সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

 আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• কিছু খ্রিস্টান বিয়ে করার পর কোন গুরুতর সমস্যার মুখোমুখি হয়েছে আর তাদের কী করার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত?

কিছু খ্রিস্টান হয়তো বুঝতে পেরেছে যে, তাদের এবং তাদের সঙ্গীদের মধ্যে খুব কমই মিল আছে। অশাস্ত্রীয় বিবাহবিচ্ছেদ কোনো গ্রহণযোগ্য সমাধান নয় তা জানায়, বিয়েকে টিকিয়ে রাখার জন্য তাদেরকে কঠোর প্রচেষ্টা করতে হবে।—৪/১৫, পৃষ্ঠা ১৭.

• নার্সিংহোমে রয়েছেন এমন একজন খ্রিস্টান হয়তো কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হতে পারেন?

তিনি হয়তো যে-এলাকায় নার্সিংহোমটা অবস্থিত, সেই এলাকার মণ্ডলীর সঙ্গে পরিচিত নন। নার্সিংহোমে থাকা অধিকাংশ ব্যক্তির বিভিন্ন ধর্মীয় বিশ্বাস থাকতে পারে আর তারা হয়তো তাকে ধর্মীয় কার্যকলাপে জড়িত করার চেষ্টা করতে পারে। খ্রিস্টান আত্মীয়স্বজন ও স্থানীয় মণ্ডলীর সদস্যদের এই সমস্যাগুলো সম্বন্ধে সচেতন থাকা উচিত এবং সমর্থন করার ও যত্ন নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া উচিত।—৪/১৫, পৃষ্ঠা ২৫-২৭.

• চারটে ধাপ কী, যেগুলো বিবাহিত সাথিদের সমস্যা সমাধান করতে সাহায্য করে?

বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য সময় নির্ধারণ করুন। (উপ. ৩:১, ৭) অকপটভাবে এবং সম্মানের সঙ্গে আপনার মতামত প্রকাশ করুন। (ইফি. ৪:২৫) আপনার সাথির অনুভূতি শুনুন এবং তা বোঝার চেষ্টা করুন। (মথি ৭:১২) সমাধানের বিষয়ে একমত হোন এবং একসঙ্গে সেটার ওপর কাজ করুন। (উপ. ৪:৯, ১০)—৭/১, পৃষ্ঠা ১০-১২.

• যিশু যখন আমাদেরকে আমাদের ঋণ সকল ক্ষমা করে দেওয়ার জন্য প্রার্থনা করতে শিখিয়েছিলেন, তখন তিনি কোন ঋণের কথা বুঝিয়েছিলেন?

মথি ৬:১২ (পাদটীকা) পদের সঙ্গে লূক ১১:৪ পদের তুলনা এই বিষয়কে স্পষ্ট করে যে, যিশু টাকাপয়সা সংক্রান্ত ঋণকে বোঝাননি। তাঁর মনে পাপের বিষয়টা ছিল। ক্ষমা করতে ইচ্ছুক হওয়ার মাধ্যমে আমাদের ঈশ্বরকে অনুকরণ করতে হবে।—৫/১৫, পৃষ্ঠা ৯.

• পরিচালক গোষ্ঠী-র সদস্যরা কোন কমিটিগুলোতে সেবা করে থাকে?

কোঅর্ডিনেটরস্‌ (সমন্বয়কারী) কমিটি; পারসোনেল (কর্মী সংক্রান্ত) কমিটি; পাবলিশিং (প্রকাশনা সংক্রান্ত) কমিটি; সার্ভিস (পরিচর্যা সংক্রান্ত) কমিটি; টিচিং (শিক্ষাদান সংক্রান্ত) কমিটি; রাইটিং (লিখন সংক্রান্ত) কমিটি।—৫/১৫, পৃষ্ঠা ২৯.

• কীভাবে আমরা নিশ্চিত হতে পারি যে, নোহের দিনের জলপ্লাবন পৃথিবীব্যাপী হয়েছিল?

যিশু বিশ্বাস করতেন যে, জলপ্লাবন হয়েছিল এবং তা পৃথিবীব্যাপী হয়েছিল। বাইবেলের সতর্কবাণীগুলো পৃথিবীব্যাপী এক বাস্তব জলপ্লাবনের ওপর ভিত্তি করেই দেওয়া হয়েছে।—৭/১, পৃষ্ঠা ২৪.

রোমীয় ১:২৪-৩২ পদে বর্ণিত আচরণ যিহুদিদের প্রতি নাকি পরজাতীয়দের প্রতি প্রযোজ্য?

এই বর্ণনা উভয় দলের প্রতিই প্রযোজ্য হতে পারে কিন্তু পৌল নির্দিষ্টভাবে প্রাচীনকালের ইস্রায়েলীয়দের বিষয় উল্লেখ করেছিলেন, যারা শত শত বছর ধরে ব্যবস্থা পালন করতে ব্যর্থ হয়েছিল। যদিও তারা ঈশ্বরের ধার্মিক বিচার বা আইন জানত কিন্তু তারা সেগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করেনি।—৬/১৫, পৃষ্ঠা ২৯.

• কেন যুক্তিযুক্ত প্রত্যাশাগুলো আমাদের আনন্দকে বৃদ্ধি করতে পারে?

আমরা যদি মূল্য বিবেচনা না করে, অযৌক্তিক লক্ষ্যগুলো অর্জন করার চেষ্টা করি, তাহলে আমরা নিজেদেরকে অযথা চাপের মধ্যে পড়তে দিই। তা সত্ত্বেও, আমরা যেন নিজেদের কাছ থেকে অতি সামান্য কিছু আশা না করি, আমাদের আপাত সীমাবদ্ধতাগুলোকে খ্রিস্টীয় পরিচর্যায় ধীরগতি হয়ে পড়ার ক্ষেত্রে একটা অজুহাত হিসেবে ব্যবহার না করি।—৭/১৫, পৃষ্ঠা ২৯.