আপনি কি মনে করতে পারেন?
আপনি কি মনে করতে পারেন?
আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:
• পিতর যখন সমুদ্রে ডুবে যাচ্ছিলেন, তখন তাকে যে যিশু রক্ষা করেছিলেন, সেই ঘটনা থেকে আমরা কী শিখতে পারি? (মথি ১৪:২৮-৩১)
আমরা যদি কখনো এমন একজন ভাইকে দেখতে পাই, যার মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে, তখন আমরা রূপকভাবে আমাদের হাত বাড়িয়ে দিতে ও তাকে আরও বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করতে পারি।—৯/১৫, পৃষ্ঠা ৮.
• আমাদের মুক্তির জন্য যিহোবাকে কোন মূল্য দিতে হয়েছে?
যিহোবা তাঁর পুত্রকে যখন যাতনা দেওয়া ও উপহাস করা হয়েছিল, তখন তা দেখা সহ্য করেছিলেন। আর নিজ পুত্রকে উৎসর্গ করার বিষয়ে অব্রাহামের ইচ্ছুক মনোভাবের দ্বারা যেমন পূর্বাভাস দেওয়া হয়েছিল, তেমনই যিহোবা তাঁর পুত্রকে যখন একজন অপরাধী হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তখন তিনি তা সহ্য করেছিলেন।—৯/১৫, পৃষ্ঠা ২৮-২৯.
• হিতোপদেশ ২৪:২৭ পদ “তোমার ঘর বাঁধ” বলার দ্বারা আমাদের কোন শিক্ষা দেয়?
বিয়ে করতে চান এমন একজন ব্যক্তিকে সেই দায়িত্বের জন্য প্রস্তুত হতে হবে। এর অন্তর্ভুক্ত হল পরিবারের জন্য বস্তুগত বিষয় জোগানো এবং ঘরের জন্য আধ্যাত্মিক মস্তক হওয়ার জন্য প্রস্তুত হওয়া।—১০/১৫, পৃষ্ঠা ১২.
• কীভাবে যিহোবা এবং যিশু উত্তম আচরণের বিষয়ে আমাদের জন্য উদাহরণ স্থাপন করেছে?
যিহোবার উচ্চ পদমর্যাদা সত্ত্বেও, তিনি মানুষের সঙ্গে দয়া ও সম্মানের সঙ্গে আচরণ করেন। মূল ভাষায়, অব্রাহাম ও মোশিকে নির্দেশ করার সময় যিহোবা এমন একটি ইব্রীয় শব্দ ব্যবহার করেছিলেন, যেটি কোনো একটা আদেশকে এক সদয় অনুরোধে পরিণত করে। (আদি. ১৩:১৪; যাত্রা. ৪:৬) এ ছাড়া ঈশ্বর মানুষের কথা শোনেন। (আদি. ১৮:২৩-৩২) যিশুও তা করেছিলেন আর তিনি তাঁর চারপাশের লোকেদের সাহায্য করতে প্রস্তুত এবং ইচ্ছুক ছিলেন, এমনকী প্রায়ই তাদের নাম ধরে সম্বোধন করতেন।—১১/১৫, পৃষ্ঠা ২৫.