সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবা তাঁর বয়স্ক দাসদের কোমলভাবে যত্ন নেন

যিহোবা তাঁর বয়স্ক দাসদের কোমলভাবে যত্ন নেন

যিহোবা তাঁর বয়স্ক দাসদের কোমলভাবে যত্ন নেন

“ঈশ্বর অন্যায়কারী নহেন; তোমাদের কার্য্য, এবং . . . তাঁহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না।”—ইব্রীয় ৬:১০.

১, ২. (ক) সাদা চুল রয়েছে এমন একজন ব্যক্তিকে দেখা আপনাকে হয়তো কোন বিষয়টা মনে করিয়ে দেয়? (খ) বয়স্ক খ্রিস্টানদের যিহোবা কোন দৃষ্টিতে দেখেন?

 আপনি যখন মণ্ডলীতে বয়স্ক ব্যক্তিদের দেখেন, যাদের সাদা চুল রয়েছে, তখন আপনার কি বাইবেলের দানিয়েল বইয়ের বিবরণের কথা মনে পড়ে? দানিয়েলকে দেওয়া একটা দর্শনে যিহোবা ঈশ্বর নিজেকে এমন একজন ব্যক্তি হিসেবে তুলে ধরেন, যাঁর সাদা চুল রয়েছে। দানিয়েল লিখেছিলেন: “আমি দৃষ্টিপাত করিতে করিতে কয়েকটী সিংহাসন স্থাপিত হইল, এবং অনেক দিনের বৃদ্ধ উপবিষ্ট হইলেন, তাঁহার পরিচ্ছদ হিমানীর ন্যায় শুক্লবর্ণ এবং তাঁহার মস্তকের কেশ বিশুদ্ধ মেষলোমের তুল্য।”—দানি. ৭:৯.

স্বাভাবিক অবস্থায় মেষলোম প্রায়ই সাদা থাকে। তাই, সাদা চুল ও “অনেক দিনের বৃদ্ধ” আখ্যাটি ঈশ্বরের অনেক বয়স ও মহান প্রজ্ঞার দিকে মনোযোগ আকর্ষণ করায়, যেগুলোর উভয়ই আমাদের গভীর সম্মান পাওয়ার যোগ্য। তাহলে, অনেক দিনের বৃদ্ধ যিহোবা, বিশ্বস্ত বয়স্ক পুরুষ ও নারীদের কোন দৃষ্টিতে দেখেন? ঈশ্বরের বাক্য বলে যে, “পক্ব কেশ শোভার মুকুট; তাহা ধার্ম্মিকতার পথে পাওয়া যায়।” (হিতো. ১৬:৩১) হ্যাঁ, একজন বিশ্বস্ত খ্রিস্টানের চুল যদি পেকে যায় বা সাদা হয়ে যায়, তাহলে সেই পরিপক্ব চেহারা ঈশ্বরের দৃষ্টিতে শোভনীয়। বয়স্ক ভাই ও বোনদের কি আপনি যিহোবার মতো করে দেখেন?

কেন এত মূল্যবান?

৩. কেন বয়স্ক সহবিশ্বাসীরা আমাদের কাছে এত মূল্যবান?

ঈশ্বরের এই ধরনের প্রিয় বয়স্ক দাসের মধ্যে রয়েছে, যিহোবার সাক্ষিদের পরিচালক গোষ্ঠীর সদস্যরা, বর্তমান ও প্রাক্তন ভ্রমণ অধ্যক্ষরা, উদ্যোগী অগ্রগামীরা এবং পরিপক্ব রাজ্য প্রকাশকরা—যে-ভাই ও বোনেরা আমাদের মণ্ডলীগুলোতে বিশ্বস্তভাবে সেবা করে। আপনি হয়তো এমন কয়েক জনকে জানেন, যারা বহু বছর ধরে উদ্যোগের সঙ্গে সুসমাচার প্রচার করেছে এবং যাদের উত্তম উদাহরণ অল্পবয়সিদের অনুপ্রাণিত করতে এবং তাদের জীবনকে গঠন করতে সাহায্য করেছে। কিছু বয়স্ক সহবিশ্বাসী গুরু দায়িত্বের ভার বহন করেছে এবং সুসমাচারের জন্য তাড়না ভোগ করেছে। যিহোবা এবং “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” অতীতে এবং বর্তমানে রাজ্যের কাজে তাদের সমস্ত অবদানকে গভীরভাবে উপলব্ধি করে।—মথি ২৪:৪৫.

