সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

তাদেরকে অবিলম্বে ফিরে আসতে সাহায্য করুন!

তাদেরকে অবিলম্বে ফিরে আসতে সাহায্য করুন!

তাদেরকে অবিলম্বে ফিরে আসতে সাহায্য করুন!

“কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে।”—যোহন ৬:৬৮.

১. অনেক শিষ্য যখন যিশুকে ছেড়ে চলে গিয়েছিল, তখন পিতর কী বলেছিলেন?

 একবার যিশু খ্রিস্টের এমন অনেক শিষ্য তাঁকে ছেড়ে চলে গিয়েছিল, যারা তাঁর একটা শিক্ষাকে প্রত্যাখ্যান করেছিল। “তোমরাও কি চলিয়া যাইতে ইচ্ছা করিতেছে?” যিশু তাঁর প্রেরিতদের জিজ্ঞেস করেছিলেন। পিতর উত্তর দিয়েছিলেন: “প্রভু কাহার কাছে যাইব? আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে।” (যোহন ৬:৫১-৬৯) যাওয়ার মতো আর কোনো জায়গা ছিল না। সেই সময়ে যিহুদি ধর্মে কোনো “অনন্ত জীবনের কথা” ছিল না আর এই ধরনের কথা নিশ্চিতভাবেই আজকে মিথ্যাধর্মের বিশ্ব সাম্রাজ্য মহতী বাবিলের মধ্যেও পাওয়া যায় না। ঈশ্বরের পাল থেকে বিপথে গিয়েছে কিন্তু যিহোবাকে খুশি করতে চায় এমন যেকোনো ব্যক্তির জন্য ‘এখন জাগিবার’ এবং পালের মধ্যে ফিরে আসার “সময়।”—রোমীয় ১৩:১১.

২. গোপন অথবা বিচার সংক্রান্ত বিষয়গুলো সম্বন্ধে কী মনে রাখা উচিত?

যিহোবা ইস্রায়েলের হারানো মেষের প্রতি চিন্তা দেখিয়েছিলেন। (পড়ুন, যিহিষ্কেল ৩৪:১৫, ১৬.) একইভাবে, খ্রিস্টান প্রাচীনদেরও সেই মেষতুল্য ব্যক্তিকে সাহায্য করার আকাঙ্ক্ষা ও দায়িত্ব রয়েছে, যিনি পাল থেকে বিপথে গিয়েছেন। সাহায্য চান এমন একজন নিষ্ক্রিয় ব্যক্তিকে অধ্যয়ন করানোর জন্য তারা যদি কোনো প্রকাশককে নিযুক্ত করেন, তাহলে কী করা উচিত যদি পরিচালক জানতে পারেন যে, সেই নিষ্ক্রিয় ব্যক্তি কোনো গুরুতর পাপ করেছেন? কোনো বিচার সংক্রান্ত অথবা গোপন বিষয়ে পরামর্শ দেওয়ার পরিবর্তে, প্রকাশকের বলা উচিত যেন তিনি প্রাচীনদের সঙ্গে কথা বলেন। যদি তিনি তা করতে ব্যর্থ হন, তাহলে প্রকাশকের নিজেরই বিষয়টা প্রাচীনদের জানানো উচিত।—লেবীয়. ৫:১; গালা. ৬:১.

৩. যে-ব্যক্তির ১০০টা মেষ ছিল, তিনি হারানো মেষটা খুঁজে পাওয়ার পর কেমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন?

