সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

 আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• কীভাবে আমরা সাবলীলভাবে “বিশুদ্ধ ওষ্ঠ” বা ভাষা অর্থাৎ ঈশ্বর ও তাঁর উদ্দেশ্যগুলো সম্বন্ধে সত্য বলতে পারি? (সফ. ৩:৯)

কথ্য ভাষা শেখার বেলায় যেমনটা হয়ে থাকে, তেমনই সাবলীলভাবে “বিশুদ্ধ ওষ্ঠ” বা ভাষা বলতে হলে, আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, সাবলীল বক্তাদের অনুকরণ করতে হবে, বাইবেলের বইগুলোর নাম ও বাইবেলের কিছু পদ মনে রাখতে হবে, যে-বিষয়গুলো আমরা শিখি সেগুলোকে পুনরাবৃত্তি করতে হবে, জোরে জোরে পাঠ করতে হবে, ব্যাকরণ অথবা সত্যের আদর্শকে বিশ্লেষণ করতে হবে, উন্নতি করে চলার জন্য কাজ করতে হবে, অধ্যয়নের জন্য সময় রাখতে হবে এবং বিশুদ্ধ ভাষা “বলার” অভ্যাস বজায় রাখতে হবে।—৮/১৫, পৃষ্ঠা ২১-২৫.

• কীভাবে ‘ত্রিগুণ সূত্রের’ ধারণাটি বিয়ের ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে?

“ত্রিগুণ সূত্র” এক রূপক অভিব্যক্তি। (উপ. ৪:১২) যখন বিয়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, তখন এটা দুটো সূত্র স্বামী ও স্ত্রীকে অন্তর্ভুক্ত করে, যারা প্রধান সূত্র ঈশ্বরের সঙ্গে একত্রে যুক্ত থাকে। ঈশ্বরের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া একটা দম্পতিকে সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা ও সুখ লাভ করার জন্য আধ্যাত্মিক শক্তি প্রদান করে।—৯/১৫, পৃষ্ঠা ১৬.

ইব্রীয় ৬:২ পদে ‘হস্তার্পণ’ কথাটি কোন বিষয়কে নির্দেশ করে?

খ্রিস্টান প্রাচীনদের নিযুক্ত করার ক্ষেত্রে প্রয়োগ করার পরিবর্তে, সম্ভবত এটি আত্মার অলৌকিক বর বা দান প্রদান করার জন্য হস্তার্পণের বিষয়কে নির্দেশ করে। (প্রেরিত ৮:১৪-১৭; ১৯:৬)—৯/১৫, পৃষ্ঠা ৩২.

• নেতৃত্বদানকারী ব্যক্তিরা কীভাবে অন্যদের প্রতি সম্মান দেখাতে পারে?

যে-একটা উপায়ে একজন প্রাচীন তা করতে পারেন তা হল, তিনি অন্যদেরকে কখনো এমন কিছু করতে বলবেন না, যা তিনি নিজে করতে ইচ্ছুক নন। এ ছাড়া, তিনি যে-অনুরোধগুলো করেন বা যে-নির্দেশনাগুলো দেন, সেগুলোর কারণ সম্বন্ধে জানানোর দ্বারাও তিনি সম্মান দেখান।—১০/১৫, পৃষ্ঠা ২২.

• একজন ইস্রায়েলীয় মেষপালক একটা বাঁকানো লাঠিকে যেভাবে ব্যবহার করতেন, তা থেকে একজন খ্রিস্টান প্রাচীন কী শিখতে পারেন?

একজন মেষপালক তার পালকে নির্দেশনা দেওয়ার জন্য একটা বাঁকানো লাঠি বা পাঁচনি ব্যবহার করতেন। মেষেরা যখন বস্রায় বা খোঁয়াড়ে প্রবেশ করত অথবা সেখান থেকে বের হতো, তখন সেগুলোকে ‘পাঁচনির নীচে দিয়া যাইতে’ হতো আর তিনি সেগুলোকে গণনা করতে পারতেন। (লেবীয়. ২৭:৩২) একইভাবে, একজন খ্রিস্টান পালককেও তার যত্নাধীন ঈশ্বরের পালকে ভালভাবে জানতে ও প্রত্যেকে কী করছে, সেই সম্বন্ধে অবগত হতে হবে।—১১/১৫, পৃষ্ঠা ৯.