৪. কেন আমাদের বয়স্ক খ্রিস্টানদের সম্মান করা এবং তাদের জন্য প্রার্থনা করা উচিত?

এই বিশ্বস্ত বয়োজ্যেষ্ঠরা, যিহোবা ঈশ্বরের অন্যান্য দাসের কাছ থেকে কৃতজ্ঞতা ও সম্মান পাওয়ার যোগ্য। বস্তুতপক্ষে, মোশির মাধ্যমে দেওয়া ঈশ্বরের ব্যবস্থায় বয়স্ক ব্যক্তিদের প্রতি বিবেচনা ও সম্মান দেখানোকে যিহোবার প্রতি ভয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। (লেবীয়. ১৯:৩২) এই বিশ্বস্ত ব্যক্তিদের জন্য আমাদের নিয়মিতভাবে প্রার্থনা করা ও তাদের প্রেমপূর্ণ কাজের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত। প্রেরিত পৌল, তার যুবক-বৃদ্ধ সমস্ত প্রিয় সহকর্মীর জন্য প্রার্থনা করেছিলেন।—পড়ুন, ১ থিষলনীকীয় ১:২, ৩.

৫. কীভাবে আমরা যিহোবার বয়স্ক উপাসকদের সঙ্গে মেলামেশা করে উপকার লাভ করতে পারি?

অধিকন্তু, মণ্ডলীর সকলে বয়স্ক খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করে উপকার লাভ করতে পারে। অধ্যয়ন, পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার মাধ্যমে যিহোবার বিশ্বস্ত বয়স্ক উপাসকরা অমূল্য জ্ঞান অর্জন করেছে। তারা ধৈর্য ধরতে ও সহমর্মিতা দেখাতে শিখেছে এবং তারা যা শিখেছে, তা যখন আগামী প্রজন্মকে শিক্ষা দেয়, তখন সেটা তাদের জন্য প্রচুর আনন্দ ও পরিতৃপ্তি নিয়ে আসে। (গীত. ৭১:১৮) অল্পবয়স্করা, বিজ্ঞ হও এবং জ্ঞানের এই উৎস থেকে উপকার লাভ করো, ঠিক যেভাবে তোমরা এক গভীর কুয়ো থেকে জল তুলে উপকার লাভ করে থাকো।—হিতো. ২০:৫.

৬. কীভাবে আপনি বয়স্ক ব্যক্তিদের দেখাতে পারেন যে, আপনি তাদেরকে সত্যিই মূল্যবান বলে গণ্য করেন?

আপনি কি বয়স্ক ব্যক্তিদের জানতে দেন যে, আপনি তাদেরকে মূল্যবান বলে গণ্য করেন, যেমনটা যিহোবা করে থাকেন? তা করার একটা উপায় হল, তাদেরকে এই কথা বলার মাধ্যমে যে, তাদের বিশ্বস্ততার জন্য আপনি তাদেরকে কতটা ভালবাসেন এবং তাদের মতামতকে কতটা মূল্যবান বলে গণ্য করেন। অধিকন্তু, আপনি তাদের কাছ থেকে যা শিখেছেন, সেই অনুযায়ী কাজ করে আপনি দেখান যে, তাদের প্রতি আপনার অকৃত্রিম সম্মান রয়েছে। অনেক বয়স্ক খ্রিস্টান, বিশ্বস্ত বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে যে-বিজ্ঞ উপদেশ লাভ করেছে এবং সেই অনুযায়ী কাজ করা তাদের সারাজীবন ধরে কীভাবে উপকৃত করেছে, তা স্মরণ করতে পারে। *

ব্যবহারিক উপায়গুলোতে কোমল অনুভূতি দেখান

৭. যিহোবা কাদেরকে বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়ার প্রধান দায়িত্ব দিয়েছেন?