আগের প্রবন্ধে, যিশুর দৃষ্টান্তে এমন একজন ব্যক্তির বিষয়ে উল্লেখ করা হয়েছিল, যার ১০০টা মেষ ছিল। একটা মেষ যখন পাল থেকে হারিয়ে গিয়েছিল, তখন তিনি ৯৯টা রেখে সেই হারানো মেষের অন্বেষণ করেছিলেন। তিনি যখন সেই মেষটা খুঁজে পেয়েছিলেন, তখন কত আনন্দিতই না হয়েছিলেন! (লূক ১৫:৪-৭) ঈশ্বরের সেই মেষ ফিরে আসলে আমাদেরও একই আনন্দ হয়, যিনি পাল থেকে হারিয়ে গিয়েছিলেন। প্রেমের দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রাচীনরা ও মণ্ডলীর অন্যান্য সদস্য হয়তো সেই নিষ্ক্রিয় ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছে। তারাও এটা দেখতে চায় যে, সেই ব্যক্তি পালের মধ্যে ফিরে এসেছে এবং ঈশ্বরের সমর্থন, সুরক্ষা ও আশীর্বাদ উপভোগ করছে। (দ্বিতী. ৩৩:২৭; গীত. ৯১:১৪; হিতো. ১০:২২) এই ক্ষেত্রে তাদের যদি সাহায্য করার কোনো সুযোগ থাকে, তাহলে তারা কী করতে পারে?

৪. গালাতীয় ৬:২, ৫ পদ থেকে কী বোঝা যেতে পারে?

তারা হয়তো একজন ব্যক্তিকে মণ্ডলীতে ফিরে আসতে উৎসাহিত করার জন্য সদয়ভাবে এই বিষয়টা দেখাতে পারে যে, যিহোবা তাঁর মেষদের ভালবাসেন এবং আমাদের কাছ থেকে আমাদের সাধ্যের অতিরিক্ত কিছু আশা করেন না। এর অন্তর্ভুক্ত শাস্ত্র অধ্যয়ন করা, খ্রিস্টীয় সভাগুলোতে যোগ দেওয়া এবং রাজ্যের সুসমাচার প্রচার করা। এক্ষেত্রে, গালাতীয় ৬:২, ৫ পদ পড়া ও এটা উল্লেখ করা উপযুক্ত হতে পারে যে, খ্রিস্টানরা পরস্পরের ভার বহন করার জন্য সাহায্য করতে পারে, তবে “প্রত্যেক জন নিজ নিজ” আধ্যাত্মিক দায়িত্বের “ভার বহন করিবে।” অন্য কেউই আমাদের হয়ে ঈশ্বরের কাছে বিশ্বস্ত হতে পারে না।

‘জীবিকার চিন্তার’ কারণে কি তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছে?

৫, ৬. (ক) নিষ্ক্রিয় সহবিশ্বাসীদের অভিব্যক্তিগুলো মনোযোগের সঙ্গে শোনা কেন গুরুত্বপূর্ণ? (খ) কীভাবে আপনি হয়তো নিষ্ক্রিয় ব্যক্তিদের এটা দেখতে সাহায্য করতে পারেন যে, ঈশ্বরের লোকেদের সঙ্গে মেলামেশা না করা তাদের জন্য ক্ষতিকর?

নিষ্ক্রিয় সহবিশ্বাসীদের কীভাবে সাহায্য করা যায়, তা নির্ণয় করার জন্য প্রাচীন ও অন্যান্য পরিপক্ব প্রকাশকের সেই ব্যক্তিদের আন্তরিক অভিব্যক্তিগুলো মনোযোগের সঙ্গে শুনতে হবে। ধরুন একজন প্রাচীন হিসেবে আপনি এমন এক বিবাহিত দম্পতির সঙ্গে সাক্ষাৎ করছেন, যারা ‘জীবিকার চিন্তার’ কারণে নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলে মণ্ডলীতে অনুপস্থিত রয়েছে। (লূক ২১:৩৪) আর্থিক সমস্যা অথবা পারিবারিক দায়িত্ব বেড়ে যাওয়ার কারণে হয়তো তারা ধীরে ধীরে আধ্যাত্মিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তারা হয়তো স্বস্তির প্রয়োজন অনুভব করে, তবে আপনি হয়তো এই বিষয়টা উল্লেখ করতে পারেন যে, পৃথক থাকা কোনো সমাধান নয়। (পড়ুন, হিতোপদেশ ১৮:১.) আপনি হয়তো কৌশলতা অবলম্বন করে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন: “সভাগুলোতে যাওয়া বন্ধ করার পর থেকে আপনারা কি সুখী? আপনাদের পারিবারিক জীবন কি আরও উন্নত হয়েছে? আপনাদের কি এখনও সেই আনন্দ আছে, যা যিহোবার ওপর নির্ভর করার মাধ্যমে আসে?”—নহি. ৮:১০.

