বুলগেরিয়াতে বিশেষ অভিযান সফল হয়েছে
বুলগেরিয়াতে বিশেষ অভিযান সফল হয়েছে
“শস্য প্রচুর বটে, কিন্তু কার্য্যকারী লোক অল্প; অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্য্যকারী লোক পাঠাইয়া দেন।”—মথি ৯:৩৭, ৩৮.
যিশুর বলা এই কথাগুলো দক্ষিণ-পূর্ব ইউরোপের এক সুন্দর বলকান দেশ বুলগেরিয়ার পরিস্থিতির ক্ষেত্রে কতই না প্রযোজ্য! সত্তর লক্ষেরও বেশি অধিবাসীর কাছে সুসমাচার পৌঁছে দেওয়ার জন্য সত্যিই আরও কর্মীর প্রয়োজন। বুলগেরিয়ায় প্রায় ১,৭০০ জন প্রকাশক রয়েছে কিন্তু পরিচর্যার সমস্ত এলাকা শেষ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই, পরিচালকগোষ্ঠী ইউরোপের কয়েকটা দেশ থেকে বুলগেরীয়ভাষী সাক্ষিদেরকে সেখানে এসে ২০০৯ সালের এক বিশেষ অভিযানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর বিষয়টা অনুমোদন করেছিল। ২০০৯ সালের ১৪-১৬ আগস্ট সোফিয়ায় অনুষ্ঠিত “জেগে থাকুন!” জেলা সম্মেলনের পর, গরমের সময়ে সাত সপ্তাহের জন্য এই অভিযানের বিষয়ে পরিকল্পনা করা হয়েছিল।
এক অভাবনীয় সাড়া
সোফিয়ার শাখা অফিসের ভাইয়েরা ভাবছিল যে, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, পোল্যান্ড এবং স্পেন থেকে কতটা সাড়া পাওয়া যেতে পারে। কারণ এর মানে ছিল একজন ব্যক্তিকে নিজ খরচে বুলগেরিয়াতে যেতে হবে এবং নিজের ছুটির সময়টাতেই প্রচার করতে হবে। এটা কতই না রোমাঞ্চকর ছিল, যখন সপ্তাহের পর সপ্তাহ ধরে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, যতক্ষণ না পর্যন্ত তা ২৯২ জনে পৌঁছেছিল! এইরকম ব্যাপক সাড়ার ফলে এই স্বেচ্ছাসেবকদেরকে বুলগেরিয়ার তিনটে ভিন্ন শহরে কার্যভার অর্পণ করা সম্ভবপর হয়েছিল আর সেগুলো হল কাজানলেক, সানডানস্কি ও সিলিস্ট্রা। বুলগেরিয়ার সীমা অধ্যক্ষরা স্থানীয় অগ্রগামী ও প্রকাশকদেরকেও এই অভিযানে সমর্থন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। শেষপর্যন্ত, ৩৮২ জন স্বেচ্ছাসেবক উদ্যোগের সঙ্গে এমন এলাকাগুলোতে প্রচার করেছিল, যেখানে কদাচিৎ সুসমাচার প্রচার করা হয়েছিল।
কাছাকাছি বিভিন্ন মণ্ডলীর ভাইদেরকে থাকার ব্যবস্থা করে রাখার জন্য আগে থেকেই পাঠানো হয়েছিল। তারা অ্যাপার্টম্যান্ট ভাড়া করেছিল ও সেইসঙ্গে কম ভাড়ার বিভিন্ন হোটেল আগে থেকেই বুক করে রেখেছিল। এই স্থানীয় ভাইয়েরা আগত স্বেচ্ছাসেবকদেরকে খাপ খাইয়ে নিতে এবং এরপর তাদের প্রয়োজনগুলো মেটাতে সাহায্য করার জন্য অক্লান্তভাবে কাজ করেছিল। তিনটে শহরেই, মিলিত হওয়ার স্থানগুলো ভাড়া করা হয়েছিল। পরিদর্শনকারী ভাইদের পরিচালনায় মণ্ডলীর সভাগুলো করার ব্যবস্থা করা হয়েছিল। এটা দেখা রোমাঞ্চকর ছিল যে, এমনকী একজন যিহোবার সাক্ষিও বাস করেন না এমন জায়গাগুলোতে ৫০ জন প্রকাশক যিহোবার প্রশংসা করার জন্য মিলিত হচ্ছিল।
সেই অভিযানের জন্য বিভিন্ন দেশ থেকে আসা ব্যক্তিদের উদ্যোগ অভাবনীয় ছিল। গরমের সময়ে বুলগেরিয়ার তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের বেশিও হতে পারে। কিন্তু, কোনো কিছুই এই উদ্যোগী ভাইবোনদের থামাতে পারেনি। দানিয়ুব নদীর তীরে অবস্থিত সিলিস্ট্রা নামে এক শহরে প্রথম তিন সপ্তাহ ধরে পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া হয়েছিল, যেখানকার অধিবাসীর সংখ্যা ৫০,০০০ হাজারের বেশি। এরপর, ভাইয়েরা কাছাকাছি গ্রামগুলোতে প্রচার করার জন্য নিজেদের বিলিয়ে দিয়েছিল, এমনকী তারা সিলিস্ট্রা থেকে ৫৫ কিলোমিটার পশ্চিমে টুট্রাকানেও গিয়েছিল। তারা সাধারণত সকাল ৯:৩০ মিনিটে তাদের পরিচর্যা শুরু করত। দুপুরের খাবারের বিরতির পর, তারা প্রায়ই সন্ধ্যা সাতটা বা তারও বেশি সময় পর্যন্ত কাজ করত। একইভাবে, এই স্বেচ্ছাসেবকদের অভাবনীয় উদ্যোগের কারণে কাজানলেক ও সানডানস্কি
ছাড়াও নিকটবর্তী গ্রাম ও শহরগুলোতে প্রচার অভিযান চালানো হয়েছিল।কী অর্জিত হয়েছিল?
