সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবা আমাদের মঙ্গলের জন্য আমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন

যিহোবা আমাদের মঙ্গলের জন্য আমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন

যিহোবা আমাদের মঙ্গলের জন্য আমাদের প্রতি সতর্ক দৃষ্টি রাখেন

“সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাঁহার চক্ষু পৃথিবীর সর্ব্বত্র ভ্রমণ করে।”—২ বংশা. ১৬:৯.

১. কেন যিহোবা আমাদের পরীক্ষা করেন?

 যিহোবা হলেন সিদ্ধ পিতা। তিনি আমাদের এতটা ভালভাবে জানেন যে, তিনি এমনকি “[আমাদের] চিন্তার . . . কল্পনা” সম্বন্ধে অবগত আছেন। (১ বংশা. ২৮:৯) কিন্তু, তিনি কেবল দোষ ধরার জন্য আমাদের পরীক্ষা করেন না। (গীত. ১১:৪; ১৩০:৩) এর পরিবর্তে, তিনি প্রেমের সঙ্গে আমাদের এমন যেকোনোকিছু থেকে রক্ষা করতে চান, যা তাঁর সঙ্গে আমাদের সম্পর্ককে নষ্ট করে দিতে অথবা অনন্তজীবন পাওয়ার বিষয়ে আমাদের প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।—গীত. ২৫:৮-১০, ১২, ১৩.

২. যিহোবা কাদের পক্ষে তাঁর শক্তি দেখান?

যিহোবা সর্বশক্তিমান এবং সমস্তকিছু দেখতে পান। এই কারণে, তাঁর অনুগত ব্যক্তিরা যখন তাঁকে ডাকে, তখন তিনি তাদের সাহায্যে আসতে পারেন আর তিনি তাদের পরীক্ষাগুলোর সময় তাদেরকে সমর্থন করতে পারেন। “সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাঁহার চক্ষু পৃথিবীর সর্ব্বত্র ভ্রমণ করে,” ২ বংশাবলি ১৬:৯ পদ বলে। লক্ষ করুন যে, যিহোবা সেই ব্যক্তিদের জন্য তাঁর বল বা শক্তি ব্যবহার করেন, যারা তাঁকে একাগ্র হৃদয়ে সেবা করে, যে-হৃদয়ের উদ্দেশ্য বিশুদ্ধ ও আন্তরিক। সেই ব্যক্তিদের প্রতি তিনি কোনো চিন্তা দেখান না, যারা প্রতারক অথবা কপট।—যিহো. ৭:১, ২০, ২১, ২৫; হিতো. ১:২৩-৩৩.

ঈশ্বরের সঙ্গে গমনাগমন করুন

৩, ৪. ‘ঈশ্বরের সহিত গমনাগমন করিবার’ অর্থ কী এবং বাইবেলের কোন উদাহরণগুলো এই বিষয়টার ওপর আলোকপাত করে?

অনেকের কাছে এটা অবিশ্বাস্য বলে মনে হয় যে, আমাদের বিশাল নিখিলবিশ্বের সৃষ্টিকর্তা মানুষকে আধ্যাত্মিক অর্থে তাঁর সঙ্গে গমনাগমন করার সুযোগ দেন। কিন্তু, আমরা তা করি বলেই যিহোবা চান। বাইবেলের সময়ে হনোক ও নোহ “ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন।” (আদি. ৫:২৪; ৬:৯) মোশি “যিনি অদৃশ্য, তাঁহাকে যেন দেখিয়াই স্থির থাকিলেন।” (ইব্রীয় ১১:২৭) রাজা দায়ূদ নম্রভাবে তাঁর স্বর্গীয় পিতার পাশে থেকে গমনাগমন করছিলেন। তিনি বলেছিলেন: “[সদাপ্রভু] ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না।”—গীত. ১৬:৮.

অবশ্য, আমরা আক্ষরিকভাবে যিহোবার হাত ধরতে ও তাঁর সঙ্গে গমনাগমন করতে পারি না। কিন্তু, রূপকভাবে আমরা তা করতে পারি। কীভাবে? গীতরচক আসফ লিখেছিলেন: “আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি; তুমি আমার দক্ষিণ হস্ত ধরিয়া রাখিয়াছ। তুমি নিজ মন্ত্রণায় আমাকে গমন করাইবে।” (গীত. ৭৩:২৩, ২৪) সহজভাবে বললে, আমরা যখন তাঁর মন্ত্রণা বা পরামর্শ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি, যা আমরা মূলত তাঁর লিখিত বাক্য এবং ‘বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাসের’ মাধ্যমে লাভ করি, তখন আমরা যিহোবার সঙ্গে গমনাগমন করি।—মথি ২৪:৪৫; ২ তীম. ৩:১৬.