এই ধরনের প্রশ্ন নিয়ে চিন্তা করা হয়তো নিষ্ক্রিয় ব্যক্তিদের এটা দেখতে সাহায্য করতে পারে যে, মণ্ডলীর সঙ্গে মেলামেশার অভাবে তাদের আধ্যাত্মিকতা ও সুখ হ্রাস পেয়েছে। (মথি ৫:৩; ইব্রীয় ১০:২৪, ২৫) তাদেরকে হয়তো এটা বুঝতে সাহায্য করা সম্ভব যে, সুসমাচার প্রচার করতে ব্যর্থ হওয়ার ফলে তাদের আনন্দ হারিয়ে গিয়েছে। (মথি ২৮:১৯, ২০) তাহলে, কী করা তাদের জন্য বিজ্ঞতার কাজ হবে?

৭. সেই ব্যক্তিদের আমরা কী করার জন্য উৎসাহিত করতে পারি, যারা পাল থেকে বিপথে গিয়েছে?

যিশু বলেছিলেন: “আপনাদের বিষয়ে সাবধান থাকিও, পাছে ভোগপীড়ায় ও মত্ততায় এবং জীবিকার চিন্তায় তোমাদের হৃদয় ভারগ্রস্ত হয়, . . . কিন্তু তোমরা সর্ব্বসময়ে জাগিয়া থাকিও এবং প্রার্থনা করিও, যেন এই যে সকল ঘটনা হইবে, তাহা এড়াইতে . . . শক্তিমান্‌ হও।” (লূক ২১:৩৪-৩৬) যারা পাল থেকে বিপথে গিয়েছে কিন্তু আগে তাদের যে-আনন্দ ছিল, তা উপভোগ করতে চায়, তাদেরকে পবিত্র আত্মা ও ঐশিক সাহায্য চেয়ে প্রার্থনা করার এবং তাদের প্রার্থনার সঙ্গে মিল রেখে কাজ করার জন্য উৎসাহিত করা যেতে পারে।—লূক ১১:১৩.

তারা কি বিঘ্ন পেয়েছিল?

৮, ৯. কীভাবে একজন প্রাচীন সেই ব্যক্তির সঙ্গে যুক্তি করতে পারেন, যিনি বিঘ্ন পেয়েছিলেন?

যেহেতু মানুষ অসিদ্ধ, তাই ব্যক্তিত্বের সংঘর্ষ ঘটতে পারে আর এর ফলে কোনো ব্যক্তি হয়তো বিঘ্ন পেতে পারে। মণ্ডলীতে কোনো সম্মানীয় ব্যক্তি বাইবেলের নীতির বিপরীতে কাজ করেছে বলে কেউ কেউ বিঘ্ন পেয়েছে। কোনো নিষ্ক্রিয় ব্যক্তি যদি এভাবে প্রভাবিত হয়ে থাকে, তাহলে যে-প্রাচীন ভাই সাক্ষাৎ করতে গিয়েছেন, তিনি হয়তো বলতে পারেন যে, যিহোবা কারো বিঘ্ন সৃষ্টি করেন না। তাহলে কেন একজন ব্যক্তি, ঈশ্বর ও তাঁর লোকেদের সঙ্গে তার সম্পর্ককে শেষ করে দেবেন? এর পরিবর্তে, একজন ব্যক্তির কি এই আস্থা রেখে ঈশ্বরের সেবা করে চলা উচিত নয় যে, কী ঘটছে, তা “সমস্ত পৃথিবীর বিচারকর্ত্তা” জানেন এবং তিনি সঠিক উপায়ে বিষয়গুলো মীমাংসা করবেন? (আদি. ১৮:২৫; কল. ৩:২৩-২৫) কোনো ব্যক্তি যদি আক্ষরিকভাবে উছোট খেয়ে পড়ে যান বা তিনি বিঘ্ন পান, তাহলে তিনি ওঠার কোনো চেষ্টা না করে ইচ্ছাকৃতভাবে সেই অবস্থাতে পড়ে থাকতে চাইবেন না।