ঈশ্বর বয়স্ক ব্যক্তিদের ভরণপোষণ জোগানোর প্রধান দায়িত্ব তাদের পরিবারগুলোকে দিয়েছেন। (পড়ুন, ১ তীমথিয় ৫:৪, .) পরিবারগুলো যখন বয়স্ক আত্মীয়দের প্রতি তাদের দায়িত্ব পালন করে আর এভাবে দেখায় যে তারাও ঈশ্বরের মতো বয়স্ক ব্যক্তিদের যত্ন নেয়, তখন যিহোবা খুশি হন। ঈশ্বর এই পরিবারগুলোকে সমর্থন করেন এবং তাদের প্রচেষ্টা ও সমস্ত ত্যাগস্বীকারের জন্য তাদেরকে আশীর্বাদ করেন। *

৮. কেন বয়স্ক খ্রিস্টানদের প্রতি মণ্ডলীগুলোর চিন্তা দেখানো উচিত?

একইভাবে, যিহোবা খুশি হন, যখন স্থানীয় মণ্ডলীগুলো সেই বিশ্বস্ত বয়স্ক ব্যক্তিদের সাহায্য করে, যারা অভাবী অথচ তাদের যত্ন নেওয়ার জন্য পরিবারের কোনো বিশ্বাসী অথবা ইচ্ছুক সদস্য নেই। (১ তীম. ৫:৩, ৫, ৯, ১০) এইরকম করার দ্বারা মণ্ডলীগুলো দেখায় যে, বয়স্ক ব্যক্তিদের প্রতি তারা “পরদুঃখে দুঃখিত, ভ্রাতৃপ্রেমিক, স্নেহবান্‌।” (১ পিতর ৩:৮) মণ্ডলীর বয়স্ক সদস্যদের প্রতি তাদের চিন্তা পৌলের দ্বারা উত্তমভাবে তুলে ধরা হয়েছে, যখন তিনি উল্লেখ করেন যে, মানবদেহের এক অঙ্গ যদি দুঃখ পায়, তাহলে “তাহার সহিত সকল অঙ্গই দুঃখ পায়।” (১ করি. ১২:২৬) বয়স্ক ব্যক্তিদের জন্য ব্যবহারিক ও সমবেদনামূলক পদক্ষেপ নেওয়া, পৌলের উক্ত পরামর্শের পিছনে এই নীতিটি তুলে ধরে: “তোমরা পরস্পর এক জন অন্যের ভার বহন কর; এই রূপে খ্রীষ্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন কর।”—গালা. ৬:২.

৯. বার্ধক্য একজন ব্যক্তির ওপর কোন বোঝাগুলো চাপিয়ে দিতে পারে?

বয়স্ক ব্যক্তিরা কোন ভার বা বোঝাগুলো বহন করে? অনেকে একটুতেই ক্লান্ত হয়ে পড়ে। তারা হয়তো মনে করে যে, এমনকি মৌলিক বিষয়গুলো—ডাক্তারের কাছে যাওয়া, কাগজ-কলমের কাজ করা, ঘরদোর পরিষ্কার করা, খাবার তৈরি করাও—তাদের সাধ্যের বাইরে। যেহেতু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষুধা এবং তৃষ্ণাও কমে যায়, তাই তারা হয়তো মনে করতে পারে যে, তাদের আসলে যতটা উচিত, ততটা খাওয়ার ও পান করার প্রয়োজন নেই। আধ্যাত্মিক পুষ্টির ক্ষেত্রেও একইরকম কথা বলা যেতে পারে। বয়স হয়ে যাওয়ায়, কোনোকিছু পড়া ও আধ্যাত্মিক কার্যক্রম শোনা কঠিন হয়ে পড়তে পারে এবং খ্রিস্টীয় সভাগুলোতে যাওয়ার জন্য কেবল তৈরি হওয়াও ক্লান্তিকর বলে মনে হতে পারে। তাহলে, এই ধরনের বয়স্ক ব্যক্তির জন্য অন্যেরা কী করতে পারে?

আপনি যেভাবে সাহায্য করতে পারেন

১০. বয়স্ক ব্যক্তিরা যেন ব্যবহারিক সাহায্য লাভ করতে পারে, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য প্রাচীনরা কী করতে পারে?