এই সাত সপ্তাহে এক উল্লেখযোগ্য সাক্ষ্য প্রদান করা হয়েছিল। প্রেরিতদের দিনের মতো এইসমস্ত শহরের লোকেরাও একই কথা বলতে পেরেছিল, ‘তোমরা আপনাদের উপদেশে আমাদের শহর পরিপূর্ণ করিয়াছ।’ (প্রেরিত ৫:২৮) অভিযানে অংশগ্রহণকারী সাক্ষিরা প্রায় ৫০,০০০ কপি পত্রিকা অর্পণ করেছিল এবং ৪৮২টা বাইবেল অধ্যয়ন শুরু করেছিল। আনন্দের বিষয় হল, ২০০৯ সালের ১ সেপ্টেম্বর থেকে সিলিস্ট্রাতে একটা মণ্ডলী গঠন করা হয়েছে এবং কাজানলেক ও সানডানস্কিতেও দল রয়েছে। এটা দেখা সত্যিই আনন্দদায়ক যে, এই অভিযান চলাকালীন যে-ব্যক্তিরা প্রথম বারের মতো সুসমাচার শুনেছিল, তারা চমৎকার আধ্যাত্মিক উন্নতি করছে।
সিলিস্ট্রাতে, অভিযানের প্রথম সপ্তাহে স্পেন থেকে আসা বুলগেরীয়ভাষী একজন বিশেষ অগ্রগামী বোন, কারিনা নামে এক মহিলার কাছে প্রচার করেছিলেন, যিনি রাস্তায় খবরের কাগজ বিক্রি করছিলেন। কারিনা আগ্রহ দেখিয়েছিলেন এবং একটা সভাতে এসেছিলেন। তিনি সানন্দে বাইবেল অধ্যয়ন করতে রাজি হয়েছিলেন। তার স্বামী একজন নাস্তিক, তাই তিনি পার্কে বসে বাইবেল অধ্যয়ন করানোর জন্য অনুরোধ করেছিলেন। সেই বাইবেল অধ্যয়নে তার দুই মেয়েও যোগ দিয়েছিল। বড়ো মেয়ে ড্যানিয়েলা বাইবেলের সত্যের প্রতি অসাধারণ উপলব্ধি প্রকাশ করেছিল। সে এক সপ্তাহের মধ্যে বাইবেল শিক্ষা দেয় বইটি পড়ে শেষ করেছিল এবং অবিলম্বে মূর্তির উপাসনা না করার ব্যাপারে বাইবেল যা বলে, তা কাজে লাগিয়েছিল। এরপর সে তার বন্ধুবান্ধবকেও সত্য জানাতে শুরু করেছিল। প্রথম বারের মতো মণ্ডলীর সভায় উপস্থিত হওয়ার পর, তিন সপ্তাহের মধ্যে সে তার বাইবেল অধ্যয়ন পরিচালনাকারী বোনকে এই কথা বলেছিল: “আমি নিজেকে আপনাদের একজন বলেই মনে করি। আমিও যাতে প্রচার কাজ শুরু করতে পারি, সেইজন্য আমাকে কী করতে হবে?” ড্যানিয়েলা তার মা ও ছোট বোনের সঙ্গে উন্নতি করে চলছে।
কাজানলেকে, অভিযানের জন্য ইতালি থেকে আসা অরলিন নামে একজন বুলগেরীয় ভাই ক্ষেত্রের পরিচর্যার পর, তার থাকার জায়গায় হেঁটে হেঁটে ফিরে যাচ্ছিলেন। যাওয়ার পথে, অরলিন পার্কের বেঞ্চে বসে থাকা দুজন যুবকের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি তাদের কাছে বাইবেল শিক্ষা দেয় বইয়ের একটি কপি অর্পণ করেছিলেন এবং পরের দিন একটা পুনর্সাক্ষাতের ব্যবস্থা করেছিলেন। সেই সাক্ষাতেই অরলিন স্ভিটোমিরের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করেছিলেন, যা পরের দিন থেকে ক্রমাগত করা হয়েছিল। নয় দিনে, অরলিন স্ভিটোমিরের সঙ্গে আট বার অধ্যয়ন করেছিলেন। স্ভিটোমির মন্তব্য করেছিলেন: “আপনার সঙ্গে দেখা হওয়ার দু-দিন আগে, আমি ঈশ্বরের কাছে তাঁকে জানার জন্য সাহায্য চেয়ে প্রার্থনা করেছিলাম। আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যে, যদি তিনি আমাকে সাহায্য করেন, তাহলে আমি আমার জীবন তাঁর কাছে উৎসর্গ করব।” অরলিন ইতালিতে ফিরে যাওয়ার পর, স্থানীয় ভাইয়েরা স্ভিটোমিরের সঙ্গে অধ্যয়ন চালিয়ে যাচ্ছে আর সে সত্যকে নিজের করে নিচ্ছে।
