সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিপণীকেন্দ্রে সাক্ষ্যদান

বিপণীকেন্দ্রে সাক্ষ্যদান

বিপণীকেন্দ্রে সাক্ষ্যদান

 আথীনীতে থাকার সময় প্রেরিত পৌল, যিশু সম্বন্ধে সুসমাচার প্রচার করার জন্য প্রতিদিন বাজারে যেতেন। (প্রেরিত ১৭:১৭) পৌল সেই স্থানকে বেছে নিয়েছিলেন কারণ আথীনীয়রা সেখানে অনেক সময় ব্যয় করত।

প্রায় ২,০০০ বছর পর, এখনও যিহোবার লোকেরা সেই স্থানগুলোতে ঈশ্বরের রাজ্যের বার্তা প্রচার করে থাকে, যেখানে অনেক লোককে পাওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ, এর অন্তর্ভুক্ত হল বাজার বা বিপণীকেন্দ্রগুলো। কিছু খ্রিস্টান সেখানকার ম্যানেজার অথবা মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে বাইবেল সাহিত্যাদি প্রদর্শনের জন্য একটা টেবিল কিংবা বুথ ব্যবহার করেছে।

উদাহরণস্বরূপ, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরের একটা বিপণীকেন্দ্রে সাহিত্যাদির এক আকর্ষণীয় প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল, যেটার মূলভাব ছিল “পারিবারিক মূল্যবোধ বজায় রাখা—কীভাবে?” ফলাফল কী হয়েছিল? এক দিনে, ছয়টা ভাষার ১৫৩টি বই বিতরণ করা হয়েছিল।

সাহিত্যাদির বুথের কাছে আসা এক মহিলা, একজন সাক্ষি যা ব্যাখ্যা করেছিলেন, তা মনোযোগ দিয়ে শুনেছিলেন। সেই মহিলা একমত হয়েছিলেন যে, আমাদের জীবনে ও আমাদের পরিবারে ঈশ্বরকে রাখা গুরুত্বপূর্ণ। তিনি এই প্রকাশনাগুলো নিয়েছিলেন: মহান শিক্ষকের কাছ থেকে শেখো (ইংরেজি), পারিবারিক সুখের রহস্য (ইংরেজি), যুবক-যুবতীদের জিজ্ঞাস্য—যে-উত্তরগুলো কাজ করে (ইংরেজি)।

দুপুরের পর, একজন ব্যক্তি পাশের দোকানে যাওয়ার সময় সাহিত্যাদির সেই বুথ অতিক্রম করেন। যুবক-যুবতীদের জিজ্ঞাস্য বইয়ের দিকে তার চোখ পড়ে। বুথে দাঁড়িয়ে থাকা বোন সেই ব্যক্তির চোখে-মুখে কৌতূহল লক্ষ করেন। তিনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করেন, “আপনি কি কোনো বইয়ের প্রতি আগ্রহী?” তিনি মাথা নাড়েন এবং যুবক-যুবতীদের জিজ্ঞাস্য বইটি দেখান। বোন সেই ব্যক্তির হাতে বইটি তুলে দেন, যিনি ইতিমধ্যেই সেটির জন্য হাত বাড়িয়ে ছিলেন। তিনি বলেন যে, তার তিনটে সন্তান রয়েছে। কথাবার্তা বলার সময় তিনি বলেন, প্রতি সপ্তাহে এক বার তিনি তাদের সঙ্গে আলোচনা করেন। তার বড় দুজন সন্তান কিশোর বয়সি। বইটি দেখার সময় তিনি বলেন, কিছু পারিবারিক আলোচনার জন্য নির্দেশক হিসেবে তিনি অনায়াসে এই বইটি ব্যবহার করতে পারবেন। সেই প্রকাশক পারিবারিক সুখের রহস্য বইটির প্রতিও তার মনোযোগ আকর্ষণ করিয়েছিলেন, তাকে এই আশ্বাস দিয়েছিলেন যে, পারিবারিক সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে তিনি ও তার স্ত্রী খুবই সাহায্যকারী কিছু উপদেশ পাবেন। ওই পরামর্শের জন্য সেই ব্যক্তি কৃতজ্ঞ হন, দান দেন এবং তাদের সঙ্গে দেখা করার জন্য কোনো সাক্ষিকে পাঠানোর প্রস্তাবে রাজি হন।

সেই বিপণীকেন্দ্রে তাদের সাক্ষ্যদানের বিষয়ে সাক্ষিরা কেমন অনুভব করেছিল? “ব্যক্তিগতভাবে আমি এই ধরনের প্রচার উপভোগ করেছিলাম,” একজন বোন বলেছিলেন। “আমার জন্য এটা ছিল এক দারুন অভিজ্ঞতা!” আরেকজন বোন বলেছিলেন: “যিহোবা বলেছেন যে, সুসমাচার পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে। আজকে, নিউ জার্সির প্যারামাসে এই সুসমাচার বিভিন্ন ভাষার লোকেদের হৃদয়কে নাড়া দিয়েছে। এই আয়োজনে অংশ নিতে পেরে আমার খুবই ভাল লেগেছিল। এতে যারা অংশ নিয়েছে, তাদের প্রত্যেকেই আনন্দিত হয়েছে। দিনের শেষে আমরা কেউই সেখান থেকে চলে আসতে চাইনি।”

আপনি যে-উপায়গুলোতে সুসমাচার প্রচার করেন, সেগুলোকে কি আপনি বাড়াতে পারেন? আমাদের প্রধান পদ্ধতি হল ঘরে ঘরে যাওয়া। (প্রেরিত ২০:২০) তা সত্ত্বেও, আপনি কি বাজারে কিংবা কোনো বিপণীকেন্দ্রে সাক্ষ্যদানের বিষয়ে বিবেচনা করবেন?