১০ অনেক মণ্ডলীতে বয়স্ক ব্যক্তিদের এক উদাহরণযোগ্য উপায়ে যত্ন নেওয়া হচ্ছে। প্রেমময় ভাই ও বোনেরা তাদেরকে কেনাকাটা, রান্নাবান্না এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সাহায্য করে। তারা বয়স্ক ব্যক্তিদেরকে অধ্যয়ন করতে, সভাগুলোর জন্য তৈরি হতে এবং নিয়মিতভাবে পরিচর্যায় যেতে সাহায্য করে। অল্পবয়সি সাক্ষিরা তাদেরকে সঙ্গ দেয় এবং তাদের যাতায়াতের ব্যবস্থা করে। বয়স্ক ব্যক্তিরা যদি বাড়ি থেকে বেরোতে অসমর্থ হয়, তাহলে ব্যবস্থা করা হয় যেন তারা টেলিফোনের মাধ্যমে সভাগুলো শুনতে পারে অথবা তাদের জন্য সভাগুলোর বিষয়বস্তু রেকর্ড করা হয়। যখনই সম্ভব, মণ্ডলীর বয়স্ক ব্যক্তিদের প্রয়োজনগুলো মেটানোর জন্য ব্যবহারিক ব্যবস্থা করা হয়েছে কি না, সেই বিষয়টা প্রাচীনরা নিশ্চিত করে। *

১১. কীভাবে একটা পরিবার একজন বয়স্ক ভাইকে সাহায্য করেছিল, তা বর্ণনা করুন।

১১ খ্রিস্টানরা আলাদা আলাদাভাবেও আতিথেয়তা এবং উদারতা দেখাতে পারে। একজন বয়স্ক ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর, তিনি তার স্ত্রীর পেনশনের টাকা ছাড়া ভাড়া দিতে আর সমর্থ ছিলেন না। তিনি ও তার স্ত্রী একটা পরিবারের—বাবা, মা এবং দুই কিশোরী মেয়ের—সঙ্গে বাইবেল অধ্যয়ন করতেন, যাদের একটা বিরাট বাড়ি ছিল। তারা তাকে সেখানে থাকার জন্য দুটো রুম দিয়েছিল। ১৫ বছর ধরে তারা একসঙ্গে খাওয়াদাওয়া, সুন্দর মুহূর্ত এবং ভ্রাতৃস্নেহ উপভোগ করেছিল। অল্পবয়সিরা তার বিশ্বাস ও অভিজ্ঞতার ভাণ্ডার থেকে অনেক কিছু অর্জন করেছে এবং তিনিও আনন্দপূর্ণ মেলামেশা থেকে উপকৃত হয়েছিলেন। এই বয়স্ক ভাই ৮৯ বছর বয়সে মারা যাওয়ার আগে পর্যন্ত তাদের সঙ্গেই বাস করেছিলেন। তার সঙ্গে মেলামেশা করে এই পরিবার যে-বিভিন্ন আশীর্বাদ লাভ করেছে, তার জন্য এখনও তারা ঈশ্বরকে ধন্যবাদ দেয়। যিশু খ্রিস্টের একজন সহশিষ্যকে সাহায্য করে তারা ‘আপন পুরস্কার’ থেকে “বঞ্চিত” হয়নি।—মথি ১০:৪২. *

১২. বয়স্ক ভাই ও বোনদের প্রতি আপনার কোমল অনুভূতি দেখানোর জন্য আপনি কী করতে পারেন?

১২ আপনি হয়তো কোনো বয়স্ক ভাই বা বোনকে এই পরিবারের মতো করে সাহায্য করার মতো অবস্থানে নেই কিন্তু আপনি হয়তো বয়স্ক ব্যক্তিদের সভাতে এবং ক্ষেত্রের পরিচর্যায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে সমর্থ আছেন। এ ছাড়া, আপনি তাদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণ জানাতে এবং বেড়াতে যাওয়ার সময় তাদেরকে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। আপনি তাদেরকে দেখতে যেতে পারেন, বিশেষ করে তারা যখন অসুস্থ থাকে অথবা বার্ধক্যের কারণে বাড়িতেই থাকে। অধিকন্তু, আপনি সবসময় তাদেরকে পরিপক্ব প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করে তাদের সঙ্গে আচরণ করতে পারেন আর আপনার তা করা উচিত। যতদিন পর্যন্ত তারা মানসিকভাবে সমর্থ থাকে, ততদিন পর্যন্ত বয়স্ক ব্যক্তিদের সমস্ত ধরনের সিদ্ধান্ত গ্রহণ করায় অন্তর্ভুক্ত করা উচিত, যেগুলো তাদের প্রভাবিত করে। এমনকি যারা তাদের মানসিক ক্ষমতা অনেকটা হারিয়ে ফেলেছে, তারাও বুঝতে পারে যে, তাদের মর্যাদার প্রতি সম্মান দেখানো হচ্ছে কি না।

যিহোবা আপনার কাজ ভুলে যাবেন না

১৩. কেন বয়স্ক খ্রিস্টানদের অনুভূতির প্রতি বিবেচনা দেখানো গুরুত্বপূর্ণ?

