সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সূচিপত্র

সূচিপত্র

সূচিপত্র

আগস্ট ১৫, ২০০৮

অধ্যয়ন সংস্করণ

 নীচে উল্লেখিত সপ্তাহগুলোর জন্য অধ্যয়ন প্রবন্ধ:

সেপ্টেম্বর ২৯, ২০০৮–অক্টোবর ৫, ২০০৮

যিহোবা তাঁর অনুগত ব্যক্তিদের পরিত্যাগ করবেন না

পৃষ্ঠা ৩

যে-গানগুলো ব্যবহার করতে হবে: ২৩ (২০০), ৬ (৪৫)

অক্টোবর ৬-১২, ২০০৮

একাগ্র হৃদয়ে আনুগত্য বজায় রাখুন

পৃষ্ঠা ৭

যে-গানগুলো ব্যবহার করতে হবে: ১৬ (১৪৩), ২১ (১৯১)

অক্টোবর ১৩-১৯, ২০০৮

মর্যাদা প্রদর্শন করার মাধ্যমে যিহোবাকে সম্মান করুন

পৃষ্ঠা ১২

যে-গানগুলো ব্যবহার করতে হবে: ২২ (১৩০), ২৬ (২১২)

অক্টোবর ২০-২৬, ২০০৮

যিহোবা তাঁর বয়স্ক দাসদের কোমলভাবে যত্ন নেন

পৃষ্ঠা ১৭

যে-গানগুলো ব্যবহার করতে হবে: ৭ (৫১), ৯ (৩৭)

অক্টোবর ২৭, ২০০৮–নভেম্বর ২, ২০০৮

আপনি কি সাবলীলভাবে ‘বিশুদ্ধ ওষ্ঠে’ কথা বলছেন?

পৃষ্ঠা ২১

যে-গানগুলো ব্যবহার করতে হবে: ১৭ (১৮৭), ১১ (৮৫)

অধ্যয়ন প্রবন্ধগুলোর উদ্দেশ্য

অধ্যয়ন প্রবন্ধ ১, ২ পৃষ্ঠা ৩-১১

উত্তর ও দক্ষিণ রাজ্যে ইস্রায়েলের বিভক্ত হওয়াকে বিশ্লেষণ করে এই প্রবন্ধগুলো দেখায় যে, কীভাবে যিহোবা তাঁর অনুগত ব্যক্তিদের পরিত্যাগ করেন না। এখনই আমাদের আন্তরিক আনুগত্য গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে আমরা বস্তুবাদিতা বা ঔদ্ধত্য মনোভাব দেখানোর প্রলোভনগুলোর কাছে নতিস্বীকার না করি।

অধ্যয়ন প্রবন্ধ ৩ পৃষ্ঠা ১২-১৬

এই প্রবন্ধটি দেখায় যে, ঈশ্বরের মর্যাদার প্রতি উপলব্ধিবোধ আমাদের ওপর কোন প্রভাবগুলো নিয়ে আসা উচিত। যিশু অন্যদের সঙ্গে যেভাবে ব্যবহার করেছিলেন, তা থেকে আমরা মর্যাদা সম্বন্ধে কী শিখতে পারি, এটা তা পরীক্ষা করে। এ ছাড়া, এও জানুন যে, কীভাবে আমরা মর্যাদা প্রদর্শন করতে পারি।

অধ্যয়ন প্রবন্ধ ৪ পৃষ্ঠা ১৭-২১

বয়স্ক খ্রিস্টানদেরকে যিহোবার মতো করে দেখতে শিখুন। কীভাবে বাইবেল আমাদেরকে তাদের জ্ঞান ও অভিজ্ঞতার প্রতি সম্মান দেখাতে, তাদের অনুভূতিগুলোকে বিবেচনা করতে ও তাদেরকে আধ্যাত্মিকভাবে সক্রিয় রাখার জন্য সহযোগিতা করতে সাহায্য করে, তা লক্ষ করুন।

অধ্যয়ন প্রবন্ধ ৫ পৃষ্ঠা ২১-২৫

যিহোবা তাঁর ভাববাদী সফনিয়ের মাধ্যমে বলেছিলেন: “আমি জাতিগণকে বিশুদ্ধ ওষ্ঠ দিব।” (সফ. ৩:৯) “বিশুদ্ধ ওষ্ঠ” কী, সেই সম্বন্ধে শিখুন। এটার ওপর দক্ষতা অর্জন করার জন্য কোন পদক্ষেপগুলো আপনি নিতে পারেন, তা দেখুন। আর কীভাবে আপনি এই অদ্বিতীয় ওষ্ঠ বা ভাষাকে যিহোবার প্রশংসা করায় ব্যবহার করতে পারেন, তা জানুন।

এই সংখ্যায় আরও রয়েছে:

যিহোবার বাক্য জীবন্ত—গালাতীয়, ইফিষীয়, ফিলিপীয় এবং কলসীয়দের প্রতি লেখা চিঠির প্রধান বিষয়গুলো

পৃষ্ঠা ২৬

আপনি কি মনে করতে পারেন?

পৃষ্ঠা ২৯

মিশনারিদেরকে পঙ্গপালের সঙ্গে তুলনা করা হয়

পৃষ্ঠা ৩০