৫. কীভাবে যিহোবা তাঁর অনুগত ব্যক্তিদের ওপর এক পিতৃতুল্য দৃষ্টি রাখেন আর তাঁর প্রতি আমাদের কেমন বোধ করা উচিত?

যারা তাঁর সঙ্গে গমনাগমন করে, তাদেরকে যিহোবা মূল্যবান বলে গণ্য করেন বলে তাদের ওপর পিতৃতুল্য দৃষ্টি রাখেন, তাদের যত্ন নেন, তাদেরকে সুরক্ষা করেন এবং শিক্ষা দেন। “আমি তোমাকে বুদ্ধি দিব, ও তোমার গন্তব্য পথ দেখাইব,” ঈশ্বর বলেন। “তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব।” (গীত. ৩২:৮) নিজেকে জিজ্ঞেস করুন: ‘তাঁর প্রজ্ঞার দিকে কর্ণপাত করে এবং তাঁর প্রেমময় দৃষ্টি আমার ওপর আছে জেনে আমি কি রূপকভাবে নিজেকে যিহোবার হাতে হাত ধরে গমনাগমন করতে দেখি? তাঁর উপস্থিতি সম্বন্ধে অবগত থাকা কি আমার চিন্তাভাবনা, কথা ও কাজে প্রভাব ফেলে? আর আমি যখন ভুল করি, তখন আমি কি যিহোবাকে উদাসীন ও কঠোর ঈশ্বর হিসেবে না দেখে বরং এক উষ্ণ ও করুণাময় পিতা হিসেবে দেখি, যিনি অনুতপ্ত ব্যক্তিদের তাঁর উষ্ণ বাহুতে আসতে সাহায্য করতে চান?’—গীত. ৫১:১৭.

৬. মানব পিতামাতার ঊর্ধ্বে যিহোবা কোন ভাল অবস্থানে রয়েছেন?

মাঝে মাঝে, এমনকি আমরা কোনো অন্যায় কাজ শুরু করার আগেই যিহোবা আমাদের সাহায্যে আসতে পারেন। উদাহরণস্বরূপ, তিনি হয়তো দেখেন যে, আমাদের সম্ভাব্য বঞ্চক হৃদয় এমন কিছু বিষয়ের আকাঙ্ক্ষা করতে শুরু করে, যেগুলো অনুপযুক্ত। (যির. ১৭:৯) এইরকম পরিস্থিতিতে, তিনি এমনকি মানব পিতামাতার চেয়ে দ্রুত কাজ করতে পারেন কারণ তাঁর ‘চক্ষুর পাতার’ আমাদের একেবারে গভীরে দেখার, আমাদের গভীরতম চিন্তাভাবনা পরীক্ষা করার ক্ষমতা রয়েছে। (গীত. ১১:৪; ১৩৯:৪; যির. ১৭:১০) সেই পরিস্থিতির প্রতি ঈশ্বরের প্রতিক্রিয়া বিবেচনা করুন, যা ভাববাদী যিরমিয়ের ব্যক্তিগত সচিব ও ঘনিষ্ঠ বন্ধু বারূকের জীবনে এসেছিল।

বারূকের এক প্রকৃত পিতা

৭, ৮. (ক) বারূক কে ছিলেন আর তার হৃদয়ে হয়তো কোন ক্ষতিকর আকাঙ্ক্ষাগুলো গড়ে উঠতে শুরু করেছিল? (খ) কীভাবে যিহোবা বারূকের জন্য তাঁর পিতৃতুল্য চিন্তা প্রকাশ করেছিলেন?