১৩ বয়স্ক ব্যক্তিদের অনুভূতির প্রতি বিবেচনা দেখানো অপরিহার্য। বয়স্ক ব্যক্তিদের যখন বয়স কম ছিল ও তাদের স্বাস্থ্য যখন ভাল ছিল, তখন তারা যাকিছু সম্পাদন করতে সমর্থ ছিল, এখন তারা তা করতে অসমর্থ বলে গভীরভাবে দুঃখ পাওয়া অস্বাভাবিক কিছু নয়। উদাহরণস্বরূপ, ৫০ বছর ধরে যিহোবাকে সক্রিয়ভাবে সেবা করেছেন এবং একজন নিয়মিত অগ্রগামী ছিলেন এমন এক বোনের একটা অসুস্থতা দেখা দেয়, যা তাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল আর তাই সভাগুলোতে যোগদান করা তার পক্ষে অনেক কষ্টকর হয়ে পড়েছিল। তিনি যখন তার আগের পরিচর্যার সঙ্গে বর্তমান সীমাবদ্ধতার তুলনা করেন, তখন কাঁদতে শুরু করেন। মাথা নিচু করে তিনি সজল নয়নে বলেন, “আমি এখন আর কিছুই করছি না।”

১৪. যিহোবার বয়স্ক দাসেরা বিভিন্ন গীত থেকে কোন উৎসাহ লাভ করতে পারে?

১৪ আপনি যদি একজন বয়স্ক ব্যক্তি হয়ে থাকেন, তাহলে আপনারও কি এই ধরনের বেদনাদায়ক অনুভূতি রয়েছে? অথবা এমন সময় কি আসে, যখন আপনার মনে হয় যে, যিহোবা হয়তো আপনাকে পরিত্যাগ করেছেন? জীবনের শেষ বছরগুলোতে গীতরচকেরও হয়তো এইরকম অনুভূতি হয়েছিল কারণ তিনি যিহোবার কাছে বিনতি করেছিলেন: “বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করিও না, আমার বল ক্ষয় পাইলে আমাকে ছাড়িও না। হে ঈশ্বর, বৃদ্ধ বয়স ও পক্বকেশের কাল পর্য্যন্তও আমাকে পরিত্যাগ করিও না।” (গীত. ৭১:৯, ১৮) অবশ্যই, যিহোবা সেই গীতের রচয়িতাকে পরিত্যাগ করেননি আর তিনি আপনাকেও পরিত্যাগ করবেন না। আরেকটা গীতে দায়ূদ ঈশ্বরের সমর্থনের ওপর তার আস্থা প্রকাশ করেছিলেন। (পড়ুন, গীতসংহিতা ৬৮:১৯.) আপনি এই আস্থা রাখতে পারেন যে, আপনি যদি একজন বিশ্বস্ত বয়স্ক খ্রিস্টান হয়ে থাকেন, তাহলে যিহোবা আপনার সঙ্গে রয়েছেন এবং দিনের পর দিন তিনি আপনাকে টিকিয়ে রাখবেন।

১৫. কী বয়স্ক ব্যক্তিদের এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করতে পারে?

