোগ দিয়ে শুনুন, গৃহকর্তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। সদয়ভাবে তার মন্তব্যের জন্য ধন্যবাদ দিন।

আলোচনা চালিয়ে যাওয়ার জন্য:

◼ একটি বা তারও বেশি শাস্ত্রপদ পড়ুন ও আলোচনা করুন, ব্যক্তির আগ্রহ ও প্রয়োজন অনুসারে আপনার উপস্থাপনা খাপ খাইয়ে নিন।

◼ যেখানে আগ্রহ দেখা যায়, সেখানে সাহিত্যাদি দিন এবং যদি সম্ভব হয়, তাহলে বাইবেল অধ্যয়নের নমুনা দেখান। ফিরে যাওয়ার ব্যবস্থা করুন।