বারূক ছিলেন একজন পেশাদার প্রতিলিপিকারী, যিনি বিশ্বস্তভাবে যিরমিয়ের সঙ্গে থেকে সেবা করেছিলেন, যা কিনা এক কঠিন কার্যভার হয়ে উঠেছিল আর তা হল যিহূদার প্রতি যিহোবার বিচার ঘোষণা করা। (যির. ১:১৮, ১৯) একটা সময়ে বারূক, যিনি হয়তো এক সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, তিনি নিজের জন্য ‘মহৎ মহৎ বিষয়ের’ চেষ্টা করতে শুরু করেছিলেন। সম্ভবত তিনি ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা অথবা বস্তুগত সমৃদ্ধির আকাঙ্ক্ষা পোষণ করতে শুরু করেছিলেন। যা-ই হোক না কেন, যিহোবা দেখেছিলেন যে, এই বিপদজনক চিন্তাভাবনা বারূকের হৃদয়ে গড়ে উঠতে শুরু করেছিল। যিরমিয়ের মাধ্যমে কথা বলে যিহোবা অবিলম্বে বারূককে এই কথা বলেছিলেন: “তুমি বলিয়াছ, হায় হায়, ধিক্‌ আমাকে! কেননা সদাপ্রভু আমার ব্যথার উপরে দুঃখ যোগ করিয়াছেন; আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি, কিছুমাত্র বিশ্রাম পাইতেছি না।” এরপর ঈশ্বর বলেছিলেন: “তবে তুমি কি আপনার জন্য মহৎ মহৎ বিষয় চেষ্টা করিবে? সে চেষ্টা করিও না।”—যির. ৪৫:১-৫.

যদিও যিহোবা বারূকের প্রতি দৃঢ় ছিলেন কিন্তু তিনি রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখাননি বরং অকৃত্রিম পিতৃতুল্য চিন্তা দেখিয়েছিলেন। স্পষ্টতই, ঈশ্বর দেখেছিলেন যে, সেই ব্যক্তির আকাঙ্ক্ষাগুলো এক দুষ্ট বা প্রতারণাপূর্ণ হৃদয়কে প্রতিফলিত করেনি। যিহোবা এও জানতেন যে, যিরূশালেম ও যিহূদার সময় শেষ হয়ে যাচ্ছিল আর তিনি চাননি যে, বারূক সেই কঠিন সময়ে ভুল করুক। তাই, তাঁর দাসকে বাস্তবে ফিরিয়ে আনার জন্য ঈশ্বর তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে, তিনি ‘সমস্ত মর্ত্ত্যের প্রতি অমঙ্গল ঘটাইবেন’ এবং আরও বলেছিলেন যে, বারূক যদি বিজ্ঞতার সঙ্গে কাজ করেন, তাহলে তিনি বেঁচে থাকবেন। (যির. ৪৫:৫) বস্তুতপক্ষে, ঈশ্বর বলেছিলেন: ‘বাস্তববাদী হও, বারূক। পাপী যিহূদা ও যিরূশালেমের প্রতি শীঘ্রই কী ঘটতে যাচ্ছে, তা স্মরণে রাখো। বিশ্বস্ত থাকো এবং বেঁচে থাকো! আমি তোমাকে সুরক্ষা করব।’ স্পষ্টতই, যিহোবা বারূকের হৃদয় স্পর্শ করেছিলেন কারণ বারূক ইতিবাচকভাবে সাড়া দিয়েছিলেন এবং যিরূশালেমের ধ্বংস থেকে রক্ষা পেয়েছিলেন, যা ১৭ বছর পরে এসেছিল।

৯. অনুচ্ছেদে উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর আপনি কীভাবে দেবেন?

আপনি যখন বারূকের বিবরণ নিয়ে চিন্তা করেন, তখন নীচের এই প্রশ্ন ও শাস্ত্রপদগুলো বিবেচনা করুন: বারূকের সঙ্গে ঈশ্বরের আচরণ যিহোবা সম্বন্ধে ও তাঁর দাসদের প্রতি তাঁর অনুভূতি সম্বন্ধে কী প্রকাশ করে? (পড়ুন, ইব্রীয় ১২:৯.) আমরা যে-কঠিন সময়ে বাস করছি, সেটার পরিপ্রেক্ষিতে বারূকের প্রতি ঈশ্বরের পরামর্শ ও বারূকের প্রতিক্রিয়া থেকে আমরা কী শিখতে পারি? (পড়ুন, লূক ২১:৩৪-৩৬.) যিরমিয়কে অনুকরণ করে, কীভাবে খ্রিস্টান প্রাচীনরা যিহোবার দাসদের প্রতি তাঁর চিন্তাকে প্রতিফলিত করতে পারে?—পড়ুন, গালাতীয় ৬:১.