আধ্যাত্মিক সাহায্য প্রদানের চেষ্টা করার সময় একজন প্রাচীন হয়তো উল্লেখ করতে পারেন যে, সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ কেউ দেখেছে, যে-বিষয়টা তাদের বিঘ্ন পাওয়ার কারণ হয়েছিল, তা আর অতি গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। বস্তুতপক্ষে, যে-বিষয়টা বিঘ্নের সৃষ্টি করেছিল, তা হয়তো এখন আর নেই। কোনো ব্যক্তি যদি শাসন লাভ করার কারণে বিঘ্ন পেয়ে থাকেন, তাহলে প্রার্থনাপূর্ণ ধ্যান হয়তো তাকে এই উপসংহারে আসতে পরিচালিত করতে পারে যে, তিনি নিজেই কিছুটা ভুল ছিলেন এবং সেই শাসনের কারণে তার উছোট লাগা বা বিঘ্ন পাওয়া উচিত নয়।—গীত. ১১৯:১৬৫; ইব্রীয় ১২:৫-১৩.

কোনো শাস্ত্রীয় শিক্ষার কারণে কি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল?

১০, ১১. কোন যুক্তি হয়তো সেই ব্যক্তিকে সাহায্য করার প্রচেষ্টায় কার্যকারী হতে পারে, যার বাইবেলের কিছু শিক্ষা সম্বন্ধে ভিন্ন বোধগম্যতা ছিল?

১০ কেউ কেউ কিছু শাস্ত্রীয় শিক্ষার সঙ্গে একমত হয়নি বলে ঈশ্বরের পালকে পরিত্যাগ করেছে। মিশরীয় দাসত্ব থেকে মুক্ত হওয়া ইস্রায়েলীয়রা তাদের প্রতি করা “[ঈশ্বরের] কার্য্য সকল ভুলিয়া গেল” এবং “তাঁহার মন্ত্রণার অপেক্ষায় রহিল না।” (গীত. ১০৬:১৩) একজন নিষ্ক্রিয় ব্যক্তিকে এটা মনে করিয়ে দেওয়া উপকারী হতে পারে যে, “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” চমৎকার আধ্যাত্মিক খাদ্য বিতরণ করে যাচ্ছে। (মথি ২৪:৪৫) একজন ব্যক্তি মূলত এভাবেই সত্য শিখেছেন। তাহলে কেন তিনি পুনরায় সত্যে চলার জন্য সংকল্পবদ্ধ হবেন না?—২ যোহন ৪.

১১ ঈশ্বরের পাল থেকে বিপথে গিয়েছে এমন ব্যক্তিদের সাহায্য করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করার সময়, প্রাচীন হয়তো সেই শিষ্যদের বিষয়ে উল্লেখ করতে পারেন, যারা যিশুর একটা শিক্ষা প্রত্যাখ্যান করার কারণে তাঁকে ছেড়ে চলে গিয়েছিল। (যোহন ৬:৫৩, ৬৬) খ্রিস্ট ও তাঁর বিশ্বস্ত অনুসারীদের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেওয়ায়, তারা তাদের আধ্যাত্মিকতা এবং আনন্দ হারিয়ে ফেলেছিল। যারা খ্রিস্টীয় মণ্ডলীর সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিয়েছে, তারা কি অন্য কোনো জায়গা খুঁজে পেয়েছে, যেখানে প্রচুর আধ্যাত্মিক খাদ্য রয়েছে? না, কারণ এইরকম কোনো জায়গাই নেই!

কোনো অনুপযুক্ত আচরণ কি জড়িত ছিল?

১২, ১৩. পাল থেকে বিপথে গিয়েছে এমন কেউ যদি স্বীকার করেন যে তিনি গুরুতর পাপ করেছেন, তাহলে কীভাবে তাকে সাহায্য করা সম্ভব?

