সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি মনে করতে পারেন?

আপনি কি গত কয়েক মাসের প্রহরীদুর্গ পত্রিকাগুলো মন দিয়ে পড়েছেন? যদি পড়ে থাকেন, তাহলে দেখুন আপনি নীচের এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন কি না:

• ঈশ্বর ইস্রায়েলীয়দের মিশর থেকে বের করে নিয়ে আসার সময় তাদের অগ্রে অগ্রে কোন স্বর্গদূতকে প্রেরণ করেছিলেন? (যাত্রা. ২৩:২০, ২১)

এটা বিশ্বাস করা যুক্তিযুক্ত যে, সেই স্বর্গদূত, ‘যাঁহার অন্তরে সদাপ্রভুর নাম’ রয়েছে, তিনি ছিলেন ঈশ্বরের প্রথমজাত পুত্র, যিনি পরে যিশু হয়েছিলেন।—৯/১৫, পৃষ্ঠা ২১.

• সত্য উপাসনার ব্যাপারে কিছু অজুহাত কী যেগুলো ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়?

‘এটা অনেক কঠিন। আমি করতে চাই না। আমি খুবই ব্যস্ত। আমি যথেষ্ট ভালো নই। কেউ আমাকে কষ্ট দিয়েছে।’ ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করতে ব্যর্থ হওয়ার ক্ষেত্রে এগুলো কোনো উপযুক্ত অজুহাত নয়।—১০/১৫, পৃষ্ঠা ১২-১৫.

• কিছু উপায় কী যেগুলোর মাধ্যমে আপনি খ্রিস্টীয় সভাগুলোকে নিজের ও অন্যদের জন্য গঠনমূলক করে তুলতে পারেন?

আগে থেকে প্রস্তুতি নিন। নিয়মিতভাবে যোগদান করুন। ঠিক সময়ে পৌঁছান। সুসজ্জিত হয়ে আসুন। বিক্ষেপগুলো এড়িয়ে চলুন। অংশগ্রহণ করুন। আপনার মন্তব্যগুলো সংক্ষিপ্ত রাখুন। কার্যভার সম্পন্ন করুন। অংশগ্রহণকারীদের প্রশংসা করুন। সভার আগে ও পরে মেলামেশা করুন।—১০/১৫, পৃষ্ঠা ২২.

• চাপের কাছে হারোণের নতিস্বীকার করা থেকে আমরা কী শিখতে পারি?

মোশি যখন উপস্থিত ছিলেন না, তখন ইস্রায়েলীয়রা তাদের জন্য একটা দেবতা নির্মাণ করার জন্য তাকে পীড়াপীড়ি করেছিল। তিনি নতিস্বীকার করে তা-ই করেছিলেন। এটা দেখায় যে, সঙ্গীসাথিদের চাপ কেবল অল্পবয়সিদের ওপরই আসে না। এটা এমনকী সেই বয়স্ক ব্যক্তিদের ওপরও প্রভাব ফেলতে পারে যারা যা সঠিক, তা করতে চায়। আমাদের খারাপ সঙ্গীসাথিদের চাপকে প্রতিরোধ করতে হবে।—১১/১৫, পৃষ্ঠা ৮.