পিতার প্রেম পুত্রের মধ্যে প্রতিফলিত হয়

১০. খ্রিস্টীয় মণ্ডলীর মস্তক হিসেবে তাঁর পদ পরিচালনা করার জন্য যিশু কীভাবে সজ্জিত?

১০ প্রাক্‌খ্রিস্টীয় যুগে তাঁর লোকেদের প্রতি যিহোবার প্রেম তাঁর ভাববাদী ও অন্যান্য বিশ্বস্ত দাসের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। সর্বোপরি, এখন এটা খ্রিস্টীয় মণ্ডলীর মস্তক যিশু খ্রিস্টের মাধ্যমে দেখা যায়। (ইফি. ১:২২, ২৩) তাই, প্রকাশিত বাক্য বইয়ে, যিশুকে এমন একজন মেষশাবক হিসেবে চিত্রিত করা হয়েছে, যাঁর “সপ্ত চক্ষু” রয়েছে এবং “সেই চক্ষু সমস্ত পৃথিবীতে প্রেরিত ঈশ্বরের সপ্ত আত্মা।” (প্রকা. ৫:৬) হ্যাঁ, ঈশ্বরের পবিত্র আত্মার পূর্ণতার দ্বারা শক্তিপ্রাপ্ত হয়ে, যিশুর নিখুঁত বিচক্ষণতা রয়েছে। তিনিও দেখতে পারেন যে, ভিতরে আমরা কীরকম ব্যক্তি এবং কোনোকিছুই তাঁর অলক্ষিত থাকে না।

১১. খ্রিস্ট কোন ভূমিকা পালন করেন আর আমাদের প্রতি তাঁর মনোভাবে কীভাবে তাঁর পিতার মনোভাব প্রতিফলিত হয়?

১১ কিন্তু, যিহোবার মতো যিশুও এমন একজন পুলিশের মতো নন, যিনি স্বর্গ থেকে দেখেন। তিনি প্রেমের দৃষ্টিতে আমাদের পরীক্ষা করেন। যিশুর একটা উপাধি “সনাতন পিতা,” আমাদেরকে তাঁর সেই ভূমিকা সম্বন্ধে মনে করিয়ে দেয়, যা তিনি যারা তাঁর প্রতি বিশ্বাস অনুশীলন করে, তাদেরকে অনন্তজীবন দান করার সময় পালন করবেন। (যিশা. ৯:৬) অধিকন্তু, খ্রিস্টীয় মণ্ডলীর মস্তক হিসেবে খ্রিস্ট যাদের প্রয়োজন রয়েছে, তাদেরকে সান্ত্বনা বা পরামর্শ দেওয়ার জন্য ইচ্ছুক ও আধ্যাত্মিকভাবে পরিপক্ব খ্রিস্টানদের, বিশেষভাবে প্রাচীনদের অনুপ্রাণিত করতে পারেন।—১ থিষল. ৫:১৪; ২ তীম. ৪:১, ২.

১২. (ক) এশিয়া মাইনরের সাতটা মণ্ডলীর উদ্দেশে লেখা চিঠিগুলো যিশু সম্বন্ধে কী প্রকাশ করে? (খ) কীভাবে প্রাচীনরা ঈশ্বরের পালের প্রতি খ্রিস্টের মনোভাব প্রতিফলিত করে?

