সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

 আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• মায়ের গর্ভে মারা যাওয়া কোনো শিশুর কি পুনরুত্থানের কোনো আশা আছে?

গর্ভধারণের সঙ্গেসঙ্গেই জীবনের শুরু হয়। যিহোবা ব্যক্তি বিশেষদের তাদের জীবনের যেকোনো পর্যায় থেকে পুনরুত্থিত করতে পারেন কারণ “ঈশ্বরের সকলই সাধ্য।” (মার্ক ১০:২৭) কিন্তু বাইবেল সরাসরি বলে না যে, মায়ের গর্ভে মারা যাওয়া অজাত শিশুদের তিনি পুনরুত্থিত করবেন কি না।—৪/১৫, পৃষ্ঠা ১২, ১৩.

• পিঁপড়ে, শাফন বা ভোঁদড়-জাতীয় প্রাণী, পঙ্গপাল এবং টিকটিকিকে লক্ষ করার দ্বারা আমরা কেন উপকৃত হতে পারি?

এই চারটে প্রাণী প্রবৃত্তিগত প্রজ্ঞাকে তুলে ধরে। এভাবে, এগুলো ঈশ্বরের প্রজ্ঞাকে মহিমান্বিত করে। (হিতো. ৩০:২৪-২৮)—৪/১৫, পৃষ্ঠা ১৬-১৯.

• বাইবেল কেন নীরবতার স্বপক্ষে কথা বলে?

এটি দেখায় যে, নীরবতা সম্মান দেখানোর এক চিহ্ন, ধ্যান করার এক সহায়ক, এবং বিচক্ষণতার এক প্রমাণ হতে পারে। (গীত. ৩৭:৭; ৬৩:৬; হিতো. ১১:১২)—৫/১৫, পৃষ্ঠা ৩-৫.

• যিহূদার কত জন রাজা ঈশ্বরের গৃহের প্রতি উল্লেখযোগ্য উদ্যোগ দেখিয়েছিল?

যিহূদার দক্ষিণ রাজ্যের ওপর উনিশ জন রাজা রাজত্ব করেছিল আর তাদের মধ্যে চার জন—আসা, যিহোশাফট, হিষ্কিয় এবং যোশিয়—উদ্যোগের জন্য উল্লেখযোগ্য ছিল।—৬/১৫, পৃষ্ঠা ৭-১১.

• পৃথিবীতে সমস্ত অভিষিক্ত খ্রিস্টানই কি আধ্যাত্মিক খাদ্য জোগানোর বিষয়ে অংশ নেয়?

না। ঈশ্বরের আত্মার দ্বারা অভিষিক্ত এমন সকলে বিশ্বস্ত ও বুদ্ধিমান দাস শ্রেণীর অংশ, কিন্তু যাদের নিয়ে পরিচালকগোষ্ঠী গঠিত তারা আধ্যাত্মিক খাদ্য প্রদানের কাজ দেখাশোনা করে।—৬/১৫, পৃষ্ঠা ২২-২৪.

• কেন বলা যেতে পারে যে, যিশুর এবং ধর্মীয় নেতাদের আচরণের মধ্যে প্রেম ছিল এক প্রধান পার্থক্য?

সাধারণ লোকেদের প্রেম করার পরিবর্তে, সেই নেতারা তাদেরকে তুচ্ছ করত। অধিকন্তু, তারা ঈশ্বরকে প্রেম করত না। যিশু তাঁর পিতাকে প্রেম করতেন এবং লোকেদের প্রতি করুণাবিষ্ট হয়েছিলেন। (মথি ৯:৩৬) তিনি তাদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল এবং সদয় ছিলেন।—৭/১৫, পৃষ্ঠা ১৫.