ত্যাগস্বীকার করছে এমন ব্যক্তিদের জন্য প্রচুর আশীর্বাদ
যারা উদারভাবে নিজেদের ছুটি ব্যবহার করেছে এবং নিজেদের খরচে অন্য দেশে সুসমাচার প্রচার করেছে, তারা কেমন বোধ করে? স্পেনে সেবা করছেন এমন একজন প্রাচীন লিখেছিলেন: “এই অভিযান স্পেনের বুলগেরীয় ক্ষেত্রের ভাইবোনদের আরও ঘনিষ্ঠ করেছে। যে-ভাইবোনেরা এতে অংশ নিয়েছিল, তাদের ওপর এটা এক বিরাট প্রভাব ফেলেছে।” ইতালির এক দম্পতি লিখেছিল: “এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে চমৎকার মাস!” তারা আরও বলেছিল: “এই অভিযান আমাদের জীবনকে বদলে দিয়েছে! এখন আমরা ভিন্ন লোক।” এই দম্পতি স্থায়ীভাবে বুলগেরিয়াতে গিয়ে সেবা করার বিষয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা করতে শুরু করেছিল, যেখানে আরও বেশি প্রয়োজন। কারিনা হলেন স্পেনের একজন অবিবাহিত নিয়মিত অগ্রগামী বোন, যিনি সিলিস্ট্রার অভিযানে সমর্থন করেছিলেন। এরপর, তিনি স্পেনে তার চাকরি ছেড়ে দিয়ে বুলগেরিয়াতে চলে গিয়েছিলেন, যাতে তিনি সেই শহরের নতুন মণ্ডলীকে সমর্থন করতে পারেন। তিনি বুলগেরিয়াতে এক বছর থাকার জন্য যথেষ্ট টাকাপয়সা জমিয়েছিলেন। কারিনা তার সিদ্ধান্ত সম্বন্ধে এই কথা বলেন: “আমি খুবই আনন্দিত যে, যিহোবা এখানে বুলগেরিয়াতে আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন আর আমি আশা করি যে, আমি দীর্ঘসময় ধরে এখানে সেবা করতে পারব। ইতিমধ্যেই আমার পাঁচটা বাইবেল অধ্যয়ন রয়েছে আর তাদের মধ্যে তিন জনই সভাতে যোগ দিচ্ছে।”
ইতালির একজন বোন সেই অভিযানে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু সবেমাত্র নতুন চাকরিতে যোগ দেওয়ায় তার কোনো ছুটি ছিল না। তা সত্ত্বেও, তিনি এক মাসের জন্য বিনা বেতনে ছুটি চেয়েছিলেন এবং তার অনুরোধ মঞ্জুর না হলে তিনি চাকরি ছেড়ে দেওয়ার জন্যও প্রস্তুত ছিলেন। তাকে অবাক করে দিয়ে, তার নিয়োগকর্তা বলেছিলেন: “ঠিক আছে, তবে একটা শর্তে: আপনাকে বুলগেরিয়া থেকে আমাকে একটা পোস্টকার্ড পাঠাতে হবে।” সেই বোন স্পষ্টতই বুঝতে পেরেছিলেন যে, যিহোবা তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন।
বুলগেরিয়ার ভার্না শহরের এক যুবতী বোন স্টানিস্লাভা, যিনি ভালো বেতনের একটা পূর্ণসময়ের চাকরি করতেন, তিনি সিলিস্ট্রার অভিযানে অংশ নেওয়ার জন্য ছুটি নিয়েছিলেন। তিনি যখন তার দেশে সুসমাচার প্রচার করার জন্য অনেক দূর থেকে আসা অগ্রগামীদের আনন্দ দেখতে পেয়েছিলেন, তখন তিনি কেঁদে ফেলেছিলেন। তিনি যা করছিলেন, সেটা নিয়ে চিন্তা করতে শুরু করেছিলেন আর তা ছিল জাগতিক কেরিয়ারের পিছনে ছোটা। দুই সপ্তাহ পর তিনি যখন ঘরে ফিরে এসেছিলেন, তখন তিনি তার চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং একজন নিয়মিত অগ্রগামী হয়েছিলেন। এখন তিনি প্রকৃতই সুখী এবং যৌবনকালেই তার সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন।—উপ. ১২:১.