১২ পালের প্রতি খ্রিস্টের গভীর আগ্রহ, এশিয়া মাইনরের সাতটা মণ্ডলীর প্রাচীনদের উদ্দেশে লেখা চিঠিগুলোর মধ্যে প্রতিফলিত হয়। (প্রকা. ২:১–৩:২২) সেখানে যিশু প্রতিটা মণ্ডলীতে কী ঘটছিল, সেই সম্বন্ধে তাঁর অবগত থাকার এবং তাঁর অনুসারীদের প্রতি তাঁর গভীর চিন্তার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। একই বিষয় বর্তমানেও প্রযোজ্য—এমনকি আরও বেশি প্রযোজ্য—যেহেতু প্রকাশিত বাক্য বইয়ের দর্শন “প্রভুর দিনে” পরিপূর্ণ হচ্ছে। * (প্রকা. ১:১০) খ্রিস্টের প্রেম প্রায়ই সেই প্রাচীনদের মাধ্যমে প্রকাশিত হয়, যারা মণ্ডলীর আধ্যাত্মিক পালক হিসেবে সেবা করছে। তিনি ‘মনুষ্যদিগের নানা বর’ বা দানরূপ মানুষদেরকে প্রয়োজনের সময় সান্ত্বনা, উৎসাহ অথবা পরামর্শ দেওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারেন। (ইফি. ৪:৮; প্রেরিত ২০:২৮; পড়ুন, যিশাইয় ৩২:১, ২.) আপনি কি তাদের প্রচেষ্টাকে ব্যক্তিগতভাবে আপনার প্রতি খ্রিস্টের আগ্রহের এক অভিব্যক্তি হিসেবে দেখেন?

সঠিক সময়ে সাহায্য

১৩-১৫. কীভাবে ঈশ্বর হয়তো আমাদের প্রার্থনার উত্তর দেওয়া বেছে নিতে পারেন? উদাহরণ দিন।

১৩ আপনি কি কখনো সাহায্যের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করেছেন এবং আধ্যাত্মিকভাবে পরিপক্ব কোনো খ্রিস্টানের এক উৎসাহজনক সাক্ষাতের মাধ্যমে সেটার উত্তর পেয়েছেন? (যাকোব ৫:১৪-১৬) অথবা সেই সাহায্য হয়তো খ্রিস্টীয় সভার কোনো একটা বক্তৃতা বা আমাদের প্রকাশনাদির কোনো একটিতে দেওয়া তথ্যের মাধ্যমে এসেছে। যিহোবা প্রায়ই এই উপায়গুলোতে আমাদের প্রার্থনার উত্তর দিয়ে থাকেন। উদাহরণস্বরূপ, একটা বক্তৃতা দেওয়ার পর একজন প্রাচীনের কাছে এক বোন এসেছিলেন, যিনি সেই বক্তৃতার কয়েক সপ্তাহ আগে এক চরম অবিচারের শিকার হয়েছিলেন। সেই বোন তার সমস্যা সম্বন্ধে অভিযোগ করার পরিবর্তে, বক্তৃতায় উল্লেখিত কিছু শাস্ত্রীয় বিষয় সম্বন্ধে গভীর উপলব্ধি প্রকাশ করেছিলেন। সেগুলো তার পরিস্থিতির বেলায় প্রযোজ্য ছিল এবং তাকে অনেক সান্ত্বনা দিয়েছিল। সেই সভায় যোগ দিয়েছিলেন বলে সেই বোন কত আনন্দিতই না হয়েছিলেন!

১৪ প্রার্থনার মাধ্যমে প্রাপ্ত সাহায্যের বিষয়ে তিনজন বন্দির উদাহরণ বিবেচনা করুন, যারা কারারুদ্ধ অবস্থায় বাইবেলের সত্য জেনেছিল এবং অবাপ্তাইজিত প্রকাশক হয়েছিল। একটা দৌরাত্ম্যমূলক ঘটনার কারণে জেলের সমস্ত বন্দির কিছু সুযোগ-সুবিধা নিয়ে নেওয়া হয়েছিল। সেটা এক প্রতিবাদের সৃষ্টি করে। বন্দিরা সিদ্ধান্ত নেয় যে, পরের দিন সকালের জলখাবার খাওয়ার পর, তারা প্রতিবাদ হিসেবে তাদের প্লেট ফেরত দেবে না। সেই তিনজন অবাপ্তাইজিত প্রকাশক তখন উভয় সংকটের পড়ে যায়। তারা যদি বিদ্রোহে যোগ দেয়, তাহলে তারা রোমীয় ১৩:১ পদে প্রাপ্ত যিহোবার পরামর্শ লঙ্ঘন করবে। কিন্তু, তারা যদি তাতে যোগ না দেয়, তাহলে ক্রুদ্ধ সহবন্দিরা তাদের ওপর প্রতিশোধ নিতে পারে।

১৫ পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে সেই তিন ব্যক্তি প্রজ্ঞা চেয়ে প্রার্থনা করেছিল। পরের দিন সকালে তারা তিনজনই দেখেছিল যে, তারা ঠিক একইরকম সিদ্ধান্ত নিয়েছে—তারা সকালের জলখাবারই নেবে না। পরে, রক্ষীরা যখন প্লেট সংগ্রহ করতে এসেছিল, তখন এই তিন ব্যক্তির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কিছুই ছিল না। তারা কত আনন্দিতই না হয়েছিল যে, “প্রার্থনা-শ্রবণকারী” নিকটেই ছিলেন!—গীত. ৬৫:২.

