সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

সহযোগিতা আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্য করে

সহযোগিতা আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্য করে

সহযোগিতা আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্য করে

 আধ্যাত্মিকমনা এক পরিবার গড়ে তোলার ক্ষেত্রে যারা উন্নতি করতে চায়, তাদের সহযোগিতার এক মনোভাব থাকা আবশ্যক। যিহোবা যখন প্রথম দম্পতিকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। হবাকে আদমের সঙ্গে তার “অনুরূপ [“পরিপূরক,” NW]” হিসেবে কাজ করতে হয়েছিল। (আদি. ২:১৮) বিবাহ যেন এমন এক বন্ধন হয়, যেখানে পুরুষ ও নারী একে অপরকে সমর্থন করে। (উপ. ৪:৯-১২) এ ছাড়া, যিহোবা বাবা-মা এবং সন্তানদেরকে যে-ভূমিকা পালন করার দায়িত্ব দিয়েছেন, তা পালন করার জন্যও সহযোগিতার প্রয়োজন।

পারিবারিক উপাসনা

ব্যারি ও হাইডির পাঁচ জন সন্তান রয়েছে। তারা লক্ষ করেছে যে, পারিবারিক বাইবেল অধ্যয়ন করার জন্য একত্রে কাজ করা তাদেরকে উন্নতি করতে সাহায্য করে। ব্যারি ব্যাখ্যা করেন: “পারিবারিক অধ্যয়নের জন্য, মাঝে মাঝে আমি সন্তানদের ছোটো ছোটো কার্যভার দিই। আমি হয়তো তাদেরকে সচেতন থাক! (ইংরেজি) পত্রিকার প্রবন্ধগুলোর ওপর ভিত্তি করে কিছু মন্তব্য তৈরি করতে বলি। এ ছাড়া, ক্ষেত্রের পরিচর্যার জন্য আমাদের অনুশীলন পর্বগুলোও রয়েছে, যাতে প্রত্যেক সন্তান একটা উপস্থাপনাসহ প্রস্তুত থাকতে পারে।” হাইডি যোগ করেন: “আমাদের সকলেরই আমরা যে-আধ্যাত্মিক লক্ষ্যগুলো অর্জন করতে চাই, সেগুলোর একটা তালিকা রয়েছে আর আমরা কতটা উন্নতি করছি তা দেখার জন্য পারিবারিক উপাসনার সময় আমরা মাঝে মাঝে সেগুলোকে পুনরালোচনা করি।” এই দম্পতি এটাও লক্ষ করেছে যে, সপ্তাহের নির্দিষ্ট কোনো কোনো রাতে টেলিভিশন না দেখা সবাইকে নির্বিঘ্নে পড়ার এক সুযোগ করে দেয়।

মণ্ডলীর সভাগুলো

মাইক ও ডেনিজ চার সন্তানকে বড়ো করে তুলেছে। একত্রে কাজ করার ফলে তাদের পরিবার কীভাবে উপকৃত হয়েছে? মাইক বলেন: “কখনো কখনো সতর্কতার সঙ্গে পরিকল্পনা করলেও কাজ হয়নি, কিন্তু আমরা লক্ষ করেছি যে, সহযোগিতা করা আমাদেরকে সঠিক সময়ে সভাগুলোতে পৌঁছাতে সাহায্য করেছে।” ডেনিস ব্যাখ্যা করেন: “সন্তানরা বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রত্যেককেই ঘরের টুকিটাকি কাজ করতে হতো। আমাদের মেয়ে কিম রান্নার এবং টেবিল সাজানোর কাজে সাহায্য করত।” তাদের ছেলে মাইকেল স্মরণ করেন: “মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে মণ্ডলীর একটা সভা হতো। তাই আমরা ঘর পরিষ্কার করতাম, মেঝে ভ্যাকুয়াম করতাম আর চেয়ার সাজাতাম।” অন্য আরেক ছেলে ম্যাথিউ যোগ করেন: “আমার বাবা এটা নিশ্চিত করতেন যে, সভার রাতগুলোতে সভার জন্য প্রস্তুত হতে আমাদেরকে সাহায্য করতে তিনি যেন কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারেন।” এর ফল কী হয়েছে?

সমস্ত প্রচেষ্টাই সার্থক হয়

মাইক বলেন: “১৯৮৭ সালে ডেনিজ ও আমি অগ্রগামী হিসেবে সেবা করতে শুরু করি। সেই সময়, আমাদের তিন সন্তান তখনও ঘরেই থাকত। তাদের মধ্যে দুজন অগ্রগামী হয়েছে আর অন্যরা বেথেল নির্মাণ প্রকল্পে কাজ করেছে। আমাদের পরিবারের জন্য আরেকটা আনন্দের বিষয় হল যে, আমরা ৪০ জন ব্যক্তিকে উৎসর্গীকরণ করতে ও বাপ্তিস্ম নিতে সাহায্য করতে পেরেছি। এ ছাড়া, আমাদের এমনকী বিদেশেও পরিবারগতভাবে নির্মাণ প্রকল্পগুলোতে কাজ করার বিশেষ সুযোগ হয়েছে।”

বস্তুতপক্ষে, পরিবারগতভাবে সহযোগিতা করার সমস্ত প্রচেষ্টাই সার্থক হয়। আপনার পরিবারে একে অন্যের সঙ্গে সহযোগিতা করার জন্য আপনি কি অন্যান্য উপায় খুঁজে বের করতে পারেন? আপনি নিশ্চিত থাকতে পারেন যে, সহযোগিতার এক মনোভাব থাকা আপনার পরিবারকে আরও আধ্যাত্মিক উন্নতি করতে সাহায্য করবে।

[২৮ পৃষ্ঠার চিত্র]

অনুশীলন পর্বগুলো ক্ষেত্রের পরিচর্যায় উন্নতি করতে সাহায্য করে