১৫ যিহোবার বয়স্ক সাক্ষিরা, ঈশ্বরের গৌরবের জন্য আপনারা যাকিছু করেছেন এবং এখন যা করছেন, তা তাঁর মনে রয়েছে। “ঈশ্বর অন্যায়কারী নহেন; তোমাদের কার্য্য, এবং . . . তাঁহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না।” (ইব্রীয় ৬:১০) অতএব, বার্ধক্যের কারণে আপনি আর যিহোবার কাছে কার্যকারী নন, এইরকম ভুল চিন্তাভাবনা করে এক নেতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা প্রতিরোধ করুন। হতাশাজনক, নিরাশাবাদী চিন্তাভাবনার পরিবর্তে ইতিবাচক চিন্তাভাবনা করার প্রচেষ্টা করুন। আপনার আশীর্বাদগুলো এবং ভবিষ্যতের আশা নিয়ে আনন্দ করুন! আমাদের ‘শেষ ফল [“একটা ভবিষ্যৎ,” বাংলা জুবিলী বাইবেল] ও আশা’—যথাসম্ভব সর্বোত্তম সম্ভাবনা—রয়েছে এবং এগুলো সম্বন্ধে আমাদের সৃষ্টিকর্তা নিশ্চয়তা দিয়েছেন। (যির. ২৯:১১, ১২; প্রেরিত ১৭:৩১; ১ তীম. ৬:১৯) আপনার আশা নিয়ে গভীরভাবে চিন্তা করুন, হৃদয় ও মনের দিক দিয়ে তরুণ থাকার জন্য কাজ করুন এবং মণ্ডলীতে আপনার উপস্থিতির মূল্যকে কখনো ছোটো করে দেখবেন না! *

১৬. কেন একজন বয়স্ক ভাই চিন্তা করেছিলেন যে, তার একজন প্রাচীন হিসেবে সেবা করা বন্ধ করে দেওয়া উচিত কিন্তু প্রাচীন গোষ্ঠী কীভাবে তাকে উৎসাহিত করেছিল?

১৬ ইয়োহানের কথা বিবেচনা করুন, যিনি ৮০ বছর বয়সে তার বিশ্বস্ত এবং বর্তমানে শারীরিকভাবে অক্ষম স্ত্রী সানির পূর্ণসময়ের যত্ন নেন। * বোনেরা পালাক্রমে সানির সঙ্গে থাকে, যাতে ইয়োহান সভাগুলোতে ও পরিচর্যায় যেতে পারেন। কিন্তু, সম্প্রতি ইয়োহান মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং এইরকম চিন্তা করতে শুরু করেন যে, তার আর মণ্ডলীর প্রাচীন হিসেবে সেবা করা উচিত নয়। “আমি একজন প্রাচীন থেকে কী লাভ?” এই কথা জিজ্ঞেস করার সময় তার দুচোখ বেয়ে জল পড়ছিল। “আমি আর মণ্ডলীতে কোনো উপকারজনক কাজ করতে পারি না।” তার সহপ্রাচীনরা তাকে আশ্বাস দিয়ে বলেছিল যে, তার অভিজ্ঞতা ও বিচারবিবেচনা অমূল্য। তারা তাকে একজন প্রাচীন হিসেবে সেবা করে যাওয়ার জন্য সুপারিশ করে, এমনকি যদিও তার অবদান সীমিত ছিল। অনেক উৎসাহ পেয়ে ইয়োহান মণ্ডলীর জন্য আশীর্বাদস্বরূপ হয়ে একজন প্রাচীন হিসেবে সেবা করা চালিয়ে যান।

যিহোবা প্রকৃতই যত্ন নেন

১৭. বয়স্ক খ্রিস্টানদের বাইবেল কোন আশ্বাস দেয়?

১৭ শাস্ত্র এই বিষয়টা স্পষ্ট করে যে, বয়স্ক ব্যক্তিরা বার্ধক্যের সঙ্গে সঙ্গে আসা সমস্যাগুলো সত্ত্বেও আধ্যাত্মিকভাবে ক্রমাগত সমৃদ্ধি লাভ করতে পারে। গীতরচক ঘোষণা করেছিলেন: “যাহারা সদাপ্রভুর বাটীতে রোপিত, . . . তাহারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করিবে, তাহারা সরস ও তেজস্বী হইবে।” (গীত. ৯২:১৩, ১৪) প্রেরিত পৌল, যিনি হয়তো শারীরিক দুর্দশার সঙ্গে মোকাবিলা করেছিলেন, তিনি ‘নিরুৎসাহ হননি, তাহার বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছিল, তথাপি আন্তরিক মনুষ্য দিন দিন নূতনীকৃত হইতেছিল।’—পড়ুন, ২ করিন্থীয় ৪:১৬-১৮.

১৮. কেন বয়স্ক সহবিশ্বাসী ও সেইসঙ্গে যারা তাদের যত্ন নেয়, তাদের অন্যদের কাছ থেকে সাহায্যের প্রয়োজন রয়েছে?