আস্থা সহকারে ভবিষ্যতের দিকে তাকানো

১৬. কীভাবে প্রচার কাজ মেষতুল্য ব্যক্তিদের প্রতি যিহোবার চিন্তা প্রকাশ করে?

১৬ বিশ্বব্যাপী প্রচার কাজ হচ্ছে সৎহৃদয়ের ব্যক্তিদের প্রতি যিহোবার চিন্তার আরেকটা প্রমাণ, তা তারা যেখানেই বাস করুক না কেন। (আদি. ১৮:২৫) যিহোবা প্রায়ই স্বর্গদূতদের নির্দেশনা ব্যবহার করে তাঁর লোকেদের মেষতুল্য ব্যক্তিদের কাছে পরিচালিত করতে পারেন—এমনকি এই ব্যক্তিরা যদি এমন এলাকাগুলোতেও বাস করে, যেখানে এখনও সুসমাচার নিয়ে যাওয়া হয়নি। (প্রকা. ১৪:৬, ৭) উদাহরণস্বরূপ, একজন স্বর্গদূতের মাধ্যমে ঈশ্বর প্রথম শতাব্দীর একজন সুসমাচার প্রচারক ফিলিপকে পরিচালিত করেছিলেন, যেন তিনি একজন ইথিওপীয় কর্মকর্তার কাছে যান এবং তার কাছে শাস্ত্র সম্বন্ধে ব্যাখ্যা করেন। ফলাফল কী হয়েছিল? সেই ব্যক্তি সুসমাচার গ্রহণ করেছিলেন এবং যিশুর একজন বাপ্তাইজিত অনুসারী হয়েছিলেন। *যোহন ১০:১৪; প্রেরিত ৮:২৬-৩৯.

১৭. কেন ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া উচিত নয়?

১৭ বর্তমান বিধিব্যবস্থা যতই শেষের দিকে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যদ্বাণীকৃত ‘যাতনা’ চলতে থাকবে। (মথি ২৪:৮) উদাহরণস্বরূপ ক্রমবর্ধমান চাহিদা, চরম আবহাওয়া অথবা অর্থনৈতিক অস্থিরতার কারণে খাদ্যের দাম ব্যাপকভাবে বেড়ে যেতে পারে। চাকরি পাওয়া হয়তো আরও কঠিন হয়ে পড়তে পারে আর কর্মচারীরা হয়তো আরও বেশি সময় কাজ করার জন্য ক্রমাগত চাপ অনুভব করতে পারে। যা-ই ঘটুক না কেন, যারা আধ্যাত্মিক বিষয়গুলোকে প্রথম স্থানে রাখে ও এক ‘সরল চক্ষু’ বজায় রাখে, তাদের অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। তারা জানে যে, ঈশ্বর তাদের ভালবাসেন এবং তাদের যত্ন নেবেন। (মথি ৬:২২-৩৪) উদাহরণস্বরূপ, সা.কা.পূ. ৬০৭ সালে যিরূশালেমের অশান্ত শেষ সময়ে কীভাবে যিহোবা যিরমিয়ের ভরণপোষণ জুগিয়েছিলেন, তা বিবেচনা করুন।

১৮. কীভাবে যিহোবা যিরূশালেমের অবরোধের সময় যিরমিয়ের জন্য তাঁর প্রেমের প্রমাণ দিয়েছিলেন?

