কেন যিশু বলেছিলেন যে, “পুরাতন কুপায় কেহ টাট্কা দ্রাক্ষারস রাখে না”?
কেন যিশু বলেছিলেন যে, “পুরাতন কুপায় কেহ টাট্কা দ্রাক্ষারস রাখে না”?
বাইবেলের সময়ে সাধারণত পশুর চামড়ার তৈরি কুপাতে দ্রাক্ষারস সংগ্রহ করা হতো। (যিহো. ৯:১৩) চামড়ার কুপাগুলো গৃহপালিত পশু যেমন, ছাগল বা ছাগলের বাচ্চার পুরো চামড়া দিয়ে তৈরি করা হতো। একটা চামড়ার কুপা বানানোর জন্য মৃত পশুর মাথা ও পাগুলো কেটে ফেলা হতো এবং দেহ থেকে চামড়াটাকে সতর্কতার সঙ্গে ছাড়াতে হতো, যাতে এটার পেট ফেটে না যায়। এরপর, সেই চামড়াকে পাকা করে, পশুর ঘাড়ের অথবা পায়ের খোলা অংশ—যে-অংশটা কুপার মুখ হিসেবে ব্যবহার করা হতো—বাদে সমস্ত খোলা অংশ সেলাই করা হতো। এই খোলা অংশটুকু কোনো ছিপি দিয়ে আটকানো যেত কিংবা দড়ি দিয়ে বাধা যেত।
একসময়, সেই চামড়া শক্ত হয়ে যেত এবং এর নমনীয়তা নষ্ট হয়ে যেত। তাই, পুরোনো দ্রাক্ষারসের কুপাগুলো, নতুন দ্রাক্ষারস মজুদ করার জন্য অনুপযুক্ত ছিল, যে-দ্রাক্ষারসে ক্রমাগত গাঁজানোর প্রক্রিয়া চলত। এই গাঁজানোর প্রক্রিয়ার কারণে হয়তো পুরোনো চামড়ার কুপাগুলোর শক্ত চামড়া ফেটে যেতে পারত। অন্যদিকে, নতুন চামড়া আরও বেশি নমনীয় থাকত আর এটা নতুন দ্রাক্ষারসে ক্রমাগত গাঁজানোর প্রক্রিয়ার কারণে সৃষ্ট চাপকে প্রতিরোধ করতে পারত। এই কারণে, যিশু এমন একটা বিষয় সম্বন্ধে বলেছিলেন, যা তাঁর দিনে সাধারণ ছিল। তিনি বলেছিলেন যে, কী হবে যদি কেউ পুরোনো কুপায় নতুন দ্রাক্ষারস রাখে: “টাট্কা দ্রাক্ষারসে কুপাগুলি ফাটিয়া যাইবে, তাহাতে দ্রাক্ষারসও পড়িয়া যাইবে, কুপাগুলিও নষ্ট হইবে। কিন্তু টাট্কা দ্রাক্ষারস নূতন কুপাতেই রাখিতে হইবে।”—লূক ৫:৩৭, ৩৮.