সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• কেন মশীহকে মারা যেতে হয়েছিল?

যিশুর মৃত্যু প্রমাণ করেছিল যে, চরম পরীক্ষা সত্ত্বেও একজন সিদ্ধ ব্যক্তি ঈশ্বরীয় ভক্তি বজায় রাখতে পারেন। এ ছাড়া, আদমের বংশধরেরা উত্তরাধিকারসূত্রে যে-পাপ পেয়েছে, তিনি তার মূল্য প্রদান করেছিলেন ও অনন্তজীবন লাভ করার পথ খুলে দিয়েছিলেন।—১২/১৫, পৃষ্ঠা ২২-২৩.

• সন্তানদের সঙ্গে অর্থপূর্ণ ভাববিনিময় করা বলতে কী বোঝায়?

ভাববিনিময় করা বলতে তাদের সঙ্গে শুধুমাত্র কথা বলা ছাড়াও আরও বেশি কিছু বোঝায়, এর অন্তর্ভুক্ত হল তাদেরকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা আর ধৈর্য ধরে তাদের উত্তরগুলো শোনা। অনেকে দেখেছে যে, খাওয়ার সময়টা ভাববিনিময় করার উত্তম সুযোগ প্রদান করে।—১/১৫, পৃষ্ঠা ১৮-১৯.

• কোন পরিস্থিতিগুলোতে পুনরায় বাপ্তিস্ম নেওয়ার বিষয়টা বিবেচনা করা যেতে পারে?

তখনই এই বিষয়টা বিবেচনা করা হবে যদি বাপ্তিস্মের সময় একজন ব্যক্তি গোপনে এমন পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছিলেন বা এমন কোনো অভ্যাসে রত ছিলেন, যেটার জন্য তাকে সমাজচ্যুত করতে হতো, যদি তিনি সেই সময়ে ইতিমধ্যেই বৈধভাবে বাপ্তাইজিত হয়ে থাকতেন।—২/১৫, পৃষ্ঠা ২২.

• যিশুর বলা গোম ও শ্যামাঘাসের দৃষ্টান্তে ভালো বীজ বপন করা কোন বিষয়কে চিত্রিত করে?

মনুষ্যপুত্র যিশু তাঁর পার্থিব পরিচর্যার সময় ক্ষেত্র প্রস্তুত করেছিলেন। সা.কা. ৩৩ সালের পঞ্চাশত্তমীর দিন থেকে, ভালো বীজ বপন করা হয়েছিল যখন খ্রিস্টানদের ঈশ্বরের পুত্র, রাজ্যের সন্তান হিসেবে অভিষিক্ত করা হয়েছিল।—৩/১৫, পৃষ্ঠা ২০.

• কীভাবে যিশুর বলা দৃষ্টান্তে রূপক গোম যিহোবার গোলায় আনা হয়েছিল? (মথি ১৩:৩০)

এর পরিপূর্ণতা এই বিধিব্যবস্থার শেষকালে একটা সময়কাল ধরে চলেছে। রূপক গোম অর্থাৎ রাজ্যের অভিষিক্ত সন্তানগণকে যিহোবার গোলায় তখন আনা হয়েছিল যখন তাদেরকে পুনর্স্থাপিত খ্রিস্টীয় মণ্ডলীতে নিয়ে আসা হয়েছিল অথবা তারা তাদের স্বর্গীয় পুরস্কার লাভ করেছিল।—৩/১৫, পৃষ্ঠা ২২.