১৮ বাবিলীয়দের দ্বারা যিরূশালেম অবরোধের শেষের দিকে, যিরমিয়কে রক্ষীদের প্রাঙ্গণে আটকে রাখা হয়েছিল। কীভাবে তিনি খাদ্য পাবেন? মুক্ত থাকলে তিনি খাদ্যের সন্ধান করতে পারেন। এর পরিবর্তে, তিনি সম্পূর্ণরূপে তার চারপাশের লোকেদের ওপর নির্ভর করেছিলেন, যাদের বেশির ভাগই তাকে ঘৃণা করত! তা সত্ত্বেও, যিরমিয় মানুষের ওপর নয় বরং ঈশ্বরের ওপর নির্ভর করেছিলেন, যিনি তার যত্ন নেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। যিহোবা কি তাঁর প্রতিজ্ঞা রেখেছিলেন? অবশ্যই! তিনি লক্ষ রেখেছিলেন যেন যিরমিয় রোজ “যে পর্য্যন্ত নগরের সমস্ত রুটী শেষ না হইল; সে পর্য্যন্ত . . . এক একখানা রুটী” পান। (যির. ৩৭:২১) যিরমিয়, বারূক, এবদ-মেলক এবং অন্যেরা সেই দুর্ভিক্ষ, রোগব্যাধি ও মৃত্যু থেকে রেহাই পেয়েছিলেন।—যির. ৩৮:২; ৩৯:১৫-১৮.

১৯. ভবিষ্যতের দিকে তাকানোর সময় আমাদের সংকল্প কী হওয়া উচিত?

১৯ হ্যাঁ, “ধার্ম্মিকগণের প্রতি প্রভুর [“যিহোবার,” NW] চক্ষু আছে; তাহাদের বিনতির প্রতি তাঁহার কর্ণ আছে।” (১ পিতর ৩:১২) আপনার প্রতি যে স্বর্গীয় পিতার সতর্ক দৃষ্টি রয়েছে, সেইজন্য কি আপনি আনন্দ করেন? আপনি কি এটা জেনে নিরাপদ ও নিশ্চিন্ত বোধ করেন যে, তাঁর দৃষ্টি আপনার মঙ্গলের জন্যই আপনার ওপর আছে? তাহলে, ভবিষ্যতে যা-ই হোক না কেন, ক্রমাগত ঈশ্বরের সঙ্গে গমনাগমন করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হোন। আমরা নিশ্চিত থাকতে পারি যে, যিহোবা সবসময় তাঁর সমস্ত অনুগত ব্যক্তির ওপর নিবিড় ও পিতৃতুল্য দৃষ্টি রাখবেন।—গীত. ৩২:৮; পড়ুন, যিশাইয় ৪১:১৩.

[পাদটীকাগুলো]

^ যদিও সেই চিঠিগুলো মূলত খ্রিস্টের অভিষিক্ত অনুসারীদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু সেগুলোর নীতি ঈশ্বরের সমস্ত দাসের বেলায়ও প্রযোজ্য।

^ স্বর্গীয় নির্দেশনার আরেকটা উদাহরণ প্রেরিত ১৬:৬-১০ পদে পাওয়া যেতে পারে। সেখানে আমরা পড়ি যে, পৌল ও তার সঙ্গীরা এশিয়া এবং বিথুনিয়াতে প্রচার করার ক্ষেত্রে “পবিত্র আত্মাকর্ত্তৃক নিবারিত হইয়াছিলেন।” এর পরিবর্তে তাদেরকে মাকিদনিয়াতে ডেকে পাঠানো হয়েছিল, যেখানে অনেক নম্র ব্যক্তি তাদের সুসমাচারের প্রতি সাড়া দিয়েছিল।

আপনি কি ব্যাখ্যা করতে পারেন?

• কীভাবে আমরা দেখাতে পারি যে, আমরা ‘ঈশ্বরের সহিত গমনাগমন করিতেছি’?

• কীভাবে যিহোবা বারূকের প্রতি তাঁর প্রেম প্রদর্শন করেছিলেন?

• খ্রিস্টীয় মণ্ডলীর মস্তক হিসেবে কীভাবে যিশু তাঁর পিতার গুণাবলি প্রতিফলিত করেন?

• কোন কোন উপায়ে আমরা দেখাতে পারি যে, এই কঠিন সময়ে আমরা ঈশ্বরের ওপর নির্ভর করি?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[৯ পৃষ্ঠার চিত্রগুলো]

যিরমিয় যেমন বারূকের প্রতি দেখিয়েছিলেন, তেমনই খ্রিস্টান প্রাচীনরা বর্তমানে যিহোবার চিন্তা প্রতিফলিত করে

[১০ পৃষ্ঠার চিত্র]

কীভাবে যিহোবা একেবারে সঠিক সময়ে সাহায্য করতে পারেন?