১৮ আধুনিক দিনের অনেক উদাহরণ প্রমাণ দেয় যে, বয়স্ক ব্যক্তিরা ‘ফল উৎপন্ন করিয়া’ চলতে পারে। কিন্তু, অসুস্থতা ও বার্ধক্যের প্রতিদ্বন্দ্বিতাগুলো নিরুৎসাহজনক হতে পারে, এমনকি সেই ব্যক্তিদের জন্যও, যাদের সাহায্য করার জন্য পরিবারের যত্নশীল ও নিয়োজিত সদস্যরা রয়েছে। যারা যত্ন নেয়, তারাও ক্লান্ত হয়ে পড়তে পারে। বয়স্ক ব্যক্তিদের প্রতি এবং যারা তাদের যত্ন নেয়, তাদের প্রতি নিজেদের প্রেমকে কাজে প্রকাশ করার বিশেষ সুযোগ ও দায়িত্ব মণ্ডলীর রয়েছে। (গালা. ৬:১০) বস্তুতপক্ষে, এই ধরনের সাহায্য দেখায় যে আমরা এইরকম ব্যক্তিদের ব্যবহারিক উপায়গুলোতে সাহায্য না করেই এই কথা বলছি না যে, যাও “উষ্ণ ও তৃপ্ত হও।”—যাকোব ২:১৫-১৭.

১৯. কেন বিশ্বস্ত বয়স্ক খ্রিস্টানরা ভবিষ্যৎকে আস্থার সঙ্গে দেখতে পারে?

১৯ বার্ধক্য একজন খ্রিস্টানের কাজগুলোকে হয়তো কিছুটা পরিবর্তিত করতে পারে কিন্তু সময় যিহোবার “অনুগত” বয়স্ক দাসদের প্রতি তাঁর প্রেমকে কমিয়ে দেয় না। এর পরিবর্তে, এইসমস্ত বিশ্বস্ত খ্রিস্টান তাঁর চোখে মূল্যবান এবং তিনি কখনো তাদের পরিত্যাগ করবেন না। (গীত. ৩৭:২৮, NW; যিশা. ৪৬:৪) যিহোবা তাদের বৃদ্ধ বয়সে তাদেরকে টিকিয়ে রাখবেন ও তাদের পথদর্শক হবেন।—গীত. ৪৮:১৪.

[পাদটীকাগুলো]

^ ২০০৭ সালের ১ জুন প্রহরীদুর্গ পত্রিকার “বয়স্ক ব্যক্তিরা—অল্পবয়স্কদের জন্য এক আশীর্বাদস্বরূপ” নামক প্রবন্ধটি দেখুন।

^ ১৯৯৪ সালের ৮ ফেব্রুয়ারি সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার ৩-১০ পৃষ্ঠা দেখুন।

^ কিছু দেশে এর অন্তর্ভুক্ত হতে পারে, বয়স্ক ব্যক্তিদের সরকারি সহায়তা লাভ করতে সাহায্য করা। ২০০৬ সালের ১ জুন প্রহরীদুর্গ পত্রিকার “ঈশ্বর বয়স্ক ব্যক্তিদের যত্ন নিয়ে থাকেন” নামক প্রবন্ধটি দেখুন।

^ ২০০৩ সালের ১ সেপ্টেম্বর প্রহরীদুর্গ পত্রিকার “যিহোবা সবসময় আমাদের জন্য চিন্তা করেন” নামক প্রবন্ধটি দেখুন।

^ ১৯৯৩ সালের ১৫ মার্চ প্রহরীদুর্গ (ইংরেজি) পত্রিকার “পক্ব কেশের প্রভা” নামক প্রবন্ধটি দেখুন।

^ নামগুলো পরিবর্তন করা হয়েছে।

আপনি কীভাবে উত্তর দেবেন?

• কেন আপনি বিশ্বস্ত বয়স্ক খ্রিস্টানদের মূল্যবান বলে গণ্য করেন?

• কীভাবে আমরা বয়স্ক সহউপাসকদের প্রতি কোমল অনুভূতি দেখাতে পারি?

• কী যিহোবার বয়স্ক দাসদের এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সাহায্য করতে পারে?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[১৮ পৃষ্ঠার চিত্রগুলো]

বয়স্ক ব্যক্তিদের জন্য মণ্ডলীর সদস্যদের উচ্চসম্মান রয়েছে