১২ কিছু ব্যক্তি কোনো গুরুতর পাপ করেছে বলে প্রচার করা ও সভায় যাওয়া বন্ধ করে দিয়েছে। তারা হয়তো এইরকম মনে করে যে, তারা যদি প্রাচীনদের কাছে তাদের অন্যায় কাজ সম্বন্ধে স্বীকার করে, তাহলে তাদেরকে সমাজচ্যুত করা হবে। কিন্তু, তাদেরকে মণ্ডলী থেকে বহিষ্কার করা হবে না, যদি তারা অশাস্ত্রীয় অভ্যাস পরিত্যাগ করে থাকে এবং প্রকৃতই মন পরিবর্তন করে বা অনুতপ্ত হয়। (২ করি. ৭:১০, ১১) এর পরিবর্তে, তাদেরকে স্বাগত জানানো হবে এবং প্রাচীনরা তাদেরকে প্রয়োজনীয় আধ্যাত্মিক সাহায্য প্রদান করবে।

১৩ আপনি যদি এমন এক পরিপক্ব প্রকাশক হয়ে থাকেন, যাকে একজন নিষ্ক্রিয় ব্যক্তিকে সাহায্য করার জন্য নিযুক্ত করা হয়েছে, তাহলে আপনার কী করা উচিত, যদি সেই নিষ্ক্রিয় ব্যক্তি আপনাকে বলেন যে, তিনি এক গুরুতর পাপ করেছেন? আগে যেমন উল্লেখ করা হয়েছে, পরিস্থিতির সঙ্গে নিজেকে জড়িত করার পরিবর্তে সুপারিশ করুন যেন তিনি প্রাচীনের সঙ্গে কথা বলেন। তিনি যদি তা না করতে চান, তাহলে আপনি এই ধরনের বিষয়ে যে-ঐশিক নির্দেশনা রয়েছে, তার সঙ্গে মিল রেখে কাজ করার মাধ্যমে যিহোবার নামের ও মণ্ডলীর আধ্যাত্মিক মঙ্গলের জন্য চিন্তা দেখাবেন। (পড়ুন, লেবীয় পুস্তক ৫:১.) প্রাচীনরা জানে যে, কীভাবে সেই ব্যক্তিকে সাহায্য করতে হবে, যিনি ফিরে আসতে চান ও ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে চান। এর জন্য হয়তো প্রেমময় শাসনের প্রয়োজন হতে পারে। (ইব্রীয় ১২:৭-১১) সেই ব্যক্তি যদি স্বীকার করেন যে, তিনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছেন ও সেইসঙ্গে অন্যায় কাজ করা বন্ধ করে থাকেন এবং প্রকৃতই অনুতপ্ত হন, তাহলে প্রাচীনরা তাকে সাহায্য করবে আর তিনি যিহোবার ক্ষমা লাভ করতে পারেন।—যিশা. ১:১৮; ৫৫:৭; যাকোব ৫:১৩-১৬.

একজন সন্তানের ফিরে আসা আনন্দ নিয়ে আসে

১৪. অপব্যয়ী পুত্র সম্বন্ধে বলা যিশুর দৃষ্টান্তটি নিজের ভাষায় বলুন।

১৪ বিপথগামী হয়েছে এমন এক মেষকে সহযোগিতার প্রচেষ্টা করার সময়, যাকে সাহায্য করার জন্য নিযুক্ত করা হয়েছে, তিনি হয়তো লূক ১৫:১১-২৪ পদে লিপিবদ্ধ যিশুর দৃষ্টান্তটির বিষয়ে উল্লেখ করতে পারেন। সেই দৃষ্টান্তে একজন যুবক অসংযত জীবনযাপন করে তার উত্তরাধিকারের অপব্যবহার করে। পরিশেষে, সে তার অনাচার জীবনযাপনকে ঘৃণাভরে পরিহার করে। তার পেটে ক্ষুধা, সে বাড়ি ফেরার জন্য কাতর আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলে—সে বাড়ি ফিরে যাবে! সে অনেক দূরে থাকতেই তার বাবা তাকে দেখতে পান, দৌড়ে এসে তার গলা ধরে চুম্বন করেন এবং আনন্দিত হন। এই দৃষ্টান্ত নিয়ে চিন্তা করা, ভেসে চলে গিয়েছে এমন একজন ব্যক্তিকে পালের মধ্যে ফিরে আসার জন্য অনুপ্রেরণা দিতে পারে। যেহেতু শীঘ্রই এই বিধিব্যবস্থার ধ্বংস হবে, তাই তার অবিলম্বে ‘বাড়ি ফিরে আসা’ উচিত।