যিহোবার সেবায় সক্রিয় হওয়া সত্যিই এক আশীর্বাদ। সুসমাচার সম্বন্ধে শিক্ষা দেওয়ার ও তা প্রচার করার মতো গুরুত্বপূর্ণ কাজে আপনার সময় ও শক্তি দেওয়ার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। এমন উপায়গুলো কি রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি ব্যক্তিগতভাবে এই জীবন রক্ষাকারী পরিচর্যায় আপনার অংশকে বাড়াতে পারেন? আপনার দেশেই হয়তো এমন এলাকা রয়েছে, যেখানে প্রয়োজন আরও বেশি। আপনি কি সেইরকম একটা এলাকায় যেতে পারেন? অথবা আপনি হয়তো আপনার দেশের সেই লোকেদের সাহায্য করার জন্য আরেকটা ভাষা শেখার ব্যাপারে বিবেচনা করতে পারেন, যারা বাইবেলের সত্যের জন্য তৃষ্ণার্ত। পরিচর্যায় আপনার অংশ বাড়ানোর জন্য আপনি যেকোনো রদবদলই করুন না কেন, আপনি নিশ্চিত থাকতে পারেন যে, যিহোবা আপনাকে প্রচুররূপে আশীর্বাদ করবেন।—হিতো. ১০:২২.
[৩২ পৃষ্ঠার বাক্স/ চিত্র]
স্মরণীয় এক দিন
ইউরোপের বিভিন্ন দেশ থেকে বুলগেরিয়ার বিশেষ অভিযানকে সমর্থন করতে আসা ব্যক্তিদের মধ্যে অনেকেই সোফিয়াতে “জেগে থাকুন!” জেলা সম্মেলনে যোগদান করার জন্য পরিকল্পনা করেছিল। স্থানীয় ভাইবোনদের জন্য বিভিন্ন দেশ থেকে আসা অনেক পরিদর্শনকারীর সঙ্গে মেলামেশা করা খুবই উৎসাহজনক ছিল। উপস্থিত ২,০৩৯ জন ব্যক্তি কতই না রোমাঞ্চিত হয়েছিল, যখন পরিচালকগোষ্ঠীর ভাই জেফ্রি জ্যাকসন বুলগেরীয় ভাষায় পুরো পবিত্র শাস্ত্রের নতুন জগৎ অনুবাদ (ইংরেজি) বাইবেল প্রকাশ করেছিলেন! সেই শুক্রবারে উপস্থিত সকলে জোরে জোরে ও দীর্ঘ হাততালি দিয়ে তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। এমনকী অনেকে আনন্দে কেঁদে ফেলেছিল। সহজসরল ভাষার এই নির্ভুল অনুবাদ আন্তরিক বুলগেরীয় ব্যক্তিদের যিহোবাকে জানতে সাহায্য করবে।
[৩০, ৩১ পৃষ্ঠার মানচিত্র]
(পুরোপুরি ফরম্যাট করা টেক্সটের জন্য এই প্রকাশনা দেখুন)
বুলগেরিয়া
সোফিয়া
সানডানস্কি
সিলিস্ট্রা
কাজানলেক
[৩১ পৃষ্ঠার চিত্রগুলো]
সেই সাত সপ্তাহে এক উল্লেখযোগ্য সাক্ষ্য প্রদান করা হয়েছিল