পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল
কখন শয়তানকে স্বর্গ থেকে নিক্ষেপ করা হয়েছিল?—প্রকা. ১২:১-৯.
যদিও বাইবেলের প্রকাশিত বাক্য বইটি শয়তানকে স্বর্গ থেকে নিক্ষেপ করার একেবারে সঠিক সময় সম্বন্ধে জানায় না, কিন্তু এটি কিছু ধারাবাহিক ঘটনা সম্বন্ধে উল্লেখ করে, যা আমাদেরকে এই বিষয়টা অনুমান করতে সাহায্য করতে পারে যে, কখন তাকে স্বর্গ থেকে নিক্ষেপ করা হয়েছিল। এই ঘটনাগুলোর মধ্যে প্রথমটা হল, মশীহ রাজ্যের প্রতিষ্ঠা। এর ঠিক পরেই, “স্বর্গে যুদ্ধ হইল,” যা শয়তানের পরাজয়ের ও শেষপর্যন্ত স্বর্গ থেকে তার নিক্ষিপ্ত হওয়ার ঘটনার দিকে চালিত করেছিল।
শাস্ত্র ১৯১৪ সালকে স্পষ্টভাবে সেই বছর হিসেবে চিহ্নিত করে, যখন “জাতিগণের সময়” শেষ হয়েছিল এবং রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। * (লূক ২১:২৪) এর কত সময় পর স্বর্গে যুদ্ধ শুরু হয়েছিল, যার ফল স্বরূপ শয়তানকে নিক্ষেপ করা হয়েছিল?
“যে স্ত্রীলোকটী সন্তান প্রসব করিতে উদ্যত, সেই নাগ [শয়তান] তাহার সম্মুখে দাঁড়াইল,” প্রকাশিত বাক্য ১২:৪ পদ বলে, “যেন সে প্রসব করিবামাত্র তাহার সন্তানকে গ্রাস করিতে পারে।” এটা দেখায় যে, শয়তান এই নবপ্রতিষ্ঠিত রাজ্যকে, সম্ভব হলে এর প্রতিষ্ঠার মুহূর্তেই নির্মূল করে দিতে চেয়েছিল। যদিও যিহোবার হস্তক্ষেপ শয়তানকে তার মন্দ অভিপ্রায় সম্পাদন করা থেকে বিরত করেছিল, তবুও নবপ্রতিষ্ঠিত রাজ্যের ক্ষতি করার বিষয়ে শয়তান সংকল্পবদ্ধ ছিল এবং অবিরত প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল। তাই এটা যুক্তিযুক্ত যে, “মীখায়েল ও তাঁহার দূতগণ” কোনো সময় নষ্ট না করে স্বর্গ থেকে ‘সেই নাগ ও তাহার দূতগণকে’ সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেবে, যাতে রাজ্যের কোনো ক্ষতি না হয়। এটা ইঙ্গিত দেয় যে, শয়তানের পরাজয় ও নিক্ষিপ্ত হওয়ার ঘটনা, ১৯১৪ সালে রাজ্যের প্রতিষ্ঠার পর পরই ঘটেছিল।
বিবেচনা করার মতো আরেকটা বিষয় হল অভিষিক্ত খ্রিস্টানদের পুনরুত্থান, যেটা—শাস্ত্রীয় প্রমাণ যেমন ইঙ্গিত করে—রাজ্যের প্রতিষ্ঠার পর পরই শুরু হয়েছিল। * (প্রকা. ২০:৬) যেহেতু খ্রিস্টের অভিষিক্ত ভাইদের মধ্যে কারো সম্বন্ধেই উল্লেখ করা হয়নি যে, তিনি নাগ ও তার দূতদের সঙ্গে যুদ্ধে যিশুর সঙ্গে অংশগ্রহণ করেছেন, তাই যিশুর ভাইদের পুনরুত্থান শুরু হওয়ার আগেই স্বর্গে যুদ্ধ এবং শয়তান ও তার মন্দদূতদেরকে নিক্ষেপ করার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল।
সুতরাং, শয়তান ও তার মন্দদূতদেরকে কখন স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল সেই বিষয়ে বাইবেল একেবারে সঠিক সময় জানায় না। তা সত্ত্বেও এটা সুস্পষ্ট যে, ১৯১৪ সালে স্বর্গে যিশু খ্রিস্ট সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর পরই এই ঘটনাটি ঘটেছিল।
[পাদটীকাগুলো]
^ বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইয়ের ২১৫-২১৮ পৃষ্ঠা দেখুন।
^ ২০০৭ সালের ১ জানুয়ারি প্রহরীদুর্গ পত্রিকার ২৭-২৮ পৃষ্ঠায় ৯-১৩ অনুচ্ছেদ দেখুন।