১৫. কেন কেউ কেউ মণ্ডলী থেকে ভেসে চলে যায়?

১৫ মণ্ডলী থেকে যারা ভেসে চলে যায়, তাদের মধ্যে অধিকাংশই ঠিক অপব্যয়ী পুত্রের মতো নয়। কেউ কেউ ধীরে ধীরে ভেসে চলে যায়, ঠিক যেমন একটা নৌকা তীর থেকে আস্তে আস্তে ভেসে গিয়ে দূরে চলে যায়। কেউ কেউ উদ্বিগ্নতার দ্বারা এতটাই ভারগ্রস্ত হয়ে পড়ে যে, আধ্যাত্মিক বিষয়গুলোর প্রতি তাদের দৃষ্টি হারিয়ে ফেলে। আবার অন্যেরা মণ্ডলীর কোনো সদস্যের দ্বারা বিঘ্ন পায় অথবা কোনো শাস্ত্রীয় শিক্ষার সঙ্গে একমত হতে পারে না বলে চলে যায়। অল্প কিছু ব্যক্তি অশাস্ত্রীয় আচরণে জড়িত হয়ে পড়ে। কিন্তু, প্রতিটা বিষয়ের সঙ্গে যুক্ত যে-উপদেশগুলো তুলে ধরা হয়েছে, সেগুলো হয়তো সেই ব্যক্তিদের খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগেই ফিরে আসতে সহযোগিতা করার জন্য আপনাকে সাহায্য করতে পারে, যারা এগুলো বা অন্যান্য কারণে পাল ছেড়ে চলে গিয়েছে।

“বাড়ি ফিরে আসার জন্য স্বাগত জানাই!”

১৬-১৮. (ক) কীভাবে একজন প্রাচীন এমন এক ভাইকে সাহায্য করেছিলেন, যিনি বেশ কিছু বছর ধরে নিষ্ক্রিয় ছিলেন? (খ) কেন সেই ভাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন, কীভাবে তাকে সাহায্য করা হয়েছিল আর মণ্ডলী তাকে কীভাবে গ্রহণ করেছিল?

১৬ একজন খ্রিস্টান প্রাচীন বলেন: “আমাদের স্থানীয় প্রাচীনবর্গ নিষ্ক্রিয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে অনেক আগ্রহ প্রকাশ করে। আমি এমন একজন ভাইয়ের বিষয়ে চিন্তা করি, যাকে আমি অধ্যয়ন করাতাম এবং সত্যের জ্ঞান জানতে সাহায্য করেছিলাম। তিনি প্রায় ২৫ বছর ধরে নিষ্ক্রিয় ছিলেন এবং অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সময় পার করছিলেন, তাই আমি ব্যাখ্যা করেছিলাম যে, কীভাবে বাইবেল থেকে শাস্ত্রীয় নীতি প্রয়োগ করা তাকে সাহায্য করতে পারে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর, তিনি কিংডম হলে আসতে শুরু করেন এবং পালের মধ্যে ফিরে আসার বিষয়ে তার সংকল্পকে শক্তিশালী করার জন্য সাহায্য পেতে ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করতে রাজি হন।”

১৭ কেন সেই ভাই নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন? তিনি স্বীকার করেন: “আমি আধ্যাত্মিক বিষয়গুলোর চেয়ে বরং জাগতিক বিষয়গুলোর প্রতি আরও বেশি মনোযোগ দিতে শুরু করি। এরপর আমি অধ্যয়ন করা, প্রচারে যাওয়া ও সভাগুলোতে যোগ দেওয়া বন্ধ করে দিই। আর এরপর যে-বিষয়টা আমি বুঝতে পেরেছিলাম তা হল, আমি আর খ্রিষ্টীয় মণ্ডলীর অংশ ছিলাম না। কিন্তু, প্রাচীনদের দ্বারা প্রদর্শিত ব্যক্তিগত ও আন্তরিক আগ্রহের কারণে আমি ফিরে আসার জন্য সাহায্য লাভ করি।” এই ভাই ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন গ্রহণ করার পর তার সমস্যাগুলো কমে যেতে শুরু করে। তিনি বলেন, “আমি বুঝতে পেরেছিলাম যে, আমার জীবনে আমি যে-বিষয়গুলোর অভাব বোধ করেছি, তা হল যিহোবা এবং তাঁর সংগঠনের প্রেম ও নির্দেশনা।”

১৮ এই ভাইকে মণ্ডলীতে কীভাবে গ্রহণ করা হয়েছিল? তিনি বলেন: “আমি যিশু খ্রিস্টের বলা অপব্যয়ী পুত্রের মতো অনুভব করেছিলাম। বস্তুতপক্ষে, আমাদের একজন বয়স্ক বোন, যিনি ৩০ বছর আগে সেখানে ছিলেন এবং এখনও বিশ্বস্তভাবে যিহোবার সেবা করছেন, তিনি আমাকে বলেছিলেন, ‘বাড়ি ফিরে আসার জন্য স্বাগত জানাই!’ সেটা সত্যিই আমার হৃদয় স্পর্শ করেছিল। আমি সত্যিই বাড়ি ফিরে এসেছিলাম। আর সেই প্রাচীন ও সম্পূর্ণ মণ্ডলী আমার প্রতি যে-প্রেম, উষ্ণতা, ধৈর্য ও আগ্রহ দেখিয়েছেন, সেটার জন্য আমি আমার আন্তরিক উপলব্ধি প্রকাশ করতে চাই। যিহোবা এবং প্রতিবেশীদের প্রতি তাদের প্রেম সত্যিই আমাকে পালের মধ্যে ফিরে আসতে সাহায্য করেছে।”

তাদেরকে এখনই পদক্ষেপ নেওয়ার জন্য প্রণোদিত করুন

১৯, ২০. কীভাবে আপনি নিষ্ক্রিয় ব্যক্তিদের অবিলম্বে পালের মধ্যে ফিরে আসার জন্য উৎসাহিত করতে পারেন এবং তাদেরকে দেখাতে পারেন যে, ঈশ্বর আমাদের কাছ থেকে খুব বেশি কিছু চান না?

১৯ আমরা শেষকালে বাস করছি আর বর্তমান বিধিব্যবস্থার শেষ আসন্ন। তাই, নিষ্ক্রিয় ব্যক্তিদের খ্রিস্টীয় সভাগুলোতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করুন। তাদেরকে এখনই যোগ দিতে শুরু করার জন্য প্রণোদিত করুন। তাদেরকে মনে করিয়ে দিন যে, শয়তান ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করে দেওয়ার ও তাদেরকে এইরকম মনে করতে পরিচালিত করার জন্য চেষ্টা করছে যে, সত্য উপাসনা ত্যাগ করার মাধ্যমে জীবনের বোঝাগুলো থেকে স্বস্তি লাভ করা যেতে পারে। আপনি তাদেরকে আশ্বাস দিতে পারেন যে, একমাত্র যিশুর বিশ্বস্ত অনুসারী হওয়ার মাধ্যমে তারা প্রকৃত বিশ্রাম বা সতেজতা উপভোগ করতে পারে।—পড়ুন, মথি ১১:২৮-৩০.

২০ নিষ্ক্রিয় ব্যক্তিদের মনে করিয়ে দিন যে, ঈশ্বর আমাদের কাছ থেকে কেবল তা-ই আশা করেন, যা আমরা করতে পারি। যিশুর মৃত্যুর কিছুদিন আগে বহুমূল্য সুগন্ধি তেল দিয়ে যিশুকে অভিষিক্ত করার কারণে যখন লাসারের বোন মরিয়মের সমালোচনা করা হয়েছিল, তখন যিশু বলেছিলেন: “ইহাকে থাকিতে দেও, . . . এ যাহা করিতে পারিত, তাহাই করিল।” (মার্ক ১৪:৬-৮) যিশু সেই অভাবী বিধবার প্রশংসা করেছিলেন, যিনি মন্দিরে অতি ক্ষুদ্র দান করেছিলেন। সেই বিধবাও তা-ই করেছিলেন, যা তিনি করতে পারতেন। (লূক ২১:১-৪) আমাদের মধ্যে অধিকাংশই খ্রিস্টীয় সভাগুলোতে যোগ দিতে ও রাজ্যের প্রচার কাছে অংশ নিতে পারি। বর্তমানে যারা নিষ্ক্রিয় রয়েছে, তাদের অনেকেই যিহোবার সাহায্যে একই বিষয় করতে পারবে।

২১, ২২. যারা যিহোবার কাছে ফিরে আসে, তাদেরকে আপনি কোন আশ্বাস দিতে পারেন?

২১ পাল থেকে বিপথে গিয়েছে এমন এক মেষতুল্য ব্যক্তি যদি পুনরায় ভাইদের সামনে আসতে ভয় পান, তাহলে আপনি তাকে সেই আনন্দ সম্বন্ধে মনে করিয়ে দিতে পারেন, যা অপব্যয়ী পুত্র ফিরে আসার পরে করা হয়েছিল। যারা মণ্ডলীতে ফিরে আসে, তারাও একইরকম আনন্দের কারণ হয়। দিয়াবলকে প্রতিরোধ করার ও ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য তাদেরকে এখনই পদক্ষেপ নিতে উৎসাহিত করুন।—যাকোব ৪:৭, ৮.

২২ যারা যিহোবার কাছে ফিরে আসে, তাদের জন্য এক আনন্দদায়ক অভ্যর্থনা অপেক্ষা করে আছে। (বিলাপ ৩:৪০) ঈশ্বরের সেবায় তাদের অতীত অভিজ্ঞতাগুলো নিঃসন্দেহে তাদের জন্য প্রচুর আনন্দ নিয়ে এসেছিল। সেই ব্যক্তিদের জন্য অনেক ভাবী আশীর্বাদ অপেক্ষা করে আছে, যারা অবিলম্বে পালের মধ্যে ফিরে আসে!

আপনি কীভাবে উত্তর দেবেন?

• কীভাবে আপনি এমন একজন খ্রিস্টানকে সাহায্য করতে পারেন, যিনি বিঘ্ন পেয়েছেন এবং নিষ্ক্রিয় হয়ে পড়েছেন?

• কোন যুক্তি হয়তো সেই ব্যক্তিকে সাহায্য করতে পারে, যিনি কোনো একটা শিক্ষা সম্বন্ধে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কারণে ঈশ্বরের পাল ছেড়ে চলে গিয়েছেন?

• কীভাবে এমন একজন ব্যক্তিকে সাহায্য করা সম্ভব হতে পারে, যিনি মণ্ডলীতে ফিরে আসার ব্যাপারে দ্বিধা করেন?

[অধ্যয়ন প্রশ্নাবলি]

[১৩ পৃষ্ঠার চিত্র]

একজন নিষ্ক্রিয় সহবিশ্বাসী যখন মনের কথা প্রকাশ করেন, তখন তা মনোযোগ দিয়ে শুনুন

[১৫ পৃষ্ঠার চিত্র]

যিশুর বলা অপব্যয়ী পুত্রের দৃষ্টান্তটি নিয়ে চিন্তা করা হয়তো কোনো কোনো ব্যক্তিকে পালের মধ্যে ফিরে আসতে অনুপ্রাণিত করতে পারে